সমাজবিজ্ঞান ১ম পত্র ৬ষ্ঠ অধ্যায় : পরিবর্তনশীল মানব সমাজে নানা রকম উপাদান প্রভাব বিস্তার করে থাকে। এগুলোর মধ্যে ভৌগোলিক পরিবেশ, নির্দিষ্ট সমাজের সংস্কৃতি, গোষ্ঠীগত ভাবনা ও বংশগতির প্রভাব অন্যতম। এসব উপাদান কখনো এককভাবে আবার কখনো অন্য উপাদানের সহযোগী হয়ে সমাজ পরিবর্তনে প্রভাবশালী হয়ে উঠে। কেননা এসব উপাদানসমূহ একটি অপরটির সাথে ঘনিষ্টভাবে সম্পর্কযুক্ত।
পরিবর্তনশীল পরিবেশের সাথে মানুষের খাপ খাওয়াতে সাময়িক অসুবিধা হলেও অবশেষে তা পারে। শুধু সমাজজীবন নয়, মানুষের রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, ধর্মীয় প্রভৃতি প্রাকৃতিক ও সামাজিক ক্ষেত্রে পরিবেশ প্রভাব বিস্তারকারী উপাদান হিসেবে ভূমিকা পালন করে থাকে। যদিও মানুষ পরিবেশের প্রায় সকল ক্ষেত্রেই প্রভাব বিস্তার করে তথাপি কখনো কখনো পরিবেশ দ্বারাও মানুষের জীবনযাত্র বহুলাংশে নিয়ন্ত্রিত হয়।
সমাজজীবনে মানুষের সব রীতি-নীতি, আচার-আচরণ, নিয়ম-শৃঙখলা, অনুষ্ঠান-প্রতিষ্ঠান, জীবনাচরণ ইত্যাদি সব কিছুই পরিবেশ দ্বারা প্রভাবিত। এছাড়াও জলবায়ু পরিবর্তন সমাজ জীবনে ব্যাপক প্রভাব বিস্তার করে। যেমন- জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট নদী ভাঙ্গনের ফলে মানুষের সামাজিক জীবন বিপনড়ব হয়, মানুষ এক স্থান থেকে অন্য স্থানে গিয়ে বসতি গড়তে বাধ্য হয়। আবার আকাশ সংস্কৃতির প্রভাব বর্তমান সময়ে সমাজজীবনে গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করছে।
সমাজবিজ্ঞান ১ম পত্র ৬ষ্ঠ অধ্যায়
সৃজনশীল প্রশ্ন ১ : সনু রানি দাস নারায়ণগঞ্জের হরিজনদের মধ্যে প্রথম গ্র্যাজুয়েট হয়েছেন। ছোট থেকে তিনি দারিদ্র্য এবং সমাজের বাঁকা চোখকে উপেক্ষা করে আজ এ পর্যায়ে পৌঁছেছেন। একবার তিনি আর্থিক সাহায্যের জন্য স্থানীয় ধনী রুদ্রাক্ষ চক্রবর্তীর বাড়িতে গেলে নিচু জাতের বলে তাকে সেখানে ঢুকতে দেওয়া হয়নি। সেদিন সনু বুঝতে পারেন, ‘সবার ওপরে মানুষ সত্য’ কথাটা শুধু বইয়ে আছে বাস্তবে নেই।
ক. টি.বি. বটোমোর-এর মতে সামাজিক স্তরবিন্যাস কী?
