সমাজকর্ম ২য় পত্র ৮ম অধ্যায় সৃজনশীল প্রশ্নের উত্তর
সৃজনশীল প্রশ্ন ১ : বিশ্বব্যাপী অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে আর্থিক ও কারিগরি ও ও সাহায্যদানকারী একটি সংস্থা, ১৯৬৬ সালের ১লা জানুয়ারিতে গঠন করা হয়। বর্তমানে বিশ্বের ১৭৭টি দেশে এর কার্যক্রম রয়েছে। বাংলাদেশের উন্নয়নে এই সংস্থাটি বিভিন্ন প্রকল্প, যেমন- কৃষি, বনায়ন, বিদ্যুৎ শিক্ষা ও প্রশিক্ষণ, অর্থনৈতিক পরিকল্পনা প্রভৃতি বাস্তবায়নে প্ৰত্যক্ষভাবে আর্থিক ও কারিগরি সহায়তা দিয়ে আসছে।
ক. UCEP এর পূর্ণরূপ কী?
খ. ইউনিসেফের দুটি উদ্দেশ্য লিখ।
গ. উদ্দীপকে ইঙ্গিতকৃত জাতিসংঘের বিশেষ সংস্থাটির উদ্দেশ্য পাঠ্যবইয়ের আলোকে ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে বর্ণিত বিপন্ন মানুষের কল্যাগে গঠিত সংগঠনটির ভূমিকা বাংলাদেশের সাপেক্ষে মূল্যায়ন কর।
সৃজনশীল প্রশ্ন ২ : ১৯৭২ সাল থেকে একটি সংস্থা বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নমূলক অন্যান্য কর্মকাণ্ডের সাথে সুশাসন প্রতিষ্ঠায় কাজ করে আসছে। এই প্রতিষ্ঠানটি বাংলাদেশের উন্নয়নকে সুসংহত ও ফলপ্রসূ করতে গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপদান, নির্বাচন ব্যবস্থাপনা, বিচার ব্যবস্থার উন্নয়নে ভূমিকা রাখছে। তাছাড়া এটি মানবসম্পদ উন্নয়নেও অন্যন্য ভূমিকা রাখছে।
ক. মানবতা, পক্ষপাতহীনতা নিরপেক্ষতা, স্বাধীনতা কোন সংস্থার মূলনীতি?
খ. ওয়ার্ল্ড ভিশনের কার্যক্রম “লিঙ্গ সমতা আনয়ন” বলতে কী বোঝ?
গ. উদ্দীপকে ইঙ্গিতকৃত প্রতিষ্ঠানটির বিবৃত কার্যক্রমের বিশেষত্ব কী? ব্যাখ্যা কর।
ঘ. আর্থ-সামাজিক উন্নয়নকে সুসংহত ও ফলপ্রসূ করতে উদ্দীপকে ইঙ্গিতকৃত প্রতিষ্ঠানটি যে সকল কার্যক্রম পরিচালনা করছে সে সম্পর্কে তোমার মতামত দাও।
সৃজনশীল প্রশ্ন ৩ : জামাল সন্দ্বীপে বেড়াতে গিয়ে বেশ কিছু সুউচ্চ চার-তলা বিশিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান দেখে অবাক হয়। অনুসন্ধানে সে জানতে পারে | এসব ইমারত দুর্যোগকালীন আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়। বিশেষ সংস্থার স্বেচ্ছাসেবীরা দুর্যোগের আগাম পূর্বাভাসের পরিপ্রেক্ষিতে মাইকিং করলে দুর্গত এলাকার জনগণ ঐ আশ্রয় কেন্দ্রে অবস্থান করে। সংস্থাটি প্রয়োজনে জরুরি ভিত্তিতে অন্ন, বস্ত্র দিয়ে সাহায্য করে।
ক. UNDP এর পূর্ণরূপ কী?
খ. আন্তর্জাতিক সংগঠন বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকে কোন সংস্থার কার্যক্রমের ইঙ্গিত করা হয়েছে? নিরূপণ করো।
ঘ. দুর্যোগ আক্রান্ত মানুষের কল্যাণে উক্ত সংখ্যার আরও যেসব ভূমিকা রয়েছে তা বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্ন ৪ : আইএস নামক একটি উগ্র মৌলবাদী সংগঠন বিভিন্ন এলাকা থেকে নারী ও শিশুদের উঠিয়ে নিয়ে যৌনদাসী হিসেবে ব্যবহার করছে। আবার কাউকে কাউকে মুক্তিপণ হিসেবে ব্যবহার করছে। আর্তমানবতার জন্য সেবাদানকারী একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান বিশেষ করে নারী ও শিশুদের উদ্ধারের জন্য প্রচেষ্টা চালাচ্ছে। এই অরাজনৈতিক প্রতিষ্ঠানটির নীতি হলো মানবতা, নিরপেক্ষতা ও পক্ষপাতহীনতা। সারাবিশ্বেই জরুরি ত্রাণ সাহায্য, স্বাস্থ্য সেবা নিয়ে তারা হাজির হয় নিঃস্বার্থভাবে।
ক. সেভ দ্যা চিলড্রেন কাদের নিয়ে কাজ করে?
