জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের শিক্ষার্থীদের জন্য অনার্স ১ম বর্ষ সমাজবিজ্ঞান পরিচিতি সাজেশন বিষয় কোড: ২১২০০৯।
সমাজবিজ্ঞান পরিচিতি সাজেশন
ক-বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্নাবলি
১. সমাজবিজ্ঞানের জনক কে?
উত্তর: সমাজবিজ্ঞানের জনক আগস্ট কোঁৎ।
২. “সমাজবিজ্ঞান সামাজিক আচরণ ও মানবীয় গোষ্ঠীর নিয়মতান্ত্রিক পাঠ।’’- উক্তিটি কে করেছেন?
উত্তর: “সমাজবিজ্ঞান সামাজিক আচরণ ও মানবীয় গোষ্ঠীর নিয়মতান্ত্রিক পাঠ।’’- উক্তিটি আর. টি. শেফার (R. T Schaefer)- এর।
৩. ‘যান্ত্রিক মংহতি’ প্রত্যয়টি কে প্রদান করেন?
উত্তর: ‘যান্ত্রিক মংহতি’ প্রত্যয়টি এমিল ডুর্খেইম প্রদান করেন।
৪. `Verstehen’ শব্দটির অর্থ কী?
উত্তর: `Verstehen’ শব্দটির অর্থ হলো অর্ন্তদৃষ্টি বা জ্ঞানোপলব্ধি।
৫. “Culture is Super Structure.”-উক্তিটি কার?
উত্তর: “Culture is Super Structure.”-উক্তিটি কার্ল মার্কস- এর।
৬. `Hegemony’ শব্দটির অর্থ কী?
উত্তর: `Hegemony’ শব্দটির অর্থ আগ্রাসন বা আধিপত্য।
৭. বিশ্বায়ন বলতে কী বুঝ?
উত্তর: আধুনিক বিশ্ব ব্যবস্থার অন্তর্গত বিভন্নি রাষ্ট্র সমাজের মধ্যে বহুবিধ এবং সম্পর্কের নিমিত্তই বিশ্বায়ন।
৮. সাংস্কৃতিক বিশ্বায়ন কী?
উত্তর: এক দেশের ধর্ম, দর্শন, ভাষা, জ্ঞঅন, শিল্পকলা, রীতিনীতি, প্রথঅ ইত্যাদি বিশ্বের অন্যান্য দেশের অভ্যন্তরে ছড়িয়ে পড়া ও অবাধে বিচরণ করাই হচ্ছে সাংস্কৃতিক বিশ্বায়ন।
৯. ‘Urbanism’ শব্দটির সর্বপ্রথম কে ব্যবহার করেছেন?
উত্তর: ‘Urbanism’ শব্দটির সর্বপ্রথম অধ্যাপক লুইস ওয়ার্থ ব্যবহার করেছেন।
১০. মেগা সিটি কাকে বলে?
উত্তর: বড় কোন শহরে এক কোটি কিংবা তার বেশি জনসংখ্যা বাস করলে তখন ওই শহরটিকে মেগাসিটি বলে।
১১ আন্তর্জাতিক নারী দিবস কবে?
উত্তর: প্রতিবছরের ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়।
১২ দুর্যোগ কত প্রকার ও কি কি?
উত্তর: দুর্যোগ দুই প্রকার প্রাকৃতিক দুর্যোগ ও মানব সৃষ্ট দুর্যোগ।
১৩ সামাজিক ও অসমতার জৈবিক উপাদানসমূহ কি?
উত্তর: সামাজিক ও অসমতার জৈবিক উপাদান সমূহ হলো- মহিলা, পুরুষভেদ, বয়স, জাতি, বর্ণ, ও বংশ।
১৪. CFC. এর পূর্ণাঙ্গ রূপ কি?
উত্তর: এর পূর্ণাঙ্গ রূপ হলো- Chlorofluorocarbon.
১৫ দুর্যোগ ব্যবস্থাপনার পর্যায় কয়টি ও কি কি?
উত্তর: দুর্যোগ ব্যবস্থাপনার পর্যায়ে তিনটি। যথা— ১. দুর্যোগ পূর্ব পর্যায়, ২. দুর্যোগ কালীন পর্যায় ও ৩. দুর্যোগ পরবর্তী পর্যায়।
১৬. সামাজিক স্তরবিন্যাসের চতুর্থ প্রকরণ কোনটি?
উত্তর: সামাজিক স্তর বিন্যাসের চতুর্থ প্রকরণ শ্রেণী ও মসাদারগোষ্ঠী।
১৭ মার্ক্সের ধারনায় সমাজ বিবর্তনের স্তর কয়টি?
উত্তর: মার্কসের মতে সমাজ বিকাশের পর্যায় ৫টি।এগুলো হলো- ১. আদিম সাম্যবাদী সমাজ, ২. দাস সমাজ, ৩. সাম্যবাদী সমাজ, ৪. পুঁজিবাদী সমাজ, ৫. সমাজতান্ত্রিক সমাজ।
১৮. ‘Caste’ শব্দটি প্রথম ব্যবহার করেন?
উত্তর: ‘Caste’ শব্দটি প্রথম ব্যবহার করেন পর্তুগিজরা।
১৯. সামন্ত সমাজে প্রধান দুটি শ্রেণীর নাম লেখ।
উত্তর: সামন্ত সমাজের মুখ্য শ্রেণী হল ১. সামন্ত প্রভু ও ২. সামন্ত দাস।
২০. ‘বিভিন্ন মুখেই মেলামেশা’ তত্ত্বটি কে দিয়েছেন?
