সমাজবিজ্ঞান ২য় পত্র ৮ম অধ্যায় : কৃষিভিত্তিক গ্রামীণ জীবন হচ্ছে চিরায়ত বাংলার হাজার বছরের ঐতিহ্য। এদেশের সমাজ, সংস্কৃতি, অর্থনীতি সবকিছু গ্রামীণ ও কৃষিভিত্তিক উৎপাদন ব্যবস্থা দ্বারা প্রভাবিত। কিন্তু সমাজ একটি জায়গায় স্থির থাকে না। বহমান নদী যেমন সাগরের দিকে ছুটে চলে, তেমনি সমাজও সামনের দিকে অগ্রসর হয়, পরিবর্তিত হয়।
বস্তুত প্রকৃতিগতভাবেই সমাজ পরিবর্তনশীল। মানুষের চেষ্টা ও চাহিদার সাথে সমন্বয় রেখে এ পরিবর্তন সাধিত হয়। তবে স্থান ও কালভেদে সমাজ পরিবর্তনের গতি ও মাত্রা সমান হয় না। এ পরিবর্তন কোথাও দ্রুত হয় আবার কোথাও মন্থর। আবার অনেক সময় দেখা যায় একই সমাজের সকল অংশে সমান গতিতে পরিবর্তন হয় না।
যেমন- বাংলাদেশের গ্রামীণ সমাজের বিভিন্ন অঞ্চল এবং ভৌগোলিক অবস্থান ভেদে সংশ্লিষ্ট জনগোষ্ঠীর পরিবর্তনের গতি বহুমাত্রিক। সমাজের যে অংশে শিল্পায়ন ও শহরায়ণের প্রভাব, শিক্ষার সম্প্রসারণ, প্রযুক্তিবিদ্যার প্রয়োগ ও উনড়বত যোগাযোগসহ নানা ধরনের প্রয়োজনীয় অবকাঠামো ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থা বিদ্যমান সে অঞ্চলে দ্রুত পরিবর্তন ঘটে
সমাজবিজ্ঞান ২য় পত্র ৮ম অধ্যায়
সৃজনশীল প্রশ্ন ১ : রাজশাহী বিভাগের জেলা শহরের একটি প্রাইভেট কোম্পানিতে চাকুরি করেন জামান সাহেব। সম্প্রতি এই জেলা শহরে অনেক কলকারখানা গড়ে উঠেছে। শহরের বাইরের মানুষ এখন আর চাষাবাদে পূর্বের মতো আগ্রহী নয়। ইটের তৈরি বাড়িঘরে প্রায় মানুষ বসবাস করছে। বিগত দশ বছরের তুলনায় মানুষের জীবনযাত্রার মান বৃদ্ধি পেয়েছে।
ক. Ageism শব্দের অর্থ কী?
খ. টেকসই উন্নয়ন বলতে কী বোঝ?
গ. উদ্দীপকে শহরের সামাজিক পরিবর্তনে যে উপাদানটি লক্ষ করা যায় তার ব্যাখ্যা দাও।
ঘ. উদ্দীপকে কলকারখানার ব্যাপক বিস্তার কৃষিক্ষেত্র ছাড়াও আর কোন কোন ক্ষেত্রে প্রভাব বিস্তার করছে বলে তুমি মনে কর? মতামত দাও।
১ নম্বর সৃজনশীল প্রশ্নের উত্তর
ক. Ageism একটি সমাজতাত্ত্বিক প্রত্যয় বা ধারণা যার অর্থ হলো বয়স বৈষম্যবাদ।
খ. টেকসই উন্নয়ন বলতে দীর্ঘমেয়াদী উন্নয়নকে বোঝায়। ১৯৯২ সালে ব্রাজিলের রিও-ডি-জেনেইরোতে (রিও-তে) যে ধরিত্রী সম্মেলন (Earth Summit) অনুষ্ঠিত হয় সেখানে গৃহীত Agenda-21-এ টেকসই উন্নয়নের সংজ্ঞায় বলা হয়— ‘টেকসই উন্নয়ন হচ্ছে অর্থনৈতিক অগ্রগতি, সামাজিক বিকাশ এবং পরিবেশ সংরক্ষণে সমন্বিত ব্যবস্থা এবং এটি বাস্তবায়িত হবে মানুষকে কেন্দ্র করে। ২০১২ সালে রিও-তেই অনুষ্ঠিত রিও+২০ সম্মেলনে গৃহীত ‘The Future We Want’-এ এই সংজ্ঞা পুনর্ব্যক্ত করা হয় এবং এর মানবকেন্দ্রিকতাকে গুরুত্ব দেয়া হয়।
গ. উদ্দীপকে রাজশাহী বিভাগের জেলা শহরের সামাজিক পরিবর্তনের ক্ষেত্রে ‘শিল্পায়ন ও নগরায়ণ’ উপাদানটির ভূমিকা লক্ষ করা যায়। সাধারণ অর্থে, শিল্পায়ন বলতে এমন একটি প্রক্রিয়াকে বোঝায়, যে প্রক্রিয়ায় যান্ত্রিক পদ্ধতিতে অকৃষিজ পণ্য উৎপাদিত হয়। অর্থাৎ, বিজ্ঞান ও প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে বৃহৎ ও ব্যাপকহারে উৎপাদন করার প্রক্রিয়াই হচ্ছে শিল্পায়ন। শিল্পায়নের ফলে কৃষিভিত্তিক অর্থনীতির পরিবর্তে শিল্পভিত্তিক অর্থনীতির প্রচলন শুরু হয়।
