সমাজবিজ্ঞান ২য় পত্র ১০ম অধ্যায় বর্তমান সমাজের আরো একটি গুরুত্বপূর্ণ প্রত্যয় হচ্ছে উন্নয়ন। উন্নয়নও একধরনের পরিবর্তন। এ পরিবর্তন সমৃদ্ধির ও কল্যাণকর। সাধারণভাবে উন্নয়ন বলতে সার্বিকভাবে আর্থ-সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, মনস্তাত্ত্বিক ও পরিবেশগত উন্নয়নকে বুঝায়।
সনাতন উৎপাদন ব্যবস্থা থেকে আধুনিক উৎপাদন ব্যবস্থায় রূপান্তর প্রক্রিয়াকে উন্নয়ন বলা হয়। উন্নয়ন প্রক্রিয়ার বিশেষ রূপই হচ্ছে সামাজিক উন্নয়ন ও সামাজিক পরিবর্তন। সামাজিক উন্নয়ন হচ্ছে সমাজের মানুষের সমতাভিত্তিক উন্নয়ন। এখানে দারিদ্র বিমোচন, সম্পদের ন্যায়সঙ্গত বন্টন, মাথাপিছু আয়বৃদ্ধি, সঞ্চয়, মৌলিক চাহিদা পূরণের নিশ্চয়তা ইত্যাদি অন্তর্ভূক্ত।
সমাজবিজ্ঞান ২য় পত্র ১০ম অধ্যায়
সৃজনশীল প্রশ্ন ১ : রাহেলার বিয়ে হয় তিন বছর আগে। তার দিনমজুর স্বামী হঠাৎ অসুস্থ হয়ে মারা যায়। সন্তানদের নিয়ে তার কষ্টে দিন কাটে। এরপর স্থানীয় একটি বেসরকারি সংস্থা হতে কিছু টাকা নিয়ে সে হাঁস-মুরগীর খামার গড়ে তোলে। অন্যদিকে অভাবী সখিনা রাহেলার মত টাকা নিয়ে শাক-সবজির বাগান করে পরিবারের আয় বৃদ্ধি করছে। তাদের সন্তানেরা স্কুলে লেখাপড়া করছে।
ক. সরকারি সংস্থা কী?
খ. বৃক্ষ নিধনের ফলে কী সমস্যা সৃষ্টি হতে পারে?
গ. উদ্দীপকে বেসরকারি সংস্থার যে কার্যক্রম প্রতিফলিত হয়েছে তা ব্যাখ্যা করো।
ঘ. গ্রামীণ নারীদের আত্মকর্মসংস্থানে বেসরকারি সংস্থা কীভাবে ভূমিকা রাখে? বিশ্লেষণ করো।
১ নম্বর সৃজনশীল প্রশ্নের উত্তর
ক. সরকারি সংস্থা বলতে সম্পূর্ণরূপে সরকারি ব্যবস্থাপনায় পরিচালি প্রতিষ্ঠানকে বোঝায়।
খ. বৃক্ষ নিধনের ফলে নানা ধরনের প্রাকৃতিক সমস্যা সৃষ্টি হতে পারে। যেমন- বৃক্ষ নিধনের ফলে বায়ুমণ্ডলে কার্বন ডাই-অক্সাইপের পরিমাণ বৃদ্ধি পাবে এবং বিশ্ব ক্রমাগত উষ্ণ হবে। ফলাফলস্বরূপ, পরিবেশ তার ভারসাম্য হারাবে এবং ঘন ঘন খরা, বন্যা, ঘূর্ণিঝড়, ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগ দেখা দিবে, যা সমাজজীবনে নেতিবাচক প্রভাব বিস্তার এবং স্বাভাবিক জীবনযাত্রাকে ব্যাহত করবে।
গ. উদ্দীপকে বেসরকারি সংস্থার ঋণদানমূলক কার্যক্রম প্রতিফলিত হয়েছে। বেসরকারি সংস্থাসমূহ আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন ধরনের কার্যক্রম যেমন— গ্রামীণ উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, ঋণদান, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষার উন্নয়ন, টিকাদান কর্মসূচি, পরিবার পরিকল্পনা বাস্তবায়ন প্রভৃতি কর্মসূচি পরিচালনা করে থাকে। এগুলোর মধ্যে ঋণ প্রদান কর্মসূচি বেসরকারি সংস্থার অন্যতম একটি কার্যক্রম।
