সমাজবিজ্ঞান বিভাগ অনার্স চতুর্থ বর্ষের জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা। অনার্স ৪র্থ বর্ষের সমাজবিজ্ঞান মৌখিক পরীক্ষার সাজেশন ও বিষয়ভিত্তিক প্রশ্নের উত্তর। বিষয়: মৌখিক পরীক্ষার, বিষয় কোড: ২৪২০১৭।
সমাজবিজ্ঞান মৌখিক পরীক্ষার সাজেশন
১. জেন্ডার কী?
উত্তর : জেন্ডার হলো পুরুষ ও নারীর মধ্যে সম্পর্কের একটি সামাজিক সংগঠন।
২. নারীবাদের প্রবক্তা কে?
উত্তর: নারীবাদের প্রবক্তা হলেন বিশিষ্ট ব্রিটিশ নারীবাদী মেরী ওলস্টোনক্রাফট।
৩. ‘A vindication of the Rights of woman’ গ্রন্থের লেখক কে?
উত্তর : ‘A vindication of the Rights of woman’ গ্রন্থের লেখক হলেন মেরী ওলস্টোনক্রাফট।
৪. The Dialectic of Sex: The Case for Feminist Revolution গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর : The Dialectic of Sex: The Case for Feminist Revolution গ্রন্থটির রচয়িতা শুলামিথ ফায়ারস্টোন।
৫. ‘The origin of the family, private property and the state.’ গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর : ‘The origin of the family, private property and the state.’ গ্রন্থটির রচয়িতা হলেন ফ্রেডরিক অ্যাঙ্গেলস।
৬. সামাজিকীকরণ কী?
উত্তর : যে পদ্ধতিতে মানব শিশু ক্রমশ সামাজিক মানুষে পরিণত হয় তাকে সামাজিকীকরণ বলে।
৭. ট্যাবু কী?
উত্তর : সামাজিকভাবে নিষিদ্ধ প্রথা বা আচারই হলো ট্যাবু।
৮. কৃষ্ণাঙ্গ নারীবাদ কী?
উত্তর : কৃষ্ণাঙ্গ নারীবাদ হলো কৃষ্ণাঙ্গ নারীদের জাতিগত, লিঙ্গগত ও শ্রেণিগত বৈষম্য ও নিপীড়ন থেকে মুক্তির আন্দোলন বা দৃষ্টিভঙ্গি।
৯. CEDAW এর পূর্ণরূপ কী?
উত্তর : CEDAW এর পূর্ণরূপ : Convention on the Elimination of all forms of Discrimination Against Women.
১০. দুজন পরিবেশ নারীবাদীর নাম বল।
উত্তর : দুজন পরিবেশ নারীবাদী হলেন বন্দনা শিবা ও মারিয়া মিজ।
১১. স্বাধীনতা যুদ্ধে বীরত্বের জন্য কোন দুজন নারীকে ‘বীর প্রতীক’ উপাধি প্রদান করা হয়?
উত্তর : স্বাধীনতা যুদ্ধে বীরত্বের জন্য ক্যাপ্টেন সিতারা বেগম ও তারামন বিবিকে ‘বীর প্রতীক’ উপাধি প্রদান করা হয়।
১২. বাংলাদেশে নারী অধিকার নিয়ে কাজ করে এমন দুটি সংগঠনের নাম বল।
উত্তর : বাংলাদেশে নারী অধিকার নিয়ে কাজ করে এমন দুটি সংগঠনের নাম হলো – ১. বাংলাদেশ মহিলা পরিষদ ও ২. আইন ও সালিশ কেন্দ্র।
১৩. ব্রিটিশ ভারতের সর্ববৃহৎ নারী সংগঠনের নাম কী ছিল?
উত্তর : ব্রিটিশ ভারতের সর্ববৃহৎ নারী সংগঠনের নাম : All India Women’s Conference.
১৪. বাংলাদেশের জাতীয় সংসদের বর্তমান স্পিকারের নাম বল।
উত্তর : বাংলাদেশের জাতীয় সংসদের বর্তমান স্পিকারের নাম ড. শিরীন শারমিন চৌধুরী।
১৫. স্বাধীনতা যুদ্ধের বীরত্বের জন্য কোন দুজন নারীকে ‘বীর প্রতীক’ উপাধি প্রদান করা হয়?
উত্তর : স্বাধীনতা যুদ্ধে বীরত্বের জন্য ক্যাপ্টেন সেতারা বেগম ও তারামন বিবিকে ‘বীর প্রতীক’ উপাধি প্রদান করা হয়।
১৬. সহিংসতা কী?
উত্তর : সহিংসতা বলতে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর ওপর অন্য কোনো ব্যক্তি বা গোষ্ঠীর হুমকি বা বলপ্রয়োগের মাধ্যমে ইচ্ছানুসারে কাজ করানোকে বুঝায়।
১৭. ইভটিজিং কী?
