সমাজবিজ্ঞান ১ম পত্র ৫ম অধ্যায় : যে প্রতিষ্ঠান বা সংগঠন ব্যক্তিকে সমাজের কার্যকরী ও বাঞ্ছিত সদস্য হিসেবে গড়ে তােলার চেষ্টা করে তাকে সামাজিক প্রতিষ্ঠান বলে। বর্তমানে আমাদের সমাজে বিভিন্ন ধরনের সামাজিক প্রতিষ্ঠান দেখা যায়।
এই প্রতিষ্ঠানগুলির মধ্যে উল্লেখযোগ্য হল- খেলাধুলাে-সংক্রান্ত সংস্থা, সাহিত্যবিষয়ক সংস্থা, বিজ্ঞানবিষয়ক সংস্থা, ব্যায়াম ও শরীরচর্চার সংস্থা, অভিনয়, নৃত্য ও সংগীত সংস্থা, যুব সমিতি প্রভৃতি।
সমাজবিজ্ঞান ১ম পত্র ৫ম অধ্যায়
সৃজনশীল প্রশ্ন ১ : বিশ্ববিদ্যালয় থেকে পাস করে পরিবারের সম্মতিতে মানিক মারুফাকে বিবাহ করে। এর দুবছরের মধ্যে তাদের ঘরে এক ফুটফুটে ছেলে সন্তানের জন্ম হয়। সারাদিন মারুফা সন্তানের রক্ষণাবেক্ষণ ও লালন-পালনের দায়িত্ব পালন করলেও মানিক একটি বেসরকারি অফিসে কাজ করে সংসারের অর্থ উপার্জনের জন্য। সংসারের দরিদ্রতার জন্যে তারা উভয়েই একটি সন্তান রাখতেই সম্মত হয়েছে।
ক. নৈতিকতা কী?
খ. আদিম সমাজে মানুষের মধ্যে পারস্পরিক সম্পর্ক কেমন ছিল?
গ. মানিকের কার্যাবলির মধ্যে পরিবারের কোন কার্যাবলির ইঙ্গিত পাওয়া যায়? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানসমূহ সমাজবিজ্ঞানের পরিধিভুক্ত– তুমি কি এ বক্তব্যের সাথে একমত? মতামত দাও।
সৃজনশীল প্রশ্ন ২ : চাকরিজীবী বাবা-মার একমাত্র সন্তান সাফোয়ান ছেলে বেলা থেকেই দাদির আদর-যত্নে বড় হয়েছে। বাবাকে সে খুব ভয় পেত এবং মায়ের সাথেও সম্পর্কটা তেমন গাঢ় নয়। দাদি ছিলেন তার জীবনের ভালোবাসা আর ভরসার মানুষ। সাফোয়ানের মাধ্যমিক পরীক্ষা চলার সময় তার দাদি মারা যান। তার দুনিয়াটা যেন অন্ধকারে ঢেকে যায়। দাদিকে হারানোর প্রভাব পড়ে মাধ্যমিকের রেজাল্টে। বাবাকে কীভাবে মুখ দেখাবে ভেবে না পেয়ে শেষে দাদির কাছেই আশ্রয় নেবার সিদ্ধান্ত নেয় সাফোয়ান। পরদিন সিলিং ফ্যান থেকে তার নিথর দেহটা ঝুলতে দেখা যায়।
ক. বৈজ্ঞানিক পদ্ধতির মূল উদ্দেশ্য কী?
খ. সমাজ গবেষণায় অনুসৃত পরীক্ষণ পদ্ধতি বলতে কী বোঝ?
গ. উদ্দীপকের সাফোয়ানের মৃত্যুতে এমিল ডুর্খেইম-এর কোন তত্ত্বের প্রতিফলন দেখা যায়? ব্যাখ্যা করো।
ঘ. পরিবারের কোন ধরনের ভূমিকার অভাবে সাফোয়ানের এমন পরিণতি বলে তুমি মনে কর? মতামত দাও।
সৃজনশীল প্রশ্ন ৩ : ব্যাংকার রফিক সাহেব তার চাচাতো বোন শোভাকে। বিবাহ করে। তার স্ত্রী শোভা ২ বৎসরের ১টি ছোট সন্তান রেখে হঠাৎ করেই মৃত্যুবরণ করে। আকস্মিক এ মৃত্যুতে পরিবারের সবাই মুষড়ে পড়ে। ছোট সন্তানটির ভবিষ্যত নিয়ে সবাই চিন্তিত। শোভা’র ছোট বোন দিবা রফিক সাহেবের বাসায় থেকেই মাস্টার্সে | পড়ছে এবং ছোট সন্তানটির দেখাশুনা করছে। পরিবারের সবাই দিবার সাথে রফিকের বিবাহের চিন্তা করছে।
ক. ‘জৈবিক বন্ধনের সামাজিক স্বীকৃতিই জ্ঞাতিসম্পর্ক’ উক্তিটি কার?