গ্রামীণ আর্থ সামাজিক অবস্থার উন্নয়নের লক্ষ্যে বেসরকারি সংস্থাগুলো বিভিন্ন খাতে ঋণ প্রদান করে থাকে। এসব খাতের মধ্যে রয়েছে- হাঁস-মুরগি পালন, ক্ষুদ্র ও কুটির শিল্প গঠন, মৎস্য চাষ, শাকসবজির বাগান, সার ক্রয়, গরু পালন ইত্যাদি। উদ্দীপকে দেখা যায়, রাহেলার স্বামীর মৃত্যুর পর সে বেসরকারি সংস্থা হতে কিছু টাকা নিয়ে হাঁস-মুরগির খামার গড়ে তুলে আর্থিকভাবে স্বচ্ছল হয়ে ওঠে।
আবার রাহেলার ন্যায় সখিনাও একইভাবে টাকা নিয়ে শাকসবজির বাগান গড়ে তুলে পরিবারের আয় বৃদ্ধিতে ভূমিকা রাখছে। পূর্বোক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায় যে, উদ্দীপকে বেসরকারি সংস্থার ঋণদানমূলক কার্যক্রম প্রতিফলিত হয়েছে।
ঘ. গ্রামীণ নারীদের আত্মকর্মসংস্থানের ক্ষেত্রে বেসরকারি সংস্থা প্রশিক্ষণ ও ঋণদানের মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। গ্রামীণ নারীদের আর্থ-সামাজিক অবস্থা উন্নয়নের মাধ্যমে নারীর ক্ষমতায়ন বৃদ্ধি বেসরকারি সংস্থার অন্যতম উদ্দেশ্য। এ লক্ষ্যে বেসরকারি সংস্থা গ্রামীণ নারীদের আত্মকর্মসংস্থানের প্রতি গুরুত্ব প্রদান করে।
এক্ষেত্রে বেসরকারি সংস্থাসমূহ নারীদেরকে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ প্রদান করে থাকে। যেমন- হাঁস-মুরগি পালন, ক্ষুদ্র ও কুটির শিল্প, মৎস্য চাষ, শাকসবজির বাগান প্রভৃতি ক্ষেত্রে গ্রামীণ দুস্থ, অসহায় ও দরিদ্র নারীদের প্রশিক্ষণ প্রদান করে থাকে। শুধু প্রশিক্ষণ প্রদান নয় বরং প্রশিক্ষণ শেষে ঋণের ব্যবস্থাও করে থাকে। যার ফলে প্রশিক্ষণপ্রাপ্তরা তাদের কার্যক্রম শুরু করতে পারে। এভাবে বেসরকারি সংস্থা গ্রামীণ নারীদের আত্মকর্মসংস্থানে ভূমিকা রাখে।
অতিরিক্ত সৃজনশীল প্রশ্ন
সৃজনশীল প্রশ্ন ২ : মিসেস আমিনা এবং মুনির সাহেব দুটি আলাদা প্রতিষ্ঠানের প্রধান ব্যক্তি। দেশি-বিদেশী বিভিন্ন উৎস থেকে টাকা সংগ্রহ করে মিসেস আমিনা গ্রামীণ দরিদ্র নারীদের আর্থ-সামাজিক উন্নয়নে ব্যবহার করেন। অন্যদিকে মুনির সাহেব গরীব, অশিক্ষিত ও অসহায় মানুষের কল্যাণে কাজ করেন, যা বিভিন্ন মন্ত্রণালয় থেকে সরাসরি মনিটরিং করা হয়।
ক. গ্রামীণ ব্যাংক কোন ধরনের সংস্থা?
