সমাজবিজ্ঞান ১ম পত্র ১ম অধ্যায় mcq : সমাজবদ্ধ ভাবে বসবাস করাই মানুষের স্বভাব। সমাজে বসবাস করতে গিয়ে মানুষ বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়। মানুষের এসব সমস্যা ও সমাধানের নিমিত্তে সমাজবিজ্ঞানের উৎপত্তি। সমাজবিজ্ঞান একদিনেই উৎপত্তি লাভ করেনি। সমাজবিজ্ঞানীদের কঠোর পরিশ্রমে সমাজবিজ্ঞানের উৎপত্তি।
সমাজবিজ্ঞানের জনক বলা হয় অগাস্ট কোঁৎকে। তার হাত ধরেই সমাজবিজ্ঞানের উৎপত্তি। পরবর্তীতে ম্যাক্স ওয়েবার সমাজবিজ্ঞানের বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রাখে। এর ফলে সমাজবিজ্ঞান একটি বিজ্ঞান হিসেবে মর্যাদা লাভ করে।
সমাজবিজ্ঞান ১ম পত্র ১ম অধ্যায় mcq
১. সমাজবিজ্ঞানের উদ্ভব হয়েছিল কেন?
ক. আদর্শ সমাজ গঠনের জন্য
● মানুষের পারস্পরিক সম্পর্ক বিশ্লেষণ করার জন্য
গ. সামাজিক সমস্যা দূর করার জন্য
ঘ. পৃথক একটি শাস্ত্র উদ্ভাবনের জন্য
২. সমাজবিজ্ঞানের মুখ্য আলোচ্য বিষয় কী?
ক. রাষ্ট্র
খ. পরিবার
গ. বিবাহ
● সমাজ
৩. সমাজবিজ্ঞানের সংজ্ঞায় প্রতিষ্ঠানের ওপর জোর দিয়েছেন নিচের কোন সমাজবিজ্ঞানী?
● এমিল ডুর্খেইম
খ. গিডিংস
গ. সামনার
ঘ. সিমেল
৪. সমাজবিজ্ঞানের সংজ্ঞা দিতে গিয়ে কোন সমাজবিজ্ঞানী মানবগোষ্ঠী এবং সামাজিক আচরণকে গুরুত্ব দিয়েছেন?
● রিচার্ড টি. শেফার
খ. নিল জে. স্মেলসার
গ. ম্যাক্স ওয়েবার
ঘ. ডুর্খেইম
৫. ইশতিয়াক পরীক্ষার খাতায় সমাজবিজ্ঞানের সংজ্ঞা লিখতে গিয়ে সে সমাজবিজ্ঞানকে সামাজিক আচরণ এবং সমাজের সুশৃঙ্খল এবং বস্তুনিষ্ঠ অধ্যয়ন হিসেবে আখ্যায়িত করে। সে কোন মনীষী প্রদত্ত সংজ্ঞাটি লিখেছিল?
● ডেভিড পোপেনো
খ. নিল জে. স্মেলসার
গ. ম্যাক্স ওয়েবার
ঘ. ডুর্খেইম
৬. সামাজিক কার্যাবলির ওপর গুরুত্বারোপ করে সমাজবিজ্ঞানের সংজ্ঞা প্রদান করেন কোন মনীষী?
● কোভালেভস্কি
খ. নিল জে. স্মেলসার
গ. ম্যাক্স ওয়েবার
ঘ. ডুর্খেইম
৭. সামাজিক বিজ্ঞানসমূহের অন্তর্ভুক্ত বিষয়গুলোর মধ্যে সর্বকনিষ্ঠ কোনটি?
ক. অর্থনীতি
খ. নৃবিজ্ঞান
গ. রাষ্ট্রবিজ্ঞান
● সমাজবিজ্ঞান
৮. সমাজবিজ্ঞান কোন বিষয়ের শাখা?
