সমাজবিজ্ঞান ২য় পত্র ১ম অধ্যায় mcq : মানব সমাজকে বুঝতে হলে এবং সমাজ কাঠামো অনুধাবন করতে হলে সমাজবিজ্ঞান চর্চার বিকল্প নেই। সমাজ কাঠামো, সামাজিক পরিবর্তনের গতিধারা, সামাজিক পরিবর্তনের কারণ, সামাজিক সমস্যা সংক্রান্ত বিষয়াদি, পরিবার, রাষ্ট্র, সম্পত্তি, সামাজিক শ্রেণি, ধর্ম-বর্ণ ইত্যাদি বিষয় সম্পর্কে সম্যক ধারণা এবং বিশ্লেষণে সমাজবিজ্ঞান চর্চার গুরুত্ব অপরিসীম।
বাংলাদেশের প্রাচীন সমাজ ব্যবস্থা এবং এর গতি প্রকৃতি সমাজবিজ্ঞান অধ্যয়নের পটভূমি তৈরি করেছে। বাংলাদেশের মানুষের সংস্কৃতি, সংস্কৃতির পরিবর্তন, সামাজিক পরিবর্তন, রাজনীতির দর্শন, ঐতিহাসিক দর্শন ইত্যাদি বিষয় সমাজবিজ্ঞান চর্চার পটভূমি তৈরি করেছে।
সমাজবিজ্ঞান ২য় পত্র ১ম অধ্যায় mcq
১. ‘আকবরনামা’ গ্রন্থের লেখক কে?
ক. সম্রাট আকবর
● আবুল ফজল
গ. রাজা রামমোহন রায়
ঘ. আল-বেরুনী
২. বাংলাদেশে সমাজবিজ্ঞানের প্রতিষ্ঠাতা বলা হয় কাকে?
ক. অজিত কুমার সেন
● এ কে নাজমুল করিম
গ. রাধাকমল মুখার্জী
ঘ. লেভি স্ট্রস
৩. ‘সমাজবিজ্ঞান সমীক্ষণ’ বইটির রচয়িতা কে?
● ড. এ কে নাজমুল করিম
খ. অধ্যাপক আফসার উদ্দিন
গ. অধ্যাপক ফজলুর রশিদ হক
ঘ. ড. রংগলাল সেন
৪. ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগ কত সালে প্রতিষ্ঠিত হয়?
ক. ১৯৫৮ সালে
● ১৯৫৭ সালে
গ. ১৯৫৯ সালে
ঘ. ১৯৬০ সালে
৫. বাংলাদেশে সমাজবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তার উপযুক্ত কারণ হলো—
i. বাংলাদেশের সমাজ, সভ্যতা ও সংস্কৃতি সম্পর্কে জানার জন্য
ii. বাংলাদেশের পরিবার, বিবাহ ও সামাজিক সমস্যা সম্পর্কে জানার জন্য
iii. বাংলাদেশের অতীত ইতিহাস সম্পর্কে জানার জন্য
নিচের কোনটি সঠিক?
● i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৬. বাংলাদেশের দারিদ্র্য দূরীকরণে সমাজবিজ্ঞান পাঠ প্রয়োজনীয়, কেননা সমাজবিজ্ঞান-
i. কোনো সমস্যার কারণ বিশ্লেষণ করে
ii. পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে সহায়ক
iii. অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করে
নিচের কোনটি সঠিক?
● i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৭. ‘আইন-ই-আকবরী’ গ্রন্থটি কোন ভারতীয় সমাজবিজ্ঞানীর রচনা?
ক. সম্রাট আকবর
● আবুল ফজল
গ. রাজা রামমোহন রায়
ঘ. আল-বেরুনী
৮. কখন থেকে বাংলাদেশের সাংস্কৃতিক কর্মকাণ্ডের ধারাবাহিক ইতিহাস পাওয়া যায়?
ক. নবম শতকের প্রথমদিকে
● অষ্টম শতকের মাঝামাঝি
গ. সপ্তম শতকের শেষদিকে
ঘ. ষষ্ঠ শতকের মাঝামাঝি
৯. ‘অর্থশাস্ত্র’ গ্রন্থটি কার?
ক. সম্রাট আকবর
● কৌটিল্য
গ. রাজা রামমোহন রায়
ঘ. আল-বেরুনী
১০. বাংলাদেশকে সমাজবিজ্ঞানী ও নৃবিজ্ঞানীদের ‘স্বর্গস্বরূপ’ বলে মন্তব্য করেন কে?
● ক্লদ লেডি স্ট্রস
খ. ড. অনুপম সেন
গ. এ কে নাজমুল করিম
ঘ. ড. পেরি বেসেইনী
১১. ভারতীয় উপমহাদেশের সমাজ চিন্তার ইতিহাস কত বছরের পুরানো?