খ. ‘কুমিল্লা মডেল’— বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকের মিসেস আমিনা কোন ধরনের প্রতিষ্ঠানে কাজ করেন? তোমার পাঠ্যবইয়ের আলোকে ব্যাখ্যা করো।
ঘ. বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে মিসেস আমিনা ও মুনির সাহেবদের প্রতিষ্ঠান একসাথে কাজ করলে সর্বাধিক সাফল্য অর্জিত হবে। তুমি কি একমত? উত্তরের সপক্ষে যুক্তি দাও।
সৃজনশীল প্রশ্ন ৩ : চিত্র-১: বেকার যুবক হাবিব সরকারি যুব উন্নয়ন একাডেমি থেকে মৎস্য চাষের ওপর প্রশিক্ষণ গ্রহণ করে। তারপর নিজ গ্রামের পতিত পুকুরে মাছ চাষের উদ্দেশ্যে ঋণদান প্রতিষ্ঠান থেকে ঋণ নেয়। মাছ চাষের মাধ্যমে এখন সে সচ্ছল।
চিত্র-২: বেকার যুবক বেলাল স্ত্রীর নামে গ্রামীণ ব্যাংক থেকে ঋণ নিয়ে সাংসারিক কাজে ব্যয় করে ফেলে। পরবর্তীতে ঋণের টাকা শোধ করতে আবারো তাকে ঋণ নিতে হয়।
ক. বাংলাদেশে অধিবাসীদের মধ্যে কোন নৃ-গোষ্ঠীর সদস্য সংখ্যা সবচেয়ে বেশি?
খ. বস্তুগত সংস্কৃতি কী?
গ. উদ্দীপকে যুবক হাবিবের বর্তমান অবস্থান সরকারি কোন উদ্যোগের ফল? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকের চিত্র-১ ও চিত্র-২ উভয় ক্ষেত্রে ঋণ নেওয়া হলেও ফলাফল দুই রকম হওয়ার কারণ কী? যুক্তিসহ তুলে ধরো।
সৃজনশীল প্রশ্ন ৪ : জনাব ‘খ’ ১৯৫৯ সালে একটি জেলায় একটি একাডেমি প্রতিষ্ঠা করেন। যার অন্যতম কাজ হলো সমাজ সম্পর্কে জরিপ করা, টার্গেট গ্রুপকে প্রশিক্ষণদান এবং পল্লি জনগণকে নিয়ে সমবায় সমিতি গঠন ইত্যাদি। পরবর্তীতে এটির আদলে সারাদেশে বিভিন্ন সরকারি বেসরকারি পল্লি উন্নয়ন কর্মসূচি গ্রহণ করা হয়।
ক. NGO-এর পূর্ণরূপ কী?
খ. সরকারি সংস্থা বলতে কী বোঝ?
গ. উদ্দীপকে জনাব ‘খ’-এর কোন প্রতিষ্ঠানের কথা বলা হয়েছে? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকের জনাব ‘খ’-এর প্রতিষ্ঠান বাংলাদেশে পল্লি উন্নয়নে বিভিন্ন সরকারি বেসরকারি কার্যক্রমের পথ প্রদর্শক- তুমি কি একমত? বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্ন ৫ : করিমন বেগম গণেশপুর ইউনিয়নের বাসিন্দা। মেঘনার করালগ্রাসে তার ভিটেমাটি সবই তলিয়ে গেছে। বাস্তুহারা করিমন বেগম এখন নিঃস্ব। স্বামী মারা গেছে সেই কবে। কিন্তু ধৈর্যের বাঁধ ভাঙেনি। তবুও ঘুরে দাঁড়ানোর স্বপ্ন তিনি দেখছেন। পাশের গ্রামের একটি সংস্থা (যে সংস্থাটি অলাভজনক স্বেচ্ছাসেবী হিসেবে পরিচিত) থেকে প্রশিক্ষণ এবং কিছু টাকা ঋণ নিয়েছেন। এই সংস্থার সহযোগিতায় তিনি ধীরে ধীরে আর্থ-সামাজিক উন্নয়নের চেষ্টা করছেন।
ক. সমবায়ের মূলনীতি কী?