ক. অর্থনীতি
খ. নৃবিজ্ঞান
গ. রাষ্ট্রবিজ্ঞান
● সামাজিক বিজ্ঞান
৯. ‘Sociology is the science of social institutions.’ সংজ্ঞাটি কে প্রদান করেছেন?
ক. কোভালেভস্কি
খ. নিল জে. স্মেলসার
গ. ম্যাক্স ওয়েবার
● এমিল ডুর্খেইম
১০. সমাজবিজ্ঞানের প্রথম নাম কী?
● সোশ্যাল ফিজিকস
খ. সোশ্যাল আইডিয়া
গ. সোশ্যাল নেটওয়ার্ক
ঘ. সোশ্যাল ওয়ার্ক
১১. ‘মানব সম্পর্কের বৈজ্ঞানিক জ্ঞান হলো সমাজবিজ্ঞান’ -সংজ্ঞাটি কে প্রদান করেছেন?
ক. কোভালেভস্কি
খ. নিল জে. স্মেলসার
গ. ম্যাক্স ওয়েবার
● জন এফ কিউবার
১২. কোন বিষয়টিকে ‘The Science of Society’ বলা হয়?
ক. অর্থনীতি
খ. নৃবিজ্ঞান
গ. রাষ্ট্রবিজ্ঞান
● সমাজবিজ্ঞান
১৩. সমাজবিজ্ঞানের অধিকাংশ সংজ্ঞার মধ্যে কোন বিষয়টির ওপর গুরুত্বারোপ করা হয়েছে?
ক. সামাজিক সংগঠন
খ. সামাজিক কার্যাবলি
● পারস্পরিক সম্পর্ক
ঘ. সমাজের গতিপ্রকৃতি
১৪. ডেভিড পোপেনো সমাজবিজ্ঞানকে যে বিষয়ের অধ্যয়ন হিসেবে আখ্যায়িত করেছেন তা হলো—
i. সামাজিক আচরণ
ii. সমাজ
iii. সামাজিক পরিবর্তন
নিচের কোনটি সঠিক?
● i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
১৫. সমাজব্যবস্থা সফলভাবে পরিচালনা করতে হলে প্রয়োজন—
ক. রাষ্ট্রবিজ্ঞানের অধ্যয়ন
খ. সমাজকর্মের গবেষণা
● সমাজবিজ্ঞানের অধ্যয়ন
ঘ. মনোবিজ্ঞান পাঠ
১৬. মিঠু চলমান সমাজের বিভিন্ন পরিবর্তন সম্পর্কে পুঙ্খানুপুঙ্খভাবে জ্ঞান অর্জন করে করতে চায়। তার কোন বিষয়টি অধ্যয়ন করা উচিত?
● সমাজবিজ্ঞান
খ. রাষ্ট্রবিজ্ঞান
গ. সমাজকর্ম
ঘ. নৃবিজ্ঞান
নিচের উদ্দীপকটি পড়ো এবং ১৭ ও ১৮নং প্রশ্নের উত্তর দাও:
হৈমন্তী দ্বাদশ শ্রেণিতে পড়ে। সে তার পাঠ্যবই থেকে জেনেছে, সমাজবিজ্ঞান পাঠ্যসূচির যৌক্তিকতা পর্যালোচনা করে।
১৭. হৈমন্তীর পাঠ্যবই কীরূপ সমাজবিজ্ঞানকে নির্দেশ করে?
ক. নগর সমাজবিজ্ঞান
খ. ধর্মীয় সমাজবিজ্ঞান
● শিক্ষা সমাজবিজ্ঞান
ঘ. ঐতিহাসিক সমাজবিজ্ঞান
১৮. হৈমন্তীর পঠিত সমাজবিজ্ঞান শিক্ষার উদ্দেশ্য-
i. শিক্ষার সাথে সমাজকাঠামোর সম্পর্ক বিশ্লেষণ
ii. শিক্ষাব্যবস্থার যৌক্তিকতা পর্যালোচনা
iii. শিক্ষার তাত্ত্বিক দর্শন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
● i, ii ও iii
১৯. Logos শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
ক. ইংরেজি
খ. ল্যাটিন
গ. ফরাসী
● গ্রিক
২০. ‘Sociology’ শব্দটির প্রবক্তা কে?
