সমাজবিজ্ঞান ১ম পত্র ২য় অধ্যায় mcq : সমাজবিজ্ঞানের বৈজ্ঞানিক প্রকৃতি সম্পর্কিত কোঁতের ধারণার আধুনিক সমর্থকদের মধ্যে যাদের নাম বিশেষভাবে উল্লখযোগ্য তারা হলেন গিডিংস (F. II. Gidding), র্যাডক্লিফ ব্রাউন, ডেভিস (Kingsley Davis), বটোমোর (TB Beutomore) প্রমুখ। এমিল ডুর্খেইমও সমাজবিজ্ঞানকে যথার্থ বিজ্ঞান হিসেবে গণ্য করার পক্ষপাতী। তিনি বিবর্তন প্রক্রিয়ায় বিশ্বাসী ছিলেন। তাই তিনি সমাজবিজ্ঞানকে ভৌতবিজ্ঞানের পর্যায়ভুক্ত করার পক্ষপাতী।
অপরপক্ষে বিরুদ্ধবাদীরা সমাজবিজ্ঞানকে বিজ্ঞানের পর্যায়ভুক্ত বলে মনে করেন না। তাদের অভিমত অনুসাে সমাজবিজ্ঞান বিজ্ঞানের পর্যায়ভুক্ত নয়। এর কারণ হলো সমাজবিজ্ঞানের বিষয়বস্তু ব্যাপক ও জটিল এবং অস্পষ্ট অনিশ্চয়তাপূর্ণ। ম্যাক্স ওয়েবার সমাজবিজ্ঞানকে ভৌতবিজ্ঞানের পর্যায়ভুক্ত করার পক্ষপাতী নন। তার অভিমত অনুসারে সমাজবিজ্ঞান সামাজিক বিজ্ঞানের পর্যায়ভুক্ত।
সমাজবিজ্ঞান ১ম পত্র ২য় অধ্যায় mcq
১. পৃথিবীকে সভ্য পর্যায়ে নিয়ে আসার জন্য কার অবদান সবচেয়ে বেশি?
● বিজ্ঞানের
খ. যুক্তির
গ. চিন্তার
ঘ. পর্যবেক্ষণের
২. প্রাকৃতিক বিজ্ঞান কী?
ক. প্রাকৃতিক পরিবেশ সম্পর্কিত জ্ঞান
খ. প্রকৃত পর্যবেক্ষণ
গ. মানুষ সম্পর্কিত জ্ঞান
● প্রকৃতির ভৌত বৈশিষ্ট্যসমূহের পাঠ
৩. ‘বিজ্ঞান বলতে বোঝায় কার্যকারণ সূত্রে গ্রথিত জ্ঞান’— উক্তিটি কার?
ক. ক্রাউথার
খ. জেডি বার্নাল
গ. আইনস্টাইন
● টমাস হবস
৪. বিজ্ঞানের সুশৃঙ্খল জ্ঞান কীসের দ্বারা নির্ণীত?
ক. মূল্যবোধ
খ. সামাজিক চাহিদা
● যুক্তি
ঘ. নৈতিকতা
৫. কার মতে, ‘বিজ্ঞান মানুষ ও বিশ্বজগৎ সম্বন্ধে বিশ্বাস ও মনোভাব নির্ধারণের অন্যতম প্রধান উৎস’?
ক. ক্রাউথার
● জে.ডি. বার্নাল
গ. আইনস্টাইন
ঘ. টমাস হবস
৬. বিজ্ঞান কোন ধরনের জ্ঞানের সমষ্টি?
● অভিজ্ঞতালব্ধ
খ. বিশেষ
গ. বাস্তব
ঘ. সাধারণ
৭. বিজ্ঞান এমন বিশেষ জ্ঞান যা নির্ভরশীল—
ক. অভিজ্ঞতার ওপর
● পরীক্ষণের ওপর
গ. ব্যক্তির ওপর
ঘ. অধ্যয়নের ওপর
৮. . ‘Science in History’ গ্রন্থটির রচয়িতা কে?
ক. ক্রাউথার
● জে.ডি. বার্নাল
গ. আইনস্টাইন
ঘ. টমাস হবস
৯. বিজ্ঞানকে কয় ভাগে ভাগ করা হয়?
● দুই
খ. চার
গ. পাঁচ
ঘ. ছয়
১০. এমিল ডুর্খেইম বিজ্ঞানের কয়টি বৈশিষ্ট্যের কথা আলোচনা করেছেন?
