সমাজবিজ্ঞান ১ম পত্র ৮ম অধ্যায় : সমাজবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হলো সামাজিক অসমতা ও সামাজিক স্তরবিন্যাস। পৃথিবীতে বসবাসকারী সকল মানুষ সমান বলা হলেও বাস্তবে সকল ক্ষেত্রে অসমতা লক্ষ্য করা যায়। সমাজে বসবাসকারী মানুষের প্রাত্যহিক জীবন, রাষ্ট্রীয় সামাজিক বিভিন্ন ক্ষেত্রে যদি নজর দেয়া যায় তাহলে দেখা যাবে যে সবখানে সামাজিক অসমতা বিরাজমান।
বিভিন্ন ধরনের অসমতার মধ্যে রয়েছে রাজনৈতিক অসমতা, আয় ও সম্পদের অসমতা, সুযোগ-সুবিধা গ্রহণের অসমতা, বয়স ও জাতিগত অসমতা, শ্রমের বিভাজন ও অসমতা, সমাজের সদস্য হিসেবে অসমতা ইত্যাদি। অন্যদিকে, স্তরবিন্যাস সর্বজনীন। একমাত্র আদিম সমাজ বাদে অন্য কোনো সমাজ খুঁজে পাওয়া যাবে না যে সমাজের মানুষের মধ্যে বিভাজন নেই।
মানব ইতিহাসের বিভিন্ন পর্যায়ের সমাজসমূহের ধরনগুলোর আলোচনায় মূলত দেখানো হয়েছে ইতিহাসের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন সমাজ, যেমন-সামন্ত সমাজের ভিত্তি হচ্ছে ভূমি ভিত্তিক উৎপাদন ব্যবস্থা, অন্যদিকে পুঁজিবাদী সমাজ গড়ে উঠেছে মূলত: ব্যবসা বাণিজ্যকে কেন্দ্র করে। ভিনড়ব সূচকের মানদন্ডে মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি হয়েছে। সমাজের মানুষ জ্ঞাতে অজ্ঞাতে সেই স্তরবিন্যাসকে মেনে চলেছে।
সমাজবিজ্ঞান ১ম পত্র ৮ম অধ্যায়
সৃজনশীল প্রশ্ন ১ : অনিন্দিতাকে জোর করে তার ফুপাতো ভাইয়ের সাথে বিয়ে দেওয়া হয়েছিল। অনিন্দিতা যাকে পছন্দ করত তার সাথে বিয়ে হলে সে ও তার পরিবার ধর্মীয় কারণে সমাজের কাছে গ্রহণযোগ্যতা হারাতো। বিয়ের দশ বছর পর অনিন্দিতা এখন তিন সন্তানের মা। সন্তানদের লালন-পালন করতে গিয়ে সে অতীতের সবকিছু ভুলে গেছে।
ক. উন্নয়ন কী?
খ. পিতৃসূত্রীয় পরিবার বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।
গ. অনিন্দিতার বিয়ের ঘটনা সামাজিক স্তরবিন্যাসের কোন ধরনকে প্রকাশ করে? ব্যাখ্যা করো।
ঘ. ‘অনিন্দিতার বর্তমান জীবনের আলোকে পরিবারের কার্যাবলি বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্ন ২ : মাজেদ একটি পত্রিকার বিজ্ঞাপনে দেখল, ‘সম্ভ্রান্ত ব্রাহ্মণ পরিবারের উচ্চপদস্থ সরকারি কর্মকর্তার একমাত্র কন্যার জন্য সুদর্শন সম্ভ্রান্ত হিন্দু পরিবারের ব্রাহ্মণ পাত্র চাই।’ মাজেদ ভাবতে থাকে, সমাজ ও ধর্মভেদেও বিবাহ পদ্ধতির তারতম্য লক্ষ করা যায়।
ক. যাতায়াত ব্যবস্থার প্রধান মাধ্যম কয়টি?
খ. সম্পত্তিসংক্রান্ত অপরাধ বলতে কী বোঝায়?
