সমাজকর্ম ২য় পত্র ৬ষ্ঠ অধ্যায় সৃজনশীল প্রশ্নের উত্তর
সৃজনশীল প্রশ্ন ১ : গ্রামের ছিন্নমূল অসহায় মানুষের আর্থ-সামাজিক উন্নয়নের জন্য ১৯৭৪ সালে একটি পরীক্ষামূলক কর্মসূচি বাস্তবায়ন করা হয়। যা বর্তমানে ৪৮৫টি উপজেলায় বিদ্যমান রয়েছে। এর লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে গ্রামে বসবাসরত জনগণের জীবনমান উন্নয়ন করা।
ক. মানবাধিকার কী?
খ. কিশোর আদালত বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকে উল্লিখিত কর্মসূচিটির কার্যক্রম বর্ণনা কর।
ঘ. বাংলাদেশের গ্রামীণ উন্নয়নে উদ্দীপকের ৪৮৫টি উপজেলায় বাস্তবায়িত কার্যক্রমটির কার্যকারিতা মূল্যায়ন কর।
সৃজনশীল প্রশ্ন ২ : অর্কের বয়স ১৫ বছর। সে যানবাহন ভাঙচুরের ঘটনায় অপরাধী। একটি বিশেষ আদালতে তাকে হাজির করা হলে আদালত শর্তসাপেক্ষে তাকে মুক্তি দিল।
ক. গ্রামীণ সমাজসেবা (RSS) এর কার্যক্রম কোন মন্ত্রণালয়ের অধীন?
খ. শহর সমাজসেবা (USS) বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকে ইঙ্গিতকৃত বিশেষ আদালত কেন অর্ককে মুক্তি দিল? ব্যাখ্যা কর।
ঘ. শান্তি নয়, সংশোধনই ইঙ্গিতকৃত বিশেষ আদালতের মূল দর্শন। – পাঠ্যপুস্তকের আলোকে বিশ্লেষণ কর।
সৃজনশীল প্রশ্ন ৩ : গ্রাম থেকে মানুষ ক্রমাগত শহরের দিকে ধাবিত হচ্ছে। শহরের চাকচিক্যময় জীবনযাপন প্রণালী, সুযোগ সুবিধা আকর্ষণ করে। কিন্তু এই শহরমুখী হওয়ার প্রবণতা কমাতে না পারলে ভারসাম্যহীন হয়ে পড়বে এবং বসবাসের অযোগ্য হয়ে যাবে। এমনিতে বস্তির নোংরা, অম্বাস্থ্যকর পরিবেশে মানবেতর জীবনযাপন ও জীবিকার জন্য নিরক্ষর জনগোষ্ঠী অপরাধ ও মাদক ব্যবসায় জড়িয়ে পড়ছে।
ক. সাবেক কিশোর সংশোধনী প্রতিষ্ঠানের বর্তমান নাম কী?
খ. কিশোর হাজত বলতে কী বোঝ?
গ. উদ্দীপকে উল্লিখিত পরিস্থিতি মোকাবেলার জন্য সমাজসেবা অধিদপ্তর পরিচালিত কোন কার্যক্রম বাস্তবায়ন সম্ভব? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে উল্লিখিত সমস্যা সমাধানে উক্ত কার্যক্রম কতটুকু কার্যকরী? যুক্তিসহ উপস্থাপন কর।
সৃজনশীল প্রশ্ন ৪ : নিরপরাধ রাসেদ আইন শৃঙ্খলা বাহিনীর নির্মম অত্যাচারে আজ পঙ্গু। বিচারের জন্য ধারে ধারে ঘুরছে মা। “মিথ্যা মামলায় জেল খাটছে রাসেদ”- সংবাদপত্রে প্রকাশিত এমন একটি সংবাদ দেখে বাংলাদেশের একটি প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান স্বপ্রণোদিত হয়ে কেসটি গ্রহণ করে। রাসেদের মৌলিক অধিকার রক্ষায় সরেজমিনে তদন্ত শুরু করে। আটকের স্থান পরিদর্শনসহ তথ্য সংগ্রহ করে জেলখানায় রাসেদের সাথে সাক্ষাৎ এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে কথা বলেছে এবং মামলা পরিচালনা করে। অবশেষে রাসেদ মুক্তি পেয়েছে। প্রতিষ্ঠানটিতে চেয়ারম্যানসহ ছয়জন সদস্য রয়েছেন। ২০১০ সালের ২২ শে জুন প্রতিষ্ঠানটি পুনর্গঠিত হয়।
ক. দুর্যোগ ব্যবস্থাপনা কী?