খ. বিবাহ কীভাবে সামাজিক নিয়ন্ত্রণে ভূমিকা রাখে?
গ. উদ্দীপকে শোভার সাথে রফিক সাহেবের বিবাহটি কোন ধরনের? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে বর্ণিত দিবার সাথে রফিকের বিবাহ কেন গুরুত্বপূর্ণ? বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্ন ৪ : মা-বাবা, ভাই-বোন ও স্ত্রী-সন্তানসহ নকীবের বসবাস। এছাড়া গ্রাম হতে তাদের নিঃসন্তান বিধবা ফুফু ২ বছর যাবৎ তাদের সাথে আছে। পরিবারের সমস্ত ব্যয় নির্বাহ করে নকীব ও তার বাবা। ন নকীবের সন্তানরা প্রতিদিন সকালে তাদের দাদির কাছে আরবী পড়ে। মা ও ফুফু তাদের স্কুলের পড়া তৈরি করতে সাহায্য করে। প্রতিদিন বিকেলে তারা চাচার সাথে মাঠে বা পার্কে যায়। নকীবের ফুফু বাচ্চাদের স্কুলে আনা-নেয়ার কাজটি করে।
ক. পরিবারের সংজ্ঞা দাও।
খ. ‘একক পরিবার শিল্পায়নের ফল।’ ব্যাখ্যা করো। গ. আকারের ভিত্তিতে নকীবের পরিবারের ধরনটি ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে উল্লিখিত পরিবারের কার্যাবলি সময়ের সাথে পরিবর্তিত হচ্ছে— তুমি কি একমত? যুক্তিসহ বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্ন ৫ : ঘটনা-১: সুমন তার স্ত্রীর মৃত্যুর পর স্ত্রীর ছোট বোনকে বিয়ে করে।
ঘটনা-২: ফরিদ তার মামাতো বোনকে বিয়ে করে।
ক. ‘The History of Human Marriage’ বইটি কার লেখা?
খ. প্রথাগত জ্ঞাতি কী? বুঝিয়ে বল।
গ. ঘটনা-২ কোন ধরনের বিবাহ? ব্যাখ্যা করো।
ঘ. ঘটনা-১-এর বিবাহের সামাজিক গুরুত্ব বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্ন ৬ : কামাল তার তিন ভাই, দুই বোন ও মা-বাবাসহ গ্রামে বাস করত। কামাল বিয়ে করে চাকুরিসূত্রে শহরে বসবাস শুরু করে। তার ভাইদেরকেও একে একে চাকুরির আশায় শহরে নিয়ে আসে এবং তারা আলাদা বাসা ভাড়া করে থাকে। বোনদের বিয়ে হয়ে গেলে শুধু তার বৃদ্ধ বাবা-মা গ্রামের বাড়িতে বসবাস করছে।
ক. প্রতিষ্ঠান কী?
খ. কাল্পনিক জ্ঞাতি বলতে কী বোঝ?
গ. কামালের শহরের পরিবারটি কোন ধরনের পরিবার? ব্যাখ্যা করো।
ঘ. কামালের গ্রামের পরিবারটি ভেঙ্গে যাওয়ার আর্থ সামাজিক কারণ বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্ন ৭ : চৈতির বিয়ে হঠাৎ করে ঠিক হয়েছে। গত মাসে তার বড় বোন সুরভী মারা গিয়েছে। বোনের দুটি সন্তানের অসহায়ত্বের কথা চিন্তা করে চৈতি বাবা-মার কথামতো তার বোনের স্বামীকে বিয়ে করতে রাজি হয়।
ক. সমাজের ক্ষুদ্র একক কী?
খ. সামাজিক প্রতিষ্ঠানসমূহের গুরুত্ব ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে কোন ধরনের বিবাহের চিত্র ফুটে উঠেছে? এর বিপরীতধর্মী বিবাহের উল্লেখপূর্বক ব্যাখ্যা করো।
ঘ. “উদ্দীপকে উল্লিখিত বিবাহের ধরন ব্যতীত বাংলাদেশে আরও বিভিন্ন ধরনের বিবাহ প্রচলিত আছে।” বক্তব্যটির যৌক্তিকতা বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্ন ৮ : মমিন সাহেবের পরিবার একটি আদর্শ পরিবার। ছেলেমেয়েদেরকে তিনি নম্রতা, ভদ্রতা, আদব-কায়দা এবং নৈতিকতার জ্ঞান রপ্ত করিয়েছেন। এতে ছেলেমেয়েরা আদর্শবান হিসেবে গড়ে উঠেছে।
ক. প্ৰথা কী?