গ. মাজেদের দেখা বিজ্ঞাপনে সামাজিক স্তরবিন্যাসের যে ধরনটি ফুটে উঠেছে সেটির ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকের উক্ত সামাজিক প্রতিষ্ঠানটি সভ্য সমাজে বিশেষ গুরুত্বপূর্ণ— তুমি কি এ বক্তব্যের সাথে একমত? বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্ন ৩ : সাম্প্রতিক প্রকাশিত প্রতিবেদনে দেখা যায়, বিশ্বের মাত্র ৯৮ জন মানুষ বিশ্বের অর্ধেক সম্পদের মালিক। তাদের কারো কারো ব্যক্তিগত সম্পদ/সম্পত্তি কোনো কোনো রাষ্ট্রের সম্পত্তির থেকেও বেশি। অর্থাৎ বিশ্বে সম্পদের বণ্টন ব্যবস্থা। অত্যন্ত অসম, যা মানুষের মধ্যে ব্যাপক সামাজিক বিভাজন তৈরি করেছে।
ক. CEDAW এর পূর্ণরূপ লেখ।
খ. অগবার্ন ও নিমরুফ সামাজিক স্তরবিন্যাস বলতে কী বুঝিয়েছেন? ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে উল্লেখিত বিষয়ের প্রকারভেদ ব্যাখ্যা করো।
ঘ. লিঙ্গ বৈষম্য কীভাবে উদ্দীপকে উল্লেখিত বিষয়ের সাথে সম্পর্কিত? মতামত দাও।
সৃজনশীল প্রশ্ন ৪ : বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্রী মৌমিতা পুরুষতন্ত্রের সংকীর্ণ মতবাদকে অস্বীকার করে সমতা ও স্বাধীনতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় বিশ্বাসী। অপরদিকে সুমি নারী-পুরুষের বৈবাহিক সম্পর্ককে অগ্রাহ্য করে শুধু নারীকেন্দ্রিক বিশ্ব গড়ে তোলায় বিশ্বাসী।
ক. আদর্শ আমলাতন্ত্রের রূপরেখা প্রদান করেন কে?
খ. ‘টোটেম’ বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকে মৌমিতা জেন্ডার সম্পর্কিত কোন মতবাদের সমর্থনকারী? ব্যাখ্যা করো।
ঘ. মৌমিতা ও সুমির দুটি মতবাদের মধ্যে কোন মতবাদকে তুমি সমর্থন করবে? যুক্তিসহ উপস্থাপন করো।
সৃজনশীল প্রশ্ন ৫ : নূর আলী একজন ভূমিহীন কৃষক। সে অন্যের জমিতে কাজ করে জীবিকা নির্বাহ করে। ওসমান মিয়া একই গ্রামের ধনী কৃষক। তার প্রচুর ভূসম্পত্তি থাকলেও তিনি নিজে তা চাষ করেন না। গরিব কৃষকদের দিয়ে মজুরির বিনিময়ে তিনি জমিতে কাজ করান। গ্রামের লোকজন ওসমান মিয়াকে মর্যাদার চোখে দেখে এবং সম্মান করে।
ক. Strata কী বোঝাতে ব্যবহৃত হয়?
খ. সামাজিক স্তরবিন্যাস বলতে কী বোঝায়?
গ. নূর আলী ও ওসমান মিয়ার সামাজিক স্তরের ভিত্তি বা উপাদান বর্ণনা করো।
ঘ. উদ্দীপকের সূত্র ধরে সামাজিক স্তরবিন্যাসের বৈশিষ্ট্য নিরূপণ করো।
সৃজনশীল প্রশ্ন ৬ : মৎস্যজীবী নৃপেন মাঝি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বাড়িতে যাত্রাপালা দেখতে গিয়ে সুব্রত ভট্টাচার্যের পাশে বসেন। এতে সুব্রত বাবু বিরক্ত হন এবং যাত্রাপালা না দেখেই চলে যান। বিষয়টি বুঝতে পেরে নৃপেন লজ্জিত হন। অন্যদিকে নৃপেনের বন্ধু রহমতের বাবা বর্গাচাষি হলেও রহমত সরকারি চাকরিজীবী হওয়ায় গ্রামের ধনাঢ্য ব্যক্তির মেয়ের সাথে তার বিয়ে হয়।
ক. ‘Social Organization’ গ্রন্থটির লেখক কে?
