এইচএসসি ২০২৫ শিক্ষার্থীদের কোর্সটিকায় স্বাগতম। প্রতিবছর এইচএসসি পরীক্ষার জন্য অনেক বড় সিলেবাস থাকে। সিলেবাস অনেক বড় থাকলেও সম্পূর্ণ সিলেবাস হতে কি প্রশ্ন পড়ে? না, সম্পূর্ণ সিলেবাস হতে প্রশ্ন পড়ে না। বরং, প্রতিটি অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ টপিক হতে অধিকাংশ প্রশ্ন আসে। তেমনই গুরুত্বপূর্ণ টপিক ও বোর্ড প্রশ্নগুলো যাচাই-বাছাই করে তোমাদের জন্য সমাজবিজ্ঞান ২য় পত্র ২য় অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর গুলো নিয়ে এসেছি।
একটা বইয়ের সকল অধ্যায়ের বোর্ড প্রশ্ন যাচাই-বাছাই করতে অনেক সময়ের প্রয়োজন হয়। অনেকের পক্ষে সেটি সম্ভব হয় না। তোমাদের জন্য বোর্ড প্রশ্ন যাচাই-বাছাই করে সমাজবিজ্ঞান প্রতিটি অধ্যায়ের সাজেশন গুলো আমরা বের করেছি। এইচএসসি প্রতিটি বইয়ের সাজেশন গুলো তোমরা এভাবে পড়লে তোমাদের পরীক্ষা প্রস্তুতি অনেকটা এগিয়ে যাবে।
সমাজবিজ্ঞান ২য় পত্র ২য় অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর
১. সংস্কৃতির ইংরেজি প্রতিশব্দ Culture শব্দটি প্রথম কে ব্যবহার করেন?
উত্তর: সংস্কৃতির ইংরেজি প্রতিশব্দ Culture শব্দটি প্রথম ব্যবহার করেন ব্রিটিশ দার্শনিক ফ্রান্সিস বেকন।
২. সংস্কৃতির ইংরেজি প্রতিশব্দটি কোন শব্দ থেকে এসেছে?
উত্তর: সংস্কৃতির ইংরেজি প্রতিশব্দ হলো Culture যা ল্যাটিন শব্দ Colere থেকে এসেছে।
৩. লেখা আবিষ্কার হয় কোন প্রত্নতাত্ত্বিক যুগে?
উত্তর: লেখা আবিষ্কার হয় লৌহ যুগে।
৪. সংস্কৃতি কি?
উত্তর: সংস্কৃতি হচ্ছে মানুষের সমগ্র জীবনাচরণ।
৫. মানুষের সমাজবদ্ধ হয়ে বসবাসের মূল কারণ কী?
উত্তর: মানুষের সমাজবদ্ধ হয়ে বসবাসের মূল কারণ হলো নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখা।
৬. বাংলাদেশের নাগরিক জীবনের অর্থনীতি কীসের ওপর নির্ভর করে?
উত্তর: বাংলাদেশের নাগরিক জীবনের অর্থনীতি কৃষির ওপর নির্ভর করে।
৭. লোকসাহিত্য কী?
উত্তর: কোনো সমাজের মানুষের মৌখিক সাহিত্যই হচ্ছে লোকসাহিত্য।
৮. ‘মানবসৃষ্ট সবকিছুর সমষ্টিই হলো সংস্কৃতি’– উক্তিটি কার?
উত্তর: ‘মানবসৃষ্ট সবকিছুর সমষ্টিই হলো সংস্কৃতি’– উক্তিটি করেছেন সমাজবিজ্ঞানী জোনস– Jones.
৯. সংস্কৃতি কী?
উত্তর: সংস্কৃতি হচ্ছে মানুষের সমগ্র জীবনাচরণ।
১০. সমাজ বলতে কী বোঝায়?
উত্তর: বস্তুগত সংস্কৃতি হচ্ছে মানুষের অর্জিত সেইসব গুণগত সাফল্য যার মাধ্যমে প্রধানত বোঝা যায় মানুষ প্রকৃতিকে কতটুকু আয়ত্তে এনেছে।
আজকে আমরা সমাজবিজ্ঞান ২য় পত্র ২য় অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর গুলো তোমাদের মাঝে শেয়ার করলাম। এগুলো পড়ার পাশাপাশি, কম সময়ে পরীক্ষায় ভালো করতে চাইলে পরীক্ষার কয়েকমাস আগে থেকে এইচএসসি ২০২৫ পরীক্ষার্থীদের জন্য সাজেশন গুলো পড়া শুরু করতে হবে। যাতে যথাসময়ে পড়া শেষ করা যায়। পরীক্ষায় আগের মাস হতে এইচএসসি মডেল টেস্ট গুলো পড়া শুরু করে দিতে হবে। এভাবে পড়লে তোমরা পরীক্ষা প্রস্তুতি হবে সহজ ও তোমরা পরীক্ষায় কমন পাবে বলে আমরা আশাবাদী।
আমাদের ওয়েবসাইটে তোমার প্রয়োজনীয় সাবজেক্টের প্রশ্নের উত্তর না পেলে কোর্সটিকা ফেসবুক পেজে ইনবক্স করতে পারো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post