এর পাশাপাশি জীবনের সকলক্ষেত্রে যন্ত্রের ব্যাপক ব্যবহার পরিলক্ষিত হয়। অন্যদিকে, নগরায়ণ হলো শিল্পায়নের ফল। সাধারণভাবে নগরায়ণ বলতে এমন একটি প্রক্রিয়াকে বোঝায়, যাতে কোনো একটি এলাকার মানুষ কৃষিজ পেশার পরিবর্তে অকৃষিজ পেশায় জীবিকা নির্বাহ করে এবং আধুনিক সুযোগ সুবিধার কারণে সেখানে অনেক লোকের ঘনবসতি গড়ে ওঠে। উদ্দীপকে লক্ষণীয় যে, রাজশাহী বিভাগের জেলা শহরে কলকারখানা গড়ে ওঠায় মানুষ এখন আর আগের মতো চাষাবাদে আগ্রহী নয়।
এছাড়া বাসস্থানের প্রকৃতিতে পরিবর্তন সাধিত হওয়ার পাশাপাশি জীবনযাত্রার মানও বৃদ্ধি পেয়েছে, যা নিঃসন্দেহে শিল্পায়ন ও নগরায়ণের প্রত্যক্ষ ফলাফলের সাথে সম্পৃক্ত। উপর্যুক্ত আলোচনা শেষে বলা যায় যে, উদ্দীপকের শহরের সামাজিক পরিবর্তনে শিল্পায়ন ও নগরায়ণের ভূমিকা পরিলক্ষিত হয়।
ঘ. উদ্দীপকে কলকারখানার ব্যাপক বিস্তার কৃষিক্ষেত্র ছাড়াও কর্মসংস্থান, বাসস্থান ও জীবনযাত্রার মানের ওপর প্রভাব বিস্তার করেছে বলে আমি মনে করি। শিল্পায়ন ও নগরায়ণ উভয়ই অকৃষিজ পেশার সাথে সম্পৃক্ত। যে অঞ্চলে শিল্পায়ন তথা কলকারখানা গড়ে ওঠে, সেখানে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হওয়ায় মানুষ কৃষিকাজে আগ্রহ হারিয়ে ফেলে এবং অকৃষিজ পেশায় নিজেকে নিয়োজিত করে।
আবার শিল্পায়নের অত্যাবশকীয় ফল হলো নগরায়ণ। এর ফলে বাসস্থানের প্রকৃতিতেও পরিবর্তন সাধিত হয়। মানুষ মাটি, ছন বা কাঠের তৈরি ঘরবাড়ির পরিবর্তে ইট দ্বারা নির্মিত বাড়িঘরে বসবাস করতে আরম্ভ করে। এছাড়া শিল্পায়ন তথা কলকারখানা গড়ে ওঠায় মানুষের আয়ের পরিমাণও বৃদ্ধি পায়। ফলে স্বাভাবিকভাবেই তাদের সঞ্চয়ের পরিমাণও বৃদ্ধি পায়, যা তাদের জীবনযাত্রার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
উদ্দীপকে লক্ষণীয় যে, রাজশাহী বিভাগের জেলা শহরে কলকারখানা গড়ে ওঠার ফলে মানুষ অকৃষিজ পেশার সাথে জড়িত হচ্ছে, তাদের বাসস্থানের প্রকৃতিতেও পরিবর্তন সাধিত হয়েছে। পাশাপাশি তাদের জীবনযাত্রার মানও বৃদ্ধি পেয়েছে যা মূলত শিল্পায়ন ও নগরায়ণের কারণেই সম্ভবপর হয়েছে। পরিশেষে বলা যায় যে, শিল্পায়ন তথা কলকারখানার ব্যাপক বিস্তার রাজশাহী বিভাগের জেলা শহরের কৃষিক্ষেত্র ছাড়াও কর্মসংস্থান, বাসস্থান ও জীবনযাত্রার ওপর প্রভাব বিস্তার করেছে।
অতিরিক্ত সৃজনশীল প্রশ্ন
সৃজনশীল প্রশ্ন ২ : নাসির এবং তার আরও দশজন বন্ধু কৃষি বিষয়ে উচ্চ শিক্ষার জন্য বিদেশে যায়। বিদেশে থাকাকালীন তারা তাদের বাবা মায়ের সাথে মোবাইল, ফেসবুক, ই-মেইল ইত্যাদির মাধ্যমে প্রতিদিন যোগাযোগ করত। বর্তমানে তারা এদেশে উন্নতজাতের ধান উৎপাদনের জন্য গবেষণা করে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করার কাজে নিয়োজিত রয়েছে।
ক. ‘সামাজিক পরিবর্তন কী?