খ. বুদ্ধিমত্তার ভিত্তিতে সামাজিক অসমতা দেখা দেয়— বুঝিয়ে লেখ।
গ. উদ্দীপকে রহমতের সামাজিক অবস্থান সামাজিক স্তরবিন্যাসের কোন ধরনকে নির্দেশ করে?
ঘ. নৃপেনের আর্থ-সামাজিক অবস্থানের পরিবর্তন রহমতের তুলনায় মন্থর – তুমি কি এ বিষয়ে একমত? মতের সপক্ষে যুক্তি দাও।
সৃজনশীল প্রশ্ন ৭ : অষ্টম শ্রেণী পাশ করার পর দীপক কর্মকার নিজের পেশায় যোগ দেয়। ফলে লেখাপড়া করে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন তার পূরণ হয়নি। দীপকের বন্ধু রিপন দরিদ্র কৃষকের সন্তান হয়েও কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের ফলে ডাক্তারী পাশ করে সমাজে প্রতিষ্ঠিত। তার ও তার পরিবারের অর্থসম্পদ, খ্যাতি সবই বৃদ্ধি পেয়েছে।
ক. এস্টেট প্রথার শ্রেণীসমূহ কী কী?
খ. শ্রেণি একটি উন্মুক্ত ব্যবস্থা’-বুঝিয়ে লেখো।
গ. সামাজিক স্তরবিন্যাসে উদ্দীপকের দীপক কর্মকারের অবস্থান নির্ণয় করো।
ঘ. ‘সামাজিক স্তরবিন্যাস সমাজের জন্য প্রয়োজনীয় – উদ্দীপকের আলোকে এই উক্তির পক্ষে অথবা বিপক্ষে তোমার মতামত দাও।
সৃজনশীল প্রশ্ন ৮ : জগলুর এক ছেলে ও এক মেয়ে। সে তার ছেলের লেখাপড়ার ব্যাপারে খুবই সচেতন কিন্তু মেয়ের প্রতি মোটেও যত্নশীল নয়। সে মনে করে লেখাপড়া করা ছেলেদের কাজ এবং মেয়েদের কাজ রান্নাবান্না ও ঘরসংসার করা। তাই সে তার মেয়েকে লেখাপড়া না শিখিয়ে তাড়াতাড়ি বিয়ে দেওয়ার জন্য উদগ্রীব।
ক. জেন্ডার কী?
খ. সামাজিক সমস্যা বলতে কী বোঝ?
গ. জগলুর মনোভাব তোমার পাঠ্যপুস্তকের আলোকে বর্ণনা করো।
ঘ. জগলুর মনোভাব নারীদের দুর্বল করার জন্য দায়ী তোমার মতামত ব্যক্ত করো।
সৃজনশীল প্রশ্ন ৯ : বিজয় কৃষ্ণ একজন ব্রাহ্মণ। হিন্দুধর্মের সকল নিয়ম কানুন তিনি কঠোরভাবে মেনে চলেন। কোনো নীচু বর্ণের হিন্দুদের সাথে খাওয়া-দাওয়া এমনকি মেলামেশা পর্যন্ত করেন না। বিজয় কৃষ্ণের এমন হীন মানসিকতা মেনে নিতে পারে না তার ছেলে গৌরাঙ্গ। সে মনে করে ধর্মের নামে কাউকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই।
ক. ভারতীয় সমাজে কয় ধরনের জাতিবর্ণ প্রথা দেখতে পাওয়া যায়?
খ. দাস প্রথা বলতে কী বোঝ?
