আজকের আলোচনার বিষয় সমাজকর্ম ৪র্থ পত্র সাজেশন সমাজকর্ম পদ্ধতিসমূহ
সমাজকর্ম ৪র্থ পত্র সাজেশন
বিষয় কোড: ১২২১০৩
ক-বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্ন উত্তর
১. পদ্ধতি কী?
উত্তর বৈজ্ঞানিক জ্ঞান উপলব্ধি ও সুনির্দিষ্ট কর্ম নীতির উপর ভিত্তি সম্পাদনের সুপরিকল্পিত উপায় হচ্ছে পদ্ধতি।
২. সমাজকর্ম পদ্ধতি কী?
উত্তর সমাজকর্ম অনুশীলনে যেসব সুনির্দিষ্ট সুশৃংঙ্খল নিয়ম-কানুন এবং প্রক্রিয়া অনুসরণ করা হয় সেগুলো এর সমষ্টির সমাজকর্ম পদ্ধতি।
৩. সমাজকর্মের মৌলিক পদ্ধতি কী কী?
উত্তর সমাজকর্মের মৌলিক পদ্ধতি তিন প্রকা্র। যথা- ১. ব্যক্তি সমাজকর্ম, ২.দল সমাজকর্ম, ৩. সমষ্টি সমাজকর্ম।
৪. ব্যক্তি সমাজকর্ম কাকে বলে?
উত্তর আর্থমনোসামাজিক সদস্যগ্রস্ত ব্যক্তির সমস্যাকে কেন্দ্র করে আবর্তিত পদ্ধতিকে ব্যক্তি সমাজকর্ম বলে।
৫. পেশাদার প্রতিনিধি কে?
উত্তর পেশাদার প্রতিনিধি হলো সমাজকর্মী।
৬. মনোসামাজিক অনুধ্যান কী?
উত্তর মনোসামাজিক অনুদান হলো ব্যক্তি সমাজকর্মের একটি প্রক্রিয়া বা কৌশল সমস্যাগ্রস্ত ব্যক্তির সমস্যার প্রকৃতি ও স্বরূপ নির্ণয় করে সে অনুযায়ী সমাধান পরিকল্পনা তৈরি করা হয়।
৭. ব্যক্তি সমাজকর্মের প্রাণ বলা হয় কাকে?
উত্তর ব্যক্তি সমাজকর্মের প্রাণ বলা হয় ।
৮. ব্যক্তি সমাজকর্মের সমস্যা কী?
উত্তর যেসব অর্থ সামাজিক ও দৈহিক বৈকল্যের কারণে ব্যক্তির স্বাভাবিক ভূমিকা পালনে প্রতিবন্ধকতা সৃষ্টি হয় তাকে ব্যক্তি সমাজকর্ম সমস্যা বলে।
৯. ব্যক্তি সমাজকর্মের উপাদান কয়টি ও কী কী?
অথবা, ব্যক্তি সমাজকর্মের উপাদানগুলো লেখ।
উত্তর ব্যক্তি সমাজকর্মের উপাদান পাঁচটি। যথা- ১. ব্যক্তি, ২. সমস্যা,৩. স্থান, ৪. পেশাদার প্রতিনিধি ও ৫. প্রক্রিয়া।
১০. অনুসরণ কী?
উত্তর: সমস্যাগ্রস্ত ব্যক্তির জন্য গৃহীত পদক্ষেপ-সমূহের যথাযথ বাস্তবায়ন সমাধানের একটি প্রক্রিয়া।
১১. সমষ্টিসংগঠন ও সমষ্টি উন্নয়নের দুটি সাদৃশ্য লেখ।
সমষ্টিসংগঠন ও সমষ্টি উন্নয়নের দুটি সাদৃশ্য হলো- ১. অভিন্ন লক্ষ এবং ২.সম্পদের সদ্ব্যবহার।
১২. সমষ্টি উন্নয়ন কর্মীর দুটি ভূমিকা লেখ।
উত্তর সমষ্টি উন্নয়ন কর্মীর ভূমিকা হল সংগঠকের ভূমিকা হলো- ১. সংগঠকের ভূমিকা ও ২. নেতার ভূমিকা।
১৩. সামাজিক কার্যক্রম কী
উত্তর সমাজকর্মের জ্ঞান, নীতি ও দর্শনের উপর ভিত্তি করে সামাজিক প্রথা প্রতিষ্ঠান, আইন ও নীতির পরিবর্তন এবং সংশোধনের লক্ষ্য পরিচালিত সুশৃংঙ্খল যৌথ প্রচেষ্টা হলো সামাজিক কার্যক্রম।
১৪. সামাজিক কার্যক্রম সমাজকর্মের কোন ধরনের পদ্ধতি?