ক. প্লেটো
খ. এরিস্টটল
গ. ইবনে খালদুন
● অগাস্ট কোঁৎ
২১. ‘সমাজবিজ্ঞান হচ্ছে অনুষ্ঠান-প্রতিষ্ঠানের বিজ্ঞান’ – উপ্তিটি কার?
ক. কোভালেভস্কি
খ. নিল জে. স্মেলসার
গ. ম্যাক্স ওয়েবার
● এমিল ডুর্খেইম
২২. ‘Socius’ কোন ভাষার শব্দ?
ক. ইংরেজি
● ল্যাটিন
গ. ফরাসী
ঘ. গ্রিক
২৩. সমাজসম্পর্কিত বস্তুনিষ্ঠ পাঠ বা বিশ্লেষণকে কী বলে?
ক. অর্থনীতি
খ. নৃবিজ্ঞান
গ. রাষ্ট্রবিজ্ঞান
● সমাজবিজ্ঞান
২৪. কোন বিষয়কে সামাজিক কর্মকাণ্ডের বিজ্ঞান বলা হয়?
ক. অর্থনীতি
খ. নৃবিজ্ঞান
গ. রাষ্ট্রবিজ্ঞান
● সমাজবিজ্ঞান
নিচের উদ্দীপকটি পড়ে ২৫ ও ২৬নং প্রশ্নের উত্তর দাও :
ক্লাসে তোমাকে সমাজবিজ্ঞানের সংজ্ঞা বলতে বলায় তুমি বললে, ‘সমাজবিজ্ঞান হলো সামাজিক আচরণ এবং মানবসমাজের বিজ্ঞানভিত্তিক অধ্যয়ন।’
২৫. তোমার দেওয়া সংজ্ঞাটি, কোন সমাজবিজ্ঞানীর সংজ্ঞার অনুরূপ?
ক. কোভালেভস্কি
খ. নিল জে. স্মেলসার
গ. ম্যাক্স ওয়েবার
● ডব্লিউ পি. স্কট
২৬. উক্ত সংজ্ঞায় যেসব প্রত্যয়ের প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে তা হলো-
i. সামাজিক আচরণ
ii. সামাজিক সম্পর্ক
iii. মানব সমাজের বিজ্ঞানভিত্তিক অধ্যয়ন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
● i, ii ও iii
২৭. প্রকৃতিগত দিক থেকে সমাজবিজ্ঞানের ধরন কোনটি?
ক. ব্যবহারিক
● বস্তুনিষ্ঠ
গ. প্রায়োগিক
ঘ. আপেক্ষিক
২৮. সমাজবিজ্ঞানীদের গবেষণার মূল লক্ষ্য কী?
● তাত্ত্বিক জ্ঞানের বিকাশ ঘটানো
খ. আদর্শ সমাজ গড়ে তোলা
গ. সমাজে বিদ্যমান নানা বিষয়ে মতামত দেয়া
ঘ. আদর্শ রাষ্ট্রের রূপরেখা তুলো ধরা
২৯. সমাজের কোন বিষয়টি নির্ণয় করা সমাজবিজ্ঞানের অন্যতম লক্ষ্য?
ক. সামাজিক পরিবর্তন
খ. সমাজকাঠামো
গ. সামাজিক স্তরবিন্যাস
● সমাজের বাস্তবতা
৩০. কোনটি সমাজকাঠামোর মূলভিত্তি?
ক. সামাজিক প্রথা
খ. সামাজিক দল
গ. সামাজিক গোষ্ঠী
● মানব সম্পর্ক
৩১. সমাজকাঠামোর ব্যাখ্যা প্রদান করে কোন বিষয় বা অধ্যয়ন শাস্ত্র?