খ. ইউনিসেফের দুটি লক্ষ্য ও উদ্দেশ্য লেখো।
গ. উদ্দীপকে সাহায্যকারী কোন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের কথা বলা হয়েছে? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে উল্লিখিত নীতি ছাড়াও আর কী নীতি আছে যার মাধ্যমে প্রতিষ্ঠানটি সারাবিশ্বে কাজ করতে পারে? বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্ন ৫ : জালাল হোসেন একটি মানবকল্যাণধর্মী প্রতিষ্ঠানে চাকরি করেন। এই প্রতিষ্ঠানটি জাতিসংঘের অন্তর্ভুক্ত একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটি শিশুর খাদ্য, পুষ্টি ও নিরাপত্তা বিধানের জন্য কাজ করে। পৃথিবীর বিভিন্ন দেশে এ প্রতিষ্ঠানটি তাদের সেবাকর্ম পরিচালনা করে থাকে।
ক. ইউসেপ-এর প্রতিষ্ঠাতার নাম কী?
খ. রেডক্রিসেন্ট প্রতিষ্ঠানের মূল কাজ কী?
গ. উদ্দীপকে জালাল হোসেন কোন প্রতিষ্ঠানে কর্মরত? ব্যাখ্যা করো।
ঘ. বাংলাদেশে শিশুকল্যাণে এ প্রতিষ্ঠানের গুরুত্ব আলোচনা করো।
সৃজনশীল প্রশ্ন ৬ : সুষমা এবং সুরমা দুজন সমাজকর্মী। আর্তমানবতার সেবায় নিজ এলাকায় তারা প্রতিভা নামের একটি সংগঠন গড়ে তোলেন। এই প্রতিষ্ঠানটি এলাকার বিভিন্ন মানুষের কাছ থেকে রক্ত সংগ্রহ করে বিভিন্ন হাসপাতালে মুমূর্ষু রোগীদের জন্য পৌঁছে দেয়। এছাড়া উপকূলীয় এলাকার জনগণ যাতে বন্যা, ঘূর্ণিঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগের সময় নিজেদের আত্মরক্ষা নিজেরাই করতে পারে সে সম্পর্কেও জনসচেতনতা সৃষ্টি করে থাকে। সংগঠনটি দুর্যোগ পরবর্তী ত্রাণ কাজেও অংশগ্রহণ করে।
ক. রেডক্রিসেন্ট সোসাইটির প্রতিষ্ঠাতার নাম লিখ।
খ. সেভ দ্যা চিলড্রেনের জরুরি সাহায্য কার্যক্রম ব্যাখ্যা করো।
গ. ‘প্রতিভা’ সংগঠনটির কাজের সাথে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির সাদৃশ্য দেখাও।
ঘ. বাংলাদেশের রেডক্রিসেন্ট সোসাইটির কার্যক্রমে সুষমা ও সুরমা অনুসৃত পাঠটি প্রয়োগের যথেষ্ট সুযোগ রয়েছে- তুমি কি বক্তব্যটিকে সমর্থন করো? যুক্তিসহ মতামত দাও।
সৃজনশীল প্রশ্ন ৭ : মিনা কার্টুন বর্তমান বাংলাদেশে সচেতনতা সৃষ্টিকারী সবচেয়ে জনপ্রিয় একটি কর্মসূচি। তাই অজিত রায় নামের একজন সচেতন যুবক গ্রামের অশিক্ষিত নিরক্ষর মানুষদের সচেতন করার উদ্দেশ্যে মিনা কার্টুন প্রদর্শনীর ব্যবস্থা করলেন। এই প্রদর্শনীর মাধ্যমে এলাকাবাসী শিশু শিক্ষা, স্বাস্থ্য রক্ষা, নারী-পুরুষ সমঅধিকার প্রভৃতি বিষয় সম্পর্কে স্পষ্ট ধারণা পেল। অজিত রায় শুধু এই বিষয়টিই নয়, বাংলাদেশের অসহায় শিশুদের অধিকার রক্ষা এবং নারী শিক্ষা প্রসারেও কাজ করছেন।
ক. কে ‘সেভ দ্যা চিলড্রেন’ প্রতিষ্ঠা করেন?
