সমাজবিজ্ঞান ২য় পত্র ৭ম অধ্যায় : সমাজবিজ্ঞানের অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রত্যয়ের মধ্যে পরিবার, বিবাহ এবং জ্ঞাতিসম্পর্ক বিশেষভাবে উল্লেখযোগ্য। পরিবার, বিবাহ এবং জ্ঞাতিসম্পর্ক প্রত্যয়সমূহ একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত। বিবাহের মাধ্যমে পরিবারের সৃষ্টি হয়। পরিবার এবং বিবাহ সম্পর্কিত সম্পর্কের সাথে জ্ঞাতিসম্পর্ক ঘনিষ্টভাবে সম্পর্কযুক্ত। বিবাহ হচ্ছে নির্দিষ্ট বন্ধন যা মূলত সংশ্লিষ্ট নারী-পুরষের সমাজ, সংস্কৃতি এবং ধর্মের নিয়মানুযায়ী তৈরি একটি চুক্তি। এ চুক্তির ফলে সংশ্লিষ্ট তারা একত্রে বসবাস করার বৈধতা এবং সন্তান-সন্ততি লাভ করার অধিকার অর্জন করে।
এই সম্পর্কের ফলে তাদের মধ্যে অধিকার ও কতর্ব্যের বন্ধন তৈরি হয়। অন্যদিকে, পরিবার হচ্ছে এমন একটি সামাজিক প্রতিষ্ঠান যেখানে বিবাহ, রক্তের সম্পর্ক অথবা দত্তক ব্যবস্থার মাধ্যমে কিছু ব্যক্তি একত্রিত হয়ে একই গৃহস্থালিতে বসবাস করে। পরিবারে বসবাসকারী সদস্যগণ পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে অভিন্ন সংস্কৃতির বন্ধনে আবদ্ধ হয়ে যথাযথ সামাজিক দায়-দায়িত্ব ও ভূমিকা পালন করে। জ্ঞাতিসম্পর্ক বলতে রক্ত, বিবাহ, বন্ধুত্ব, কাল্পনিক, দত্তক ইত্যাদি সূত্রে আবদ্ধ ব্যক্তিদের মধ্যে সম্পর্ককে বোঝায় এবং যার ফলে জ্ঞাতিসম্পর্কের মানুষের মধ্যে পারস্পরিক মিথষ্ক্রিয়ার সৃষ্টি হয়।
সমাজবিজ্ঞান ২য় পত্র ৭ম অধ্যায়
সৃজনশীল প্রশ্ন ১ : প্রবাসী কমল দীর্ঘদিন পর গ্রামে ফিরে এসে অবাক হয়ে যান। গ্রামের ঘরে ঘরে বিদ্যুতের ব্যবহার হচ্ছে। ডিস-অ্যান্টেনার কারণে গ্রামের মানুষ বিশ্বের বিভিন্ন দেশের অনুষ্ঠান উপভোগ করছে। মেয়েরা বিদ্যালয় ও কলেজে যাচ্ছে। গ্রামের অনেকেই সরকারি ও বেসরকারি সংস্থায় চাকুরি করছে। কৃষকরা ঘরে বসেই কৃষির বিভিন্ন তথ্য জানতে পারছে মোবাইলের মাধ্যমে।
ক. Globalization শব্দের বাংলা প্রতিশব্দ কী?
খ. জেন্ডার ধারণাটি কেন ব্যবহৃত হয়?
