আর কয়েকমাস পরেই এইচএসসি ২০২৪ পরীক্ষা। অতি স্বল্প সময়ের মধ্যে এইচএসসি প্রতিটি বইয়ের সাজেশন, এইচএসসি মডেল টেস্ট ও এইচএসসি টেস্ট পেপার শেষ করতে হবে। তোমাদের প্রস্তুতিকে সহজ করতে আজকে সমাজকর্ম ২য় পত্র ৫ম অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর তোমাদের কাছে শেয়ার করবো।
নিম্নোক্ত প্রশ্ন ও উত্তরগুলো বিভিন্ন বছরের বোর্ড প্রশ্ন এনালাইসিস করে বের করা হয়েছে। এভাবে, তোমরা যদি সমাজকর্ম প্রতিটি অধ্যায়ের সাজেশন মন দিয়ে পড় তাহলে পরীক্ষায় থাকছে সর্বাধিক কমনের সম্ভাবনা।
সমাজকর্ম ২য় পত্র ৫ম অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর
১. আইনানুযায়ী এ দেশের মেয়েদের বিবাহের সর্বনিম্ন বয়স কত?
উত্তর: আইনানুযায়ী এ দেশের মেয়েদের বিবাহের সর্বনিম্ন বয়স ১৮ বছর।
২. কিশোর আদালত কেন প্রতিষ্ঠা করা হয়?
উত্তর: কিশোর অপরাধীদের বিচার এবং তাদের আচরণ সংশোধনের জন্য কিশোর আদালত প্রতিষ্ঠা করা হয়।
৩. বাংলাদেশে যৌতুক নিরোধ আইন পাস হয় কত সালে?
উত্তর: বাংলাদেশে যৌতুক নিরোধ আইন পাস হয় ১৯৮০ সালে।
৪. হিন্দু বিবাহ নিবন্ধন আইন করা হয় কত সালে?
উত্তর: হিন্দু বিবাহ নিবন্ধন আইন করা হয় ২০১২ সালে।
৫. ‘যৌতুক নিরোধ আইন ১৯৮০’ কত সাল থেকে কার্যকর হয়?
উত্তর: ‘যৌতুক নিরোধ আইন– ১৯৮০’ ১৯৮১ সালের ১ অক্টোবর থেকে সারাদেশে কার্যকর হয়।
৬. ১৯৭৪ সালের শিশু আইন কত সালে ঢাকায় প্রয়োগ হয়?
উত্তর: ১৯৭৪ সালের শিশু আইন ১৯৭৬ সালের ১১ সেপ্টেম্বর ঢাকায় প্রয়োগ করা হয়।
৭. যৌতুক কী?
উত্তর: বিয়ের সময় কন্যাপক্ষ বরপক্ষকে বা বরপক্ষ কন্যাপক্ষকে ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে যে উপঢৌকন দেয় তাই যৌতুক।
৮. শিশু আইনে কতটি ধারা আছে?
উত্তর: শিশু আইনের ধারা ৭৮টি।
৯. আইন কাকে বলে?
উত্তর: সমাজে বসবাস করার জন্য মানুষকে যেসকল বিধি–বিধান মেনে চলতে হয়, সেগুলোর সমষ্টিকে আইন বলে।
১০. মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধ্যাদেশ কবে গৃহীত হয়?
উত্তর: ১৯৯০ সালের ২রা জানুয়ারি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধ্যাদেশ গৃহীত হয়।
উপরে দেওয়া সমাজকর্ম ২য় পত্র ৫ম অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তরগুলো অতি গুরুত্বপুর্ণ। কেননা এগুলো বিভিন্ন বছরে বিভিন্ন বোর্ডে এসেছে। তোমরা যদি এভাবে এইচএসসি ২০২৪ পরীক্ষার্থীদের জন্য সাজেশন গুলো অনুশীলন কর তাহলে পরীক্ষা প্রস্তুতি অনেকটা এগিয়ে যাবে।
আমাদের ওয়েবসাইটে তোমার প্রয়োজনীয় সাবজেক্টের প্রশ্নের উত্তর না পেলে কোর্সটিকা ফেসবুক পেজে ইনবক্স করতে পারো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post