খ. জেন্ডার প্রত্যয়টির ধারণা ব্যাখ্যা করো।
গ. নাসির ও তার বন্ধুদের তাদের বাবা-মায়ের সাথে যোগাযোগ করতে পারা কোন ধরনের সামাজিক পরিবর্তনের প্রভাব? ব্যাখ্যা করো।
ঘ. নাসির ও তার বন্ধুর উচ্চ শিক্ষা শেষে বর্তমান কার্যক্রম বিশ্বায়নেরই প্রভাব । তুমি কি একমত? যুক্তিসহ বিশ্লেষণ করো।
সৃহজ্জ প্রশ্ন ৩ : শিমুলিয়া গ্রামের মানুষ এখন আর যাত্রাগান, পালাগানের আসরে তেমন যায় না। তারা ঘরে বসে টেলিভিশনেই পাচ্ছে বিনোদনের সব উপকরণ। আকাশ সংস্কৃতির উত্তাল স্রোতে আমাদের মাটি ও মানুষের গান ভাটিয়ালী, জারিগান, সারিগান আজ বিলুপ্তির পথে। ঐতিহ্যবাহী শাড়ি, লুঙ্গি, ফতুয়ার জায়গা দখল করছে সালোয়ার-কামিজ, জিন্স, টিশার্ট। বিদেশি ঘরানার খাদ্যের তোড়ে ‘মাছে ভাতে বাঙালি’ প্রবাদটি তলিয়ে যাচ্ছে। ক্রিকেটের জোয়ারে হাডুডু, কাবাডি, গোল্লাছুট খেলার কথা সবাই ভুলতে বসেছে।
ক. ই-কমার্স কী?
খ. জনসংখ্যার হ্রাস-বৃদ্ধি কীভাবে সামাজিক পরিবর্তনের সাথে সম্পর্কিত? ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে প্রতিফলিত বাংলাদেশের গ্রামীণ সংস্কৃতির উপাদানসমূহ চিহ্নিত করো।
ঘ. উদ্দীপকে শিমুলিয়া গ্রামের সামাজিক পরিবর্তনে বিশ্বায়নের প্রভাব বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্ন ৪ : আগে গ্রামীণ গৃহিণীদের লাকড়ির চুলায় রান্না করতে গিয়ে যেখানে ধোঁয়ায় কষ্ট পেতে হতো সেখানে এখন তারা রাইস কুকার, কারি কুকার, ওয়াটার হিটার, মাইক্রোওয়েভ ওভেন ব্যবহার করতে পেরে জীবনকে সহজ করে ফেলেছে। তাদের অনেকের অবসর বিনোদনের সঙ্গী এখন টিভি সিরিয়াল। শিশু-কিশোররাও এখন খেলার মাঠের চেয়ে ইন্টারনেট, মোবাইল ফোন, ট্যাব, ল্যাপটপ বা টিভিকে বিনোদন উপকরণ হিসেবে বেশি পছন্দ করছে।
ক. ১৯৭০-এর নির্বাচনে পূর্ব পাকিস্তান জাতীয় পরিষদে আওয়ামী লীগ কয়টি আসন লাভ করে?
খ. যৌতুক প্রথা বলতে কী বোঝ?
