সমাজবিজ্ঞান ১ম পত্র ১০ম অধ্যায় : মানুষ সাধারণত সামাজিক অনুশাসন মেনে চললেও মাঝেমধ্যে ব্যক্তিস্বার্থের জন্য সমাজবিরোধী কার্যকলাপে লিপ্ত হয়। প্রতিটি সমাজই নির্দিষ্ট একটি সামাজিক শৃঙ্খলা (Social order), রীতিনীতি, আচরণবিধি (Norms) এবং মূল্যবোধ (Values) অনুসরণ করে।
কিন্তু সমাজের সব সদস্যই এটি মেনে চলতে পারে না। মাঝে মধ্যে তারা সামাজিকভাবে অপ্রত্যাশিত আচরণ প্রদর্শন করে থাকে। সাধারণভাবে সমাজের বিধি লঙ্ঘন করে সামাজিক রীতিনীতি বহির্ভূত আচরণকে বিচ্যুত আচরণ বলা হয়। প্রতিটি সমাজেই কমবেশি বিচ্যুত আচরণ হয়ে থাকে। এটি সমাজ কাঠামোর সাথে ওতপ্রোতভাবে জড়িত।
ব্যক্তি সমাজ স্বীকৃত আচরণ না করে গর্হিত আচরণ করে। ফলে সামাজিক সংহতি বিনষ্ট এবং সমাজে বসবাসকারী মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়। এ জন্যই সামাজিক রীতিনীতি পরিপন্থী আচরণকে বিচ্যুত আচরণ বলে। যেমন: বৃদ্ধ বাবা-মায়ের সেবা-যত্ন করা, বড়দের সম্মান করা, মদ্যপান না করা ইত্যাদি আমাদের সামাজিক রীতি ও মূল্যবোধ। এগুলো পালন না করা বিচ্যুত আচরণ। সাধারণত বিচ্যুত আচরণ থেকেই অপরাধের সূচনা হয়। আজ যে কিশোর বিচ্যুত আচরণ করছে, কাল সে অপরাধে জড়িয়ে পড়তে পারে।
সমাজবিজ্ঞান ১ম পত্র ১০ম অধ্যায়
সৃজনশীল প্রশ্ন ১ : খাবার হোটেলের কর্মী রহমতের স্বল্প উপার্জনে পরিবারের খাওয়া-পরা চললেও অসুস্থ বাবার চিকিৎসা চলে না। একদিন সুযোগ বুঝে সে ক্যাশ বাক্স থেকে কিছু টাকা সরিয়ে নেয়। পরদিন পত্রিকায় একটি সংবাদে তার চোখ আটকে যায়। একজন রিকশাচালক তার রিকশায় ফেলে যাওয়া টাকার ব্যাগ আত্মসাৎ না করে মালিকের কাছে পৌঁছে দেয়। রহমত সংবাদটি পড়ে অনুপ্রাণিত হয়ে সিদ্ধান্ত নেয় চুরি করা টাকা ক্যাশ বাক্সে রেখে দিবে।
ক. ধর্মের উৎপত্তি সংক্রান্ত একটি মতবাদের নাম লিখ।
খ. ‘ধর্ম মানসিক শান্তি প্রদান করে।’- ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে সংঘটিত অপরাধের জন্য কোন কারণ দায়ী? ব্যাখ্যা দাও।
ঘ. উদ্দীপকে রহমতের সিদ্ধান্ত পরিবর্তনে সামাজিক নিয়ন্ত্রণের মাধ্যমের ভূমিকা মূল্যায়ন করো।
সৃজনশীল প্রশ্ন ২ : সালাম সাহেব পরিবার-পরিজন নিয়ে শহরে বাস করেন। তার একমাত্র কলেজপড়ুয়া ছেলে পাড়ার বন্ধুদের সাথে মিলে ধূমপানে অভ্যস্ত হয়ে পড়ছে। মাঝেমধ্যে বাবার অজান্তে তার পকেট থেকে টাকা-পয়সা নিয়ে থাকে এবং দেরি করে বাড়ি ফেরে।
ক. “সমাজবিজ্ঞান একমাত্র বিজ্ঞান যা সমাজ এবং সামাজিক সম্পর্ক বিষয়ে অধ্যয়ন করে।”- উক্ত সংজ্ঞাটি কোন সমাজবিজ্ঞানীর?