উত্তর: বিভিন্ন মুখী মেলামেশা তত্ত্বের প্রবক্তা অপরাধ বিজ্ঞানী সাদারল্যান্ড।
২১. HIV কোন রোগের সৃষ্টি করে?
উত্তর: এইডস রোগের সৃষ্টি করে।
২২. WHO এর পূর্ণরূপ কি?
উত্তর: World Health Organization.
সমাজবিজ্ঞান পরিচিতি অনার্স ১ম বর্ষ সাজেশন
খ-বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্নাবলী
১. সমাজবিজ্ঞানের সংজ্ঞা দাও
২. সমাজবিজ্ঞানের বিষয়বস্তু আলোচনা কর
৩. দৃষ্টবাদ কি
৪. আদর্শ নমুনা কি
৫. মূল্যবোধ বলতে কি বুঝ?
৬. কর্তৃত্ব কি? অথবা আধিপত্য কাকে বলে?
৭. বিশ্বায়নের নেতিবাচক দিকগুলো লেখ।
৮. নগরায়ন কি?
৯. অতি নগরায়ন কি?
১০. জেন্ডার কি?
১১. নারীর ক্ষমতায়ন কি?
১২. জেন্ডার ও উন্নয়নের (GAD) ব্যাখ্যা দাও।
১৩. জলবায়ুর পরিবর্তন কি?
অথবা, জলবায়ু পরিবর্তন বলতে কি বুঝ?
১৪. সামাজিক ও অসমতা কি?
১৫. শ্রেণী ও জাতি বর্ণের মধ্যে পার্থক্য কর।
১৬. পুঁজিবাদের পাঁচটি বৈশিষ্ট্য লেখ।
১৭. হেজিমনি কি?
১৮. শাস্তি কি?
১৯. বাংলাদেশের স্বাস্থ্য হীনতার যেকোনো পাঁচটি কারণ সম্পর্কে সংক্ষেপে লেখ।
২০. এসটিডি বলতে কি বুঝ?
অথবা, যৌন সংক্রামক রোগ কি?
অথবা, যৌন সংক্রামক ব্যাধি বলতে কি বুঝায়?
২১. সামাজিক সমস্যা বলতে কি বুঝ?
গ-বিভাগ: রচনামূলক প্রশ্নাবলী
১. সমাজবিজ্ঞানের উৎপত্তি ও ক্রমবিকাশ বর্ণনা কর।
অথবা, একটি স্বতন্ত্র বিজ্ঞান হিসেবে সমাজবিজ্ঞানের উদ্ভব ও বিকাশ আলোচনা কর
২. সমাজবিজ্ঞানের সংজ্ঞা দাও। সমাজ বিজ্ঞানের পরিধি বর্ণনা কর।
৩. সংস্কৃতির সংজ্ঞা দাও। সংস্কৃতির উপাদানসমূহ আলোচনা কর।
অথবা, সংস্কৃতির উপাদানসমূহ আলোচনা কর।
৪. অগবার্ন প্রদত্ত সংস্কৃতির অসম অগ্রগতি তত্ত্বটি পর্যালোচনা কর।
৫. তৃতীয় বিশ্বের দেশসমূহে বিশ্বায়নের ইতিবাচক ও নেতিবাচক প্রভাব আলোচনা কর।
৬. শিল্পায়ন ও নগরায়নের ফলে সৃষ্ট সামাজিক সমস্যাবলী আলোচনা কর।
৭. নগরায়নের সংজ্ঞা দাও। বাংলাদেশের সমাজের ওপর নগরায়নের প্রভাব আলোচনা কর।
অথবা, উন্নয়নশীল সমাজের অতি নগরায়নের প্রভাব আলোচনা কর।
৮. জেন্ডারের ভিত্তিতে সৃষ্ট সামাজিক বৈষম্যর প্রভাব আলোচনা কর।
৯. জেন্ডার কি? জেন্ডার ও সেক্সের মধ্যে পার্থক্য আলোচনা কর।
১০. প্রাকৃতিক দুর্যোগ বলতে কি বুঝায়? বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগের কারণসমূহ বর্ণনা কর।
১১. দুর্যোগ ব্যবস্থাপনার পর্যায়সমূহ বর্ণনা কর।
অথবা, দুর্যোগ ব্যবস্থাপনার পর্যায়সমূহ আলোচনা কর।
১২. সামাজিক ও অসমতার সংজ্ঞা দাও। সামাজিক অসমতার নির্ধারকসমূহ আলোচনা কর।
১৩. পুঁজিবাদের বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর।
১৪. বিচ্যুতি সম্পর্কে সাদারল্যান্ডের তত্ত্বটি পর্যালোচনা কর। অথবা, অপরাধ সম্পর্কিত সাদা ল্যান্ডের তত্ত্বটি পর্যালোচনা কর।
১৫. সামাজিক নিয়ন্ত্রণের বাহনসমূহ সম্পর্কে আলোচনা কর।
১৬. এইডস কি? এইডস এর কারণ ও প্রতিরোধ ব্যবস্থা আলোচনা কর।
অথবা, এইডস কি? এইডস প্রতিরোধের উপায়সমূহ আলোচনা কর।
আরো দেখাে : বাংলা ১ম বর্ষের অন্যান্য সাবজেক্টের উত্তরসহ সাজেশন
অনার্স প্রথম বর্ষের পরীক্ষার্থীরা, উপরে দেওয়া Answer Sheet অপশনে ক্লিক করে অনার্স ১ম বর্ষ সমাজবিজ্ঞান পরিচিতি সাজেশন সংগ্রহ করে নাও। ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post