খ. পরিবার হলো একটি সর্বজনীন প্রতিষ্ঠান ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে পরিবারের কোন কাজটির প্রতি ইঙ্গিত করা হয়েছে? আলোচনা করো।
ঘ. সামাজিক নিয়ন্ত্রণে পরিবারের উক্ত কাজটি কী ভূমিকা পালন করতে পারে? বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্ন ৯ : নিজাম সাহেবের বিরুদ্ধে মাদক চোরাচালানের অভিযোগ আছে। তার আর্থিক অবস্থা যেমন ভালো, তেমনি। আত্মীয়স্বজনের বহরও বেশ লম্বা। যদিও এলাকাবাসীর চোখে । তিনি ভালো মানুষ হিসেবে পরিচিত নন, কিন্তু তার দৃঢ় বিশ্বাস। টাকা এবং আত্মীয়স্বজনের প্রভাব খাটিয়ে সামনের ইউপি নির্বাচনে তিনিই জিতবেন।
ক. মাতৃপ্রধান পরিবার কী?
খ. মাতৃতান্ত্রিক পরিবার বলতে কী বোঝ?
গ. উদ্দীপকে সমাজজীবনে জ্ঞাতিসম্পর্কের কোন গুরুত্বকে নির্দেশ করা হয়েছে? ব্যাখ্যা করো।
ঘ. “জ্ঞাতিসম্পর্কের উক্ত ব্যবহার যোগ্য নেতৃত্ব গঠনের অন্তরায়”— তুমি কি একমত? মতের সপক্ষে যুক্তি দাও।
সৃজনশীল প্রশ্ন ১০ : জনাব মোস্তফা স্ত্রী ও দুই সন্তান নিয়ে সুখেই আছেন। সংসারে তার বৃদ্ধ মা-বাবাও আছেন যাদের তিনি সবসময় যত্নের সাথে দেখাশুনা করেন। তার স্ত্রী ও সন্তানরাও তার বাবা-মায়ের সাথে আনন্দে সময় কাটায়। এছাড়াও প্রতিবেশীদের সাথেও মোস্তফা সাহেবের সম্পর্ক একেবারে আত্মীয়ের মতো। মোস্তফা সাহেবের ছোট ছেলে তো পাশের বাড়ির পলাশ সাহেবের ছোট ছেলেকে নিজের ভাই বলেই মনে করেন।
ক. একক বিবাহ কী?
খ. পরিবার বলতে কী বোঝ?
গ. উদ্দীপকে কয় ধরনের জ্ঞাতিসম্পর্কের উল্লেখ আছে? ব্যাখ্যা করো।
ঘ. জনাব মোস্তফার পারিবারিক সুখ-শান্তির নেপথ্যে রয়েছে জ্ঞাতিসম্পর্ক— বিশ্লেষণ করো।
জ্ঞানমূলক প্রশ্নের উত্তর
১. প্রতিষ্ঠান কী?
উত্তর: প্রতিষ্ঠান হলো সমাজ কর্তৃক গৃহীত এমন এক স্থায়ী ব্যবস্থা যা ব্যক্তি ও গোষ্ঠীর সম্পর্ক নিয়ন্ত্রণ করে।
২. সমাজের ক্ষুদ্র একক কী?
উত্তর: পরিবার হলো সমাজের ক্ষুদ্র একক।
৩. প্ৰথা কী?
উত্তর: সমাজের সুনির্দিষ্ট কতকগুলো নিয়ম, যা অনুসরণ করা সমাজবাসীর কর্তব্য, তা-ই হচ্ছে প্রথা।
৪. মাতৃপ্রধান পরিবার কী?
উত্তর: যে পরিবারে পারিবারিক ব্যবস্থাপনা এবং নেতৃত্ব দানের ক্ষমতা পরিবারের বয়স্ক মেয়েদের ওপর ন্যস্ত থাকে তাকে মাতৃপ্রধান পরিবার বলে।
৫. একক বিবাহ কী?
উত্তর: একজন পুরুষ ও একজন মহিলার মধ্যে সংঘটিত বিবাহকে একক বিবাহ বলে।
অনুধাবনমূলক প্রশ্নের উত্তর
১. কাল্পনিক জ্ঞাতি বলতে কী বোঝ?