● তিন
খ. চার
গ. পাঁচ
ঘ. ছয়
১১. জে. ডি. বার্নাল তার গ্রন্থে বিজ্ঞান সম্বন্ধে যে মন্তব্য করেছেন তা হলো—
i. এটি একটি প্রতিষ্ঠান
ii. এক ধরনের পদ্ধতি
iii. ঐতিহ্যগতভাবে বেড়ে ওঠা জ্ঞানভাণ্ডার
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
● i, ii ও iii
১২. বিজ্ঞান একটি পুরনো বিষয় কারণ—
i. ইতিহাসে এর গতি নানা বিবর্তনের মাঝ দিয়ে গেছে।
ii. প্রতিটি বিন্দুতে সামাজিক ক্রিয়াকর্মের সাথে বিজ্ঞান নিবিড়ভাবে যুক্ত
iii. বিজ্ঞান সমাজের বিভিন্ন ঘটনার সত্য উদ্ঘাটনের চেষ্টা করে থাকে
নিচের কোনটি সঠিক?
● i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড়ো এবং ১৩ ও ১৪নং প্রশ্নের উত্তর দাও :
বর্তমান সভ্যতা আজকের পর্যায়ে আসার ক্ষেত্রে এমন একটি বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে যা কার্যত পর্যবেক্ষণ ও পরীক্ষণের ওপর নির্ভরশীল। বিষয়টির ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পরীক্ষা, প্রমাণ ও যুক্তি।
১৩. অনুচ্ছেদে কোন বিষয়টির প্রতি ইঙ্গিত করা হয়েছে?
● বিজ্ঞান
খ. গবেষণা
গ. বৈজ্ঞানিক পদ্ধতি
ঘ. কৌশল
১৪. অনুচ্ছেদে বর্ণিত বিষয়ের বৈশিষ্ট্য হচ্ছে—
i. বিমূর্ত ও গতিশীলতা
ii. সুশৃঙ্খল ও ধারাবাহিক
iii. বিশৃঙ্খল ও ধ্বংসাত্মক
নিচের কোনটি সঠিক?
● i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
১৫. তুলনামূলক পদ্ধতি কয়ভাগে প্রয়োগ করা হয়?
ক. ১
● ২
গ. ৪
ঘ. ৫
১৬. সুশৃঙ্খল জ্ঞানই বিজ্ঞান যা নির্ণীত হয়—
i. পরীক্ষা দ্বারা
ii. প্রমাণ দ্বারা
iii. যুক্তি দ্বারা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
● i, ii ও iii
১৭. বিজ্ঞান বলতে কী বুঝ?
ক. সঠিক তথ্যাবলি সনা করা
খ. সঠিক গবেষণা পদ্ধতি নির্ণয় করা
● প্রাপ্ত তথ্যাবলির ভিত্তিতে একটি সিদ্ধান্তে উপনীত হওয়া
ঘ. গবেষণা কৌশলে নিরপেক্ষতা অবলম্বন করা
১৮. “বিজ্ঞান হলো সুসংবদ্ধ জ্ঞান”- এ অভিমতটি হলো সমাজবিজ্ঞানী-
ক. রবার্ট সান্ডের
● নোয়া ওয়েবস্টারের
গ. কলসন ও স্টোনের
ঘ. এন্ডারসনের
১৯. জ্ঞান অন্বেষণের প্রবেশপথ কোনটি?
ক. ধ্যান
খ. পর্যবেক্ষণ
গ. গবেষণা
● বৈজ্ঞানিক পদ্ধতি
২০. ‘বৈজ্ঞানিক পদ্ধতি হলো এমন একটি পদ্ধতি, যেখানে পৃথক বা স্বাতন্ত্র্য নিয়মের পদ্ধতিসমূহ ব্যবহার করে দক্ষতাসহ উপাত্ত বা জ্ঞান অর্জন করা হয়’- উক্তিটি কার?
● জে. এ. হগসের
খ. ম্যাকাইভারের
গ. রবার্ট সান্ডের
ঘ. হবসের
২১. ‘বৈজ্ঞানিক পদ্ধতি হলো তথ্যয়াজির এক ধারাবাহিক পর্যবেক্ষণ ও শ্রেণিকরণ’- উক্তিটি কোন মনীষীর?
● জি. এ. ল্যান্ডবার্গের
খ. ম্যাকাইভারের
গ. রবার্ট সান্ডের
ঘ. হবসের
২২. বিজ্ঞানসম্মত অনুসন্ধানের উপায়কে কী বলে?
ক. ধ্যান
খ. পর্যবেক্ষণ
গ. গবেষণা
● বৈজ্ঞানিক পদ্ধতি
২৩. বিজ্ঞানের ভিত্তি কী?