ক. রাজনৈতিক সমাজবিজ্ঞান
খ. সমাজকল্যাণ
● সমাজবিজ্ঞান
ঘ. নীতিশাস্ত্র
৩২. বর্তমান সমাজে কিশোর অপরাধ বৃদ্ধি পাওয়ার প্রেক্ষিতে সমাজবিজ্ঞান এটির অপকারিতা বা এটি কমানোর প্রশ্নে তাত্ত্বিক দিক থেকে কী ধরনের ভূমিকা রাখবে?
ক. সিদ্ধান্ত প্রদান করবে
● নিরপেক্ষ থাকবে
গ. মন্তব্য করবে না
ঘ. পরামর্শ দেবে
৩৩. সমাজবিজ্ঞানের নিরপেক্ষতার ক্ষেত্রে সমাজবিজ্ঞানীদের মতভেদ কয়টি দৃষ্টিকোণ থেকে বিবেচনা করা হয়?
● দুই
খ. চার
গ. তিন
ঘ. পাঁচ
৩৪. সমাজের পাঠ হিসেবে সমাজবিজ্ঞানের ক্ষেত্রে কোন বক্তব্যটি প্রযোজ্য?
ক. আদর্শভিত্তিক পাঠ
খ. সংশ্লেষণধর্মী পাঠ
● পূর্ণাঙ্গ পাঠ
ঘ. আংশিক পাঠ
৩৫. সমাজবিজ্ঞান কোনটির মধ্যকার কার্যকারণ সম্পর্ক নিয়ে আলোচনা করে?
● সামাজিক প্রপঞ্চ
খ. সামাজিক গতিশীলতা
গ. সামাজিক প্রসার
ঘ. সামাজিক মূল্যবোধ
৩৬. কোনটি সমাজের পরিবর্তন, বিবর্তন, প্রগতি প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা করে?
ক. সামাজিক প্রপঞ্চ
● সামাজিক গতিশীলতা
গ. সামাজিক প্রসার
ঘ. সামাজিক মূল্যবোধ
৩৭. কোন বিষয়টি প্রকৃতির বিভিন্ন বিষয়কে পরীক্ষা-নিরীক্ষা করে?
● প্রাকৃতিক বিজ্ঞান
খ. জীববিজ্ঞান
গ. সমাজবিজ্ঞান
ঘ. নৃবিজ্ঞান
৩৮. সমাজবিজ্ঞান সমাজের আলোচনার পাশাপাশি আর কোনটি করে থাকে?
ক. মূল্যায়ন
খ. সংশ্লেষণ
গ. নীতি নির্ধারণ
● পর্যালোচনা
৩৯. কোন বিজ্ঞান সমাজকে সামগ্রিকভাবে ও ব্যাপকভাবে অধ্যয়ন করে?
ক. প্রাকৃতিক বিজ্ঞান
খ. জীববিজ্ঞান
● সমাজবিজ্ঞান
ঘ. নৃবিজ্ঞান
৪০. ম্যাক্স ওয়েবারের মতে সমাজবিজ্ঞানের উদ্দেশ্য কোনটি?
● সামাজিক কার্যাবলির অধ্যয়ন
খ. সামাজিক অগ্রগতি
গ. অসামাজিকতা রোধ
ঘ. সামাজিক নিয়ন্ত্রণ
৪১. ব্যক্তির সাথে ব্যক্তির সম্পর্ক, ব্যক্তির সাথে গোষ্ঠীর সম্পর্ক বা অন্য কোনো প্রতিষ্ঠানের সম্পর্ক নিয়ে কোন বিষয় আলোচনা করে?
ক. প্রাকৃতিক বিজ্ঞান
খ. জীববিজ্ঞান
● সমাজবিজ্ঞান
ঘ. নৃবিজ্ঞান
৪২. সমাজবিজ্ঞান সমাজে বসবাসরত মানুষের কী বিশ্লেষণ করে?