উত্তর: যে ব্যাক্তি রক্ত বা বৈবাহিক সূত্রে জ্ঞাতি নয় কিন্তু তার সাথে রক্ত সম্পর্কীয় বা বৈবাহিক জ্ঞাতিদের মতো আচরণ করা হয় তাই কাল্পনিক জ্ঞাতিসম্পর্ক। কাল্পনিক জ্ঞাতিসম্পর্ক দুই ধরনের হয়। যথা- পাতানো সম্পর্ক এবং ধর্মীয় সম্পর্ক। পাতানো সম্পর্ক সাধারণত দুজন পুরুষ বা দুজন মহিলা, অথবা একজন পুরুষ ও একজন মহিলার মধ্যে গড়ে উঠতে পারে। অন্যদিকে ধর্মীয় সম্পর্ক ধর্মের নামে গড়ে তোলা হয়। যেমন- ধর্ম মা, ধর্ম বাবা ইত্যাদি।
২. সামাজিক প্রতিষ্ঠানসমূহের গুরুত্ব ব্যাখ্যা করো।
উত্তর: সমাজে নিয়ন্ত্রণ ও নিরাপত্তা প্রতিষ্ঠার জন্য সামাজিক প্রতিষ্ঠানের গুরুত্ব অপরিসীম। সামাজিক প্রতিষ্ঠান রয়েছে বলেই সমাজের শৃঙ্খলা, ভারসাম্য টিকে আছে। এগুলো মানুষের গোষ্ঠীবদ্ধ জীবনের বিভিন্ন অভাব ও প্রয়োজন পূরণের চেষ্টা করে। বিভিন্ন ধরনের সামাজিক প্রতিষ্ঠান যেমন- অর্থনৈতিক প্রতিষ্ঠান, সামাজিক প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান ইত্যাদি মানুষের যাবতীয় আশা-আকাঙ্ক্ষার পরিতৃপ্তি সাধনের উদ্দেশ্যে কাজ করে থাকে।
৩. পরিবার হলো একটি সর্বজনীন প্রতিষ্ঠান ব্যাখ্যা করো।
উত্তর: পরিবার হলো একটি সর্বজনীন প্রতিষ্ঠান, কেননা মানবসমাজের বিকাশের প্রতিটি পর্যায়েই পরিবারের অস্তিত্ব পরিলক্ষিত হয়। পরিবারেই মানুষ জন্মগ্রহণ করে, বেড়ে ওঠে এবং বৃহত্তর সমাজজীবনে প্রবেশের শিক্ষা লাভ করে। সমাজ পরিবর্তনের সাথে সাথে পরিবারের কাঠামো ও কার্যাবলিতে পরিবর্তন এলেও তা কখনো বিলুপ্ত হয়নি এবং ভবিষ্যতেও হবে না।
৪. মাতৃতান্ত্রিক পরিবার বলতে কী বোঝ?
উত্তর: যে পরিবারে পারিবারিক ব্যবস্থাপনা এবং পরিবারের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বয়স্ক মহিলা যেমন স্ত্রী বা মাতার ওপর ন্যস্ত থাকে তাকে মাতৃতান্ত্রিক পরিবার বলে। মাতৃতান্ত্রিক পরিবারে নারীর অধিকার পুরুষ অপেক্ষা বেশি থাকে এবং মায়ের পরিচয়ে বংশ পরিচয় নির্ধারিত হয়। বাংলাদেশের গারো উপজাতিদের মধ্যে এ ধরনের পরিবার দেখা যায়।
৫. পরিবার বলতে কী বোঝ?
উত্তর: পরিবার হলো মানুষের সংঘবদ্ধ জীবনের সর্বজনীন রূপ। পরিবারে স্বামী-স্ত্রী সমাজের নিয়মকানুন সাপেক্ষে স্থায়ীভাবে বসবাস করে এবং সন্তান-সন্ততি জন্মদান ও লালনপালন করে। পরিবার সদস্যদের মধ্যে ঘনিষ্ঠ ও নিবিড় যোগাযোগ তৈরি করে। সদস্যদের মধ্যে মানসিক ঐক্য গড়ে তোলে এবং পারস্পরিক মিথস্ক্রিয়ায় একটি অভিন্ন সংস্কৃতির জন্ম দেয়। সুতরাং বলা যায় পরিবার হলো সাধারণত বাসস্থান, অর্থনৈতিক সহযোগিতা ও সন্তান উৎপাদনের বৈশিষ্ট্য সম্পন্ন সামাজিক দল বা সংস্থা।
শিক্ষার্থীরা সমাজবিজ্ঞান ১ম পত্র ৫ম অধ্যায় সৃজনশীল প্রশ্নের উত্তর পেতে উপরের বাটনে ক্লিক করো। কোর্সটিকায় রয়েছে এইচএসসি সকল বিষয়ের সৃজনশীল প্রশ্নের উত্তর। যা তোমরা পিডিএফ ফাইলে ডাউনলোড করতে পারবে। তাই নিয়মিত আমাদের শীট ও সাজেশনগুলাের আপডেট পেতে কোর্সটিকার YouTube চ্যানেলটি SUBSCRIBE করে নাও।
Discussion about this post