এইচএসসি ২০২৫ শিক্ষার্থীদের কোর্সটিকায় স্বাগতম। প্রতিবছর এইচএসসি পরীক্ষার জন্য অনেক বড় সিলেবাস থাকে। সিলেবাস অনেক বড় থাকলেও সম্পূর্ণ সিলেবাস হতে কি প্রশ্ন পড়ে? না, সম্পূর্ণ সিলেবাস হতে প্রশ্ন পড়ে না। বরং, প্রতিটি অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ টপিক হতে অধিকাংশ প্রশ্ন আসে। তেমনই গুরুত্বপূর্ণ টপিক ও বোর্ড প্রশ্নগুলো যাচাই-বাছাই করে তোমাদের জন্য সমাজবিজ্ঞান ১ম পত্র ১০ম অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর গুলো নিয়ে এসেছি।
একটা বইয়ের সকল অধ্যায়ের বোর্ড প্রশ্ন যাচাই-বাছাই করতে অনেক সময়ের প্রয়োজন হয়। অনেকের পক্ষে সেটি সম্ভব হয় না। তোমাদের জন্য বোর্ড প্রশ্ন যাচাই-বাছাই করে সমাজবিজ্ঞান প্রতিটি অধ্যায়ের সাজেশন গুলো আমরা বের করেছি। এইচএসসি প্রতিটি বইয়ের সাজেশন গুলো তোমরা এভাবে পড়লে তোমাদের পরীক্ষা প্রস্তুতি অনেকটা এগিয়ে যাবে।
সমাজবিজ্ঞান ১ম পত্র ১০ম অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর
১. ধর্মের উৎপত্তি সংক্রান্ত একটি মতবাদের নাম লিখ।
উত্তর: ধর্মের উৎপত্তি সংক্রান্ত একটি মতবাদ হলো সর্বপ্রাণবাদ।
২. “সমাজবিজ্ঞান একমাত্র বিজ্ঞান যা সমাজ এবং সামাজিক সম্পর্ক বিষয়ে অধ্যয়ন করে।”— উক্ত সংজ্ঞাটি কোন সমাজবিজ্ঞানীর?
উত্তর: “সমাজবিজ্ঞান একমাত্র বিজ্ঞান যা সমাজ এবং সামাজিক সম্পর্ক বিষয়ে অধ্যয়ন করে।”— সংজ্ঞাটি সমাজবিজ্ঞানী ম্যাকাইভার ও পেজের।
৩. বাংলাদেশের পরিবার মূলত কীরূপ?
উত্তর: বাংলাদেশের পরিবার মূলত পিতৃপ্রধান।
৪. ব্যক্তির জন্য সংঘ কীরূপ সংগঠন?
উত্তর: ব্যক্তির জন্য সংঘ ঐচ্ছিক সংগঠন।
৫. সামাজিক প্রগতি কী?
উত্তর: কাঙ্খিত বা বাঞ্ছিত পরিবর্তনই হলো সামাজিক প্রগতি।
৬. ‘Polygamy’ শব্দের অর্থ কী?
উত্তর: ‘Polygamy’ শব্দের অর্থ বহুবিবাহ।
৭. আদর্শহীনতা কী?
উত্তর: ব্যক্তির মধ্যে সমাজে প্রচলিত নৈতিকতার বিপরীত চরিত্র সৃষ্টি হওয়াই আদর্শহীনতা।
৮. ভদ্রবেশী অপরাধ কী?
উত্তর: আর্থ–সামাজিকভাবে সুপ্রতিষ্ঠিত ব্যক্তি যখন পেশাগত কাজের মাধ্যমে অপরাধ করে তখন তাকে ভদ্রবেশী অপরাধ বলে।
৯. ধর্ম কী?
উত্তর: ধর্ম বলতে কতকগুলো নিয়মকানুন, আচার অনুষ্ঠান ও বিশ্বাসকে বোঝায়।
১০. ডুর্খেইম কয় ধরনের নৈরাজ্যের কথা বলেছেন?
উত্তর: ডুর্খেইম দুই ধরনের নৈরাজ্যের কথা বলেছেন।
আজকে আমরা সমাজবিজ্ঞান ১ম পত্র ১০ম অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর গুলো তোমাদের মাঝে শেয়ার করলাম। এগুলো পড়ার পাশাপাশি, কম সময়ে পরীক্ষায় ভালো করতে চাইলে পরীক্ষার কয়েকমাস আগে থেকে এইচএসসি ২০২৫ পরীক্ষার্থীদের জন্য সাজেশন গুলো পড়া শুরু করতে হবে। যাতে যথাসময়ে পড়া শেষ করা যায়। পরীক্ষায় আগের মাস হতে এইচএসসি মডেল টেস্ট গুলো পড়া শুরু করে দিতে হবে। এভাবে পড়লে তোমরা পরীক্ষা প্রস্তুতি হবে সহজ ও তোমরা পরীক্ষায় কমন পাবে বলে আমরা আশাবাদী।
আমাদের ওয়েবসাইটে তোমার প্রয়োজনীয় সাবজেক্টের প্রশ্নের উত্তর না পেলে কোর্সটিকা ফেসবুক পেজে ইনবক্স করতে পারো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post