গ. উদ্দীপকে গ্রামীণ সমাজজীবনের কোন কোন ক্ষেত্রে পরিবর্তন এসেছে? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকের গ্রামের মানুষের পেশা পরিবর্তনের কারণ বিশ্লেষণ করো।
১ নম্বর সৃজনশীল প্রশ্নের উত্তর
ক. Globalization শব্দের বাংলা প্রতিশব্দ ‘বিশ্বায়ন’।
খ. নারী ও পুরুষের মধ্যে বিদ্যমান সামাজিক পার্থক্যকে বোঝাতে জেন্ডার (Gender) ধারণাটি ব্যবহৃত হয়। বিংশ শতাব্দীর ৭০-এর দশকে নারীবাদী চিন্তাবিদদের (ফ্রাসোয়া দ্যো এবোনে, মারাই বুকিন, ডেল প্লামউড প্রমুখ) দ্বারা জেন্ডার ধারণাটি বিকাশ লাভ করে। জেন্ডার শব্দটির আভিধানিক অর্থ লিঙ্গ। কিন্তু উন্নয়নের দৃষ্টিকোণ থেকে জেন্ডার শব্দটি ভিন্ন ও ব্যাপকতর অর্থে ব্যবহৃত হয়। মূলত নারী-পুরুষের মধ্যে সমাজসৃষ্ট প্রভেদ বা পার্থক্যকে বোঝাতেই জেন্ডার ধারণার অবতারণা হয়। এছাড়া নারী ও পুরুষের পারস্পরিক সম্পর্ক নির্ধারণের ক্ষেত্রেও জেন্ডার ধারণাটি ব্যবহৃত হয়।
গ উদ্দীপকে উল্লিখিত গ্রামীণ সমাজজীবনের আর্থ-সামাজিক ও প্রযুক্তিগত ক্ষেত্রে পরিবর্তন এসেছে। বর্তমানে প্রযুক্তিগত উন্নতির ফলে শহুরে জীবনের পাশাপাশি গ্রামীণ দেখা যায়। আবার প্রযুক্তিগত উন্নয়নের ফলেই গ্রামের মানুষ এখন ঘরে বসে বিশ্বের বিভিন্ন দেশের আর্থ-সামাজিক ও সংস্কৃতির সাথে পরিচিত হচ্ছে।
সমাজজীবনেও মানব জীবনের ধারা পাল্টে গেছে। যেমন- প্রযুক্তির অন্যতম ফল হচ্ছে বিদ্যুতের আবিষ্কার। গ্রামের ঘরে ঘরে এখন বিদ্যুতের ব্যবহার ফলে তাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন হচ্ছে এবং তারা আত্মসচেতন হয়ে উঠছে। এর প্রত্যক্ষ ফল হিসেবে গ্রামীণ সমাজজীবনে শিক্ষার হার বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে মেয়েরা উচ্চ শিক্ষায় নিজেদের শিক্ষিত করে তুলছে। এসব শিক্ষিত জনগোষ্ঠী সরকারি ও বেসরকারি সংস্থায় চাকরি করার সুযোগ পাচ্ছে, যা কি না গ্রামীণ সমাজজীবনের আর্থ-সামাজিক কাঠামোর ক্ষেত্রেও মৌলিক পরিবর্তন সাধন করছে।
উদ্দীপকের প্রবাসী কমল দীর্ঘদিন পর গ্রামে ফিরে এসে গ্রামীণ সমাজজীবনে যে সকল পরিবর্তন লক্ষ করছেন, তা মূলত পূর্বে আলোচিত গ্রামীণ সমাজজীবনের আর্থ-সামাজিক ও প্রযুক্তিগত পরিবর্তনকেই নির্দেশ করে।
ঘ. উদ্দীপকের গ্রামের মানুষের পেশা পরিবর্তনের অন্যতম কারণ হলো- তথ্য-প্রযুক্তির উন্নয়ন। আমরা জানি, গ্রামীণ অর্থনীতি মূলত কৃষিনির্ভর। গ্রামের অধিকাংশ মানুষ কৃষিকাজের মাধ্যমে তাদের জীবিকা নির্বাহ করে থাকে। কিন্তু বর্তমানে গ্রামীণ সমাজজীবনে ব্যাপক পরিবর্তন লক্ষ করা যায়। আর এ পরিবর্তন অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক প্রভৃতির মাধ্যমে প্রতিফলিত হয়। এসব পরিবর্তনের মধ্যে পেশাগত পরিবর্তন অন্যতম।
এ পরিবর্তনের পেছনে তথ্য-প্রযুক্তির উন্নয়নই মূল ভূমিকা পালন করছে। বর্তমানে তথ্য-প্রযুক্তির চরম উন্নয়নের ফলে সমগ্র বিশ্ব এখন হাতের নাগালে। যেমনটা আমরা উদ্দীপকের গ্রামে দেখতে পাই। সেখানকার সমাজজীবনে বিদ্যুৎ ও ডিস-অ্যান্টেনার ব্যবহারের ফলে মানুষের জীবনধারা পাল্টে গেছে। বিভিন্ন দেশের সমাজ-সংস্কৃতি সম্পর্কে জ্ঞান লাভের ফলে তাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন হচ্ছে। ফলে তারা কুসংস্কার ও গোড়ামি ছেড়ে আধুনিক জীবনযাপনে আগ্রহী উঠছে।