খ. সমাজবিজ্ঞান একটি বিশ্লেষণধর্মী বিজ্ঞান ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকের সালাম সাহেবের ছেলের আচরণ সমাজবিজ্ঞানের কোন শাখায় আলোচনা করা হয়? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে উল্লিখিত সমস্যা সমাধানে সমাজবিজ্ঞানের জ্ঞান কীভাবে সাহায্য করতে পারে? তোমার মতামত দাও।
সৃজনশীল প্রশ্ন ৩ : মহসিন বাবা-মায়ের একমাত্র সন্তান। অতিরিক্ত আদর পেয়ে সে ক্লাসে যাওয়ার কথা বলে সিনেমা হলে যায়, ক্লাস ফাঁকি দিয়ে যেখানে সেখানে ঘোরাফেরা করে, মেয়েদের সাথে অশালীন ব্যবহার করে এবং গুরুজনদের অমান্য করে। তার এসব আচরণে অনেকেই রুষ্ট ও বিরক্ত।
ক. বাংলাদেশের পরিবার মূলত কীরূপ?
খ. সন্তান প্রতিপালনে পরিবারের ভূমিকা কীরূপ? ব্যাখ্যা করো।
গ. মহসিনের উল্লিখিত সামাজিক আচরণ নিয়ন্ত্রণে পরিবার কোন ধরনের কার্যসম্পাদন করে? ব্যাখ্যা করো।
ঘ. “সুষ্ঠু পারিবারিক পরিবেশ মহসিনের সুন্দর ব্যক্তিত্ব বিকাশের জন্য অপরিহার্য”— উক্তিটি বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্ন ৪ : বর্তমানে ঢাকার বিভিন্ন এলাকায় নতুন আতঙ্কের নাম কিশোর গ্যাং। শিক্ষিত পরিবারের স্কুল-কলেজ পড়ুয়া ছেলেরা এলাকাভিত্তিক ছোট ছোট দলে সংগঠিত হয়ে এসব গ্যাং বানাচ্ছে। তারা দলবদ্ধভাবে বিকট শব্দে বাইক চালিয়ে দেয়ালে নিজেদের গ্যাংয়ের নাম সম্বলিত আঁকি-বুকি করে, অন্য গ্যাংয়ের সাথে মারামারি বা শক্তি প্রদর্শন করে আধিপত্য প্রকাশ করে। রাজনৈতিক ছত্রছায়ায় বেড়ে ওঠা এসব গ্যাংয়ের সদস্যরা ইভটিজিং, মাদকসেবন, চাঁদাবাজি, ছিনতাই ও খুনের মতো অপরাধ করতেও দ্বিধা করে না।
ক. ব্যক্তির জন্য সংঘ কীরূপ সংগঠন?
খ. টমাস হবসের মতে প্রকৃতি রাজ্য কেমন ছিল?
গ. উদ্দীপকে সামাজিকীকরণ প্রক্রিয়ার কোন উপাদানের ভূমিকার প্রভাব লক্ষ করা যায়? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকের কিশোর গ্যাংগুলোকে সমাজের গঠনমূলক কাজে ব্যবহার করার জন্য কী ধরনের পদক্ষেপ নেয়া যেতে পারে বলে তুমি মনে কর? মতামত দাও।
সৃজনশীল প্রশ্ন ৫ : মি. সাকিব চৌধুরী একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপক। মালামাল ক্রয়ে তিনি প্রকৃত মূল্যের চেয়ে বেশী মূল্য দেখিয়ে প্রতিষ্ঠানের প্রচুর টাকা আত্মসাৎ করেন। অপরদিকে বস্তিতে বসবাসরত স্বামীহারা হাজেরা খাতুন নিজের সন্তানদের জন্য খাদ্যের জোগান না করতে পেরে মালিকের বাসা থেকে চাল-ডাল চুরির অপরাধে পুলিশ কর্তৃক ধৃত হন।
ক. সামাজিক প্রগতি কী?
খ. “সকল সমাজই ছিল স্তরায়িত” — ব্যাখ্যা করো। গ. উদ্দীপকের মি. সাকিব চৌধুরীর অপরাধ কী ধরনের? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকের মি. সাকিব চৌধুরীর এবং হাজেরা খাতুনের অপরাধের সামাজিক প্রেক্ষাপট ভিন্ন— উক্তিটি মূল্যায়ন করো।
সৃজনশীল প্রশ্ন ৬ : মাসুদ সাহেব এলাকায় খুব একটি ভালো মানুষ হিসেবে পরিচিত নন। তিনি মিথ্যা কথা বলেন, যে কোনো অবৈধ কাজ করার জন্য তিনি ঘুষ নেন। তিনি আয়করও ঠিকমত পরিশোধ করেন না। প্রতিদিন রাতে ক্লাবে গিয়ে জুয়া খেলেন ও মদ্যপান করেন। তার বাবা-মাকেও তিনি ঠিকমতো দেখাশোনা করেন না। বাসায় নিয়োজিত কাজের ছেলেটিকেও সে প্রায়ই মারধর করে।
ক. ‘Polygamy’ শব্দের অর্থ কী?