ক. ধ্যান
খ. পর্যবেক্ষণ
গ. গবেষণা
● বৈজ্ঞানিক পদ্ধতি
২৪. বৈজ্ঞানিক পদ্ধতি কয়টি প্রক্রিয়াকে নির্দেশ করে?
● ১টি
খ. ২টি
গ. ৪টি
ঘ. ৫টি
২৫. সংগৃহীত তথ্যের সত্যতা ও যথার্থতা নিরূপণ করা কার কাজ?
● বিজ্ঞানীর
খ. প্রত্নতত্ত্ববিদের
গ. রাজনীতিবিদের
ঘ. অর্থনীতিবিদের
২৬. সমাজবিজ্ঞানী ডেভিস ও কোসেনজা বৈজ্ঞানিক পদ্ধতির কয়টি বৈশিষ্ট্য নির্ণয় করেছেন?
● পাঁচটি
খ. চারটি
গ. সাতটি
ঘ. ছয়টি
২৭. আধুনিক বিজ্ঞানের প্রধান বৈশিষ্ট্য কী?
ক. কাঠামোবাদ
● যুক্তিবাদ
গ. নিশ্চিতকরণ
ঘ. পর্যবেক্ষণ
২৮. বৈজ্ঞানিক অনুসন্ধানের প্রধান নির্ধারক কোনটি?
ক. কার্যকরী সংজ্ঞা
খ. নিশ্চিতকরণ
গ. পর্যবেক্ষণ
● সাধারণীকরণ
২৯. বৈজ্ঞানিক গবেষণার ক্ষেত্রে বিজ্ঞানীরা কতটি নীতি অনুসরণ করে থাকেন?
● ৬টি
খ. ২টি
গ. ৪টি
ঘ. ৫টি
৩০. বৈজ্ঞানিক পদ্ধতির যে সকল নীতিমালা প্রায় সকল বিজ্ঞানী অনুসরণ করে থাকেন—
i. সাধারণীকরণ
ii. পুনঃপর্যবেক্ষণ
iii. সমস্যার সংজ্ঞায়ন
নিচের কোনটি সঠিক?
● i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৩১. সব বিজ্ঞানী বৈজ্ঞানিক সমস্যার সমাধানে প্রয়াসী হন। এক্ষেত্রে তাদের কাজ হয়—
i. সমস্যা চিহ্নিতকরণ
ii. সমস্যার স্বরূপ নির্ধারণ
iii. সমস্যা পর্যবেক্ষণ
নিচের কোনটি সঠিক?
● i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ো এবং ৩২ ও ৩৩নং প্রশ্নের উত্তর দাও :
নাবিলা তার সমাজবিজ্ঞান পাঠ্যবইয়ে একটি পদ্ধতি সম্পর্কে পড়ছিল। এ পদ্ধতিতে সামাজিক ও প্রাকৃতিক বিষয়াবলির বর্ণনা, ব্যাখ্যা ও বিশ্লেষণের মাধ্যমে সাধারণ তত্ত্ব প্রতিষ্ঠা করা যায়।
৩২. নাবিলার পঠিত বিষয়ের সাথে মিল রয়েছে কোন পদ্ধতির?
ক. ধ্যান
খ. পর্যবেক্ষণ
গ. গবেষণা
● বৈজ্ঞানিক পদ্ধতি
৩৩. উক্ত পদ্ধতির নীতিমালা হচ্ছে-
i. কার্যকরী সংজ্ঞা
ii. সাধারণীকরণ
iii. নিশ্চিতকরণ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
● i, ii ও iii
৩৪. পদ্ধতি শব্দটির ইংরেজি প্রতিশব্দ কোনটি?
ক. Theory
● Method
গ. Way
ঘ. Technique
৩৫. কৌশলের ইংরেজি প্রতিশব্দ কোনটি?
ক. Theory
খ. Method
গ. Way
● Technique
৩৬. যে যৌক্তিক প্রণালিতে সামাজিক বিষয়াবলি ব্যাখ্যা ও বিশ্লেষণের মাধ্যমে তথ্যরাজি ধারাবাহিক পর্যবেক্ষণ করা হয় তাকে বলে-
ক. ধ্যান
খ. পর্যবেক্ষণ
গ. গবেষণা
● বৈজ্ঞানিক পদ্ধতি
৩৭. গবেষণার উপাদানগুলো প্রাকৃতিক বিজ্ঞানে কীরূপ আচরণ প্রকাশ করে?
● গবেষকের সম্পূর্ণ নিয়ন্ত্রণে থাকে
খ. গবেষকের নিয়ন্ত্রণের বাইরে থাকে
গ. স্বয়ংক্রিয় ভূমিকা পালন করে
ঘ. পরীক্ষাগারের প্রকৃতির ওপর নির্ভরশীল
৩৮. নির্ভরশীল চলককে কী বলা হয়?