উত্তর সামাজিক কার্যক্রম সমাজকর্মের সহায়ক পদ্ধতি।
১৫. সাক্ষাৎকার কী
উত্তর দুই বা ততোধিক ব্যক্তির মাঝে উদ্দেশ্যমূলক আলাপ-আলোচনা কথোপকথনেই সাক্ষাৎকার।
১৬. ‘Social Diagnosis’ গ্রন্থটি কার লেখা?
উত্তর গ্রন্থটি মেরি রিমান্ডের লেখা মেরি রিচপন্ডের এর লেখা।
১৭. H.H. Perlman এর পূর্ব নাম কী ?
উত্তর: H.H. Perlman এর পূর্ব নাম Helen Harris Perlman.
১৮. ‘FGD’ এর পূর্ণরূপ কী
উত্তর ‘FGD’ এর পূর্ণরূপ হলো Focus Group Discussion.
১৯. RSS এর পূর্ব নাম কী ?
উত্তর RSS এর পূর্ব নাম হলো Rural Social Service.
২০. প্রাথমিক উদ্ভাবক কে?
উত্তর: প্রাথমিক উদ্ভাবক হলেন-C.H. Cooley.
২১. মাধ্যমিক দলের একটি উদাহরণ দাও?
উত্তর: মাধ্যমিক দলের একটি উদাহরণ যুবসংঘ।
২২. দল সমাজকর্মে উপাদানগুলো কী?
উত্তর: দল সমাজকর্মে উপাদানগুলো হলো- ১. সামাজিক দল, ২. দল সমাজকর্ম
প্রতিষ্ঠান, ৩. দল সমাজকর্মী ও ৪. দল সমাজকর্ম প্রক্রিয়া।
২৩. সমষ্টি উন্নয়নের ৫টি উপাদানের নাম লেখ।
উত্তর: সমষ্টি উন্নয়নের ৫টি উপাদানের নাম হলো-১. জনসমষ্টি, ২. সমষ্টির মৌল চাহিদা, ৩. সমষ্টির উদ্যেগ,৪. সমষ্টির অনুভূত চাহিদা, ৫. সমষ্টির অংশগ্রহণ।
২৪. সমষ্টি উন্নয়ন ও সমষ্টি সংগঠনের একটি পার্থক্য লেখ।
উত্তর: সমষ্টি উন্নয়ন ও সমষ্টিসংগঠনের একটি পার্থক্য হলো সমষ্টি উন্নয়ন অনুন্নত ও উন্নয়নশীল বিশ্বের উন্নয়নে কাজ করে আর সমষ্টি সংগঠন উন্নত ও উন্নয়নশীল দেশের উন্নত জনগোষ্ঠীর কল্যাণে কাজ করে।
২৫. সমষ্টি সংগঠনের উপাদান কী কী?
উত্তর: সমষ্টি সংগঠনের উপাদান হলো-১. সমষ্টি উন্নয়ন অনুন্নত ও উন্নয়নশীল বিশ্বের উন্নয়নে কাজ করে্মিএবং ২. সমষ্টি সংগঠন উন্নত ও উন্নয়নশীল দেশের উন্নত জনগোষ্ঠীর কল্যাণে কাজ করে।
২৬. ‘Social Group Work: A Helping and Process’ গ্রন্থটি কে রচনা করেন?
উত্তর: ‘Social Group Work: A Helping and Process’ গ্রন্থটি রচনা করেন সমাজবিজ্ঞানী জি. কনপকা।
২৭. ‘Social Group Work: Principle and Practice’ গ্রন্থটি কে রচনা করেন?
উত্তর: ‘Social Group Work: Principle and Practice’ গ্রন্থটি এইচ. বি. ট্রেকার রচনা করেন।
২৮. NASW এর পূর্ণরূপ কী?
উত্তর: NASW এর পূর্ণরূপ হলো- National Association of Social Workers.
২৯. সাধারণত কোন ধরনের সমস্যার ক্ষেত্রে সমন্বিত পদ্ধতি প্রয়োগ করা হয়?
উত্তর: সাধারণত জটিল ও বহুমুখী সমস্যার ক্ষেত্রে সমন্বিত পদ্ধতি প্রয়োগ করা হয়।
৩০. বোগার্ডাস দলকে কয়টি শ্রেণীতে বিভক্ত করেছেন?
উত্তর: বোগার্ডাস দলকে ৬টি শ্রেণীতে বিভক্ত করেছেন।
খ-বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্নাবলী
১. সমাজকর্মের পদ্ধতিগুলো সংক্ষেপে লেখ।
২. ব্যক্তি সমাজকর্মের সংজ্ঞা দাও।
৩. ব্যক্তি সমাজকর্মের গ্রহণ নীতি ব্যাখ্যা কর।
৪. ব্যক্তি সমাজকর্মের লক্ষ্য ও উদ্দেশ্য লেখ।
৫. ব্যক্তি সমাজকর্মের যেকোনো দুটি নীতি ব্যাখ্যা কর।
৬. সংশোধনমূলক ব্যবস্থা বলতে কী বুঝায়?