আর আধুনিক জীবনযাপনে আগ্রহী হওয়ায় গ্রামবাসীরা তাদের সনাতন পেশা কৃষি ছেড়ে অন্য পেশা গ্রহণ করছে। শুধু তাই নয়, তাদের ছেলেমেয়েরা উচ্চ শিক্ষায় শিক্ষিত হচ্ছে এবং এসকল শিক্ষিত জনগোষ্ঠী বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থায় চাকরি করছে। উপরিউক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায় যে, তথ্য-প্রযুক্তির উন্নতির ফলে গ্রামবাসীদের চিন্তা-চেতনায় ব্যাপক পরিবর্তন এসেছে, যার প্রত্যক্ষ ফল হিসেবে তারা তাদের পেশা পরিবর্তন করছে। যেমনটা উদ্দীপকের ক্ষেত্রে পরিলক্ষিত হয়।
অতিরিক্ত সৃজনশীল প্রশ্ন
সৃজনশীল প্রশ্ন ২ : তাসলিমা একটি বস্তিতে রুম নিয়ে বসবাস করে। পোশাক তৈরির কারখানায় সে কাজ করে। কোনো রকমে তার দিন চলে যায়। তার ছোট ভাই রফিককেও তার কাে এনে রাখতে চেয়েছিল। কিন্তু সে রাজি নয়, কারণ মাঠে ফসল ফলানোতেই সে বেশি আনন্দ পায়।
ক. জনসংখ্যার ঘনত্ব কোন সমাজে বেশি?
খ. ‘প্রান্তিক চাষী বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকের তাসলিমা যে সমাজে বসবাস করে সেই সমাজের মানুষের জীবন-জীবিকা ব্যাখ্যা করো।
ঘ. রফিকের বসবাসকৃত সমাজের পরিবর্তনশীল অর্থনৈতিক ব্যবস্থার কারণ বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্ন ৩ : রসুলপুর গ্রামের করিম শেখ বিশাল ভূসম্পত্তির মালিক। তিনি অনেক জমি বর্গা দেন, আবার কিছু জমি ক্ষেতমজুর দিয়ে চাষ করান। স্বচ্ছল ব্যক্তি করিম শেখের গ্রামে যথেষ্ট প্রভাব-প্রতিপত্তি। ক্ষমতাসীন রাজনৈতিক দলের স্থানীয় নেতা জামালের প্রভাব-প্রতিপত্তিও কম নয়। করিম শেখকে কয়েকবার জমি সংক্রান্ত বিবাদ মীমাংসার জন্য জামালের নিকট যেতে হয়েছে। এদিকে গ্রামের উচ্চশিক্ষিত তরুণ সমাজকর্মী মাজেদ সম্প্রতি বিপুল ভোটে ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়েছে।
ক. গ্রামীণ জনগোষ্ঠীর প্রধান পেশা কোনটি?
খ. গ্রামীণ সমাজে সামাজিক গতিশীলতা তুলনামূলকভাবে কম কেন?
গ. গ্রামীণ সমাজের ভূমিভিত্তিক সামাজিক স্তরবিন্যাসে উদ্দীপকের করিম শেখের অবস্থান ব্যাখ্যা কর।
ঘ. “উদ্দীপকে রসুলপুর গ্রামের ক্ষমতা কাঠামোয় সনাতন উপাদানের গুরুত্ব হ্রাস পাচ্ছে”— তোমার মতামত দাও।
সৃজনশীল প্রশ্ন ৪ : মির্জাপুর গ্রামের অর্ধেকটা জুড়েই তালুকদার বংশের আবাস। হাসান তালুকদার তাদের মধ্যে প্রভাবশালী এবং সারা এলাকায় তার অনেক দাপট। গ্রামে তিনি অনেক ভূ-সম্পত্তির মালিক। শহরেও তার বিশাল বাড়ি ও সম্পত্তি আছে বিধায় মাঝে মাঝেই শহরে থাকেন। একদিন শহরের এক বিজয় দিবসের অনুষ্ঠানে গিয়ে দেখেন তার গ্রাম থেকেই শহরে আসা সাধারণ পরিবারের সন্তান সরকারদল সাংসদ মহিবুর রহমান প্রধান অতিথি। সেই অনুষ্ঠানে তিনি শুধুই একজন সাধারণ সুধী।
ক. সিন্ধু সভ্যতার কেন্দ্রস্থল কোথায় অবস্থিত?