খ. মার্কসবাদ বলতে কী বোঝ? ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকের সনু রানি দাসের পরিচয় সমাজবিজ্ঞানের কোন প্রত্যয়ের সাথে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা করো।
ঘ. সনু ও রুদ্রাক্ষ চক্রবর্তীর সামাজিক পার্থক্যের ক্ষেত্রে সাংস্কৃতিক উপাদানের প্রভাব বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্ন ২ : ১৯১০ সালে মেক্সিকোতে একটি সশস্ত্র বিপ্লব সংঘটিত হয়েছিল। দেশটির সাংস্কৃতিক পরিমণ্ডলে এ বিপ্লবের অভিঘাত ব্যাপক। বিপ্লবের আদর্শে উজ্জীবিত হয়ে শিল্পীরা নতুন সৃষ্টিতে মেতে উঠেছিলেন, যার উল্লেখযোগ্য নিদর্শন দিয়েগো রিতেরা, ফ্রিদা কাহলো এবং ওরাসকোর আঁকা বিখ্যাত ম্যুরালগুলো। এসব সৃষ্টিকর্ম নিয়ে লন্ডনের আর্টস একাডেমিতে চলছে ‘মেক্সিকো: এ রেভল্যুশন ইন আর্ট’ নামের একটি শিল্প প্রদর্শনী।
ক. সমাজজীবনে কোন উপাদানের প্রভাব বেশি পরিলক্ষিত হয়?
খ. সামাজিক জীব হিসেবে মানুষের জীবনে খেলার মাঠ কীভাবে ভূমিকা রাখে?
গ. উদ্দীপকের শিল্পকর্মগুলো সামাজিক নিয়ন্ত্রণে কীরূপ ভূমিকা রাখে? ব্যাখ্যা করো।
ঘ. তুমি কি মনে কর, সামাজিক উন্নয়ন ও গতিশীলতার ক্ষেত্রে উদ্দীপকে উল্লিখিত উপাদানগুলো কার্যকর ভূমিকা রাখে? যৌক্তিক মতামত দাও।
সৃজনশীল প্রশ্ন ৩ : ইউসুফ সাহেব কন্যা আয়েশাকে নিয়ে বাংলাদেশে বেড়াতে আসেন। আয়েশাকে সবাই বিদেশি ভেবে ভুল করে। কারণ সে দেখতে অনেকটাই জার্মান মায়ের মতো। ইউসুফ সাহেব কন্যাকে বাংলাদেশ ঘুরিয়ে দেখাতে চান এবং বিদেশি স্ত্রীকে দেশি শাড়ি উপহার দিতে চান। তিনি স্ত্রীর জন্য রাজশাহী থেকে সিল্ক শাড়ি, টাঙ্গাইল থেকে তাঁত শাড়ি এবং নারায়ণগঞ্জের ডেমরা থেকে জামদানী শাড়ি কিনেন। বাংলাদেশের এসব বৈচিত্র্যে আয়েশা মুগ্ধ।
ক. সংস্কৃতি কাকে বলে?
খ. কাব্য ও কাব্যগ্রন্থের সংস্কৃতিগত পার্থক্য কী? বুঝিয়ে লিখ।
গ. উদ্দীপকের আয়েশা সমাজজীবনে প্রভাব বিস্তারকারী কোন উপাদানের ফল? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে আয়েশার মুগ্ধ হওয়া সমাজজীবনে প্রভাব বিস্তারকারী উপাদানের প্রত্যক্ষ ও পরোক্ষ প্রভাবের ফল— ব্যাখ্যা দাও।
সৃজনশীল প্রশ্ন ৪ : ঘটনা-এক: দীনা টেলিভিশনের একটি নাচের প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে। ধ্রুপদী, আধুনিকসহ নৃত্যের প্রতিটি শাখায় সে নৈপুণ্যের স্বাক্ষর রেখেছে। তার মাও খ্যাতিমান নৃত্যশিল্পী ছিলেন।
ঘটনা-দুই: জলদিয়া গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে কর্ণফুলী নদী। এখানকার উর্বর ভূমিতে প্রচুর ফসল জন্মে। কৃষকরা তাদের উৎপাদিত শাকসবজি ও অন্যান্য ফসল শহরে বিক্রি করে। গ্রামে জেলেদের সংখ্যাও কম নয়। তবে মাঝে মাঝে বন্যা ও জলোচ্ছ্বাস গ্রামবাসীর স্বাভাবিক জীবনকে বিপর্যস্থ করে।
ক. সংস্কৃতি কী?