খ. শিশুর জন্ম নিবন্ধনের ওপর গুরুত্ব প্রদান করা হয় কেন?
গ. অজিত রায়ের কার্যক্রম, বাংলাদেশে কর্মরত কোন আন্তর্জাতিক সংস্থার কার্যক্রমকে নির্দেশ করছে? ব্যাখ্যা করো।
ঘ. উক্ত সংস্থার কার্যক্রম কি শুধু উদ্দীপকে বর্ণিত বিষয়ের মধ্যেই সীমাবদ্ধ? যুক্তিসহ মতামত দাও।
সৃজনশীল প্রশ্ন ৮ : আন্তর্জাতিক রেডক্রিসেন্ট সোসাইটির কর্মী মি. লিটন কাজের উদ্দেশ্যে এক দেশ থেকে আরেক দেশে ছুটে বেড়ায়। সংস্থাটি যেখানেই বন্যা, খরা, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়, ভূমিকম্প বা যুদ্ধের কারণে | মানবিক বিপর্যয় সৃষ্টি হয় সেখানেই ত্রাণ, স্বাস্থ্য, শিক্ষা ও পুনর্বাসন কর্মসূচি নিয়ে হাজির হয়।
ক. ওয়ার্ল্ড ভিশন-এর প্রতিষ্ঠাতার নাম কী?
খ. ইউনিসেফ সংস্থার ধারণা দাও।
গ. উদ্দীপকের আলোকে আন্তর্জাতিক রেডক্রিসেন্ট সংস্থার কর্মসূচি আলোচনা করো।
ঘ. উক্ত কর্মসূচিগুলোতে সমাজকর্ম পদ্ধতির প্রয়োগ দেখাও।
সৃজনশীল প্রশ্ন ৯ : নাঈমুদ্দীন সাহেব একটি আন্তর্জাতিক সংস্থায় কাজ করেন। সংস্থাটির সদর দপ্তর নিউইয়র্কে। সংস্থাটি শিশুদের নিয়ে কাজ করে। শিশুদের স্বাস্থ্য ও শিক্ষার উন্নয়নে সংস্থাটি লেখাপড়ার সরঞ্জাম সরবরাহ করে, রোগ প্রতিরোধক টিকা প্রদান করে, মেয়েদের সচেতনতামূলক প্রশিক্ষণ দেয়। ফলে শিশুরা রোগমুক্ত হয়ে জীবন ধারণ করতে পারে।
ক. MDG এর পূর্ণরূপ কী?
খ. ওয়াল্ড ভিশন বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকে উল্লেখিত সংস্থাটিকে বিশ্বব্যাপী শিশুকল্যাণের ভিত্তি বলা হয়- ব্যাখ্যা কর।
ঘ. বাংলাদেশে উক্ত সংস্থার কার্যক্রম আলোচনা কর।
সৃজনশীল প্রশ্ন ১০ : জনাব রাইসুল ইসলাম এম.এ. পাস করে একটি এনজিওতে চাকুরি শুরু করেছেন। রাইসুল ইসলামের ভাষ্যমতে, তার এনজিওটি একটি বিদেশি এনজিও যা কিনা ঊনবিংশ শতাব্দিতে ইতালির একটি ছোট্ট গ্রামে গড়ে উঠেছিল। এনজিওটি গড়ে ওঠার প্রেক্ষাপট ছিল দুইদেশের মধ্যে যুদ্ধবিগ্রহ। বাংলাদেশসহ অন্যান্য মুসলিম দেশে সংস্থাটির নাম পরবর্তীতে আংশিক পরিবর্তন করা হয়েছে।
ক. BRAC কত সালে প্রতিষ্ঠিত হয়?
খ. ব্র্যাক এর প্রতিষ্ঠাতা কে? তাঁর সম্পর্কে লিখ।
গ. উদ্দীপকে উল্লিখিত কোন এনজিওটির কথা বলা হয়েছে? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে উল্লিখিত এনজিওটির কার্যক্রম বাংলাদেশের প্রেক্ষাপটে আলোচনা কর।
উপরে দেয়া ডাউনলোড বাটনে ক্লিক করে সমাজকর্ম সৃজনশীল প্রশ্নের উত্তর ডাউনলোড করে নাও। ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post