৭. দল সমাজকর্মের উপাদানসমূহ লেখ।
৮. সামাজিক দলের প্রকারভেদ লেখ।
৯. কর্মসূচি পরিকল্পনার উপাদানগুলো উল্লেখ কর।
১০. দল প্রক্রিয়া ও দল সমাজকর্ম প্রক্রিয়ার পার্থক্য লেখ।
১১. সমষ্টির সমাজকর্ম বলতে কী বোঝ?
১২. সমষ্টি উন্নয়ন কাকে বলে?
১৩. সমাজকল্যাণ প্রশাসনের উপাদানসমূহ উল্লেখ কর।
১৪. সমাজকল্যাণ প্রশাসনের কার্যাবলী সংক্ষেপে লেখ।
১৫. সামাজিক কার্যক্রম বলতে কী বোঝ?
১৬. সমাজকর্ম গবেষণা কী?
১৭. সামাজিক গবেষণা কাকে বলে?
১৮. সমাজকল্যাণ প্রশাসনের বৈশিষ্ট্য লেখ।
১৯. সাক্ষাৎকারের কৌশলসমূহ উল্লেখ কর।
২০. প্রশ্নমালা কাকে বলে?
গ-বিভাগ- রচনামূলক প্রশ্নবলি
১. সমাজকর্ম পদ্ধতির শ্রেণীবিভাগ আলোচনা কর।
২. সমাজকর্মের পদ্ধতিগুলোর গুরুত্ব আলোচনা কর।
৩. ব্যক্তি সমাজকর্মের সমস্যা সমাধানে ধাপসমূহ লেখ।
অথবা, ব্যক্তি সমাজকর্মের সমস্যা সমাধান প্রক্রিয়ার স্তর গুলোর বর্ণনা কর।
৪. এইচ. এইচ. পার্লামেন্টের যুক্তির আলোকে ব্যক্তি সমাজকর্মের উপাদান গুলোর ব্যাখ্যা কর।
৫. রেপো বলতে কী বুঝ? ব্যক্তি সমাজকর্মের ওপর গুরুত্ব আলোচনা কর।
৬. দল সমাজকর্মের সংজ্ঞা দাও। দল সমাজকর্মের বৈশিষ্ট্যগুলো আলোচনা কর।
৭. দল সমাজকর্ম কী? দল সমাজকর্মের নীতিমালা বর্ণনা কর।
৮. বাংলাদেশ দল সমাজকর্ম অনুশীলনে ক্ষেত্রগুলো আলোচনা কর।
৯. দলীয় প্রক্রিয়া ও দল সমাজকর্ম প্রক্রিয়ার মধ্যে সম্পর্ক ও পার্থক্য আলোচনা কর।
১০. দল সমাজকর্মীর ভূমিকা ও কার্যাবলী আলোচনা কর।
১১. সমষ্টি সংগঠন কাকে বলে? সমষ্টি সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্যগুলো লেখ।
১২. সমষ্টি সংগঠন কী? সামষ্টি সংগঠনের ধাপসমূহ আলোচনা কর।
১৩. সমাজকল্যাণ প্রশাসনের কার্যাবলী আলোচনা কর।
১৪. সামাজিক কার্যক্রমের কৌশল আলোচনা কর।
১৫. বাংলাদেশে সামাজিক কার্যক্রমের প্রয়োগ ক্ষেত্রসমূহ আলোচনা কর।
১৬. সামাজিক গবেষণার ধাপসমূহ বর্ণনা কর।
১৭. সমষ্টি উন্নয়ন এর সংজ্ঞা দাও। উন্নয়নের ধাপসমূহ বর্ণনা কর।
১৮. উত্তম সাক্ষাৎকারের পূর্বশর্ত আলোচনা কর।
১৯. প্রশ্নমালা অনুসূচী কী? প্রশ্নমালা অনুসুচিত মধ্যকার পার্থক্য আলোচনা কর।
২০. ঘটনা অনুদান কী? এর সুবিধা ও অসুবিধা আলোচনা কর।
প্রিয় ডিগ্রি পরীক্ষার্থীরা, ওপরের সাজেশনগুলো ১০০% কমনের নিশ্চয়তা রাখে। ওপরে দেওয়া ডাউনলোড বাটনে ক্লিক করে ডিগ্রি সমাজকর্ম ৪র্থ পত্র সাজেশন pdf ডাউনলোড করে নাও। আমরা ডিগ্রি ২য় বর্ষের পরীক্ষার্থীদের জন্য সকল বিষয়ের পূর্ণাঙ্গ সাজেশন তৈরি করেছি। যা তোমরা বিনামূল্যে ডাউনলোড করতে পারবে।
ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post