গ. উদ্দীপকে গ্রামীণ গৃহিণীদের জীবনযাত্রার পরিবর্তনের পেছনে কোন কারণটি মুখ্য বলে তুমি মনে কর? মতামত দাও।
ঘ. উদ্দীপকে শিশু-কিশোরদের বিনোদন মাধ্যম হিসেবে যে বিকল্প ফুটে উঠেছে তার ভালো-মন্দ দিক ব্যাখ্যা করো।
সৃজনশীল প্রশ্ন ৫ : মোহন সরদার বাগেরহাট জেলা শহরের পাশেই বসবাস করেন। সম্প্রতি তার বাড়ির চারপাশে অনেক কলকারখানা গড়ে উঠেছে। সেখানকার মানুষ এখন আর ক্ষেতে খামারে কাজ করে না। এলাকার ঘরবাড়িগুলোর ধরনও গত পাঁচ বছরে অনেক পাল্টে গেছে। বর্তমানে প্রায় সব বাড়িই ইটের তৈরি। তবে মোহন সরদার মনে করেন, তার এলাকার মানুষের জীবনযাত্রার মান বৃদ্ধি পেলেও নিরাপত্তা অনেক কমে গেছে।
ক. প্রযুক্তির ক্রমোন্নতিতে আমাদের সমাজব্যবস্থায় কয় ধরনের।ফলাফল দেখতে পাওয়া যায়?
খ. শিল্পায়নের ফলে কীভাবে সামাজিক পরিবর্তন ঘটে? করো ব্যাখ্যা
গ. মোহন সরদারের এলাকায় সামাজিক পরিবর্তনের যে উপাদানটি লক্ষ করা যায় তার ব্যাখ্যা দাও।
ঘ. মোহন সরদারের এলাকার কলকারখানা ও ইটের তৈরি ঘরবাড়ি জনজীবনে ব্যাপক প্রভাব বিস্তারে সক্ষম – বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্ন ৬ : দেলপাড়া ও ভূইগড় পাশাপাশি দুটি গ্রাম। এই আধুনিক সময়েও ভূইগড় গ্রামটির কোনো পরিবর্তন লক্ষ করা যায় না। অপরদিকে দেলপাড়া গ্রামটি দেখতে এখন আর গ্রাম মনে হয় না। পুরো গ্রামজুড়েই দোকানপাট, মাঝে মধ্যে রয়েছে বিভিন্ন কলকারখানা। এ এলাকার মানুষ এখন আর কৃষি পেশার ওপর নির্ভর করে না। শুধু তাই নয়, দেশের অন্য স্থান থেকেও মানুষ এসে দেলপাড়া গ্রামে বসবাস শুরু করেছে।
ক. নগরায়ণ কী?
খ. শিল্পায়ন কীভাবে আমাদের দেশের বেকারত্ব দূর করতে পারে?
গ. যে কারণে দেশের অন্য স্থান থেকে মানুষ দেলপাড়া গ্রামে এসে বসবাস শুরু করেছে তা পাঠ্যবইয়ের আলোকে ব্যাখ্যা করো।
ঘ. ‘কলকারখানা স্থাপনের মাধ্যমে বাংলাদেশের যে কোনো গ্রামকে দেলপাড়া গ্রামের মতো উন্নত করা সম্ভব।’- উক্তিটির যথার্থতা নিরূপণ করো।
সৃজনশীল প্রশ্ন ৭ : ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশের অভ্যুদয় ঘটে। স্বাধীন-সার্বভৌম এ দেশটি ভৌগোলিক কারণে নানা সময়ে বিভিন্ন ধরনের দুর্যোগের সম্মুখীন হয়েছে। যেমন ২০০৭ সালের ১৫ নভেম্বর ঘূর্ণিঝড় ‘সিডর’ দেশটির দক্ষিণাঞ্চলে আঘাত হানায় জনগণের জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল।
ক. নগরায়ণের উদ্দেশ্য কী?
খ. আধুনিক তথ্য ও প্রযুক্তি কীভাবে শিশুর সামাজিকীকরণে প্রভাব ফেলে? ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে সামাজিক পরিবর্তনের কোন কোন ধরনের পরিচয় ফুটে উঠেছে? ব্যাখ্যা করো।
ঘ. সামাজিক পরিবর্তনের ক্ষেত্রে তুমি কি শুধু উদ্দীপক দ্বারা ইঙ্গিতকৃত ধরনগুলোই দেখতে পাও? মতামত দাও।
সৃজনশীল প্রশ্ন ৮ : বলেশ্বর নদীর উপর সেতু নির্মিত হওয়ার পর পাথরঘাটা এলাকায় বেশকিছু ছোট ছোট শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠেছে। ওই এলাকার নারী-পুরুষরা এ শিল্প প্রতিষ্ঠানগুলোতে কাজে নিয়োজিত হয়ে নিজেদের অর্থনৈতিক অবস্থার বেশ উন্নতি সাধন করেছে।
ক. সামাজিক পরিবর্তন প্রধানত কত প্রকার?
