এইচএসসি ২০২৫ শিক্ষার্থীদের কোর্সটিকায় স্বাগতম। প্রতিবছর এইচএসসি পরীক্ষার জন্য অনেক বড় সিলেবাস থাকে। সিলেবাস অনেক বড় থাকলেও সম্পূর্ণ সিলেবাস হতে কি প্রশ্ন পড়ে? না, সম্পূর্ণ সিলেবাস হতে প্রশ্ন পড়ে না। বরং, প্রতিটি অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ টপিক হতে অধিকাংশ প্রশ্ন আসে। তেমনই গুরুত্বপূর্ণ টপিক ও বোর্ড প্রশ্নগুলো যাচাই-বাছাই করে তোমাদের জন্য সমাজবিজ্ঞান ১ম পত্র ১ম অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর গুলো নিয়ে এসেছি।
একটা বইয়ের সকল অধ্যায়ের বোর্ড প্রশ্ন যাচাই-বাছাই করতে অনেক সময়ের প্রয়োজন হয়। অনেকের পক্ষে সেটি সম্ভব হয় না। তোমাদের জন্য বোর্ড প্রশ্ন যাচাই-বাছাই করে সমাজবিজ্ঞান প্রতিটি অধ্যায়ের সাজেশন গুলো আমরা বের করেছি। এইচএসসি প্রতিটি বইয়ের সাজেশন গুলো তোমরা এভাবে পড়লে তোমাদের পরীক্ষা প্রস্তুতি অনেকটা এগিয়ে যাবে।
সমাজবিজ্ঞান ১ম পত্র ১ম অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর
১. আচার–আচরণের পশ্চাতে মানসিক কারণ ছাড়া আর কোন শক্তির প্রভাব রয়েছে?
উত্তর: আচার–আচরণের পশ্চাতে মানসিক কারণ ছাড়া অর্থনৈতিক, ঐতিহাসিক, সাংস্কৃতিক প্রভৃতি শক্তির প্রভাব রয়েছে।
২. ‘ব্যক্তিগত সম্পত্তি ও মালিকানা সব দ্বন্দ্ব-সংঘাত এবং শোষণের মূল’ – উক্তিটি কার?
উত্তর: উক্তিটি জার্মান দার্শনিক ও অর্থনীতিবিদ কার্ল মার্কস এর।
৩. এমিল ডুর্খেইম প্রদত্ত সমাজবিজ্ঞানের সংজ্ঞাটি লিখ।
উত্তর: ফরাসি সমাজবিজ্ঞানী এমিল ডুর্খেইম সমাজবিজ্ঞানের সংজ্ঞায় বলেন, “সমাজবিজ্ঞান হচ্ছে সামাজিক প্রতিষ্ঠানের বিজ্ঞান।”
৪. ‘সমাজবিজ্ঞান হলো সামাজিক প্রতিষ্ঠানের বিজ্ঞান’ — উক্তিটি কার?
উত্তর: ‘সমাজবিজ্ঞান হলো সামাজিক প্রতিষ্ঠানের বিজ্ঞান’ উক্তিটি ফরাসি সমাজবিজ্ঞানের জনক এমিল ডুর্খেইমের।
৫. “সমাজবিজ্ঞানই একমাত্র বিজ্ঞান যা সমাজ ও সামাজিক সম্পর্ক বিষয়ে অধ্যয়ন করে”— উক্তিটি কোন সমাজবিজ্ঞানীর?
উত্তর: “সমাজবিজ্ঞানই একমাত্র বিজ্ঞান যা সমাজ ও সামাজিক সম্পর্ক বিষয়ে অধ্যয়ন করে”— উক্তিটি সমাজবিজ্ঞানী রবার্ট এম ম্যাকাইভার ও চার্লস এইচ পেজ এর।
৬. সমাজবিজ্ঞানের সংজ্ঞায় ম্যাকাইভার কী বলেছেন?
উত্তর: সমাজবিজ্ঞানের সংজ্ঞায় ম্যাকাইভার বলেন, “সমাজবিজ্ঞানই একমাত্র বিজ্ঞান, যা সমাজ এবং সামাজিক সম্পর্ক বিষয়ে অধ্যয়ন করে।”
৭. সমাজকল্যাণ কী?
উত্তর: সমাজকল্যাণ হচ্ছে মানুষের কল্যাণের জন্য সরকারি ও বেসরকারি উদ্যোগে পরিচালিত সংঘবদ্ধ প্রচেষ্টা।
৮. মার্কসবাদী সমাজ বিকাশের ধারা অনুযায়ী প্রাথমিক সমাজ কোনটি?
উত্তর: মার্কসবাদী সমাজ বিকাশের ধারা অনুযায়ী প্রাথমিক সমাজ হচ্ছে আদিম সাম্যবাদী সমাজ।
৯. ‘Sociology’ শব্দটির উৎপত্তি হয়েছে কত খ্রিষ্টাব্দে?
উত্তর: ‘Sociology’ শব্দটির উৎপত্তি হয়েছে ১৮৩৯ খ্রিষ্টাব্দে।
আজকে আমরা সমাজবিজ্ঞান ১ম পত্র ১ম অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর গুলো তোমাদের মাঝে শেয়ার করলাম। এগুলো পড়ার পাশাপাশি, কম সময়ে পরীক্ষায় ভালো করতে চাইলে পরীক্ষার কয়েকমাস আগে থেকে এইচএসসি ২০২৫ পরীক্ষার্থীদের জন্য সাজেশন গুলো পড়া শুরু করতে হবে। যাতে যথাসময়ে পড়া শেষ করা যায়। পরীক্ষায় আগের মাস হতে এইচএসসি মডেল টেস্ট গুলো পড়া শুরু করে দিতে হবে। এভাবে পড়লে তোমরা পরীক্ষা প্রস্তুতি হবে সহজ ও তোমরা পরীক্ষায় কমন পাবে বলে আমরা আশাবাদী।
আমাদের ওয়েবসাইটে তোমার প্রয়োজনীয় সাবজেক্টের প্রশ্নের উত্তর না পেলে কোর্সটিকা ফেসবুক পেজে ইনবক্স করতে পারো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post