আর কয়েকমাস পরেই এইচএসসি ২০২৪ পরীক্ষা। অতি স্বল্প সময়ের মধ্যে এইচএসসি প্রতিটি বইয়ের সাজেশন, এইচএসসি মডেল টেস্ট ও এইচএসসি টেস্ট পেপার শেষ করতে হবে। তোমাদের প্রস্তুতিকে সহজ করতে আজকে সমাজকর্ম ২য় পত্র ৮ম অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর তোমাদের কাছে শেয়ার করবো।
নিম্নোক্ত প্রশ্ন ও উত্তরগুলো বিভিন্ন বছরের বোর্ড প্রশ্ন এনালাইসিস করে বের করা হয়েছে। এভাবে, তোমরা যদি সমাজকর্ম প্রতিটি অধ্যায়ের সাজেশন মন দিয়ে পড় তাহলে পরীক্ষায় থাকছে সর্বাধিক কমনের সম্ভাবনা।
সমাজকর্ম ২য় পত্র ৮ম অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর
১. UCEP এর পূর্ণরূপ কী?
উত্তর: UCEP– এর পূর্ণরূপ হলো Underprevileged Children’s Educational Programme.
২. মানবতা, পক্ষপাতহীনতা নিরপেক্ষতা, স্বাধীনতা কোন সংস্থার মূলনীতি?
উত্তর: মানবতা, পক্ষপাতহীনতা, নিরপেক্ষতা, স্বাধীনতা ইত্যাদি রেডক্রিসেন্ট সোসাইটির মূলনীতি।
৩. UNDP এর পূর্ণরূপ কী?
উত্তর: UNDP এর পূর্ণরূপ হলো– United Nations Development Programme.
৪. সেভ দ্যা চিলড্রেন কাদের নিয়ে কাজ করে?
উত্তর: সেভ দ্যা চিলড্রেন শিশুদের নিয়ে কাজ করে।
৫. ইউসেপ–এর প্রতিষ্ঠাতার নাম কী?
উত্তর: ইউসেফের প্রতিষ্ঠাতার নাম লিন্ডসে অ্যালান চেইনি।
৬. রেডক্রিসেন্ট সোসাইটির প্রতিষ্ঠাতার নাম লিখ।
উত্তর: রেডক্রিসেন্ট সোসাইটির প্রতিষ্ঠাতা হলেন হেনরি ডুনান্ট।
৭. কে ‘সেভ দ্যা চিলড্রেন’ প্রতিষ্ঠা করেন?
উত্তর: ‘সেভ দ্যা চিলড্রেন’ প্রতিষ্ঠা করেন ইংল্যান্ডের বিশিষ্ট সমাজবিজ্ঞানী Eglantyne Jebb.
৮. ওয়ার্ল্ড ভিশন–এর প্রতিষ্ঠাতার নাম কী?
উত্তর: ওয়ার্ল্ড ভিশন–এর প্রতিষ্ঠাতা মার্কিন নাগরিক Dr. Bob Pierce.
৯. MDG এর পূর্ণরূপ কী?
উত্তর: MDG এর পূর্ণরূপ হলো Millenium Development Goals|
১০. N.G.O — এর পূর্ণরূপ কী?
উত্তর: N.G.O — এর পূর্ণরূপ হলো Non Government Organization.
উপরে দেওয়া সমাজকর্ম ২য় পত্র ৮ম অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তরগুলো অতি গুরুত্বপুর্ণ। কেননা এগুলো বিভিন্ন বছরে বিভিন্ন বোর্ডে এসেছে। তোমরা যদি এভাবে এইচএসসি ২০২৪ পরীক্ষার্থীদের জন্য সাজেশন গুলো অনুশীলন কর তাহলে পরীক্ষা প্রস্তুতি অনেকটা এগিয়ে যাবে।
আমাদের ওয়েবসাইটে তোমার প্রয়োজনীয় সাবজেক্টের প্রশ্নের উত্তর না পেলে কোর্সটিকা ফেসবুক পেজে ইনবক্স করতে পারো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post