সমাজকর্ম ২য় পত্র ৪র্থ অধ্যায় সৃজনশীল
সৃজনশীল প্রশ্ন ১ : আব্দুল জলিল তিন সন্তানের জনক। বড় ছেলে চাকুরি করে এবং অন্য দুই ছেলে স্থানীয় কলেজে লেখাপড়া করে। কিছুদিন পূর্বে বড় ছেলের বিয়ে দেন। কিন্তু চাকুরি করার কারণে আব্দুল জলিল এর বড় ছেলে তার স্ত্রীকে নিয়ে ঢাকায় বসবাস করেন এবং গ্রামে মা-বাবার জন্য টাকা পাঠান।
ক. ইংরেজি “Family” শব্দটি কোন শব্দ থেকে গৃহীত হয়েছে?
খ. বিবাহ কাকে বলে?
গ. উদ্দীপকে আব্দুল জলিলের বড় ছেলের পরিবারটি কোন ধরনের? ব্যাখ্যা করো।
ঘ. বাংলাদেশে উক্ত পরিবারের গুরুত্ব আলোচনা করো।
সৃজনশীল প্রশ্ন ২ : ইউসুফ ও উমা ভালো বন্ধু। পারিবারিক ও সামাজিক স্বীকৃতির মাধ্যমে উভয়ের মধ্যে সামাজিক বন্ধন স্থাপিত হয়। তাদের মধ্যকার এ সামাজিক বন্ধনই সাধারণত স্থায়ীভাবে সম্পর্ক প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করে।
ক. ধর্ম কী?
খ. গণমাধ্যম বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকে বর্ণিত বিষয়টি কোন সামাজিক প্রতিষ্ঠানকে ইঙ্গিত করে? ব্যাখ্যা করো।
ঘ. সামাজিক প্রতিষ্ঠান হিসেবে উদ্দীপকে উল্লিখিত বিষয়টির ভূমিকা বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্ন ৩ : শিল্প বিপ্লবের পর স্বামী-স্ত্রীর কর্মব্যস্ততার কারণে পারিবারিক বন্ধন অনেক শিথিল হয়ে পড়েছে। শিশুদের বাবা-মা একদম সময় দিতে পারে না বলে, তাদের অসংযত আচরণ ও কুপ্রবৃত্তি বৃদ্ধি পাচ্ছে। আজকাল শিশুরা টিভির ধর্মীয় বা শিক্ষামূলক অনুষ্ঠান দেখতে পছন্দ করে না বরং পছন্দ করে বিদেশি চ্যানেল ও কম্পিউটারে চ্যাট করতে। বাবা-মার অনুপস্থিতি ও নিয়ন্ত্রণহীনতার কারণেই কিশোর অপরাধ ও কিশোর মাদকসেবীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, যা সামাজিক সমস্যা সৃষ্টি করছে।
ক. পরিবার কী?
খ. গণমাধ্যম কীভাবে জনমত তৈরি করে?
গ. উদ্দীপকে শিশুদের উল্লিখিত আচরণ নিয়ন্ত্রণে কোন বাহনটি ব্যর্থ হয়েছে? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে উল্লিখিত সামাজিক সমস্যা সৃষ্টিতে বিদেশি চ্যানেল ও কম্পিউটার চ্যাট কি কোনো ভূমিকা রাখছে? মতামত দাও।
সৃজনশীল প্রশ্ন ৪ : একই প্রতিষ্ঠানের কর্মরত রানা ও মিতু মধ্যে মধুর সম্পর্ক তৈরি হয়। এক পর্যায়ে তারা আজীবন একসংগে থাকার সিদ্ধান্ত নেয়। পরে অভিভাবকদের সম্মতিতে সামাজিক, ধর্মীয় ও আইনের মাধ্যমে তাদের মধ্যে চুক্তি সম্পন্ন হয়। ফলে তারা স্থায়ীভাবে একসংগে বসবাস শুরু করে। বর্তমানে দুই মেয়ে নিয়ে তারা সুখে বসবাস করছে।
ক. সমাজের ক্ষুদ্রতম সংগঠনের নাম কী?
খ. পরিবার বলতে কী বোঝায়?
গ. রানা ও মিতুর মধ্যে সম্পাদিত চুক্তির নাম কী? ব্যাখ্যা করো।
ঘ. উক্ত চুক্তিবলে গঠিত সামাজিক প্রতিষ্ঠানটির কার্যাবলি আলোচনা করো।
সৃজনশীল প্রশ্ন ৫ : কালিমা বিয়ে করে শ্বশুর বাড়ি যাওয়ার পর থেকেই মানসিক ও শারিরীকভাবে নির্যাতিত হচ্ছেন। সামাজিক বাস্তবতা এবং লোকজনের ভয়ে পরিবার বা অন্য কোথাও অভিযোগ না করে সহ্য করেন। এক পর্যায়ে পরিবারকে জানালে তারাও সব কিছু মেনে নেওয়ার পরামর্শ দেন। কিন্তু নির্যাতনের তীব্রতা বাড়তে থাকলে তিনি তার এক প্রতিবেশীর সহায়তায় থানায় অভিযোগ করেন এবং প্রতিকার পান।
ক. বিবাহ কী?