খ. নৈতিকতার ধারণাটি ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে কয় ধরনের অপরাধ সংঘটিত হয়েছে? ব্যাখ্যা করো।
ঘ. আইনের দৃষ্টিতে মাসুদ সাহেবের সব কর্মকাণ্ড অপরাধ হিসেবে গণ্য হবে কি না? উত্তরের সপক্ষে যুক্তি দাও।
সৃজনশীল প্রশ্ন ৭ : আমজাদ সাহেব সরকারি চাকরি করেন। সীমিত আয়ের চাকরিজীবী হয়েও তিনি দামি ফ্ল্যাটে বসবাস করেন। অথচ গ্রামে থাকা বৃদ্ধ পিতামাতার খোঁজখবর রাখেন না। ইংরেজি মাধ্যম স্কুলে পড়ুয়া একমাত্র সন্তান জনির কোনো চাহিদাই তিনি অপূর্ণ রাখেন নি। ছেলের পড়াশুনা ও হাত খরচ বাবদ তিনি বিপুল অর্থ ব্যয় করেন। জনি পড়াশুনার চেয়ে বন্ধুবান্ধবের সাথে আড্ডা ও ক্লাব-পার্টি নিয়েই বেশী ব্যস্ত থাকে। আমজাদ সাহেব বা তার স্ত্রী কারোরই এ নিয়ে মাথাব্যথা নেই। ফলে সে মাদকাশক্তি ও মাদক ব্যবসার সাথে জড়িয়ে পড়ে।
ক. আদর্শহীনতা কী?
খ. আয়কর ফাঁকি দেয়া কোন ধরনের অপরাধ এবং কেন?
গ. উদ্দীপকে বৃদ্ধ পিতামাতার প্রতি আমজাদ সাহেবের দৃষ্টিভঙ্গি তোমার পঠিত কোন ধরনের সামাজিক আচরণ দ্বারা ব্যাখ্যা করা যায় এবং কেন?
ঘ. উদ্দীপকে জনির অপরাধী হয়ে উঠার সমাজতাত্ত্বিক কারণ বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্ন ৮ : জনি ও পিনু দুজন বন্ধু হলেও তাদের আচরণে পার্থক্য পরিলক্ষিত হয়। জনি বড়দের সম্মান করে না, কারো সাথে ভালোভাবে কথা বলে না, কথায় কথায় খারাপ শব্দ ব্যবহার করে। এমনকি তার বাবা-মায়ের সেবাও করে না। অপরদিকে পিনু সহপাঠীদের সাথে মিশে মাদক সেবনে আসক্ত হয়ে পড়ে। মাদকের টাকা জোগাড় করতে মাঝে মাঝে ছিনতাই ও চুরিসহ বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়ে।
ক. ভদ্রবেশী অপরাধ কী?
খ. প্যারোল বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকের জনি ও পিনুর আচরণ তোমার পাঠ্যবইয়ের যে দুটি প্রত্যয়কে নির্দেশ করে তা ব্যাখ্যা করো।
ঘ. পিনু যে কাজে জড়িত তা প্রতিকারের জন্য কী ধরনের পদক্ষেপ নেওয়া যেতে পারে? তোমার সুচিন্তিত মতামত দাও।
সৃজনশীল প্রশ্ন ৯ : নিষ্ফল চৌধুরী তার পরিচিতজনের নিকট খুব একটা ভালো মানুষ হিসেবে পরিচিত নন। তিনি কথায় কথায় প্রায়ই মিথ্যা বলেন। যেকোনো কাজ করার জন্য তিনি ঘুষ নেন। তিনি আয়করও ঠিকমতো পরিশোধ করেন না। প্রতিদিন রাতে ক্লাবে গিয়ে জুয়া খেলেন এবং মদ্যপান করেন। তার বাবা-মাকেও ঠিকমতো দেখাশোনা করেন না। তার বাসায় গরিব একটা ছেলে কাজ করে। যাকে তিনি প্রায়ই মারধর করেন।
ক. ধর্ম কী?