খ. জেন্ডার বৈষম্য বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকে গ্রামীণ সমাজে হাসান তালুকদারের দাপুটে ভূমিকার কারণ কী বলে তুমি মনে কর? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে গ্রামীণ ও শহুরে সমাজে হাসান তালুকদারের অবস্থানগত যে বৈপরীত্য ফুটে উঠেছে তার পেছনের কারণগুলো যুক্তিসহ ব্যাখ্যা কর।
সৃজনশীল প্রশ্ন ৫ : গণি মিয়া গ্রামের একজন প্রভাবশালী ব্যক্তি। তার ক্ষেত খামারে গ্রামের বেশির ভাগ কৃষক কাজ করে থাকে। মূলত তার জমিতে সবাই বর্গাচাষি হিসাবে কাজ করে। তারই এক বন্ধু শহরে থাকে। তিনি শহরের বিশিষ্ট শিল্পপতি ও রাজনীতিবিদ। এলাকায় নেতা হিসেবে তার বেশ নামডাক। তার কথায় মুহূর্তেই হাজার লোক জড়ো হয়।
ক. গ্রামীণ সমাজে সামাজিক স্তরবিন্যাসের মূল ভিত্তি কী?
খ. বর্গাচাষি বলতে কী বোঝ?
গ. উদ্দীপকে গ্রামীণ ও শহরে স্তরবিন্যাসের যে দিকটি প্রকাশ পেয়েছে তা ব্যাখ্যা করো।
ঘ. ‘গণি মিয়া ও তার বন্ধুর সামাজিক স্তরবিন্যাসে ভিন্ন ভিন্ন উপাদান কাজ করে’- বক্তব্যটি বিশ্লেষণ করো।
সৃজনশীল ৬ : সুমির দাদা গ্রামে অনেক জমির মালিক। প্রায় ১০-১২ জন বর্গাচাষি তার জমিতে কাজ করে। এবার শীতকালীন ছুটিতে গ্রামে বেড়াতে গিয়ে সুমি লক্ষ করল, এখানকার মানুষ বেশ আন্তরিক। তারা বেশ সহজ-সরল ও ধর্মভীরু। পাড়া-প্রতিবেশীরা পিঠা বানানোর সময় তার দাদিকে স্বতঃস্ফূর্তভাবে সাহায্য করছে। তবে বেশিরভাগ পরিবার কৃষিনির্ভর হওয়ায় বর্ধিত পরিবারই এখানে প্রাধান্য পেয়েছে।
ক. বর্গাচাষি কারা?
খ. চাপসৃষ্টিকারী দল বলতে কী বোঝ?
গ. গ্রামীণ সামাজিক স্তরবিন্যাসে উদ্দীপকের সুমির দাদার অবস্থান ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে উল্লিখিত গ্রামীণ সমাজের বৈশিষ্ট্যসমূহের সাথে নগর সমাজের বৈশিষ্ট্যের তুলনামূলক আলোচনা করো।
সৃজনশীল প্রশ্ন ৭ : আবহমানকাল থেকেই রূপনারায়ণপুরের মানুষ কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করে। পার্শ্ববর্তী হরিচন্দ্রপুর এলাকার তুলনায়। রূপনারায়ণপুরের জনবসতি অনেক কম। অন্যদিকে হরিচন্দ্রপুরের জনসংখ্যা বেশি হলেও নাগরিক জীবনের প্রায় সকল সুযোগ-সুবিধা সেখানে পাওয়া যায়।
ক. বাংলাদেশে কত শতাংশ লোক গ্রামে বাস করে?
খ. মহাজনি দাদন ব্যবসায় বলতে কী বুঝ?
