এইচএসসি ২০২৫ শিক্ষার্থীদের কোর্সটিকায় স্বাগতম। প্রতিবছর এইচএসসি পরীক্ষার জন্য অনেক বড় সিলেবাস থাকে। সিলেবাস অনেক বড় থাকলেও সম্পূর্ণ সিলেবাস হতে কি প্রশ্ন পড়ে? না, সম্পূর্ণ সিলেবাস হতে প্রশ্ন পড়ে না। বরং, প্রতিটি অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ টপিক হতে অধিকাংশ প্রশ্ন আসে। তেমনই গুরুত্বপূর্ণ টপিক ও বোর্ড প্রশ্নগুলো যাচাই-বাছাই করে তোমাদের জন্য সমাজবিজ্ঞান ২য় পত্র ৩য় অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর গুলো নিয়ে এসেছি।
একটা বইয়ের সকল অধ্যায়ের বোর্ড প্রশ্ন যাচাই-বাছাই করতে অনেক সময়ের প্রয়োজন হয়। অনেকের পক্ষে সেটি সম্ভব হয় না। তোমাদের জন্য বোর্ড প্রশ্ন যাচাই-বাছাই করে সমাজবিজ্ঞান প্রতিটি অধ্যায়ের সাজেশন গুলো আমরা বের করেছি। এইচএসসি প্রতিটি বইয়ের সাজেশন গুলো তোমরা এভাবে পড়লে তোমাদের পরীক্ষা প্রস্তুতি অনেকটা এগিয়ে যাবে।
সমাজবিজ্ঞান ২য় পত্র ৩য় অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর
১. চাকার আবিষ্কার হয় কোন যুগে?
উত্তর: নব্যপ্রস্তর যুগে চাকার আবিষ্কার হয়।
২. কৃষির আবিষ্কার হয় কোন যুগে?
উত্তর: কৃষির আবিষ্কার হয় নব্যপ্রস্তর যুগে।
৩. সোমপুর বিহার কোথায় অবস্থিত?
উত্তর: সোমপুর বিহার নওগাঁ জেলার পাহাড়পুরে অবস্থিত।
৪. ‘হাইডেলবার্গ মানব’ কোন যুগের প্রতিনিধি?
উত্তর: ‘হাইডেলবার্গ মানব’ নিম্ন প্রাচীন প্রস্তর যুগের প্রতিনিধি।
৫. পশুপালন অর্থনীতির প্রবর্তন হয় কোন যুগে?
উত্তর: পশু পালন অর্থনীতির প্রবর্তন হয় নব্যপ্রস্তর যুগে।
৬. প্রথম লৌহশিল্পের ব্যবহার শুরু করে কারা?
উত্তর: প্রথম লৌহশিল্পের ব্যবহার শুরু করে এশিয়া মাইনরের হিট্রাইটরা।
৭. লৌহ যুগের প্রচলন শুরু হয় কত অব্দ হতে?
উত্তর: লৌহ যুগের প্রচলন শুরু হয় খ্রিষ্টপূর্ব ১৫০০ অব্দ হতে।
৮. উপমহাদেশের সবচেয়ে বড় আয়তনের বৌদ্ধবিহারের নাম কী?
উত্তর: উপমহাদেশের সবচেয়ে বড় আয়তনের বৌদ্ধবিহারের নাম পাহাড়পুরের ‘সোমপুর বিহার’।
৯. উয়ারি–বটেশ্বর কোথায় অবস্থিত?
উত্তর: উয়ারি–বটেশ্বর প্রত্নতাত্ত্বিক স্থানটি নরসিংদী জেলার বেলাবো উপজেলায় অবস্থিত।
১০. নব্যপ্রস্তর যুগের ইংরেজি প্রতিশব্দ কী?
উত্তর: নব্য প্রস্তর যুগের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ‘Neolithic age’ বা ‘New stone age’.
আজকে আমরা সমাজবিজ্ঞান ২য় পত্র ৩য় অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর গুলো তোমাদের মাঝে শেয়ার করলাম। এগুলো পড়ার পাশাপাশি, কম সময়ে পরীক্ষায় ভালো করতে চাইলে পরীক্ষার কয়েকমাস আগে থেকে এইচএসসি ২০২৫ পরীক্ষার্থীদের জন্য সাজেশন গুলো পড়া শুরু করতে হবে। যাতে যথাসময়ে পড়া শেষ করা যায়। পরীক্ষায় আগের মাস হতে এইচএসসি মডেল টেস্ট গুলো পড়া শুরু করে দিতে হবে। এভাবে পড়লে তোমরা পরীক্ষা প্রস্তুতি হবে সহজ ও তোমরা পরীক্ষায় কমন পাবে বলে আমরা আশাবাদী।
আমাদের ওয়েবসাইটে তোমার প্রয়োজনীয় সাবজেক্টের প্রশ্নের উত্তর না পেলে কোর্সটিকা ফেসবুক পেজে ইনবক্স করতে পারো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post