ক. প্রায় এক হাজার বছর
● প্রায় দুই হাজার বছর
গ. প্রায় তিন হাজার বছর
ঘ. প্রায় চার হাজার বছর
১২. বাংলাদেশে সমাজবিজ্ঞানের বিকাশে জাতিসংঘের কোন সংস্থা অবদান রেখেছে?
● UNESCO
খ. ILO
গ. UNICEF
ঘ. WHO
১৩. গুপ্ত যুগের রচনা কোনটি?
● কামসূত্র
খ. অর্থশাস্ত্র
গ. বেদ-সহিংতা
ঘ. বেতাল পঞ্চবিংশতি
১৪. দেশের সামাজিক উন্নয়নে কোনটি বেশি প্রয়োজন?
● সরকারি ও বেসরকারি সংস্থার সমন্বয়
খ. সরকারি সুযোগ-সুবিধা বৃদ্ধি
গ. বেসরকারি সংস্থার মধ্যে সমন্বয়
ঘ. পল্লী জনগণের জীবনযাত্রার মান উন্নয়ন
১৫. বাংলাদেশে সমাজবিজ্ঞানের প্রতিষ্ঠার সাথে সরাসরি কোন নামটি জড়িত?
● ক্লদ লেডি স্ট্রস
খ. ড. অনুপম সেন
গ. এ কে নাজমুল করিম
ঘ. ড. পেরি বেসেইনী
১৬. সামাজিক বিজ্ঞান সম্পর্কিত সুসংবদ্ধ চিন্তাভাবনা কাদের দ্বারা সূচিত হয়?
ক. সক্রেটিস ও প্লেটো
● প্লেটো ও এরিস্টটল
গ. প্লেটো ও ম্যাকাইভার
ঘ. এরিস্টটল ও ম্যাকাইভার
১৭. ‘Analysis of moral conscious’ গ্রন্থটি কে লিখেছেন?
ক. অজিত কুমার সেন
খ. অধ্যাপক গানার
● জি এইচ ল্যাংগলী
ঘ. রংগলাল সেন
১৮. অধ্যাপক এ. কে. নাজমুল করিমের প্রথম ও বিখ্যাত গ্রন্থ কোনটি?
ক. Positiue Philosophy
খ. Social Philosophy
গ. The Dynamics of Bangladesh Society
● Changing Society in India Pakistan and Bangladesh
১৯. ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বতন্ত্র বিভাগ হওয়ার পূর্বে সমাজবিজ্ঞান কোন বিষয়ের অন্তর্ভুক্ত ছিল?
ক. অর্থনীতি
খ. ইতিহাস
● রাষ্ট্রবিজ্ঞান
ঘ. সমাজকল্যাণ
২০. কত সালে অধ্যাপক নাজমুল করিম সমাজবিজ্ঞান বিভাগের দায়িত্ব গ্রহণ করেন?
● ১৯৫৮ সালে
খ. ১৯৫৭ সালে
গ. ১৯৫৯ সালে
ঘ. ১৯৬০ সালে
২১. সমাজে মানুষের সামগ্রিক জীবন প্রণালি নিয়ে আলোচনা করে কোন বিষয়টি?
ক. নৃবিজ্ঞান
● সমাজবিজ্ঞান
গ. রাষ্ট্রবিজ্ঞান
ঘ. জনবিজ্ঞান
২২. মানুষের চিন্তা জগতে আলোড়ন সৃষ্টির ক্ষেত্রে অধিক উপযোগী কোনটি?
ক. ফরাসি বিপ্লব
খ. শিল্প বিপ্লব
● ফরাসি ও শিল্পবিপ্লব
ঘ. রূশ বিপ্লব
২৩. ‘The Division of Labour’ গ্রন্থটির রচয়িতা কে?
● Durkhelim
খ. Marx
গ. Comte
ঘ. Weber
২৪. সুনীল যে বিশ্ববিদ্যালয়ে পড়ছে সেখানে ১৯৯২ সালে সমাজবিজ্ঞান বিভাগ চালু হয়। সুনীল কোন বিশ্ববিদ্যালয়ে পড়ছে?
ক. খুলনা বিশ্ববিদ্যালয়
খ. ঢাকা বিশ্ববিদ্যালয়
● শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
ঘ. চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
২৫. সামাজিক বিজ্ঞান কোন ধরনের বিজ্ঞান?
● মূল্যবোধ নিরপেক্ষ বিজ্ঞান
খ. সমস্যার সমাধানকেন্দ্রিক বিজ্ঞান
গ. বাস্তবতার বিজ্ঞান
ঘ. প্রাকৃতিক বিজ্ঞান
২৬. ‘Society’ গ্রন্থের কে?