গ. বিজয় কৃষ্ণের মানসিকতায় সামাজিক স্তরবিন্যাসের কোন ধারণাটির পরিচয় পাওয়া যায়? ব্যাখ্যা করো।
ঘ. গৌরাঙ্গের ধারণা কতটুকু সঠিক বলে তুমি মনে কর? বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্ন ১০ : ‘ক’ দেশের সরকার দেশটিতে সর্বজনীন রাষ্ট্রীয় অবসর ভাতা চালু, সরকারি প্রজ্ঞাপন জারির মাধ্যমে শিশুদের চাকরিতে নিয়োগ নিষিদ্ধ এবং গণমাধ্যমগুলো প্রবীণদের ইতিবাচক দিকগুলো তুলে ধরছে। এছাড়া ম্যাগাজিনগুলোতে প্রবীণদের পছন্দের বিষয় নিয়ে বিভিন্ন ধরনের লেখাও প্রকাশিত করছে।
ক. কোন আন্তর্জাতিক সংগঠন শিশুশ্রমকে নিষিদ্ধ ঘোষণা করেছে?
খ. বয়স বৈষম্যবাদ বলতে কী বোঝায়?
গ. ‘ক’ দেশে বয়স বৈষম্যবাদ সম্পর্কিত কোন কোন মতবাদ ও দৃষ্টিভঙ্গির প্রতিফলন ঘটেছে? ব্যাখ্যা করো।
ঘ. বয়স বৈষম্যবাদ সম্পর্কিত উক্ত মতবাদ ও দৃষ্টিভঙ্গি। ব্যতীত আরও কোনো মতবাদ ও দৃষ্টিভঙ্গি রয়েছে কি? সুচিন্তিত মতামত দাও।
জ্ঞানমূলক প্রশ্নের উত্তর
১. ‘Social Organization’ গ্রন্থটির লেখক কে?
উত্তর: ‘Social Organization’ গ্রন্থের লেখক সমাজবিজ্ঞানী চার্লস হরটন কুলি।
২. এস্টেট প্রথার শ্রেণীসমূহ কী কী?
উত্তর: এস্টেট প্রথার শ্রেণিসমূহ হচ্ছে- ভূমি মালিক বা অভিজাত শ্রেণি, যাজক শ্রেণী এবং ভূমিদাস শ্রেণি।
৩. জেন্ডার কী?
উত্তর: নারী ও পুরুষের মধ্যে জীববিজ্ঞানের নিয়মে যে পার্থক্য তাকে জেন্ডার বলে চিহ্নিত করা হয়।
৪. ভারতীয় সমাজে কয় ধরনের জাতিবর্ণ প্রথা দেখতে পাওয়া যায়?
উত্তর: ভারতীয় সমাজে চার ধরনের জাতিবর্ণ প্রথা দেখা যায়। যথা ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র।
৫. কোন আন্তর্জাতিক সংগঠন শিশুশ্রমকে নিষিদ্ধ ঘোষণা করেছে?
উত্তর: জাতিসংঘ শিশুশ্রমকে নিষিদ্ধ ঘোষণা করেছে।
অনুধাবনমূলক প্রশ্নের উত্তর
১. বুদ্ধিমত্তার ভিত্তিতে সামাজিক অসমতা দেখা দেয়— বুঝিয়ে লেখ।
উত্তর: বুদ্ধিমত্তা সামাজিক অসমতার অন্যতম নির্ধারক। কেননা বুদ্ধিমত্তা, জ্ঞান, ধীশক্তি এগুলোর ভিত্তিতে সমাজের মানুষের মধ্যে পার্থক্য নির্ণীত হয় এবং সামাজিক অসমতা দেখা দেয়। এরিস্টটলের মতে, জন্মগতভাবেই মানুষ প্রজ্ঞাবান ও প্রজ্ঞাহীন হয় এবং বুদ্ধিমত্তার এরূপ পার্থক্যের জন্যেই সমাজে দাস ও মনিবের সৃষ্টি হয়। প্লেটোর আদর্শ রাষ্ট্রে যে সামাজিক শ্রেণিসমূহের কথা বলা হয়েছে তা মূলত বুদ্ধিমত্তার পার্থক্য থেকেই সৃষ্ট।
২. শ্রেণি একটি উন্মুক্ত ব্যবস্থা’-বুঝিয়ে লেখো।
উত্তর: শ্রেণি অর্জিত সামাজিক অবস্থান বলে এটি একটি উন্মুক্ত ব্যবস্থা।
সমাজে সুনির্দিষ্ট মর্যাদার অধিকারী ব্যক্তিবর্গের সমষ্টিই হচ্ছে। শ্রেণি। সামাজিক পরিমাপে শ্রেণির অবস্থান মর্যাদার সাথে সম্পর্কযুক্ত। শ্রেণি মূলত আয়, ক্ষমতা, সম্পত্তি, পেশা, শিক্ষা ও বংশ মর্যাদার উপর নির্ভর করে। ব্যক্তি নিজের কর্মদক্ষতার মাধ্যমে সামাজিক অবস্থা নির্ণয় করতে পারে। এ কারণেই মূলত শ্রেণিকে উন্মুক্ত ব্যবস্থা বলা হয়।
৩. সামাজিক সমস্যা বলতে কী বোঝ?