গ. উদ্দীপকের রূপনারায়ণপুর এলাকার বিবরণ দ্বারা কীরূপ সমাজের পরিচয় ফুটে উঠেছে? ব্যাখ্যা করো।
ঘ. রূপনারায়ণপুর ও হরিচন্দ্রপুর এলাকার মধ্যে চমৎকার আন্তঃসম্পর্ক বিদ্যমান- তুমি কি বক্তব্যটি সমর্থন কর? সুচিন্তিত মতামত দাও।
সৃজনশীল প্রশ্ন ৮ : মেহের মণ্ডল একজন ধনী কৃষক ও স্বনামধন্য মাতব্বর। কালিপুর মৌজায় তার অনেক জমিজমা রয়েছে। প্রত্যন্ত এলাকায় বাস করলেও তিনি সন্তান-সন্ততিদের উচ্চ শিক্ষায় শিক্ষিত করেছেন। তার বড় ছেলে জাহিদ ঢাকায় একটি গার্মেন্টস ফ্যাক্টরির মালিক।
ক. মধ্যবিত্ত শ্রেণি বলতে কাদেরকে বোঝায়?
খ. ক্ষমতার ভিত্তিতে নগর সমাজের সামাজিক স্তরগুলো কী কী? বর্ণনা করো।
গ. উদ্দীপকের মেহের মণ্ডলের অবস্থানের ভিত্তিতে কোন সমাজের সামাজিক স্তরবিন্যাসের রূপ ফুটে উঠেছে? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকের জাহিদ সাহেব যে সমাজের প্রতিনিধিত্ব করেন, তার সাথে মেহের মণ্ডলের সমাজের পার্থক্য তুলে ধরো।
সৃজনশীল প্রশ্ন ৯ : দীপনের বসবাসরত এলাকাটি গতিময় ও নিত্য পরিবর্তনশীল বিকাশমুখী জীবনযাত্রার মূর্ত প্রতীক। এখানে পাশাপাশি বসবাসরত মানুষের মধ্যেও তেমন পরিচয় নেই। সমাজবিজ্ঞানী ওয়েবার এরূপ এলাকাকে কতকগুলো বৈশিষ্ট্যের ভিত্তিতে সংজ্ঞায়িত করেছেন।
ক. কোন দেশের ভূগোলবিদ নগরীয় জনপদের ব্যবহারিক শ্রেণিবিন্যাস উপস্থাপন করেছেন?
খ. শহুরে সমাজে সামাজিক মিথস্ক্রিয়ার প্রকৃতি কীরূপ?
গ. উদ্দীপকে কীরূপ সমাজের পরিচয় ফুটে উঠেছে? ব্যাখ্যা করো।
ঘ. উক্ত সমাজের বৈশিষ্ট্যসমূহ তুলে ধরো।
সৃজনশীল প্রশ্ন ১০ : কালু, শেখ সুন্দরপুর গ্রামের সবচেয়ে বেশি জমির মালিক জমি থেকে প্রাপ্ত ফসল দিয়ে পরিবারের ভরণপোষণের প্রয়োজন মিটিয়ে উদ্বৃত্ত যা থাকে তা বিক্রি করে তিনি প্রচুর অর্থ উপার্জন করেন। একই গ্রামের মামুন মিয়া নিজের সবটুকু জমিতে কঠিন পরিশ্রম করে পরিবারের ভরণপোষণ চালান। কিন্তু তিনি কারও জমি বর্গায় চাষ করেন। না।
ক. বাংলাদেশের প্রকৃত পরিচয় কোনটি?
খ. শহর বলতে কী বোঝায়?
গ. কালু শেখ কোন শ্রেণির কৃষক? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে নির্দেশিত কৃষক শ্রেণি ব্যতীত অন্য কোনো কৃষক শ্রেণির কথা তোমার জানা আছে কি? পঠিত বিষয়ের আলোকে মতামত দাও।
শিক্ষার্থীরা সমাজবিজ্ঞান ২য় পত্র ৭ম অধ্যায় সৃজনশীল প্রশ্নের উত্তর পেতে উপরের বাটনে ক্লিক করো। কোর্সটিকায় রয়েছে এইচএসসি সকল বিষয়ের সৃজনশীল প্রশ্নের উত্তর। যা তোমরা পিডিএফ ফাইলে ডাউনলোড করতে পারবে। তাই নিয়মিত আমাদের শীট ও সাজেশনগুলাের আপডেট পেতে কোর্সটিকার YouTube চ্যানেলটি SUBSCRIBE করে নাও।
Discussion about this post