● ম্যাকাইভার ও পেজ
খ. গিলিন ও গেলিন
গ. ডেভিড পপোনো
ঘ. এরিস্টটল
২৭. ‘মানুষ স্বভাবতই সামাজিক জীব’ — কে বলেছেন?
ক. প্লেটো
● এরিস্টটল
গ. সক্রেটিস
ঘ. ম্যাক্স ওয়েবার
২৮. বাংলাদেশে সমাজবিজ্ঞান চর্চার অগ্রপথিক কে?
ক. ক্লদ লেডি স্ট্রস
খ. ড. অনুপম সেন
● এ কে নাজমুল করিম
ঘ. ড. পেরি বেসেইনী
২৯. সমাজবিজ্ঞানকে ‘মূল্যবোধ নিরপেক্ষ বিজ্ঞান’ বলার যৌক্তিকতা কী?
ক. সমস্যার প্রকৃতি নির্ধারণে নিরপেক্ষতার প্রয়োজন হয় বলে
খ. উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে বস্তুনিষ্ঠতার বিকল্প নেই বলে
● অন্যান্য বিষয়ের তুলনায় প্রায়োগিকভাবে গুরুত্বপূর্ণ হওয়ায়
ঘ. মানুষের মূল্যবোধ ও মানবতাবোধ নিয়ে কাজ করায়
৩০. চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কত সালে সমাজতত্ত্ব নামক আলাদা একটি বিভাগ চালু হয়?
● ১৯৭০ সালে
খ. ১৯৫৭ সালে
গ. ১৯৫৯ সালে
ঘ. ১৯৬০ সালে
৩১. খুলনা বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান ডিসিপ্লিনের প্রথম প্রধান হিসেবে কে দায়িত্ব পালন করেন?
● সেলিনা আহমেদ
খ. ড. অনুপম সেন
গ. এ কে নাজমুল করিম
ঘ. হাসিবুল হাসান
৩২. ১৯৫৭ সালের পূর্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোন বিভাগের অন্তর্ভুক্ত কোর্স হিসেবে সমাজবিজ্ঞান বিষয় পড়ানো হতো?
● রাষ্ট্রবিজ্ঞান বিভাগ
খ. অর্থনীতি বিভাগ
গ. ইতিহাস বিভাগ
ঘ. ভূগোল বিভাগ
৩৩. কত সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান পাঠ শুরু হয়?
ক. ১৯৭০ সালে
● ১৯৫৭ সালে
গ. ১৯৫৯ সালে
ঘ. ১৯৬০ সালে
৩৪. অগাস্ট কোঁৎ কোন দেশের সমাজবিজ্ঞানী ছিলেন?
ক. যুক্তরাষ্ট্র
● ফ্রান্স
গ. ভারত
ঘ. ইতালি
৩৫. রাজশাহী বিশ্ববিদ্যালয়ে স্বতন্ত্র সমাজবিজ্ঞান বিভাগের প্রথম অধ্যক্ষ কে ছিলেন?
● ফজলুর রশিদ খান
খ. ড. অনুপম সেন
গ. এ কে নাজমুল করিম
ঘ. হাসিবুল হাসান
৩৬. ব্যাপক অর্থে সমাজের যথার্থ বৈশিষ্ট্য কোনটি?
ক. কিছুসংখ্যক মানুষের সংঘবদ্ধতা
খ. সহযোগিতা ও দ্বন্দ্বের বহিস্থরূপ
● মানুষের সকল ধরনের সম্পর্ক
ঘ. পরিবার ও গোষ্ঠীকেন্দ্রিক আচরণ
৩৭. Positive Philosophy গ্রন্থটির কোন খণ্ডে Sociology শব্দটির উৎপত্তি হয়?
ক. ৩য় খণ্ডে
খ. ৪র্থ খণ্ডে
গ. ৫ম খণ্ডে
● ৬ষ্ঠ খণ্ডে
৩৮. ডব্লিউ ডব্লিউ হান্টারের লিখিত গ্রন্থের নাম কী?
ক. Positive Philosophy
খ. Sociology
● Imperial Gazetteer
ঘ. Bengal History
৩৯. ব্যক্তিত্ব গঠন ও বিকাশে যুগান্তকারী ব্যাখ্যা দিয়েছেন কে?
● সিগমন্ড ফ্রয়েড
খ. ডারউইন
গ. লর্ড উইলিয়াম
ঘ. অগাস্ট কোঁৎ
৪০. কোন যুগে মানব জ্ঞান ছিল প্রধানত কল্পনাশ্রয়ী?