খ. অপরাধ ও বিচ্যুতির পার্থক্য ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে কয় ধরনের অপরাধ সংঘটিত হয়েছে তা ব্যাখ্যা করো।
ঘ. আইনের দৃষ্টিতে নিহাল চৌধুরীর সব কর্মকাণ্ড অপরাধ হিসেবে গণ্য হবে কি? উত্তরের সপক্ষে যুক্তি দাও।
সৃজনশীল প্রশ্ন ১০ : রুম্মানের পিতা-মাতা অর্থলোভে পড়ে যৌতুক নিয়ে রুম্মানকে বিয়ে করায়। কিন্তু রুম্মানের পিতা-মাতা যে সুখের আশায় যৌতুক নিয়ে বিয়ে করিয়েছিল সে আশা গুড়েবালিতে পরিণত হয়। বিয়ের কিছুদিন পরই রুম্মান ও তার স্ত্রী পিতা-মাতা থেকে আলাদা হয়ে যায়। এমনকি পিতা-মাতার ভরণপোষণও করে না। ফলে তার বৃদ্ধ পিতা-মাতা অসহায় হয়ে পড়ে।
ক. ডুর্খেইম কয় ধরনের নৈরাজ্যের কথা বলেছেন?
খ. এমিল ডুর্খেইমের বিচ্যুতিমূলক আচরণ বিশ্লেষণের তত্ত্বটি ব্যাখ্যা করো।
গ. পিতা-মাতার প্রতি রুম্মান ও তার স্ত্রী যে আচরণ করে সমাজবিজ্ঞানের দৃষ্টিতে তা ব্যাখ্যা করো।
ঘ. রুম্মানের পিতা-মাতার উচ্চাভিলাষই কি তাদেরকে অসহায়ত্বের দিকে ঠেলে দিয়েছে বলে মনে কর? যুক্তিসহ উত্তর দাও।
জ্ঞানমূলক প্রশ্নের উত্তর
১. ‘Polygamy’ শব্দের অর্থ কী?
উত্তর: ‘Polygamy’ শব্দের অর্থ বহুবিবাহ।
২. আদর্শহীনতা কী?
উত্তর: ব্যক্তির মধ্যে সমাজে প্রচলিত নৈতিকতার বিপরীত চরিত্র সৃষ্টি হওয়াই আদর্শহীনতা।
৩. ভদ্রবেশী অপরাধ কী?
উত্তর: আর্থ-সামাজিকভাবে সুপ্রতিষ্ঠিত ব্যক্তি যখন পেশাগত কাজের মাধ্যমে অপরাধ করে তখন তাকে ভদ্রবেশী অপরাধ বলে।
৪. ধর্ম কী?
উত্তর: ধর্ম বলতে কতকগুলো নিয়মকানুন, আচার অনুষ্ঠান ও বিশ্বাসকে বোঝায়।
৫. ডুর্খেইম কয় ধরনের নৈরাজ্যের কথা বলেছেন?
উত্তর: ডুর্খেইম দুই ধরনের নৈরাজ্যের কথা বলেছেন
অনুধাবনমূলক প্রশ্নের উত্তর
১. নৈতিকতার ধারণাটি ব্যাখ্যা করো।
উত্তর: নৈতিকতা হলো মানুষের অন্তর্নিহিত সূক্ষ্ম অনুভূতি। নৈতিকতা হলো ভালো ও মন্দের মধ্যকার ইচ্ছা, সিদ্ধান্ত ও কর্মগত বিভাজন। নির্দিষ্ট দর্শন, ধর্ম ও সংস্কৃতি অনুযায়ী নৈতিক বিধানই নৈতিক ব্যবস্থা। সাধারণ অর্থে নৈতিকতা বলতে বোঝায়, কোনো নির্দিষ্ট জনগণ বা সংস্কৃতির মূল্যবোধের ওপর নির্ভরশীল কোনো কিছুর সত্যিকার ভালো বা মন্দের অবস্থা। যার মধ্যে নৈতিকতা নামক গুণ রয়েছে সে বা তারা ভালো এবং মন্দের পার্থক্য নির্ণয় করতে পারে।
২. আয়কর ফাঁকি দেয়া কোন ধরনের অপরাধ এবং কেন?
উত্তর: আয়কর ফাঁকি ভদ্রবেশী অপরাধ। আর্থ-সামাজিকভাবে সুপ্রতিষ্ঠিত ব্যক্তি কর্তৃক তাদের পেশাগত কাজের প্রক্রিয়ায় এমন কিছু অপরাধমূলক কাজ করে থাকে যা ভদ্রবেশী অপরাধ বলে আখ্যায়িত করা হয়। যেমন আয়কর ফাঁকি, জালিয়াতি, ট্রেডমার্ক নকল করা ইত্যাদি। এই ভদ্রবেশী অপরাধের প্রভাব সমাজে নেতিবাচক।
৩. প্যারোল বলতে কী বোঝায়?