খ. পরিবারের ওপর শিল্পায়নের প্রভাব বুঝিয়ে লিখ।
গ. উদ্দীপকের ঘটনা-এক এ সমাজজীবনে প্রভাব বিস্তারকারী কোন উপাদানটি প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকের জলদিয়া গ্রামের অর্থনীতিতে ভৌগোলিক উপাদানের প্রভাব বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্ন ৫ : ড. বি আর আম্বেদকর ভারতীয় সংবিধানের অন্যতম প্রণেতা। তিনি এ উপমহাদেশের ব্রিটিশ শাসনকালের সমসাময়িক সময়ে এশিয়ার ছয়জন প্রতিভাধর বুদ্ধিজীবীর মধ্যে অন্যতম। তার প্রতিভা ও বুদ্ধিবৃত্তিক দক্ষতার কারণে পণ্ডিত জওহরলাল নেহরু তাকে সরকারের গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত করেন। কিন্তু অনেকেই মনে করেন দলিত সম্প্রদায়ভুক্ত বিধায় তিনি যথাযথ মর্যাদা ও প্রতিভার যথার্থ মূল্যায়ন পান নি। এক্ষেত্রে তার মেধাশক্তি সামাজিক একটি উপাদান দ্বারা প্রভাবিত হয়েছে।
ক. “শীতল জলবায়ু স্বাধীনতার অনুকূল’-এ উক্তিটি কার?
খ. সংস্কৃতি বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকে যে উপাদানটির ইঙ্গিত করা হয়েছে সেটির ব্যাখ্যা দাও।
ঘ. সমাজজীবনের ওপর উক্ত উপাদানটির প্রভাব কীরূপ? বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্ন ৬ : উত্তর আমেরিকা ও পূর্ব সাইবেরিয়া অঞ্চলের অধিবাসীদের এস্কিমো নামে অভিহিত করা হয়। গরমকালে এস্কিমোরা বলগা হরিণ ও সীল মাছের চামড়ায় তৈরি তাঁবুতে বাস করে। আর যখন শীত পড়ে তখন তারা বরফ খুড়ে পাথর বা ঢাকনা দিয়ে আবাসস্থল তৈরি করে। এই ঘরকে বলা হয় ‘ইগলু’। এস্কিমোরা স্থলপথে চলাচলের জন্যে কুকুরে টানা ‘স্লেজ’ নামক গাড়ি ব্যবহার করে।
ক. কোনটি ব্যবহার করে মানুষ প্রকৃতিকে জয় করতে সচেষ্ট হয়েছে?
খ. ব্যক্তিজীবনে বিদ্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে —ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে উল্লিখিত জাতিগোষ্ঠীর সমাজজীবনে ভৌগোলিক উপাদানের প্রভাব ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে উল্লিখিত জাতিগোষ্ঠীর অর্থনীতি ও পোশাক পরিচ্ছদে ভৌগোলিক উপাদান কেমন ভূমিকা পালন করবে বলে তুমি মনে কর? মতামত দাও।
সৃজনশীল প্রশ্ন ৭ : দশ বছরের শিশু সিফাত প্রতিদিন বিকেলে মাঠে খেলতে যায়। খেলার মাঠে সে দলের নেতৃত্ব দিয়ে থাকে। বাড়িতে তার বাবা-মা তাকে সামাজিক আদর্শ, মূল্যবোধ, আচার-আচরণ ইত্যাদি সম্পর্কে শিক্ষাদান করেন।
ক. সাধারণত কোন অঞ্চলের মানুষ কৃষ্ণবর্ণের হয়ে থাকে?
