এইচএসসি ২০২৫ শিক্ষার্থীদের কোর্সটিকায় স্বাগতম। প্রতিবছর এইচএসসি পরীক্ষার জন্য অনেক বড় সিলেবাস থাকে। সিলেবাস অনেক বড় থাকলেও সম্পূর্ণ সিলেবাস হতে কি প্রশ্ন পড়ে? না, সম্পূর্ণ সিলেবাস হতে প্রশ্ন পড়ে না। বরং, প্রতিটি অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ টপিক হতে অধিকাংশ প্রশ্ন আসে। তেমনই গুরুত্বপূর্ণ টপিক ও বোর্ড প্রশ্নগুলো যাচাই-বাছাই করে তোমাদের জন্য সমাজবিজ্ঞান ১ম পত্র ৮ম অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর গুলো নিয়ে এসেছি।
একটা বইয়ের সকল অধ্যায়ের বোর্ড প্রশ্ন যাচাই-বাছাই করতে অনেক সময়ের প্রয়োজন হয়। অনেকের পক্ষে সেটি সম্ভব হয় না। তোমাদের জন্য বোর্ড প্রশ্ন যাচাই-বাছাই করে সমাজবিজ্ঞান প্রতিটি অধ্যায়ের সাজেশন গুলো আমরা বের করেছি। এইচএসসি প্রতিটি বইয়ের সাজেশন গুলো তোমরা এভাবে পড়লে তোমাদের পরীক্ষা প্রস্তুতি অনেকটা এগিয়ে যাবে।
সমাজবিজ্ঞান ১ম পত্র ৮ম অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর
১. উন্নয়ন কী?
উত্তর: সামাজিক পরিবর্তনের একটি প্রক্রিয়া হলো উন্নয়ন।
২. যাতায়াত ব্যবস্থার প্রধান মাধ্যম কয়টি?
উত্তর: যাতায়াত ব্যবস্থার প্রধান মাধ্যম তিনটি।
৩. CEDAW এর পূর্ণরূপ লেখ।
উত্তর: CEDAW এর পূর্ণরূপ হলো Convention on the Elimination of all forms of Discrimination Against Women.
৪. আদর্শ আমলাতন্ত্রের রূপরেখা প্রদান করেন কে?
উত্তর: আদর্শ আমলাতন্ত্রের রূপরেখা প্রদান করেন জার্মান সমাজবিজ্ঞানী ম্যাক্স ওয়েবার।
৫. Strata কী বোঝাতে ব্যবহৃত হয়?
উত্তর: Strata প্রত্যয়টি মাটি বা শিলার বিভিন্ন স্তর বোঝাতে ব্যবহৃত হয়।
৬. ‘Social Organization’ গ্রন্থটির লেখক কে?
উত্তর: ‘Social Organization’ গ্রন্থের লেখক সমাজবিজ্ঞানী চার্লস হরটন কুলি।
৭. এস্টেট প্রথার শ্রেণীসমূহ কী কী?
উত্তর: এস্টেট প্রথার শ্রেণিসমূহ হচ্ছে— ভূমি মালিক বা অভিজাত শ্রেণি, যাজক শ্রেণী এবং ভূমিদাস শ্রেণি।
৮. জেন্ডার কী?
উত্তর: নারী ও পুরুষের মধ্যে জীববিজ্ঞানের নিয়মে যে পার্থক্য তাকে জেন্ডার বলে চিহ্নিত করা হয়।
৯. ভারতীয় সমাজে কয় ধরনের জাতিবর্ণ প্রথা দেখতে পাওয়া যায়?
উত্তর: ভারতীয় সমাজে চার ধরনের জাতিবর্ণ প্রথা দেখা যায়। যথা ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র।
১০. কোন আন্তর্জাতিক সংগঠন শিশুশ্রমকে নিষিদ্ধ ঘোষণা করেছে?
উত্তর: জাতিসংঘ শিশুশ্রমকে নিষিদ্ধ ঘোষণা করেছে।
আজকে আমরা সমাজবিজ্ঞান ১ম পত্র ৮ম অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর গুলো তোমাদের মাঝে শেয়ার করলাম। এগুলো পড়ার পাশাপাশি, কম সময়ে পরীক্ষায় ভালো করতে চাইলে পরীক্ষার কয়েকমাস আগে থেকে এইচএসসি ২০২৫ পরীক্ষার্থীদের জন্য সাজেশন গুলো পড়া শুরু করতে হবে। যাতে যথাসময়ে পড়া শেষ করা যায়। পরীক্ষায় আগের মাস হতে এইচএসসি মডেল টেস্ট গুলো পড়া শুরু করে দিতে হবে। এভাবে পড়লে তোমরা পরীক্ষা প্রস্তুতি হবে সহজ ও তোমরা পরীক্ষায় কমন পাবে বলে আমরা আশাবাদী।
আমাদের ওয়েবসাইটে তোমার প্রয়োজনীয় সাবজেক্টের প্রশ্নের উত্তর না পেলে কোর্সটিকা ফেসবুক পেজে ইনবক্স করতে পারো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post