উত্তর: সামাজিক সমস্যা সমাজকে কেন্দ্র করে সৃষ্টি হয়। সামাজিক সমস্যা বলতে সমাজের এমন অবস্থাকে বোঝায় যে অবস্থাকে সমাজের অনেক লোকই অনাকাঙ্ক্ষিত মনে করে, যে অবস্থা অনেকের ওপর অবাঞ্ছিত প্রভাব রাখে এবং যার | সমাধানের লক্ষ্যে অনেকেই যৌথ প্রয়াস চালানোর প্রয়োজন অনুভব করে।
৪. দাস প্রথা বলতে কী বোঝ?
উত্তর: দাসপ্রথা বলতে এমন এক অসমতার সমাজব্যবস্থাকে বোঝায় যেখানে কিছু লোক সম্পূর্ণ কিংবা আংশিকভাবে অধিকারবিহীন। দাসপ্রথা পৃথিবীর প্রাচীন শ্রেণি ভিত্তিক সমাজব্যবস্থা। দাসপ্রথার একমাত্র পরিচয় হলো দাসরা তার প্রভু বা মনিবের সম্পত্তি। সামাজিক ক্ষেত্রে দাসরা ঘৃণার পাত্র। দাসপ্রথা ছিল একটি অর্থনৈতিক সম্পর্কনির্ভর সমাজব্যবস্থা। দাসপ্রথায় দাসদের ব্যক্তিগত ইচ্ছা অনিচ্ছার কোনো মূল্য ছিল না।
৫. বয়স বৈষম্যবাদ বলতে কী বোঝায়?
উত্তর: বয়স বৈষম্যবাদ বলতে কেবল বয়সের কারণে কোনো বয়স গোষ্ঠী বা তার কোনো সদস্যের প্রতি নেতিবাচক ধ্যান-ধারণা বা মনোভাবপোষণ ও বৈষম্যমূলক আচরণ করাকে বুঝায়। বয়স বিদ্বেষী ব্যক্তি বা সমাজ প্রবীণদেরকে জৈবিক ও সামাজিকভাবে অযোগ্য বলে মনে করে। তাদেরকে বিচ্ছিন্ন, নির্ভরশীল, আবেগীয় দিক থেকে অস্থিতিশীল এবং দুর্বলচিত্তের অধিকারী বলে গণ্য করে। আর এ ধরনের মনোভাব থেকেই প্রবীণদের প্রতি বৈষম্যমূলক আচরণ তৈরি হয়।
শিক্ষার্থীরা সমাজবিজ্ঞান ১ম পত্র ৮ম অধ্যায় সৃজনশীল প্রশ্নের উত্তর পেতে উপরের বাটনে ক্লিক করো। কোর্সটিকায় রয়েছে এইচএসসি সকল বিষয়ের সৃজনশীল প্রশ্নের উত্তর। যা তোমরা পিডিএফ ফাইলে ডাউনলোড করতে পারবে। তাই নিয়মিত আমাদের শীট ও সাজেশনগুলাের আপডেট পেতে কোর্সটিকার YouTube চ্যানেলটি SUBSCRIBE করে নাও।
Discussion about this post