খ. জনসংখ্যার বণ্টনে ভৌগোলিক উপাদানের প্রভাব ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে সামাজিক গোষ্ঠীর কোন কোন উপাদানের প্রভাব ফুটে উঠেছে? ব্যাখ্যা করো।
ঘ. সমাজের ওপর উদ্দীপকে উল্লিখিত উপাদানগুলো ছাড়া সামাজিক গোষ্ঠীর অন্যান্য উপাদানগুলোর প্রভাব বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্ন ৮ : এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ছাত্রছাত্রীর ওপর গবেষণা করে দেখা যায়, তাদের অধিকাংশের পিতা-মাতাও অনেক মেধাবী। গবেষকগণ মনে করেন, অনুকূল পরিবেশের সামান্য সহায়তা এবং উত্তরাধিকারসূত্রে ছাত্রছাত্রীরা এ মেধা লাভ করেছে।
ক. ব্যক্তির অনানুষ্ঠানিক শিক্ষাপ্রতিষ্ঠান কোনটি?
খ. কুটিরশিল্প ও দৈনন্দিন আচার-অনুষ্ঠানের ওপর ভৌগোলিক পরিবেশের প্রভাব ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকের ছাত্রছাত্রীর ক্ষেত্রে সমাজজীবনে প্রভাব বিস্তারকারী কোন উপাদান ভূমিকা রেখেছে? ব্যাখ্যা করো।
ঘ. সমাজজীবনে উদ্দীপক দ্বারা ইঙ্গিতকৃত উপাদানের প্রভাব বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্ন ৯ : নদীর নাম ময়ূরাক্ষি। স্বচ্ছ জল নিয়ে মাঝারি। গ্রাম। এ নদীটি বয়ে চলেছে। আজ থেকে দশ বছর আগেও এ নদীর আশপাশে জনবসতি ছিল না। কিন্তু এখন নদীটির তীরে গড়ে উঠেছে ছোট্ট একটি গ্রাম। এ গ্রামের মানুষগুলোর সুখ দুঃখের সাথী নদীটি। নদীর বুকে গ্রামের মানুষ মাছ ধরে, নদীর বুকে যাতায়াত করে, এমনকি নদীর পানি ব্যবহার করে কৃষি কাজও করে।
ক. ভৌগোলিক উপাদান কী?
খ. সমাজজীবনে ভৌগোলিক পরিবেশের প্রভাব ব্যাখ্যা করো।
গ. ময়ূরাক্ষি নদীর তীরে জনবসতি গড়ে ওঠার কারণ কী? ব্যাখ্যা করো।
ঘ. ময়ূরাক্ষি নদী তীরের মানুষের জীবনযাত্রা ভৌগোলিক পরিবেশ দ্বারা প্রভাবিত — বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্ন ১০ : সিলেটের চা-বাগানগুলো গড়ে উঠেছে সে অঞ্চলের ভূমির গঠনকে ভিত্তি করে। এই অঞ্চলে কিছু নির্দিষ্ট নৃগোষ্ঠীর লোক রয়েছে, যারা এখানে নিয়মিত চা-শ্রমিক হিসেবে কাজ করে। বর্তমান সময়ে চা-বাগানের মালিকশ্রেণি উন্নত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে মানসম্মত চা উৎপাদন করছে। যার ফলে নিজ দেশের চাহিদা পূরণ করার পর বিদেশে চা রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করাও সম্ভব হচ্ছে।
ক. কোন অঞ্চল মানবসভ্যতার উপযোগী পরিবেশ?
খ. ব্যক্তিত্ব ও চারিত্রিক গুণাবলির বিকাশে পারিবারিক পরিবেশ কীভাবে ভূমিকা পালন করে?
গ. উদ্দীপকে যে উপাদানের প্রভাব প্রতিফলিত হয়েছে তা ব্যাখ্যা করো।
ঘ. সমাজজীবনে উদ্দীপকে উল্লিখিত উপাদানের প্রভাব মূল্যায়ন করো।
জ্ঞানমূলক প্রশ্নের উত্তর
১. কোনটি ব্যবহার করে মানুষ প্রকৃতিকে জয় করতে সচেষ্ট হয়েছে?
