এইচএসসি ২০২৫ শিক্ষার্থীদের কোর্সটিকায় স্বাগতম। প্রতিবছর এইচএসসি পরীক্ষার জন্য অনেক বড় সিলেবাস থাকে। সিলেবাস অনেক বড় থাকলেও সম্পূর্ণ সিলেবাস হতে কি প্রশ্ন পড়ে? না, সম্পূর্ণ সিলেবাস হতে প্রশ্ন পড়ে না। বরং, প্রতিটি অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ টপিক হতে অধিকাংশ প্রশ্ন আসে। তেমনই গুরুত্বপূর্ণ টপিক ও বোর্ড প্রশ্নগুলো যাচাই-বাছাই করে তোমাদের জন্য সমাজবিজ্ঞান ২য় পত্র ৯ম অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর গুলো নিয়ে এসেছি।
একটা বইয়ের সকল অধ্যায়ের বোর্ড প্রশ্ন যাচাই-বাছাই করতে অনেক সময়ের প্রয়োজন হয়। অনেকের পক্ষে সেটি সম্ভব হয় না। তোমাদের জন্য বোর্ড প্রশ্ন যাচাই-বাছাই করে সমাজবিজ্ঞান প্রতিটি অধ্যায়ের সাজেশন গুলো আমরা বের করেছি। এইচএসসি প্রতিটি বইয়ের সাজেশন গুলো তোমরা এভাবে পড়লে তোমাদের পরীক্ষা প্রস্তুতি অনেকটা এগিয়ে যাবে।
সমাজবিজ্ঞান ২য় পত্র ৯ম অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর
১. জ্ঞাতি সম্পর্ক কয় প্রকার?
উত্তর: জ্ঞাতি সম্পর্ক ৪ প্রকার। যথা– রক্তসম্পর্কিত, বৈবাহিক, কাল্পনিক এবং প্রথাগত।
২. মাদকাসক্তি কী?
উত্তর: মাদকাসক্তি বলতে এমন এক দ্রব্যসমগ্রী ব্যবহারকে বোঝায়, যা সেবনকারী ব্যক্তির মানসিক ও ব্যবহারিক আচরণকে প্রভাবিত করে এবং দ্রব্যসামগ্রির ওপর ব্যক্তি আসক্ত হয়ে পড়ে।
৩. শব্দ দূষন কী?
উত্তর: মাত্রাতিরিক্ত অনিয়ন্ত্রিত শব্দ যা মানুষের শারীরবৃত্তীয় কাজকর্মকে প্রভাবিত করে এবং বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করে তাকে শব্দ দূষন বলে।
৪. NGO–এর পূর্ণরূপ কী?
উত্তর: NGO–এর পূর্ণরূপ হলো Non-Government Organisation.
৫. বেসরকারি সংস্থা কী?
উত্তর: বেসরকারি সংস্থা হলো অলাভজনক সেবা প্রতিষ্ঠান যা শিক্ষামূলক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিয়োজিত থাকে।
৬. বার্ধক্য সমস্যা কী?
উত্তর: বার্ধক্য জীবনে পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক এবং মনস্তাত্ত্বিক দিকের সমস্যাই হচ্ছে বার্ধক্য সমস্যা।
৭. নয়াবাস পরিবার কী?
উত্তর: বিবাহের পর নবদম্পতি যদি নতুন কোনো আবাস স্থলে বসবাস করে অর্থাৎ স্বামীর বাবার বাড়ি কিংবা স্ত্রীর বাবার বাড়িতে বসবাস না করে, তবে তাকে নয়াবাস পরিবার বলে।
৮. আবহাওয়া কী?
উত্তর: কোনো একটি বিশেষ সময়ে কোনো স্থানের বায়ুমণ্ডলের তাপমাত্রা, বায়ুর চাপ, কুয়াশা, শিলাবৃষ্টি, তুষারপাত, বৃষ্টিপাত, আর্দ্রতা সম্পর্কিত অবস্থাকে আবহাওয়া বলে।
৯. যৌথ পরিবার কী?
উত্তর: বর্ধিত পরিবারের কর্তার সাথে যদি এক বা একাধিক ভাই এবং তাদের সন্তান–সন্ততি ও নিকটাত্মীয় থাকে তবে তাকে যৌথ পরিবার বলে।
১০. কর্মজীবী নারী কাকে বলে?
উত্তর: যেসব নারী সাধারণত বাড়ির বাইরে নিয়মিত চাকরির মাধ্যমে বেতন, মজুরি বা অন্যান্য আয় অর্জন করে তাদেরকে কর্মজীবী নারী বলে।
আজকে আমরা সমাজবিজ্ঞান ২য় পত্র ৯ম অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর গুলো তোমাদের মাঝে শেয়ার করলাম। এগুলো পড়ার পাশাপাশি, কম সময়ে পরীক্ষায় ভালো করতে চাইলে পরীক্ষার কয়েকমাস আগে থেকে এইচএসসি ২০২৫ পরীক্ষার্থীদের জন্য সাজেশন গুলো পড়া শুরু করতে হবে। যাতে যথাসময়ে পড়া শেষ করা যায়। পরীক্ষায় আগের মাস হতে এইচএসসি মডেল টেস্ট গুলো পড়া শুরু করে দিতে হবে। এভাবে পড়লে তোমরা পরীক্ষা প্রস্তুতি হবে সহজ ও তোমরা পরীক্ষায় কমন পাবে বলে আমরা আশাবাদী।
আমাদের ওয়েবসাইটে তোমার প্রয়োজনীয় সাবজেক্টের প্রশ্নের উত্তর না পেলে কোর্সটিকা ফেসবুক পেজে ইনবক্স করতে পারো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post