এইচএসসি ২০২৫ শিক্ষার্থীদের কোর্সটিকায় স্বাগতম। প্রতিবছর এইচএসসি পরীক্ষার জন্য অনেক বড় সিলেবাস থাকে। সিলেবাস অনেক বড় থাকলেও সম্পূর্ণ সিলেবাস হতে কি প্রশ্ন পড়ে? না, সম্পূর্ণ সিলেবাস হতে প্রশ্ন পড়ে না। বরং, প্রতিটি অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ টপিক হতে অধিকাংশ প্রশ্ন আসে। তেমনই গুরুত্বপূর্ণ টপিক ও বোর্ড প্রশ্নগুলো যাচাই-বাছাই করে তোমাদের জন্য সমাজবিজ্ঞান ১ম পত্র ৪র্থ অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর গুলো নিয়ে এসেছি।
একটা বইয়ের সকল অধ্যায়ের বোর্ড প্রশ্ন যাচাই-বাছাই করতে অনেক সময়ের প্রয়োজন হয়। অনেকের পক্ষে সেটি সম্ভব হয় না। তোমাদের জন্য বোর্ড প্রশ্ন যাচাই-বাছাই করে সমাজবিজ্ঞান প্রতিটি অধ্যায়ের সাজেশন গুলো আমরা বের করেছি। এইচএসসি প্রতিটি বইয়ের সাজেশন গুলো তোমরা এভাবে পড়লে তোমাদের পরীক্ষা প্রস্তুতি অনেকটা এগিয়ে যাবে।
সমাজবিজ্ঞান ১ম পত্র ৪র্থ অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর
১. মার্কসীয় তত্ত্বানুযায়ী শ্রেণির প্রকৃতি কীসের ওপর নির্ভরশীল?
উত্তর: মার্কসীয় তত্ত্বানুযায়ী শ্রেণির প্রকৃতি উৎপাদন পদ্ধতির ওপর নির্ভরশীল।
২. অপরাধ বিজ্ঞানের জনক কে?
উত্তর: অপরাধ বিজ্ঞানের জনক এডউইন এইচ. সাদারল্যান্ড।
৩. সাম্প্রতিককালে সমাজে সামাজিক গতিশীলতার সুযোগ ও সম্ভাবনা বৃদ্ধি পাওয়ার কারণ কী?
উত্তর: সাম্প্রতিককালে নগরায়ণ, শিল্পায়ন প্রভৃতি ক্ষেত্রে সামাজিক পরিবর্তনের ফলে সমাজে সামাজিক গতিশীলতার সুযোগ ও সম্ভাবনা বৃদ্ধি পেয়েছে।
৪. কাঠামোগত গতিশীলতা কী?
উত্তর: একটি বিশেষ সমাজের পেশাগত কাঠামোগত মৌলিক পরিবর্তনের ফলে সৃষ্ট গতিশীলতাই হলো কাঠামোগত গতিশীলতা।
৫. বৈজ্ঞানিক পদ্ধতি কী?
উত্তর: বিজ্ঞানসম্মত অনুসন্ধানের যুক্তিসংগত উপায়কে বৈজ্ঞানিক পদ্ধতি (Scientific Method) বলা হয়।
৬. ‘আমরা বোধ’ কী?
উত্তর: ‘আমরা বোধ’ হলো এক গভীর পারস্পরিক ঐক্যবোধ।
৭. ‘সমাজ হচ্ছে সামাজিক সম্পর্কের জাল—বিশেষ যা সতত পরিবর্তনশীল’— উক্তিটি কার?
উত্তর: ‘সমাজ হচ্ছে সামাজিক সম্পর্কের জাল—বিশেষ যা সতত পরিবর্তনশীল’ উক্তিটি আমেরিকান সমাজবিজ্ঞানী ম্যাকাইভার—এর।
৮. সমাজবিজ্ঞানের অন্যতম কেন্দ্রীয় প্রত্যয় কোনটি?
উত্তর: সমাজবিজ্ঞানের অন্যতম কেন্দ্রীয় প্রত্যয় হচ্ছে সমাজকাঠামো।
৯. প্রাথমিক গোষ্ঠীর একটি উদাহরণ দাও।
উত্তর: প্রাথমিক গোষ্ঠীর একটি উদাহরণ হচ্ছে পরিবার।
১০. লোকরীতি কী?
উত্তর: লোকরীতি হচ্ছে সমাজের আদর্শ বা মানসম্পন্ন আচরণ যা সমাজের সদস্যদের জন্য অবশ্যপালনীয়।
আজকে আমরা সমাজবিজ্ঞান ১ম পত্র ৪র্থ অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর গুলো তোমাদের মাঝে শেয়ার করলাম। এগুলো পড়ার পাশাপাশি, কম সময়ে পরীক্ষায় ভালো করতে চাইলে পরীক্ষার কয়েকমাস আগে থেকে এইচএসসি ২০২৫ পরীক্ষার্থীদের জন্য সাজেশন গুলো পড়া শুরু করতে হবে। যাতে যথাসময়ে পড়া শেষ করা যায়। পরীক্ষায় আগের মাস হতে এইচএসসি মডেল টেস্ট গুলো পড়া শুরু করে দিতে হবে। এভাবে পড়লে তোমরা পরীক্ষা প্রস্তুতি হবে সহজ ও তোমরা পরীক্ষায় কমন পাবে বলে আমরা আশাবাদী।
আমাদের ওয়েবসাইটে তোমার প্রয়োজনীয় সাবজেক্টের প্রশ্নের উত্তর না পেলে কোর্সটিকা ফেসবুক পেজে ইনবক্স করতে পারো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post