খ. স্বনির্ভর আন্দোলন বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকের করিমন বেগমের ঘটনার আলোকে উক্ত সংস্থাটির কোন কার্যক্রম সম্পর্কে বলা হয়েছে? ব্যাখ্যা করো।
ঘ. বাংলাদেশের মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে উক্ত সংস্থার কতটুকু ভূমিকা রয়েছে বলে তুমি মনে কর? উত্তরের পক্ষে যুক্তি দাও।
সৃজনশীল প্রশ্ন ৬ : স্বামীর মৃত্যুর পর দিশেহারা করিমন বিবি তার প্রতিবেশীর সহায়তায় এমন একটি সংস্থার সদস্যভুক্ত হয়, যা ১৯৭২ সালে প্রতিষ্ঠিত হয় এবং যারা জীবিকার জন্য বছরে কমপক্ষে ১০০ দিন শ্রম বিক্রয় করে সেসব দরিদ্র জনগোষ্ঠীকে বিভিন্ন উপার্জনমূলক কাজের জন্য স্বল্প সুদে ঋণদান করে। এমনকি মাধ্যমিক স্কুল পর্যায়ে বিজ্ঞান ও ইংরেজি শিক্ষকদের বিষয়ভিত্তিক প্রশিক্ষণের জন্য সরকারকে সহায়তা করে সংস্থাটি।
ক. BRDB-এর পূর্ণরূপ কী?
খ. বেসরকারি সংস্থা বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকে করিমন বিবি যে বেসরকারি সংস্থার সদস্যভুক্ত হয়েছে তার কার্যক্রম ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে বর্ণিত সংস্থাটি সরকারের সাথে সমন্বয়ের মাধ্যমে সমাজ উন্নয়নের ক্ষেত্রে গতিশীল ভূমিকা পালন করে তোমার মতামত দাও।
সৃজনশীল প্রশ্ন ৭ : শফি তার গ্রামে অসহায় বয়স্ক জনগোষ্ঠীর স্বার্থে একটি সংস্থা গড়ে তোলেন। এই সংস্থার নাম দেন Soul of the old. সম্প্রতি এটি সরকারের NGO বিষয়ক ব্যুরো থেকে নিবন্ধিত হয়। স্থানীয় ও আন্তর্জাতিক বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান এই সংস্থায় চাঁদা প্রদান করেন। দুগ্ধ জনগোষ্ঠীকে নিয়মিত মাসিক ভাতা প্রদানের পাশাপাশি এটি প্রয়োজনে আর্থিক সাহায্য প্রদান করে।
ক. NGO এর পূর্ণরূপ লেখো।
খ. সামাজিক উন্নয়ন বলতে কী বোঝ?
গ. উদ্দীপকে উল্লিখিত Soul of the old কোন ধরনের সংস্থা? ব্যাখ্যা করো।
ঘ. উক্ত সংস্থাটি শফির গ্রামের সামাজিক উন্নয়নে কীরূপ ভূমিকা রাখতে পারে বলে তুমি মনে কর।
সৃজনশীল প্রশ্ন ৮ : ভ্যানচালক স্বামী দুর্ঘটনায় আহত হয়ে পঙ্গু জীবনযাপনে হিমশিম সোনাভান বিবি তার প্রতিবেশী কুলসুম বেওয়ার সহায়তায় এমন একটি বেসরকারি সংস্থার সদস্যভুক্ত হয় যা ১৯৭২ সালে প্রতিষ্ঠিত হয়েছে। যারা দরিদ্র ভূমিহীন পরিবার, প্রাকৃতিক দুর্যোগের শিকার, জীবিকার জন্য শ্রম বিক্রয় করে এমন জনগোষ্ঠীকে বিভিন্ন উপার্জনমূলক কাজের জন্য স্বল্প ঋণদান করে। উক্ত সংস্থাটির কার্যক্রম সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড ছাড়াও সরকারের বিভিন্ন জাতীয় কর্মকাণ্ডে সহায়তা করে থাকে।
ক. NGO এর পূর্ণরূপ কী?