উত্তর: বিজ্ঞানের কলাকৌশল ব্যবহার করে মানুষ প্রকৃতিকে জয় করতে সচেষ্ট হয়েছে।
২. সাধারণত কোন অঞ্চলের মানুষ কৃষ্ণবর্ণের হয়ে থাকে?
উত্তর: সাধারণত গ্রীষ্মপ্রধান অঞ্চলের মানুষ কৃষ্ণবর্ণের হয়ে থাকে।
৩. ব্যক্তির অনানুষ্ঠানিক শিক্ষাপ্রতিষ্ঠান কোনটি?
উত্তর: পরিবার ব্যক্তির অনানুষ্ঠানিক শিক্ষাপ্রতিষ্ঠান।
৪. ভৌগোলিক উপাদান কী?
উত্তর: সমাজজীবনে প্রভাব বিস্তারকারী প্রাকৃতিক উপাদানগুলোই হলো ভৌগোলিক উপাদান।
৫. কোন অঞ্চল মানবসভ্যতার উপযোগী পরিবেশ?
উত্তর: নাতিশীতোষ্ণ অঞ্চল মানবসভ্যতার উপযোগী পরিবেশ।
অনুধাবনমূলক প্রশ্নের উত্তর
১. ব্যক্তিজীবনে বিদ্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে —ব্যাখ্যা করো।
উত্তর: বিদ্যালয়ের শিক্ষা ব্যক্তির সামাজিক জীবনে বৈচিত্র্য আনে। বিদ্যালয়ে শিশু আনুষ্ঠানিক শিক্ষা গ্রহণ করে। বিদ্যালয়ে শিশু বিভিন্ন শ্রেণির ছাত্রদের সংস্পর্শে আসে। শিক্ষক, কর্মচারী, ইত্যাদির সান্নিধ্যে আসে। এখানে সে নিয়ম-শৃঙ্খলা, দায়িত্ব কর্তব্য ছাড়াও জ্ঞান বিজ্ঞানের বিষয়বস্তু সম্পর্কে ধারণা লাভ করে। বিদ্যালয়ের শিক্ষা সমাজজীবনের বিভিন্ন দিক সম্পর্কে ধারণা প্রদান করে। এই ধারণা তার জীবনবোধের রূপায়নে সুদূরপ্রসারী ভূমিকা রাখে।
২. জনসংখ্যার বণ্টনে ভৌগোলিক উপাদানের প্রভাব ব্যাখ্যা করো।
উত্তর: জনসংখ্যার বণ্টনে ভৌগোলিক উপাদান গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে।
জনসংখ্যার ঘনত্ব নির্ভর করে মানুষের মৌল চাহিদা পূরণের অনুকূল ভৌগোলিক পরিবেশের ওপর। সাধারণত যেখানে খাদ্যের যোগান ও বসবাসের উপযোগী সেখানেই লোকজনের উপস্থিতি বেশি। অর্থাৎ ভৌগোলিক আবহাওয়ার জন্যই লোকজন একস্থান থেকে অন্যস্থানে গমনাগমন করে যা জনসংখ্যার বণ্টনকেই নির্দেশ করে।
আবার যেখানে অনুকূল জলবায়ু ভারসাম্যপূর্ণ ভৌগোলিক পরিবেশ বিদ্যমান সেখানেও লোকজনের আনা-গোনা বেশি হয়। সুতরাং বলা যায় ভৌগোলিক উপাদানই জনসংখ্যাকে ভাগ বা বণ্টন করে থাকে।
৩. কুটিরশিল্প ও দৈনন্দিন আচার-অনুষ্ঠানের ওপর ভৌগোলিক পরিবেশের প্রভাব ব্যাখ্যা করো।