উত্তর : ইভটিজিং হলো নারীদের প্রতি ব্যক্তির এমন সব অনভিপ্রেত অশ্লীল মন্তব্য বা অঙ্গভঙ্গি যা একজন নারীর মানসিকতা ও ব্যক্তি স্বাধীনতার ওপর চরম আঘাত হানে।
১৮. কত সালে মুসলিম বিবাহ নিবন্ধন আইন পাস হয়?
উত্তর : ১৯৭৪ সালে মুসলিম বিবাহ নিবন্ধন আইন পাস হয়।
১৯. WED এর পূর্ণরূপ কী?
উত্তর : WED এর পূর্ণরূপ হলো Women Environment and Development.
২০. GAD এর পূর্ণরূপ কী?
উত্তর : GAD এর পূর্ণরূপ হলো Gender And Development.
২১. আন্তর্জাতিক নারী দিবস কবে পালিত হয়।
উত্তর : আন্তর্জাতিক নারী দিবস ৮ই মার্চ পালিত হয়।
২২. আন্তর্জাতিক নারী দিবস কত তারিখে পালন করা হয়?
উত্তর : আন্তর্জাতিক নারী দিবস ৮ মার্চে পালন করা হয়।
২৩. বেইজিং প্লাস ফাইভ সম্মেলন কবে, কোথায় অনুষ্ঠিত হয়?
উত্তর : বেইজিং প্লাস ফাইভ সম্মেলন ৫ জুন থেকে ৯ জুন ২০০০ সাল, নিউইয়র্কে অনুষ্ঠিত হয়।
২৪. সিডও বা CEDAW কী?
উত্তর : সিডও হলো জাতিসংঘ কর্তৃক প্রণীত নারীর প্রতি সকল প্রকার বৈষম্য বিলোপের সনদ।
২৫. CEDAW সমঝোতা কখন পাস হয়?
উত্তর : CEDAW সমঝোতা ১৯৮১ সালের ৩ সেপ্টেম্বর পাস হয় ।
২৬. উন্নয়ন সমাজবিজ্ঞানের প্রাতিষ্ঠানিক চিন্তার সূত্রপাত হয় কখন?
উত্তর : উন্নয়ন সমাজবিজ্ঞানের প্রাতিষ্ঠানিক চিন্তার সূত্রপাত হয় ১৯৬০ এর দশকে।
২৭. মানব উন্নয়নের দুটি নির্ধারক উল্লেখ কর।
উত্তর : মানব উন্নয়নের দুটি নির্ধারক হলো- ১. গড় আয়ুষ্কাল ও ২. মাথাপিছু আয়।
২৮. ‘Development Theory and the Three Worlds’ গ্রন্থটির লেখক কে?
উত্তর : ‘Development Theory and the Three Worlds’ গ্রন্থটির লেখক হলেন বিজন হেটনি।
২৯. ‘The Modern World System’ গ্রন্থের লেখক কে?
উত্তর : ‘The Modern World System’ গ্রন্থের লেখক হলেন ইমানুয়েল ওয়ালারস্টাইন।
৩০. আন্দ্রে গুন্ডার ফ্রাঙ্কের মতে ‘মেট্রোপলিস’ কী?
উত্তর : বিশিষ্ট উন্নয়ন তাত্ত্বিক এ. জি. ফ্রাঙ্ক উন্নয়ন প্রক্রিয়ার ক্ষেত্রে মেট্রোপলিস বলতে কেন্দুকে নির্দেশ করেছেন। উন্নত দেশগুলো মেট্রোপলিস হলে অনুন্নত দেশগুলো স্যাটালাইট বা প্রান্ত। অনুরূপভাবে শহর মেট্রোপলিস হলে গ্রাম স্যাটালাইট।
৩১. আধুনিকায়ন তত্ত্বের দুজন তাত্ত্বিকের নাম বল।
উত্তর : আধুনিকায়ন তত্ত্বের দুজন তাত্ত্বিকের নাম হলো— ১. এ. আর. দেশাই ও ২. ডব্লিউ. ডব্লিউ. রস্টো।
৩২. আন্দ্রে গুন্ডার ফ্রাঙ্কের নির্ভরশীলতা তত্ত্বের কেন্দ্রীয় ধারণা দুটি কী?
উত্তর : আন্দ্রে গুন্ডার ফ্রাঙ্কের নির্ভরশীলতা তত্ত্বের কেন্দ্রীয় ধারণা দুটি হলো— ১. নির্ভরশীলতা প্যারাডাইম ও ২. নির্ভরশীলতা মুক্ত বাজার।
৩৩. কোন শতককে উপনিবেশবাদের স্বর্ণযুগ বলে?
উত্তর : ষোড়শ শতককে উপনিবেশবাদের স্বর্ণযুগ বলে।
৩৪. ‘Imperialism: The Highest Stage of Capitalism’ গ্রন্থটির লেখক কে?
উত্তর : ‘Imperialism: The Highest Stage of Capitalism’ গ্রন্থটির লেখক ড. ই. লেনিন।
৩৫. কখন সাম্রাজ্যবাদের পতন শুরু হয়?
