আর কয়েকমাস পরেই এইচএসসি ২০২৪ পরীক্ষা। অতি স্বল্প সময়ের মধ্যে এইচএসসি প্রতিটি বইয়ের সাজেশন, এইচএসসি মডেল টেস্ট ও এইচএসসি টেস্ট পেপার শেষ করতে হবে। তোমাদের প্রস্তুতিকে সহজ করতে আজকে সমাজকর্ম ২য় পত্র ৬ষ্ঠ অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর তোমাদের কাছে শেয়ার করবো।
নিম্নোক্ত প্রশ্ন ও উত্তরগুলো বিভিন্ন বছরের বোর্ড প্রশ্ন এনালাইসিস করে বের করা হয়েছে। এভাবে, তোমরা যদি সমাজকর্ম প্রতিটি অধ্যায়ের সাজেশন মন দিয়ে পড় তাহলে পরীক্ষায় থাকছে সর্বাধিক কমনের সম্ভাবনা।
সমাজকর্ম ২য় পত্র ৬ষ্ঠ অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর
১. মানবাধিকার কী?
উত্তর: মানুষের স্বাধীন ও মর্যাদাপূর্ণ জীবনের নিশ্চয়তার জন্য অত্যাবশ্যকীয় সুযোগ–সুবিধাগুলোই হলো মানবাধিকার।
২. গ্রামীণ সমাজসেবা (RSS) এর কার্যক্রম কোন মন্ত্রণালয়ের অধীন?
উত্তর: গ্রামীণ সমাজসেবা (RSS) এর কার্যক্রম বাংলাদেশ সমাজসেবা অধিদপ্তরের অধীন।
৩. সাবেক কিশোর সংশোধনী প্রতিষ্ঠানের বর্তমান নাম কী?
উত্তর: সাবেক কিশোর সংশোধনী প্রতিষ্ঠানের বর্তমান নাম কিশোর– কিশোরী উন্নয়ন কেন্দ্র।
৪. দুর্যোগ ব্যবস্থাপনা কী?
উত্তর: দুর্যোগের ঝুঁকি হ্রাস এবং দুর্যোগ পরবর্তী জরুরি সাড়া প্রদানের জন্য প্রাতিষ্ঠানিক কাঠামো ও কার্যক্রম গ্রহণ করাই হলো দুর্যোগ ব্যবস্থাপনা।
৫. বাংলাদেশে কত সালে V-AID কর্মসূচি শরু হয়েছিল?
উত্তর: বাংলাদেশে ১৯৫২ সালে V-AID কর্মসূচি শুরু হয়েছিল।
৬. বাংলাদেশে কবে জাতীয় মানবাধিকার কমিশনের কার্যক্রম শুরু হয়?
উত্তর: বাংলাদেশে ২০০৮ সালের ১ ডিসেম্বর জাতীয় মানবাধিকার কমিশনের কার্যক্রম শুরু হয়।
৭. আটক নিবাস কী?
উত্তর: আটক নিবাস হলো গ্রেফতারের পর থেকে কিশোর আদালতে হাজির করা পর্যন্ত কিশোর অপরাধীদের আটক রাখার স্থান।
৮. RSS এর পূর্ণরূপ কী?
উত্তর: RSS– এর পূর্ণরূপ হলো– Rural Social Service|.
৯. কত সালে ঢাকায় তিন মাসের পেশাগত প্রশিক্ষণ কোর্স শুরু হয়?
উত্তর: ১৯৫৩ সালে ঢাকায় তিন মাসের পেশাগত প্রশিক্ষণ কোর্স শুরু হয়।
১০. সংশোধন কী?
উত্তর: কিশোর অপরাধীদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার প্রক্রিয়ায়ই হলো সংশোধন।
উপরে দেওয়া সমাজকর্ম ২য় পত্র ৬ষ্ঠ অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তরগুলো অতি গুরুত্বপুর্ণ। কেননা এগুলো বিভিন্ন বছরে বিভিন্ন বোর্ডে এসেছে। তোমরা যদি এভাবে এইচএসসি ২০২৪ পরীক্ষার্থীদের জন্য সাজেশন গুলো অনুশীলন কর তাহলে পরীক্ষা প্রস্তুতি অনেকটা এগিয়ে যাবে।
আমাদের ওয়েবসাইটে তোমার প্রয়োজনীয় সাবজেক্টের প্রশ্নের উত্তর না পেলে কোর্সটিকা ফেসবুক পেজে ইনবক্স করতে পারো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post