● পারস্পরিক সম্পর্ক
খ. জীবন প্রণালি
গ. আচার-আচরণ
ঘ. নৈতিক মূল্যবোধ
৪৩. উন্নয়নকামী সমাজে সমাজবিজ্ঞান চর্চার লক্ষ্য হলো—
i. সমাজের সমস্যাবলি চিহ্নিতকরণ
ii. সমস্যাবলি সমাধানের নির্দেশনা দেওয়া
iii. সমাজের সমস্যাবলির উৎপত্তি নির্ধারণ
নিচের কোনটি সঠিক?
● i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৪৪. সমাজবিজ্ঞানের প্রসার ঘটছে—
i. পরিবর্তনের মাধ্যমে
ii. পরিমার্জনের মাধ্যমে
iii. পূর্ণ মূল্যায়নের মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
● i, ii ও iii
৪৫. বাড়ৈইখালি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সবুর সাহেব বিশৃঙ্খলা প্রতিরোধে সামাজিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চান। কোন বিষয়ের জ্ঞান তাকে এ ব্যাপারে সাহায্য করবে?
ক. পৌরনীতির
খ. সমাজকল্যাণের
● সমাজবিজ্ঞানের
ঘ. অর্থনীতির
৪৬. সমাজবিজ্ঞানের পঠন ও গবেষণার বিষয় হলো-
i. মানব আচরণ
ii. সমাজ
iii. সংঘ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
● i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড়ো এবং ৪৭ ও ৪৮নং প্রশ্নের উত্তর দাও :
Robert Bierstedt তার ‘The Social Order’ বইতে বলেন, সমাজতত্ত্ব হলো সামাজিক বিজ্ঞান, এটি প্রাকৃতিক বিজ্ঞান নয়। সমাজতত্ত্ব আদর্শিক নয়, বরং বাস্তবতার ভিত্তিতে গবেষণা করে।
৪৭. উল্লিখিত বইটিতে সমাজতত্ত্ব/সমাজবিজ্ঞানের কোন বিষয়টি ফুটে উঠেছে?
ক. সমাজবিজ্ঞানের সংজ্ঞা
খ. সমাজবিজ্ঞানের পরিধি
● সমাজবিজ্ঞানের প্রকৃতি
ঘ. সমাজবিজ্ঞানের বিষয়বস্তু
৪৮. অনুচ্ছেদে আলোচিত বিষয়টির বৈশিষ্ট্য সম্পর্কে বলা যায়—
i. সমাজের পূর্ণাঙ্গ পাঠ
ii. একটি বিশ্লেষণধর্মী বিজ্ঞান
iii. নৈতিকতার প্রশ্নে মূল্যবোধ নিরপেক্ষ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
● i, ii ও iii
৪৯. সমাজবিজ্ঞানকে বলা হয়–
ক. মূল্যবোধভিত্তিক বিজ্ঞান
● বস্তুনিষ্ঠ বিজ্ঞান
গ. আদর্শনিষ্ঠ বিজ্ঞান
ঘ. ব্যবহারিক বিজ্ঞান
৫০. সমাজবিজ্ঞানকে ঐতিহ্যগতভাবে মূল্যবোধ নিরপক্ষে বিজ্ঞান বলা হয়। কারণ সমাজবিজ্ঞান-
● সমাজের বাস্তবতা তুলে ধরে নিরপেক্ষভাবে বিশ্লেষণ করে
খ. সমাজের মূল্যবোধ নিয়ে আলোচনা করে
গ. সমাজের সকল বিষয় ভাবাবেগ দ্বারা মূল্যায়ন করে
ঘ. নৈতিকতার দিক থেকে সমাজের বিশ্লেষণ করে
আরো দেখ: সমাজবিজ্ঞান ১ম ও ২য় পত্রের সৃজনশীল প্রশ্নের উত্তর
শিক্ষার্থীরা এখানে ৫০টি MCQ তুলে ধরা হয়েছে। ওপরে দেওয়া Answer Sheet অপশনে ক্লিক করে সমাজবিজ্ঞান ১ম পত্র ১ম অধ্যায় mcq এর ১০০টি প্রশ্ন উত্তর ডাউনলোড করে নাও।
ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post