উত্তর : প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তীকাল থেকে সাম্রাজ্যবাদের পতন শুরু হয়।
৩৬. জনসংখ্যা কী?
উত্তর : জনসংখ্যা হলো একটি নির্দিষ্ট পরিসীমায় বসবাসকারী মানবগোষ্ঠী।
৩৭. কাম্য জনসংখ্যা কী?
উত্তর : একটি দেশের যে পরিমাণ জনসংখ্যা থাকলে সর্বোচ্চ মাথাপিছু আয় নিশ্চিত করা যায় তাই হচ্ছে কাম্য জনসংখ্যা।
৩৮. শিল্পায়ন কী?
উত্তর : শিল্পায়ন বলতে শিল্পকলকারখানাতে আধুনিক প্রযুক্তি ব্যবহারের ফলে উৎপাদন কাজের যে ব্যাপক পরিবর্তন সাধিত হয় তাকে বুঝায়।
৩৯. শিল্পনীতি কী?
উত্তর : শিল্পনীতি বলতে কোনো দেশের শিল্প খাতের উন্নয়ন ও ব্যবস্থাপনাসংক্রান্ত সরকারি নীতিমালাকে বুঝায়।
৪০. আধুনিক শিল্পায়িত সমাজ কয়ভাগে ও কী কী ভাগে বিভক্ত?
উত্তর : আধুনিক শিল্পায়িত সমাজ দুইভাগে বিভক্ত। যথা : ১. পুঁজিবাদী শিল্পায়িত সমাজ ও ২. সাম্যবাদী শিল্পায়িত সমাজ।
৪১. মেগাসিটি কাকে বলে?
উত্তর : সাধারণত কোনো বৃহত্তম শহরে এক কোটি কিংবা তদূর্ধ্ব জনসংখ্যা বাস করলে ঐ শহরটিকে মেগাসিটি বলে।
৪২. পৃথিবীর বৃহত্তম মেগাসিটি কোনটি?
উত্তর : পৃথিবীর বৃহত্তম মেগাসিটি জাপানের রাজধানী টোকিও শহর।
৪৩. Bureaucracy শব্দটি কোন শব্দ হতে উৎপত্তি লাভ করেছে?
উত্তর : Bureaucracy শব্দটি ফরাসি শব্দ Bureau এবং গ্রিক শব্দ Kraten শব্দ হতে উৎপত্তি লাভ করেছে।
৪৪. সুশীল সমাজের ধারণাটিকে কে, কখন সর্বপ্রথম ব্যবহার করেন?
উত্তর : সুশীল সমাজের ধারণাটি প্রখ্যাত দার্শনিক টমাস হবস সপ্তদশ শতাব্দীতে সর্বপ্রথম ব্যবহার করেন।
৪৫. সুশীল সমাজ কী?
উত্তর : সুশীল সমাজ বলতে গণতান্ত্রিক চেতনা সমৃদ্ধ সক্রিয় সামাজিক কর্মকাণ্ড ও যৌথ উদ্যোগ গ্রহণকারী নাগরিক গোষ্ঠীকে বুঝায়।
86. ‘An Eassay on the History of Civil Society’ গ্রন্থটির রচয়িতা কে?
87. উত্তর : ‘An Eassay on the History of Civil Society’ গ্রন্থটির রচয়িতা হলেন অ্যাডাম ফার্গুসন।
৪৭. বাংলাদেশে স্থানীয় সরকার ব্যবস্থার সর্বনিম্ন ধাপ কী?
উত্তর : বাংলাদেশে স্থানীয় সরকার ব্যবস্থার সর্বনিম্ন ধাপ হলো ইউনিয়ন পরিষদ।
৪৮. ECLA এর পূর্ণরূপ কী?
উত্তর : ECLA এর পূর্ণরূপ হলো Economic Commission for Latin America.
৪৯. ‘আমদানি বিকল্প শিল্প।’ ধারণাটি কার?
উত্তর : ‘আমিদানি বিকল্প শিল্প।’ ধারণাটি বিশিষ্ট তাত্ত্বিক এইচ. জে. ব্রুটনের।
৫০. পণ্য সাহায্য কী?
উত্তর : পণ্যের মাধ্যমে প্রদত্ত বৈদেশিক সাহায্যকে পণ্য সাহায্য বলে।
আরো দেখো : সমাজবিজ্ঞান ৪র্থ বর্ষের সকল বিষয়ের উত্তরসহ সাজেশন
অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষার্থীরা, কোর্সটিকায় তোমরা এ সাজেনটি উত্তরসহ সংগ্রহ করতে পারবে। ওপরে দেওয়া Answer Sheet অপশনে ক্লিক করে অনার্স ৪র্থ বর্ষের সমাজবিজ্ঞান বিভাগের সমাজবিজ্ঞান মৌখিক পরীক্ষার সাজেশন সংগ্রহ করে নাও। ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post