এইচএসসি ২০২৫ শিক্ষার্থীদের কোর্সটিকায় স্বাগতম। প্রতিবছর এইচএসসি পরীক্ষার জন্য অনেক বড় সিলেবাস থাকে। সিলেবাস অনেক বড় থাকলেও সম্পূর্ণ সিলেবাস হতে কি প্রশ্ন পড়ে? না, সম্পূর্ণ সিলেবাস হতে প্রশ্ন পড়ে না। বরং, প্রতিটি অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ টপিক হতে অধিকাংশ প্রশ্ন আসে। তেমনই গুরুত্বপূর্ণ টপিক ও বোর্ড প্রশ্নগুলো যাচাই-বাছাই করে তোমাদের জন্য সমাজবিজ্ঞান ২য় পত্র ৭ম অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর গুলো নিয়ে এসেছি।
একটা বইয়ের সকল অধ্যায়ের বোর্ড প্রশ্ন যাচাই-বাছাই করতে অনেক সময়ের প্রয়োজন হয়। অনেকের পক্ষে সেটি সম্ভব হয় না। তোমাদের জন্য বোর্ড প্রশ্ন যাচাই-বাছাই করে সমাজবিজ্ঞান প্রতিটি অধ্যায়ের সাজেশন গুলো আমরা বের করেছি। এইচএসসি প্রতিটি বইয়ের সাজেশন গুলো তোমরা এভাবে পড়লে তোমাদের পরীক্ষা প্রস্তুতি অনেকটা এগিয়ে যাবে।
সমাজবিজ্ঞান ২য় পত্র ৭ম অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর
১. বিধবা বিবাহ কী?
উত্তর: বিবাহ হচ্ছে সমাজ স্বীকৃত পন্থায় নির্দিষ্ট কিছু আচার–অনুষ্ঠান পালনের মাধ্যমে নারী–পুরুষের একত্রে বসবাস, সন্তান উৎপাদন ও প্রতিপালনের সুষম ব্যবস্থা।
২. অনুলোম বিবাহ কী?
উত্তর: যখন উচ্চ বংশজাত পাত্রের সঙ্গে নিম্নশ্রেণির কন্যার বিবাহ তখন তাকে অনুলোম বিবাহ বলে।
৩. চাকমা সমাজের সর্বোচ্চ সংগঠন কী?
উত্তর: চাকমা সমাজের সর্বোচ্চ সংগঠন ‘চাকমা সার্কেল’।
৪. “Marriage and the Family” গ্রন্থটি কার লেখা?
উত্তর: “Marriage and the Family” গ্রন্থটির লেখক এম. নিমকফ।
৫. আকারের ভিত্তিতে বাংলাদেশে কয় ধরনের পরিবার দেখা যায়?
উত্তর: আকারের ভিত্তিতে বাংলাদেশে দুই ধরনের পরিবার দেখা যায়। যথা– একক ও বহু–স্ত্রী বিবাহ।
৬. আকারের ভিত্তিতে পরিবার কত ধরনের হয়?
উত্তর: আকারের ভিত্তিতে পরিবার তিন ধরনের হয়।
৭. পিতৃবাস পরিবারে মূলত কোন নীতি অনুসরণ করা হয়ে থাকে?
উত্তর: পিতৃবাস পরিবারে মূলত পিতৃবাস নীতি অনুসরণ করা হয়।
৮. জ্ঞাতি সম্পর্ক কী?
উত্তর: ব্যক্তির পারস্পরিক সম্পর্কই হলো জ্ঞাতি সম্পর্ক।
৯. রবিন ফকস প্রদত্ত Kinship–এর সংজ্ঞাটি লেখ।
উত্তর: রবিন ফকস প্রদত্ত Kinship–এর সংজ্ঞাটি হলো– ‘জ্ঞাতি সম্পর্ক বলতে আত্মীয়স্বজন বা জ্ঞাতিজনের মধ্যকার সম্পর্ককেই বোঝায়।’
১০. মাতৃবাস পরিবার কী?
উত্তর: বিয়ের পর স্বামী–স্ত্রী যদি স্ত্রীর বাবার বাড়িতে বসবাস করে তাকে মাতৃবাস পরিবার বলে।
আজকে আমরা সমাজবিজ্ঞান ২য় পত্র ৭ম অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর গুলো তোমাদের মাঝে শেয়ার করলাম। এগুলো পড়ার পাশাপাশি, কম সময়ে পরীক্ষায় ভালো করতে চাইলে পরীক্ষার কয়েকমাস আগে থেকে এইচএসসি ২০২৫ পরীক্ষার্থীদের জন্য সাজেশন গুলো পড়া শুরু করতে হবে। যাতে যথাসময়ে পড়া শেষ করা যায়। পরীক্ষায় আগের মাস হতে এইচএসসি মডেল টেস্ট গুলো পড়া শুরু করে দিতে হবে। এভাবে পড়লে তোমরা পরীক্ষা প্রস্তুতি হবে সহজ ও তোমরা পরীক্ষায় কমন পাবে বলে আমরা আশাবাদী।
আমাদের ওয়েবসাইটে তোমার প্রয়োজনীয় সাবজেক্টের প্রশ্নের উত্তর না পেলে কোর্সটিকা ফেসবুক পেজে ইনবক্স করতে পারো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post