খ. সামাজিক পরিবর্তন বলতে কী বোঝ?
গ. উদ্দীপকের পাথরঘাটা এলাকার সামাজিক পরিবর্তনের ক্ষেত্রে কোন কারণটি কার্যকর হয়েছে? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকের পাথরঘাটা এলাকার সামাজিক পরিবর্তনের পেছনে যে কারণটিকে ইঙ্গিত করা হয়েছে, তা ব্যতীত অন্য কারণগুলো বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্ন ৯ : সম্প্রতি প্রকাশিত পরিবেশ দূষণ সম্পর্কিত একটি রিপোর্ট পড়ে সুবর্ণ জানতে পারে, আধুনিক বিশ্বের বিভিন্ন রাষ্ট্র ও সমাজের মধ্যে বহুবিধ সংযোগ ও সম্পর্ক স্থাপিত হওয়ায় উৎপাদন প্রক্রিয়ায়, বিশেষত কৃষি উৎপাদনের ওপর অধিক মাত্রায় চাপ সৃষ্টি হচ্ছে। এছাড়া মানুষের ভোগ প্রবণতারও পরিবর্তন হচ্ছে। উৎপাদন প্রক্রিয়া ও ভোগ প্রবণতার এই পরিবর্তনের ফলে প্রাকৃতিক পরিবেশের জন্য ক্ষতিকর উপাদানও বৃদ্ধি পাচ্ছে। এর ফলে বর্তমানে প্রাকৃতিক পরিবেশ অনেক বেশি হুমকির সম্মুখীন হয়ে পড়েছে।
ক. সামাজিক পরিবর্তন কী?
খ. সামাজিক পরিবর্তনের ভৌগোলিক কারণ ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে সামাজিক পরিবর্তনের ক্ষেত্রে কোন বিষয়ের নেতিবাচক প্রভাবের ইঙ্গিত রয়েছে? ব্যাখ্যা করো।
ঘ. সমাজের ওপর উদ্দীপক দ্বারা ইঙ্গিতকৃত বিষয়ের কি কোনো ইতিবাচক প্রভাব আছে? উত্তরের সপক্ষে যুক্তি দাও।
সৃজনশীল প্রশ্ন ১০ : দীর্ঘদিন প্রবাস জীবন শেষে আমিন সাহেব দেশে ফিরে আসেন এবং গ্রামের বাড়িতে যান। এক সময় এ গ্রামে ফসল আবাদের জন্য বৃষ্টির অপেক্ষা, গরমে হাতপাখার প্রচলন এবং বিনোদনের জন্য রেডিওই ছিল অন্যতম মাধ্যম। কিন্তু বর্তমানে এসব ক্ষেত্রে উন্নত পানির পাম্প, শ্যালো মেশিন, সিলিং ফ্যান এবং ঘরে ঘরে টেলিভিশনের ব্যাপক ব্যবহার লক্ষণীয়।
ক. অর্থনৈতিক নিয়ন্ত্রণবাদের মূল কথা কী?
খ. পেশা নির্বাচনের ক্ষেত্রে বিশ্বায়ন কীরূপ ভূমিকা রাখছে? ব্যাখ্যা করো।
গ. আমিন সাহেবের ঘটনায় সমাজবিজ্ঞানের যে প্রত্যয়টির ইঙ্গিত পাওয়া যায় তা ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকের বর্ণনায় উক্ত প্রত্যয়টির তুমি কী ধরনের পরিবর্তন লক্ষ করছো? বিশ্লেষণ করো।
শিক্ষার্থীরা সমাজবিজ্ঞান ২য় পত্র ৮ম অধ্যায় সৃজনশীল প্রশ্নের উত্তর পেতে উপরের বাটনে ক্লিক করো। কোর্সটিকায় রয়েছে এইচএসসি সকল বিষয়ের সৃজনশীল প্রশ্নের উত্তর। যা তোমরা পিডিএফ ফাইলে ডাউনলোড করতে পারবে। তাই নিয়মিত আমাদের শীট ও সাজেশনগুলাের আপডেট পেতে কোর্সটিকার YouTube চ্যানেলটি SUBSCRIBE করে নাও।
Discussion about this post