এইচএসসি ২০২৫ শিক্ষার্থীদের কোর্সটিকায় স্বাগতম। প্রতিবছর এইচএসসি পরীক্ষার জন্য অনেক বড় সিলেবাস থাকে। সিলেবাস অনেক বড় থাকলেও সম্পূর্ণ সিলেবাস হতে কি প্রশ্ন পড়ে? না, সম্পূর্ণ সিলেবাস হতে প্রশ্ন পড়ে না। বরং, প্রতিটি অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ টপিক হতে অধিকাংশ প্রশ্ন আসে। তেমনই গুরুত্বপূর্ণ টপিক ও বোর্ড প্রশ্নগুলো যাচাই-বাছাই করে তোমাদের জন্য সমাজবিজ্ঞান ১ম পত্র ৮ম অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর গুলো নিয়ে এসেছি।
একটা বইয়ের সকল অধ্যায়ের বোর্ড প্রশ্ন যাচাই-বাছাই করতে অনেক সময়ের প্রয়োজন হয়। অনেকের পক্ষে সেটি সম্ভব হয় না। তোমাদের জন্য বোর্ড প্রশ্ন যাচাই-বাছাই করে সমাজবিজ্ঞান প্রতিটি অধ্যায়ের সাজেশন গুলো আমরা বের করেছি। এইচএসসি প্রতিটি বইয়ের সাজেশন গুলো তোমরা এভাবে পড়লে তোমাদের পরীক্ষা প্রস্তুতি অনেকটা এগিয়ে যাবে।
সমাজবিজ্ঞান ১ম পত্র ৮ম অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর
১. Ageism শব্দের অর্থ কী?
উত্তর: Ageism একটি সমাজতাত্ত্বিক প্রত্যয় বা ধারণা যার অর্থ হলো বয়স বৈষম্যবাদ।
২. সামাজিক পরিবর্তন কী?
উত্তর: সামাজিক পরিবর্তন বলতে মূল্যবোধ, সংস্কৃতি, জীবন ও আদর্শের পরিবর্তনকে বোঝায়।
৩. ই–কমার্স কী?
উত্তর: ই–কমার্স হচ্ছে পণ্য কেনাবেচা ও আর্থিক লেনদেনের ইলেক্ট্রনিক সংস্করণ।
৪. ১৯৭০–এর নির্বাচনে পূর্ব পাকিস্তান জাতীয় পরিষদে আওয়ামী লীগ কয়টি আসন লাভ করে?
উত্তর: ১৯৭০–এর নির্বাচনে পূর্ব পাকিস্তান জাতীয় পরিষদে আওয়ামী লীগ ১৬৭টি আসন লাভ করে।
৫. প্রযুক্তির ক্রমোন্নতিতে আমাদের সমাজব্যবস্থায় কয় ধরনের ফলাফল দেখতে পাওয়া যায়?
উত্তর: প্রযুক্তির ক্রমোন্নতিতে আমাদের সমাজব্যবস্থায় দুই ধরনের ফলাফল দেখতে পাওয়া যায়।
৬. নগরায়ণ কী?
উত্তর: যে প্রক্রিয়ার মাধ্যমে কোনো এলাকা নগরে রূপান্তরিত হয় তাকে নগরায়ণ বলে।
৭. নগরায়ণের উদ্দেশ্য কী?
উত্তর: নগরায়ণের উদ্দেশ্য হলো অবস্থার উন্নতি সাধন।
৮. সামাজিক পরিবর্তন প্রধানত কত প্রকার?
উত্তর: সামাজিক পরিবর্তন প্রধানত দুই প্রকার।
৯. সামাজিক পরিবর্তন কী?
উত্তর: সামাজিক পরিবর্তন বলতে সমাজ কাঠামো যেমন– পরিবার, বিবাহ, বিভিন্ন প্রতিষ্ঠান প্রভৃতির পরিবর্তনকে বোঝায়।
১০. অর্থনৈতিক নিয়ন্ত্রণবাদের মূল কথা কী?
উত্তর: অর্থনৈতিক নিয়ন্ত্রণবাদের মূল কথা হলো সমাজের মৌল বা অর্থনৈতিক শক্তিই সমাজের সবকিছুকে নিয়ন্ত্রণ করে।
আজকে আমরা সমাজবিজ্ঞান ১ম পত্র ৮ম অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর গুলো তোমাদের মাঝে শেয়ার করলাম। এগুলো পড়ার পাশাপাশি, কম সময়ে পরীক্ষায় ভালো করতে চাইলে পরীক্ষার কয়েকমাস আগে থেকে এইচএসসি ২০২৫ পরীক্ষার্থীদের জন্য সাজেশন গুলো পড়া শুরু করতে হবে। যাতে যথাসময়ে পড়া শেষ করা যায়। পরীক্ষায় আগের মাস হতে এইচএসসি মডেল টেস্ট গুলো পড়া শুরু করে দিতে হবে। এভাবে পড়লে তোমরা পরীক্ষা প্রস্তুতি হবে সহজ ও তোমরা পরীক্ষায় কমন পাবে বলে আমরা আশাবাদী।
আমাদের ওয়েবসাইটে তোমার প্রয়োজনীয় সাবজেক্টের প্রশ্নের উত্তর না পেলে কোর্সটিকা ফেসবুক পেজে ইনবক্স করতে পারো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post