খ. বৃত্তিমূলক প্রশিক্ষণ দরিদ্রদের স্বাবলম্বী করতে কীভাবে সাহায্য করবে?
গ. উদ্দীপকে রাসেদকে সাহায্য করেছে কোন প্রতিষ্ঠান? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটি কীভাবে রাসেদকে ন্যায়বিচার প্রদানে সফল হল? মতামত দাও।
সৃজনশীল প্রশ্ন ৫ : জহিবুল ইসলাম একজন সমাজসেবা অফিসার। তিনি বাংলাদেশ সরকারের কতগুলো লক্ষ্যকে বাস্তবায়ন করার জন্য নিযুক্ত হলেন। লক্ষ্যগুলি হলো- পরিদ্রদের স্বকর্মসংস্থানের জন্য সুদমুক্ত ঋণদান, বস্তিবাসীদের জন্য বৃত্তিমূলক প্রশিক্ষণ প্রদান, বিপন্ন পরিবেশে বসবাসরত শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও পুষ্টির মান উন্নয়ন, | স্থানান্তরিতদের নিজ বাড়ীতে ফিরে যেতে উদ্বুদ্ধকরণ এবং স্থানীয় নেতৃত্বের বিকাশ সাধন।
ক. বাংলাদেশে কত সালে V-AID কর্মসূচি শত্রু হয়েছিল?
খ. যে কোনো একটি গ্রামীণ সমাজসেবা কার্যক্রম ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে জহিবুল ইসলাম কোন ধরনের সমাজসেবা কার্যক্রম বাস্তবায়ন করেন? ব্যাখ্যা কর।
ঘ. এ ধরনের কার্যক্রম বাস্তবায়নে স্থানীয় জনগণের কী ভূমিকা রয়েছে বলে তুমি মনে কর।
সৃজনশীল প্রশ্ন ৬ : মি. শিহাব শহর সমাজসেবা অফিসার হিসেবে কর্মরত। তিনি লালবাগ বস্তির মানুষের অবস্থার উন্নয়নের জন্য প্রথমতঃ বেকার যুবক যুবতি গৃহিণীদের নিয়ে দল গঠন করেন। তারপর প্রতিটি দলে সুনির্দিষ্ট বিষয়ে প্রশিক্ষণ দিয়ে স্বকর্মসংস্থানের ব্যবস্থা করেন। তিনি এ এলাকায় ক্ষুদ্রঋণ ব্যবস্থারও সূচনা করেন।
ক. কত সালে ঢাকায় তিন মাসের পেশাগত প্রশিক্ষণ কোর্স শুরু হয়?
খ. গ্রামীণ সমাজসেবার ধারণা দাও।
গ. উদ্দীপকের আলোকে শহর সমাজসেবা কর্মসূচিগুলো ব্যাখ্যা করো।
ঘ. উক্ত কর্মসূচিগুলোতে সমাজকর্ম পদ্ধতির প্রয়োগ দেখাও।
সৃজনশীল প্রশ্ন ৭ : বছরের রহিমা গৃহকর্মীর কাজ করা অবস্থায় মালিকের | নির্যাতনের শিকার হয়। নির্যাতন সইতে না পেরে রহিমা মালিককে কুপিয়ে খুন করে আদালতে দোষী সাব্যস্ত হলে ফাঁসি না দিয়ে তাকে সংশোধন কেন্দ্রে পাঠানো হয়। গাজিপুরের কোনাবাড়িতে অবস্থিত সংশোধানাগারে সে একজন প্রবেশন অফিসারের অধীনে চিকিৎসাধীন আছে।
ক. সংশোধন কী?
