এইচএসসি ২০২৫ শিক্ষার্থীদের কোর্সটিকায় স্বাগতম। প্রতিবছর এইচএসসি পরীক্ষার জন্য অনেক বড় সিলেবাস থাকে। সিলেবাস অনেক বড় থাকলেও সম্পূর্ণ সিলেবাস হতে কি প্রশ্ন পড়ে? না, সম্পূর্ণ সিলেবাস হতে প্রশ্ন পড়ে না। বরং, প্রতিটি অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ টপিক হতে অধিকাংশ প্রশ্ন আসে। তেমনই গুরুত্বপূর্ণ টপিক ও বোর্ড প্রশ্নগুলো যাচাই-বাছাই করে তোমাদের জন্য সমাজবিজ্ঞান ১ম পত্র ৩য় অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর গুলো নিয়ে এসেছি।
একটা বইয়ের সকল অধ্যায়ের বোর্ড প্রশ্ন যাচাই-বাছাই করতে অনেক সময়ের প্রয়োজন হয়। অনেকের পক্ষে সেটি সম্ভব হয় না। তোমাদের জন্য বোর্ড প্রশ্ন যাচাই-বাছাই করে সমাজবিজ্ঞান প্রতিটি অধ্যায়ের সাজেশন গুলো আমরা বের করেছি। এইচএসসি প্রতিটি বইয়ের সাজেশন গুলো তোমরা এভাবে পড়লে তোমাদের পরীক্ষা প্রস্তুতি অনেকটা এগিয়ে যাবে।
সমাজবিজ্ঞান ১ম পত্র ৩য় অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর
১. দৃষ্টবাদের জনক কে?
উত্তর: দৃষ্টবাদের জনক ফরাসি দার্শনিক অগাস্ট কোঁৎ।
২. ‘সমাজ হচ্ছে সামাজিক সম্পর্কের জাল’— উক্তিটি কোন সমাজবিজ্ঞানীর?
উত্তর: ‘সমাজ হচ্ছে সামাজিক সম্পর্কের জাল’ — উক্তিটি সমাজবিজ্ঞানী ম্যাকাইভারের।
৩. সামাজিক শ্রেণি কী?
উত্তর: সামাজিক শ্রেণি হচ্ছে এক একটি বাস্তবগোষ্ঠী, যাদের আইনানুগ ও ধর্মীয়ভাবে সংজ্ঞায়িত করা যায় না।
৪. পরার্থপর আত্মহত্যা কী?
উত্তর: সমাজের স্বার্থে ও সমষ্টির ইচ্ছায় যে আত্মহত্যা সংঘটিত হয় তাকে পরার্থপর আত্মহত্যা বলে।
৫. ইবনে খালদুন রাষ্ট্রের আয়ুষ্কাল কত বছর বলেছেন?
উত্তর: বিখ্যাত মুসলিম দার্শনিক ইবনে খালদুনের মতে রাষ্ট্রের আয়ুষ্কাল ১২০ বছর।
৬. নৈরাজ্যমূলক আত্মহত্যা কী?
উত্তর: সমাজের বিপর্যয় থেকে মানুষের মনে বিতৃষ্ণার সৃষ্টি হয়। আর এই বিতৃষ্ণা থেকে যে আত্মহত্যা সংঘটিত হয় তাই নৈরাজ্যমূলক আত্মহত্যা।
৭. ‘Das Kapital’ গ্রন্থের লেখক কে?
উত্তর: ‘Das Kapital’ গ্রন্থের লেখক বিশিষ্ট জার্মান দার্শনিক, অর্থনীতিবিদ ও সমাজবিজ্ঞানী কার্ল মার্কস।
৮. দৃষ্টবাদকে Auguste Comte কয় ভাগে ভাগ করেছেন?
উত্তর: দৃষ্টবাদকে Auguste Comte তিন ভাগে ভাগ করেছেন।
৯. ‘The Division of Labour in Society’— গ্রন্থটি কার লেখা?
উত্তর: ‘The Division of Labour in Society’ গ্রন্থটি ফরাসি সমাজবিজ্ঞানী এমিল ডুর্খেইমের লেখা।
১০. ‘কিতাব আল ইবার’ গ্রন্থটি কে রচনা করেন?
উত্তর: ‘কিতাব আল ইবার’ গ্রন্থটি রচনা করেন চৌদ্দ শতকের দার্শনিক ইবনে খালদুন।
আজকে আমরা সমাজবিজ্ঞান ১ম পত্র ৩য় অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর গুলো তোমাদের মাঝে শেয়ার করলাম। এগুলো পড়ার পাশাপাশি, কম সময়ে পরীক্ষায় ভালো করতে চাইলে পরীক্ষার কয়েকমাস আগে থেকে এইচএসসি ২০২৫ পরীক্ষার্থীদের জন্য সাজেশন গুলো পড়া শুরু করতে হবে। যাতে যথাসময়ে পড়া শেষ করা যায়। পরীক্ষায় আগের মাস হতে এইচএসসি মডেল টেস্ট গুলো পড়া শুরু করে দিতে হবে। এভাবে পড়লে তোমরা পরীক্ষা প্রস্তুতি হবে সহজ ও তোমরা পরীক্ষায় কমন পাবে বলে আমরা আশাবাদী।
আমাদের ওয়েবসাইটে তোমার প্রয়োজনীয় সাবজেক্টের প্রশ্নের উত্তর না পেলে কোর্সটিকা ফেসবুক পেজে ইনবক্স করতে পারো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post