● কারণ
খ. ফল
গ. পর্যবেক্ষণ
ঘ. দর্শন
৩৯. সামাজিক গবেষণার কোন পদ্ধতির মূল উদ্দেশ্য হলো বিভিন্ন সমাজ ও সম্প্রদায়ের মধ্যে তুলনা করে তাদের জীবনযাপন পদ্ধতির সাদৃশ্য ও বৈসাদৃশ্য যাচাই করে বৈজ্ঞানিক সিদ্ধান্তে উপনীত হওয়া?
ক. পরীক্ষণ পদ্ধতি
● তুলনামূলক পদ্ধতি
গ. পরিসংখ্যান পদ্ধতি
ঘ. দার্শনিক পদ্ধতি
৪০. ‘Sociological Theory and Social Research’ গ্রন্থটির রচয়িতা কে?
ক. ক্রাউথার
● কুলি
গ. আইনস্টাইন
ঘ. টমাস হবস
৪১. বৈজ্ঞানিক পদ্ধতি মূলত সুসংবদ্ধ জ্ঞান প্রতিষ্ঠার জন্য পরিচালিত কিছু সংখ্যক-
ক. জ্ঞানের সমষ্টি
খ. নীতিমালার সমষ্টি
গ. বৈশিষ্ট্যর সমষ্টি
● কৌশলের সমষ্টি
৪২. বিভিন্ন পদ্ধতির উদ্ভব ঘটেছে কেন?
ক. শ্রেণিবৈষম্যের কারণে
● কাঠামোগত ভিন্নতার কারণে
গ. স্তরবিন্যাসের কারণে
ঘ. সামাজিক বিশৃঙ্খলার কারণে
৪৩. এবনে গোলাম সামাদ বৈজ্ঞানিক গবেষণা বা পদ্ধতির কয়টি পর্যায় লক্ষ করেছেন?
ক. ১
● ৩
গ. ৪
ঘ. ৫
৪৪. আসিফ বৈজ্ঞানিক পদ্ধতি অনুসারে গবেষণা করে। এক্ষেত্রে প্রথমেই সে কী করে?
● সমস্যা নির্বাচন
খ. সমস্যার সংজ্ঞায়ন
গ. বুক রিভিউ
ঘ. চলক নির্ধারণ
৪৫. গবেষণার বিষয় নির্বাচন করাকে কী নামে অভিহিত করা হয়?
● সমস্যা নির্বাচন
খ. সমস্যার সংজ্ঞায়ন
গ. বুক রিভিউ
ঘ. চলক নির্ধারণ
৪৬. সমস্যার সংজ্ঞায়ন বৈজ্ঞানিক পদ্ধতির কততম স্তর?
ক. ১
● ২
গ. ৪
ঘ. ৫
৪৭. বিজ্ঞানভিত্তিক গবেষণার সর্বশেষ পর্যায় কোনটি?
ক. পর্যবেক্ষণ
খ. তথ্য সংগ্রহ
● ভবিষ্যদ্বাণীকরণ
ঘ. তথ্যের শ্রেণিবিন্যাস
৪৮. কীভাবে সাধারণ তত্ত্ব প্রতিষ্ঠা করা সম্ভব হতে পারে?
ক. অনুসিদ্ধান্ত গঠন করে
খ. নির্বাচিত সমস্যাটিকে সাভাবে বিশ্লেষণ করে
● বিশেষ বিশেষ ঘটনা জরিপ ও বিশ্লেষণ করে
ঘ. তথ্যের নির্ভরযোগ্যতা যাচাই করে
৪৯. দুটি প্রত্যয় বা ধারণার মধ্যকার সম্পর্ককে কী বলে?
ক. অনুসিদ্ধান্ত
● কল্পনা
গ. সংগতিবিধান
ঘ. প্রকল্প
৫০. বৈজ্ঞানিক গবেষণায় সাধারণ সূত্র প্রণয়নের কাজটি কী নামে পরিচিত?
ক. সাধারণীকরণ
● নিশ্চিতকরণ
গ. প্রকল্প
ঘ. পর্যবেক্ষণ
আরো দেখ: সমাজবিজ্ঞান ১ম ও ২য় পত্রের সৃজনশীল প্রশ্নের উত্তর
শিক্ষার্থীরা এখানে ৫০টি MCQ তুলে ধরা হয়েছে। ওপরে দেওয়া Answer Sheet অপশনে ক্লিক করে সমাজবিজ্ঞান ১ম পত্র ২য় অধ্যায় mcq এর ১০০টি প্রশ্ন উত্তর ডাউনলোড করে নাও।
ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post