এইচএসসি ২০২৫ শিক্ষার্থীদের কোর্সটিকায় স্বাগতম। প্রতিবছর এইচএসসি পরীক্ষার জন্য অনেক বড় সিলেবাস থাকে। সিলেবাস অনেক বড় থাকলেও সম্পূর্ণ সিলেবাস হতে কি প্রশ্ন পড়ে? না, সম্পূর্ণ সিলেবাস হতে প্রশ্ন পড়ে না। বরং, প্রতিটি অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ টপিক হতে অধিকাংশ প্রশ্ন আসে। তেমনই গুরুত্বপূর্ণ টপিক ও বোর্ড প্রশ্নগুলো যাচাই-বাছাই করে তোমাদের জন্য সমাজবিজ্ঞান ২য় পত্র ৬ষ্ঠ অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর গুলো নিয়ে এসেছি।
একটা বইয়ের সকল অধ্যায়ের বোর্ড প্রশ্ন যাচাই-বাছাই করতে অনেক সময়ের প্রয়োজন হয়। অনেকের পক্ষে সেটি সম্ভব হয় না। তোমাদের জন্য বোর্ড প্রশ্ন যাচাই-বাছাই করে সমাজবিজ্ঞান প্রতিটি অধ্যায়ের সাজেশন গুলো আমরা বের করেছি। এইচএসসি প্রতিটি বইয়ের সাজেশন গুলো তোমরা এভাবে পড়লে তোমাদের পরীক্ষা প্রস্তুতি অনেকটা এগিয়ে যাবে।
সমাজবিজ্ঞান ২য় পত্র ৬ষ্ঠ অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর
১. Globalization শব্দের বাংলা প্রতিশব্দ কী?
উত্তর: Globalization শব্দের বাংলা প্রতিশব্দ ‘বিশ্বায়ন’।
২. জনসংখ্যার ঘনত্ব কোন সমাজে বেশি?
উত্তর: জনসংখ্যার ঘনত্ব শহুরে সমাজে বেশি।
৩. গ্রামীণ জনগোষ্ঠীর প্রধান পেশা কোনটি?
উত্তর: গ্রামীণ জনগোষ্ঠীর প্রধান পেশা কৃষি।
৪. সিন্ধু সভ্যতার কেন্দ্রস্থল কোথায় অবস্থিত?
উত্তর: সিন্ধু সভ্যতার কেন্দ্রস্থল পাকিস্তানের সিন্ধু প্রদেশের লারকানা জেলায় সিন্ধু নদের উপকূলে অবস্থিত।
৫. গ্রামীণ সমাজে সামাজিক স্তরবিন্যাসের মূল ভিত্তি কী?
উত্তর: গ্রামীণ সমাজে সামাজিক স্তরবিন্যাসের মূল ভিত্তি হলো ভূমি মালিকানা।
৬. বর্গাচাষি কারা?
উত্তর: যেসব কৃষক সামান্য পরিমাণ ভূমির মালিক এবং তার সাথে ধনী কৃষকের জমি বর্গা নিয়ে চাষ করে তারাই বর্গাচাষি।
৭. বাংলাদেশে কত শতাংশ লোক গ্রামে বাস করে?
উত্তর: বাংলাদেশে তিন–চতুর্থাংশ লোক গ্রামে বাস করে।
৮. মধ্যবিত্ত শ্রেণি বলতে কাদেরকে বোঝায়?
উত্তর: মধ্যবিত্ত শ্রেণি বলতে সাধারণত সীমিত আয়ের শিক্ষিত চাকরিজীবী শ্রেণিকে বোঝায়।
৯. কোন দেশের ভূগোলবিদ নগরীয় জনপদের ব্যবহারিক শ্রেণিবিন্যাস উপস্থাপন করেছেন?
উত্তর: আমেরিকান ভূগোলবিদ হ্যারিস নগরীয় জনপদের ব্যবহারিক শ্রেণিবিন্যাস উপস্থাপন করেছেন।
১০. বাংলাদেশের প্রকৃত পরিচয় কোনটি?
উত্তর: গ্রামীণ বাংলাদেশই হলো বাংলাদেশের প্রকৃত পরিচয়।
আজকে আমরা সমাজবিজ্ঞান ২য় পত্র ৬ষ্ঠ অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর গুলো তোমাদের মাঝে শেয়ার করলাম। এগুলো পড়ার পাশাপাশি, কম সময়ে পরীক্ষায় ভালো করতে চাইলে পরীক্ষার কয়েকমাস আগে থেকে এইচএসসি ২০২৫ পরীক্ষার্থীদের জন্য সাজেশন গুলো পড়া শুরু করতে হবে। যাতে যথাসময়ে পড়া শেষ করা যায়। পরীক্ষায় আগের মাস হতে এইচএসসি মডেল টেস্ট গুলো পড়া শুরু করে দিতে হবে। এভাবে পড়লে তোমরা পরীক্ষা প্রস্তুতি হবে সহজ ও তোমরা পরীক্ষায় কমন পাবে বলে আমরা আশাবাদী।
আমাদের ওয়েবসাইটে তোমার প্রয়োজনীয় সাবজেক্টের প্রশ্নের উত্তর না পেলে কোর্সটিকা ফেসবুক পেজে ইনবক্স করতে পারো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post