ক. প্রাচীন ও আধুনিক যুগে
● প্রাচীন ও মধ্যযুগে
গ. মধ্য ও আধুনিক যুগে
ঘ. মধ্যযুগে
৪১. বাংলাদেশে সমাজবিজ্ঞান বিভাগ কত সালে একটি স্বতন্ত্র বিভাগের মর্যাদা পায়।
ক. ১৯৭০ সালে
● ১৯৫৭ সালে
গ. ১৯৫৯ সালে
ঘ. ১৯৬০ সালে
৪২. ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগের প্রথম অধ্যক্ষ কে ছিলেন?
● ড. পেরি বেসাইনী
খ. ড. অনুপম সেন
গ. এ কে নাজমুল করিম
ঘ. হাসিবুল হাসান
৪৩. সমাজবিজ্ঞানের আলোচনার বিষয়বস্তু হলো-
i. ব্যক্তি, গোষ্ঠী এবং বিভিন্ন অনুষ্ঠান ও প্রতিষ্ঠানের পারস্পরিক সম্পর্ক
ii. সমাজের শ্রেণিবিন্যাস, শ্রেণিগুলোর মধ্যকার পারস্পরিক সম্পর্ক
iii. সমাজের কল্যাণ ও কৃষি উন্নয়ন
নিচের কোনটি সঠিক?
● i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৪৪. সমাজবিজ্ঞানের জ্ঞান প্রয়োজন-
i. সামাজিক সমস্যা দূর করতে
ii. সমাজ সংস্কার করতে
iii. সামাজিক দায়িত্ব কর্তব্য সম্পর্কে জ্ঞানলাভ করতে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
● i, ii ও iii
৪৫. ঊনবিংশ শতাব্দীর মধ্যভাগে বাঙালি বুদ্ধিজীবীরা অনুপ্রাণীত হন—
i. অগাস্ট কোঁতের ধ্যান-ধারণা দ্বারা
ii. বেহামের ধ্যান-ধারণা দ্বারা
iii. লেভি-স্ট্রসের ধ্যান-ধারণা দ্বারা
নিচের কোনটি সঠিক?
● i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৪৬. সমাজবিজ্ঞান পাঠের মাধ্যমে একজন মানুষ সমাজের-
i. আত্মসচেতন মানুষ হিসেবে গড়ে ওঠার সুযোগ পায়
ii. শ্রেণি সচেতন সদস্য হিসেবে গড়ে ওঠার সুযোগ পায়
iii. উচ্ছ্বল জীবনযাপনের প্রতি আকৃষ্ট হয়
নিচের কোনটি সঠিক?
● i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৪৭. যা মানুষকে তার আদিম প্রকৃতি ও সমাজব্যবস্থা থেকে উত্তরণ করেছে-
ক. পৌরনীতি
● সমাজবিজ্ঞান
গ. অর্থনীতি
ঘ. ইতিহাস
৪৮. বর্তমানে সমাজবিজ্ঞান বিষয় চালু আছে—
i. জাতীয় বিশ্ববিদ্যালয়ে
ii. প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে
iii. পাবলিক বিশ্ববিদ্যালয়ে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
● i, ii ও iii
৪৯. বাংলাদেশে সমাজবিজ্ঞান পাঠের প্রয়োজনীয় অনস্বীকার্য; কেননা এটি-
i. আর্থ-সামাজিক পরিবর্তন সম্পর্কে জানতে সাহায্য করে
ii. আর্থ-সামাজিক নীতি নির্ধারণ এবং তার বাস্তবায়নের জন্য উপযুক্ত দিক নির্দেশনা প্রদান করে
iii. ব্যবহারিক বিজ্ঞান সম্পর্কে জ্ঞান লাভ করা যায়
নিচের কোনটি সঠিক?
● i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৫০. সমাজবিজ্ঞানের আলোচ্য বিষয়বস্তু হলো-
i. সমাজকাঠামো
ii. পারস্পরিক সম্পর্ক
ii. রাজনৈতিক কার্যাবলি
নিচের কোনটি সঠিক?
● i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
আরো দেখো: এইচএসসি সমাজবিজ্ঞান সৃজনশীল প্রশ্নের উত্তর
শিক্ষার্থীরা, উপরে আমরা তোমাদের জন্য সমাজবিজ্ঞান ২য় পত্র ১ম অধ্যায় mcq শেয়ার করেছি। তোমাদের পরীক্ষার যেমন হবে, এটি সেই আলোকেই তৈরি করা হয়েছে। উপরে দেওয়া Answer Sheet অপশনে ক্লিক করে মডেল টেস্টের উত্তর সংগ্রহ করে নাও।
ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post