উত্তর: কোনো অপরাধী কারাগারে শাস্তি ভোগের একটি নির্দিষ্ট সময় অতিক্রম করার পর তাকে শর্ত সাপেক্ষে মুক্তি দেওয়ার ব্যবস্থাকে প্যারোল বলা হয়। এ ব্যবস্থায় সাধারণত শাস্তির এক-তৃতীয়াংশ ভোগ করার পর অপরাধীকে প্যারোলে আনা হয়। কারাগারে শাস্তি ভোগকালে অপরাধীর মধ্যে যদি তার অপরাধকর্মের জন্য অনুশোচনা হয় এবং তার মধ্যে ইতিবাচক পরিবর্তন লক্ষ করা যায় তবেই তাকে প্যারোলে এনে চারিত্রিক সংশোধনের উদ্যোগ নেওয়া হয়।
৪. অপরাধ ও বিচ্যুতির পার্থক্য ব্যাখ্যা করো।
উত্তর: আইন ভঙ্গমূলক কাজ হচ্ছে অপরাধ অন্যদিকে বিচ্যুতি হচ্ছে সমাজে অনাকাঙ্ক্ষিত আচরণ।
বিচ্যুতি ও অপরাধ ঘনিষ্ঠ হলেও এরা এক নয়, প্রকৃতপক্ষে বিচ্যুতির ধারণা অপরাধের চেয়ে বড়। অপরাধ হলো কেবল আইনের লঙ্ঘন। অপরাধের শাস্তি রাষ্ট্র কতৃক নির্ধারিত। সে শাস্তি হতে পারে লঘু অথবা গুরু।
কিন্তু বিচ্যুতি হচ্ছে সেই আচরণ যা আইন লঙ্ঘন করে না তবে বিচ্যুতিমূলক আচরণকে সমাজের অধিকাংশ মানুষ নেতিবাচক দৃষ্টিতে দেখে থাকে। এর মাধ্যমে সামাজিক সংহতি কিছুটা হলেও বিনষ্ট হয়। তাই বলা যায়, অপরাধ ও বিচ্যুতি মূলত দুটি আলাদা বিষয় এবং উভয়ের মধ্যে কিছু পার্থক্যও পরিলক্ষিত হয়।
৫. এমিল ডুর্খেইমের বিচ্যুতিমূলক আচরণ বিশ্লেষণের তত্ত্বটি ব্যাখ্যা করো।
উত্তর: এমিল ডুর্খেইম নৈরাজ্য বিষয়ে আলোচনা করতে গিয়ে বলেন, সমাজে যখন নৈরাজ্য দেখা দেয় তখন মানুষ বিচ্যুত আচরণ করে। নৈরাজ্য বলতে বুঝায় সমাজের আদর্শ বা মূল্যবোধহীনতা। অর্থাৎ নৈরাজ্যজনক বা বিশৃঙ্খল অবস্থায় সমাজে রীতিনীতি, আইন-কানুন, বিশ্বাস প্রভৃতি ভেঙে পড়ে, ব্যক্তির ওপর সমাজের কোনো নিয়ন্ত্রণ থাকে না তখন মানুষ বিচ্যুত আচরণ করে।
ডুর্খেইম আরও দেখান বিচ্যুতির উচ্চ হারের ফলে সমাজে বিশৃঙ্খলা দেখা দেয়। ডুর্খেইমের মতানুযায়ী বিচ্যুতি দুটি গুরুত্বপূর্ণ কার্য সম্পাদন করে থাকে। এগুলো হলো— প্রথমত: বিচ্যুতির রয়েছে অভিযোজন ক্রিয়া। দ্বিতীয়ত: বিচ্যুতি সমাজে ভালো এবং মন্দ আচরণের মধ্যে সীমা নির্ধারণে সহায়তা করে।
শিক্ষার্থীরা সমাজবিজ্ঞান ১ম পত্র ১০ম অধ্যায় সৃজনশীল প্রশ্নের উত্তর পেতে উপরের বাটনে ক্লিক করো। কোর্সটিকায় রয়েছে এইচএসসি সকল বিষয়ের সৃজনশীল প্রশ্নের উত্তর। যা তোমরা পিডিএফ ফাইলে ডাউনলোড করতে পারবে। তাই নিয়মিত আমাদের শীট ও সাজেশনগুলাের আপডেট পেতে কোর্সটিকার YouTube চ্যানেলটি SUBSCRIBE করে নাও।
Discussion about this post