উত্তর: কুটিরশিল্প ও দৈনন্দিন আচার-অনুষ্ঠানের ওপর ভৌগোলিক প্রভাব অনস্বীকার্য। উদাহরণ হিসেবে বলা যায়, ঢাকার ডেমরা অঞ্চলে তাঁতিদের বাস এবং এখানেই বিখ্যাত ঢাকাই শাড়ি তৈরি হয়। অঞ্চলটি নদীবহুল এবং আবহাওয়া ঐ কুটিরশিল্প গড়ে ওঠার অনুকূল। মুর্শিদাবাদ ও রাজশাহীকে কেন্দ্র করে রেশমি শাড়ি শিল্প গড়ে উঠেছে।
কারণ ঐ অঞ্চলে তুঁত গাছে রেশমি কীট জন্মাতে পারে। সমাজের আচার অনুষ্ঠান ও ভৌগোলিক উপাদানের প্রভাবে অঞ্চলভেদে পৃথক হয়। যেমন- হাওড় অঞ্চলের সামাজিক অনুষ্ঠান ও পাহাড়ি অঞ্চলের সামাজিক অনুষ্ঠানের চেয়ে ভিন্ন ধরনের।
৪. সমাজজীবনে ভৌগোলিক পরিবেশের প্রভাব ব্যাখ্যা করো।
উত্তর: সমাজজীবনের ওপর ভৌগোলিক তথা প্রাকৃতিক পরিবেশের প্রভাব অনস্বীকার্য। সমাজজীবন ভৌগোলিক বা প্রাকৃতিক পরিবেশের এক অন্যতম ফসল। যেকোনো সমাজেরই একটি প্রাকৃতিক পরিবেশ থাকে, যে পরিবেশ সমাজের উৎপাদন ব্যবস্থা থেকে শুরু করে মানব আচরণের বিভিন্ন দিক মৌলিকভাবে প্রভাবিত করে।
দৈনন্দিন আচার-অনুষ্ঠানের, নীতিবোধের এমনকি মানুষের ভাষা, সাহিত্য, বেশভূষা, খাদ্যাভাস, রাজনীতি ও প্রশাসন ভৌগোলিক পরিবেশের প্রভাবে প্রভাবিত হয়।
৫. ব্যক্তিত্ব ও চারিত্রিক গুণাবলির বিকাশে পারিবারিক পরিবেশ কীভাবে ভূমিকা পালন করে?
উত্তর: সচেতনমূলক শিক্ষার মাধ্যমে পারিবারিক পরিবেশ ব্যক্তিত্ব ও চারিত্রিক গুণাবলি বিকাশে ভূমিকা পালন করে ব্যক্তির প্রতি ব্যক্তির, সমাজের প্রতি ব্যক্তির, প্রতিবেশীর প্রতি ব্যক্তির আচার-ব্যবহার কী হবে, তার শিক্ষাজীবন, তার সামাজিক জীবন কীভাবে গড়ে উঠবে- এসব কিছুর জ্ঞান সে প্রাথমিকভাবে পরিবার থেকেই অর্জন করে।
বিশ্বাস, মূল্যবোধ, দৃষ্টিভঙ্গি, মনোভাব কীরূপ হবে তাও সে পরিবার থেকেই আয়ত্ত করে। সর্বোপরি একজন মানুষের সার্বিক ব্যক্তিত্ব ও চারিত্রিক গুণাবলি। পারিবারিক পরিবেশেই বিকশিত হয়।
শিক্ষার্থীরা সমাজবিজ্ঞান ১ম পত্র ৬ষ্ঠ অধ্যায় সৃজনশীল প্রশ্নের উত্তর পেতে উপরের বাটনে ক্লিক করো। কোর্সটিকায় রয়েছে এইচএসসি সকল বিষয়ের সৃজনশীল প্রশ্নের উত্তর। যা তোমরা পিডিএফ ফাইলে ডাউনলোড করতে পারবে। তাই নিয়মিত আমাদের শীট ও সাজেশনগুলাের আপডেট পেতে কোর্সটিকার YouTube চ্যানেলটি SUBSCRIBE করে নাও।
Discussion about this post