খ. সরকারি সংস্থা বলতে কী বোঝ?
গ. উদ্দীপকে সোনাভান বিবি কোন বেসরকারি সংস্থার সদস্যভুক্ত হয়েছে? তার কার্যক্রম ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে বর্ণিত সংস্থাটি সরকারে সাথে সমন্বয়ের মাধ্যমে সমাজ উন্নয়নের ক্ষেত্রে গতিশীল ভূমিকা পালন করে তোমার মতামত দাও।
সৃজনশীল প্রশ্ন ৯ : বিশিষ্ট সমাজকর্মী ও সংগঠক ফজলে হাসান আবেদ ১৯৭২ সালে একটি সংগঠন গড়ে তোলেন। বর্তমানে এই সংগঠনের ন্যায়। বাংলাদেশে প্রায় ২০০০ দেশি-বিদেশি সংগঠন রয়েছে। এসব সংগঠন দেশের অনেক মানুষের বেকারত্ব দূর করার পাশাপাশি মানবাধিকার, স্বাস্থ্যসেবা ও নারীর ক্ষমতায়নসহ বিভিন্ন ক্ষেত্রে কাজ করছে।
ক. বাংলাদেশে কর্মরত বেসরকারি সংস্থাগুলোকে প্রধানত কয়ভাগে ভাগ করা হয়?
খ. উন্নয়নমূলক কর্মকাণ্ডে সরকারি ও বেসরকারি সংস্থা কীরূপ ভূমিকা পালন করে?
গ. উদ্দীপক দ্বারা কোন ধরনের সংগঠনকে নির্দেশ করা হয়েছে? ব্যাখ্যা করো।
ঘ. বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে উদ্দীপক দ্বারা নির্দেশকৃত সংগঠনসমূহের ভূমিকার মূল্যায়ন কর।
সৃজনশীল প্রশ্ন ১০ : লন্ডন প্রবাসী রায়হান সাহেব তার গ্রামের বাড়ি সিলেটে বেড়াতে এসে সেখানে কর্মরত একটি সরকারি সংস্থার ভূমিকা সম্পর্কে জানতে পারেন। সংস্থাটি গ্রামের অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে পরিচালিত হচ্ছে। খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্যে ১৯৭৫ সালে সংস্থাটি প্রতিষ্ঠিত হয়। তবে শুধু খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জন নয়, সার্বিক গ্রাম উন্নয়নই সংস্থাটির মূল লক্ষ্য।
ক. সামাজিক উন্নয়ন প্রত্যয়টি কখন থেকে ব্যবহৃত হতে থাকে?
খ. সরকারি সংস্থার বৈশিষ্ট্যসমূহ ব্যাখ্যা করো।
গ. উদ্দীপক দ্বারা বাংলাদেশের কোন সরকারি সংস্থার ভূমিকাকে ইঙ্গিত করা হয়েছে? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপক দ্বারা ইঙ্গিতকৃত সংস্থাটি পল্লি এলাকার আর্থ সামাজিক সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে – তুমি কি বক্তব্যটি সমর্থন কর? সুচিন্তিত মতামত দাও।
শিক্ষার্থীরা সমাজবিজ্ঞান ২য় পত্র ৯ম অধ্যায় সৃজনশীল প্রশ্নের উত্তর পেতে উপরের বাটনে ক্লিক করো। কোর্সটিকায় রয়েছে এইচএসসি সকল বিষয়ের সৃজনশীল প্রশ্নের উত্তর। যা তোমরা পিডিএফ ফাইলে ডাউনলোড করতে পারবে। তাই নিয়মিত আমাদের শীট ও সাজেশনগুলাের আপডেট পেতে কোর্সটিকার YouTube চ্যানেলটি SUBSCRIBE করে নাও।
Discussion about this post