খ. প্রবেশন বলতে কী বুঝায়?
গ. উদ্দীপকে উল্লেখিত প্রতিষ্ঠানটির উদ্দেশ্য লেখ।
ঘ. উদ্দীপকে উল্লেখিত রহিমাকে মানসিক চিকিৎসা দিতে সমাজকর্মী সমাজকর্মের যে পদ্ধতি ব্যবহার করেন তার ২টি উপাদান বর্ণনা করো।
সৃজনশীল প্রশ্ন ৮ : ফারিয়া বেগম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগ থেকে পাশ করে একটি সরকারি হাসপাতালের সমাজসেবা বিভাগে চাকুরি করেন। চাকুরিসূত্রে তাকে মাঝে মধ্যে গ্রামে যেতে হয়। সেখানে তিনি নারীদের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ে প্রশিক্ষণ দেন।
ক. RSS কী?
খ. শহর সমাজসেবা বলতে কী বোঝায়?
গ. ফারিয়া বেগম সরকারের যে কার্যক্রমে কাজ করেন তার ব্যাখ্যা দাও।
ঘ. ফারিয়া বেগমের কার্যক্রম তথা প্রশিক্ষণ প্রদানে গ্রামের মহিলারা কীভাবে উপকৃত হবেন তা আলোচনা কর।
সৃজনশীল প্রশ্ন ৯ : বছর বয়সী শিখাকে একটি অপরাধ সংগঠনের দায়ে গাজীপুরের কোনাবাড়ীতে একটি প্রতিষ্ঠানে নেওয়া হয়। সেখানে তার আচরণ সংশোধনের লক্ষ্য নিয়ে আদলাত পরিচালনা করা হয় এবং | প্রশিক্ষণের মাধ্যমে তাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার প্রচেষ্টা চালানো হয়।
ক. RSS-এর পূর্ণরূপ লেখো।
খ. শহর সমাজসেবা বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকে কোন প্রতিষ্ঠানের ভূমিকার ইঙ্গিত আছে?
ঘ. ইঙ্গিতকৃত প্রতিষ্ঠানটির কার্যক্রমের বিভিন্ন দিক বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্ন ১০ : রায়হান মাহমুদের মোবাইলে একটি মেসেজ আসে। সে মেসেজ পড়ে জানতে পারে যে, দেশে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দেওয়া হয়েছে ৫ নং মহাবিপদ সংকেত। উপকূলের মানুষকে নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য বলা হয়েছে। নদী ও সমুদ্রবন্দরসমূহকে সতর্ক করা হয়েছে।
ক. জাতীয় মানবাধিকার কমিশন কত সালে গঠন করা হয়?
খ. জাতীয় মানবাধিকার কমিশনের দুইটি কার্যক্রম বর্ণনা করো।
গ. উদ্দীপকে রায়হান মাহমুদের দেখা মেসেজটি দুর্যোগ ব্যবস্থাপনার কোন পর্যায়ের কাজের অংশ ব্যাখ্যা করো।
ঘ. তুমি কি মনে করো, সামজকর্মের পদ্ধতি প্রয়োগ করে এক্ষেত্রে আরও বেশি সফল হওয়া যাবে? তোমার উত্তরের পক্ষে মতামত দাও।
উপরে দেয়া ডাউনলোড বাটনে ক্লিক করে সমাজকর্ম সৃজনশীল প্রশ্নের উত্তর ডাউনলোড করে নাও। ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post