খ. সামাজিক সমস্যা বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকে কোন সামাজিক প্রতিষ্ঠানের ইতিবাচক ভূমিকা দেখানো হয়েছে?
ঘ. উক্ত প্রতিষ্ঠানটির ভূমিকা পালনের ইতিবাচক দিক এবং সীমাবদ্ধতাসমূহ পর্যালোচনা কর।
সৃজনশীল প্রশ্ন ৬ : আব্দুল জলিল তিন সন্তানের জনক। বড় ছেলে চাকরি করে এবং অন্য দুই ছেলে স্থানীয় কলেজে পড়াশুনা করে। কিছুদিন পূর্বে বড় ছেলের বিয়ে দেন। কিন্তু চাকরি করার কারণে আব্দুল জলিল এর বড় ছেলে তার স্ত্রীকে নিয়ে ঢাকায় বসবাস করেন এবং গ্রামে মা বাবার জন্য টাকা পাঠান।
ক. Family শব্দের অর্থ কী?
খ. বিবাহ কাকে বলে?
গ. উদ্দীপকে আব্দুল জলিলের বড় ছেলের পরিবারটি কোন ধরনের ব্যাখ্যা করো।
ঘ. বাংলাদেশে উত্ত পরিবারের গুরুত্ব আলোচনা করো।
সৃজনশীল প্রশ্ন ৭ : সঙ্গীর হোসেন একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। বিবাহ যোগ্য হওয়ায় বাবা-মা তাদের পছন্দের একটি মেয়ের সাথে সঙ্গীর হোসেনের বিবাহ দেন। তার স্ত্রীও একটি প্রতিষ্ঠানে চাকরি করেন। বর্তমানে তাদের একটি ছেলে এবং একটি মেয়ে রয়েছে। সন্তানদের প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করা হয়েছে।
ক. RAB-এর পূর্ণরূপ লিখ।
খ. সামাজিক প্রতিষ্ঠান বলতে কী বোঝ?
গ. উদ্দীপকে সজীব হোসেনের কাজের মধ্য দিয়ে বিবাহের কোন কার্যাবলী চিত্রিত হয়েছে? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকটি বিবাহের কার্যাবলীর খণ্ডচিত্র মাত্র” কথাটি বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্ন ৮ : শামীম ও শাহিদা ২০০৮ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। তারা শহরে একটি বাসা ভাড়া করে বসবাস করতে থাকে। ২ বছর পর তাদের একটি কন্যা সন্তান জন্ম নেয়। শিশুটিকে ৫ বছর বয়সে স্কুলে ভর্তি করা হয় এবং তারা সুখী জীবনযাপন করছে।
ক. সামাজিক প্রতিষ্ঠান কী?
খ. সামাজিক প্রতিষ্ঠান ও সংস্থার মূল পার্থক্য কী?
গ. শামীম ও শাহিদা যে সামাজিক প্রতিষ্ঠান গঠন করেছে, তা ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকের প্রতিষ্ঠানের কী কী ভূমিকা রয়েছে? পাঠ্যবইয়ের আলোকে ব্যাখ্যা করো।
সৃজনশীল প্রশ্ন ৯ : শিক্ষক ক্লাসে একটি বিষয়ের কয়েকটি বৈশিষ্ট্য ব্লাকবোর্ডে লিখলেন। যেমন-
১. সরকারি-বেসরকারি বা স্বেচ্ছাসেবী বিভিন্ন ধরনের হয়।
২. সমাজ থেকে সৃষ্টি হয় এবং তাদের কার্যক্রম সমাজের মানুষের কল্যাপে নিয়োজিত।
৩. সমাজের অনগ্রসর, অসহায় লোকজনের কল্যাণে বেশি কাজ করে।
ক. ‘Social Institution’ গ্রন্থের লেখক কে?
খ. ধর্মীয় বিশ্বাস ও নীতিবোধ কীভাবে সামাজিক সমস্যা প্রতিরোধ করে?
গ. উদ্দীপকে কোন বিষয়টিকে ইঙ্গিত করা হয়েছে? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে শিক্ষক যে বিষয়টি লিখেছেন সেটি কি পূর্ণাঙ্গা? তোমার মতামত দাও।
সৃজনশীল প্রশ্ন ১০ : হাসান এলাকার লোকজনের কাছ থেকে খবর পেয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া বালিকার বিয়ের ব্যাপারে জানলে প্রশাসনকে জানায়। | হাসান নিজেও একজন সমাজকর্মী হওয়ায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় অবশেষে বিয়েটি বন্ধ হয়।
ক. আন্তর্জাতিক মাদক প্রতিরোধ দিবস কোনটি?
খ. কাম্য জনসংখ্যা বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকের সমস্যাটি সমাধানে সমাজকর্মী কোন প্রকৃতির জ্ঞান প্রয়োগ করেছেন? ব্যাখ্যা কর।
ঘ. এ ধরনের সমস্যা সমাধানে একজন সমাজকর্মী কীভাবে আইন প্রয়োগকারী সংস্থাকে সহায়তা করতে পারেন? তোমার মতামত দাও।
উপরে দেয়া ডাউনলোড বাটনে ক্লিক করে সমাজকর্ম সৃজনশীল প্রশ্নের উত্তর ডাউনলোড করে নাও। ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post