এইচএসসি ২০২৪ শিক্ষার্থীদের কোর্সটিকায় স্বাগতম। প্রতিবছর এইচএসসি পরীক্ষার জন্য অনেক বড় সিলেবাস থাকে। সিলেবাস অনেক বড় থাকলেও সম্পূর্ণ সিলেবাস হতে কি প্রশ্ন পড়ে? না, সম্পূর্ণ সিলেবাস হতে প্রশ্ন পড়ে না। বরং, প্রতিটি অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ টপিক হতে অধিকাংশ প্রশ্ন আসে। তেমনই গুরুত্বপূর্ণ টপিক ও বোর্ড প্রশ্নগুলো যাচাই-বাছাই করে তোমাদের জন্য সমাজবিজ্ঞান ২য় পত্র ৫ম অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর গুলো নিয়ে এসেছি।
একটা বইয়ের সকল অধ্যায়ের বোর্ড প্রশ্ন যাচাই-বাছাই করতে অনেক সময়ের প্রয়োজন হয়। অনেকের পক্ষে সেটি সম্ভব হয় না। তোমাদের জন্য বোর্ড প্রশ্ন যাচাই-বাছাই করে সমাজবিজ্ঞান প্রতিটি অধ্যায়ের সাজেশন গুলো আমরা বের করেছি। এইচএসসি প্রতিটি বইয়ের সাজেশন গুলো তোমরা এভাবে পড়লে তোমাদের পরীক্ষা প্রস্তুতি অনেকটা এগিয়ে যাবে।
সমাজবিজ্ঞান ২য় পত্র ৫ম অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর
১. যুক্তফ্রন্ট নির্বাচন কত সালে হয়?
উত্তর: ১৯৫৪ সালে যুক্তফ্রন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়।
২. ছয়–দফা কত সালে উত্থাপন করা হয়?
উত্তর: ছয়দফা ১৯৬৬ সালে উত্থাপন করা হয়।
৩. লাহোর প্রস্তাব পেশ করেন কে?
উত্তর: শেরে বাংলা এ কে ফজলুল হক লাহোর প্রস্তাব পেশ করেন।
৪. কোনটিকে ‘বাঙালি জাতির মুক্তির সনদ’ বলে অভিহিত করা হয়?
উত্তর: ১৯৬৬ সালের ছয় দফাকে ‘বাঙালি জাতির মুক্তির সনদ’ বলে অভিহিত করা হয়।
৫. মুসলিম লীগ কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তর: মুসলিম লীগ ১৯০৬ সালে প্রতিষ্ঠিত হয়।
৬. পাকিস্তান রাষ্ট্রের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
উত্তর: পাকিস্তান রাষ্ট্রের প্রতিষ্ঠাতা ছিলেন মুহাম্মদ আলী জিন্নাহ।
৭. কখন পাকিস্তান রাষ্ট্রটির জন্ম হয়?
উত্তর: ১৯৪৭ সালে পাকিস্তান রাষ্ট্রটির জন্ম হয়।
৮. ১৯৭০ সালের জাতীয় নির্বাচনে পূর্ব পাকিস্তানের মোট ভোটারের সংখ্যা কত ছিল?
উত্তর: ১৯৭০ সালের নির্বাচনে পূর্ব পাকিস্তানের মোট ভোটারের সংখ্যা ছিল ৩ কোটি ২২ লাখ।
৯. জাতীয়তাবাদ কী?
উত্তর: জাতীয়তাবাদ হচ্ছে মানসিক চেতনা বা অনুভূতি।
১০. কত সালে যুক্তফ্রন্ট গঠিত হয়?
উত্তর: ১৯৫৩ সালের ১৪ নভেম্বর যুক্তফ্রন্ট গঠিত হয়।
আজকে আমরা সমাজবিজ্ঞান ২য় পত্র ৫ম অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর গুলো তোমাদের মাঝে শেয়ার করলাম। এগুলো পড়ার পাশাপাশি, কম সময়ে পরীক্ষায় ভালো করতে চাইলে পরীক্ষার কয়েকমাস আগে থেকে এইচএসসি ২০২৪ পরীক্ষার্থীদের জন্য সাজেশন গুলো পড়া শুরু করতে হবে। যাতে যথাসময়ে পড়া শেষ করা যায়। পরীক্ষায় আগের মাস হতে এইচএসসি মডেল টেস্ট গুলো পড়া শুরু করে দিতে হবে। এভাবে পড়লে তোমরা পরীক্ষা প্রস্তুতি হবে সহজ ও তোমরা পরীক্ষায় কমন পাবে বলে আমরা আশাবাদী।
আমাদের ওয়েবসাইটে তোমার প্রয়োজনীয় সাবজেক্টের প্রশ্নের উত্তর না পেলে কোর্সটিকা ফেসবুক পেজে ইনবক্স করতে পারো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post