সমাজবিজ্ঞান ২য় পত্র ২য় অধ্যায় mcq : পৃথিবীর প্রত্যেক সমাজেরই নিজস্ব সংস্কৃতি রয়েছে। প্রতিটি সংস্কৃতিরই রয়েছে আলাদা কিছু বৈশিষ্ট্য। মূলত প্রাকৃতিক পরিবেশের ভিন্নতা এবং এর সাথে খাপ খাওয়ানোর ভিন্ন ভিন্ন কৌশল ও উপকরণের কারণে সমাজের সাংস্কৃতিক বৈশিষ্ট্য নিজস্ব হয়ে থাকে। বাংলাদেশের সংস্কৃতিও এর বাইরে নয়। এ সংস্কৃতির রয়েছে আলাদা কিছু বৈশিষ্ট্য যা এটিকে অন্য সংস্কৃতি থেকে পৃথক করেছে। তবে নানা জাতির আগমনে এদেশের সংস্কৃতিতে বিভিন্ন সাংস্কৃতিক উপাদানের সংমিশ্রণ ঘটেছে।
সংস্কৃতির এ সকল উপাদানের মধ্যে রয়েছে ভাষা, চিন্তা, বুদ্ধি, জ্ঞান, ধ্যান-ধারণা, মূল্যবোধ, আচার-আচরণ ইত্যাদি। আবার বাংলাদেশের সংস্কৃতি যুগে যুগে বহির্বিশ্বের নানাবিধ সাংস্কৃতিক উপাদান দ্বারা সমৃদ্ধ ও প্রভাবিত হয়েছে। বিশেষ করে পর্যায়ক্রমে বিদেশী শক্তির আগামন, আগ্রাসন, ঔপনিবেশিক শাসন, শোষণ এবং নানা সাংস্কৃতিক উপাদান একীভূতকরণের ফলে আমাদের সংস্কৃতি একটি মিশ্র সংস্কৃতিতে রূপান্তরিত হয়েছে।
সমাজবিজ্ঞান ২য় পত্র ২য় অধ্যায় mcq
১. Culture শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন কে?
ক. জোনস
খ. ই.বি. টেইলর
গ. ম্যাকাইভার
● ফ্রান্সিস বেকন
২. নিম্নের কোনটি গ্রামীণ সংস্কৃতির উদাহরণ?
ক. বৈসাবী উৎসব
খ. বইমেলা
● নবান্ন উৎসব
ঘ. বৃক্ষমেলা
৩. নিচের কোনটি বস্তুগত সংস্কৃতির উদাহরণ?
ক. ভাষা-সাহিত্য
● প্রযুক্তিগত আবিষ্কার
গ. বিজ্ঞান
ঘ. শিল্পকলা
৪. নিচের কোনটি সংস্কৃতির উপসংস্কৃতির বহির্ভূত?
ক. বেদে
● হিপ্পি
গ. হিজড়া
ঘ. বাঙালি
৫. বাংলাদেশের সংস্কৃতির বিদ্যমান রূপ হলো—
i. গ্রামীণ সংস্কৃতি
ii. বস্তুগত ও অবস্থগত সংস্কৃতি
iii. নগর সংস্কৃতি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
● i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ো এবং ৬নং প্রশ্নের উত্তর দাও:
কাটাখালী গ্রামের কৃষকরা ট্রাক্টরের মাধ্যমে জমি চাষ, সেচ, বীজবপন, ফসলকর্তন ইত্যাদি কার্যসম্পাদন করে। এতে কৃষিফলন যেমন বেড়েছে তেমনি সময় ও শ্রমের সাশ্রয় হয়। কিন্তু যন্ত্র একবার বিকল হলে মেরামতের জন্য পর্যাপ্ত কারিগর নেই বলে কৃষিকাজ বিঘ্নিত হয়।
৬. উদ্দীপকের সমস্যাটি নিচের কোন প্রত্যয়ের মাধ্যমে ব্যাখ্যা করা যায়?
ক. সংস্কৃতির পরিবর্তন
উ সংস্কৃতির ব্যবধান
গ. কৃষির আধুনিকায়ন
ঘ. প্রযুক্তির উন্নয়ন
৭. কার মতে, সাংস্কৃতির স্বাধীন নিকটি নির্ভরশীল দিকটিকে পেছনে ফেলে দেয়?
ক. শেফার
খ. স্পেনসার
● অগবার্ন
ঘ. ডুর্খেইম
৮. নিচের কোনটি বস্তুগত সংস্কৃতির উদাহরণ?
ক. ভাষা ও সাহিত্য
খ. বিজ্ঞান
● প্রযুক্তির আবিষ্কার
ঘ. শিল্পকলা
৯. কে সংস্কৃতির ব্যবধান বোঝাতে গিয়ে উন্নয়নশীল দেশে বস্তুগত- অবস্তুগত বিষয়কে টেনে এনেছেন?
ক. শেফার
খ. স্পেনসার
● অগবার্ন
ঘ. ডুর্খেইম
১০. সমাজের সবচেয়ে ক্ষুদ্রতম সামাজিক সংগঠন কোনটি?
ক. বিবাহ
খ. ধর্ম
গ. জাতি সম্পর্ক
● পরিবার
১১. Culture শব্দটি কোন শব্দ থেকে এসেছে?
ক. গ্রিক শব্দ Calore থেকে
খ. রোমান শব্দ Colere থেকে
গ. ল্যাটিন শব্দ Calere থেকে
● ল্যাটিন শব্দ Colere থেকে
১২. উৎপাদন কৌশল কোন ধরনের সংস্কৃতি-
ক. গ্রামীণ
খ. বস্তুগত
গ. নগর
● অবস্তুগত
১৩. ‘Social Change’ গ্রন্থটি কে রচনা করেন?
ক. শেফার
খ. স্পেনসার
● ডব্লিউ এফ অগবার্ন
ঘ. ডুর্খেইম
১৪. সংস্কৃতির ক্ষেত্রে কোনটি সঠিক?
● শিখতে হয়
খ. বিরোধমূলক
গ. চাপিয়ে দেওয়া
ঘ. ব্যবসার সাথে সম্পৃক্ত
১৫. বাংলাদেশের গ্রামীণ সংস্কৃতি –
ক. দ্রুতগতিসম্পন্ন
● ধীরগতিসম্পন্ন
গ. মন্থর গতিসম্পন্ন
ঘ. মাঝারি গতিসম্পন্ন
১৬. কোনটি নগর সংস্কৃতির বৈশিষ্ট্য?
ক. কুসংস্কার
খ. ধর্মানুরাগী
● নারী স্বাধীনতা
ঘ. ক্লাব
১৭. জাতীয় জীবনে সাংস্কৃতিক ঐতিহ্য নির্মাণে কোনটির গুরুত্ব অপরিসীম?
ক. হালখাতা
খ. নবান্ন উৎসব
● খেলাধুলা
ঘ. মেলা
১৮. কোনটি সামাজিক সংহতি সংরক্ষণে সহায়তা করে?
ক. সংস্কৃতি
খ. লোকাচার
● লোকরীতি
ঘ. মূল্যবোধ
১৯. ‘মানবসৃষ্ট সবকিছুর সমষ্টিই হলো সংস্কৃতি’ -উক্তিটি কার?
ক. শেফার
খ. স্পেনসার
● জোন্সের
ঘ. ডুর্খেইম
২০. “Culture is what we are and Civilization is what we use” সংজ্ঞটি কে প্রদান করেছেন?
ক. শেফার
খ. স্পেনসার
● আর. এম. ম্যাকাইভার
ঘ. ট্যালকট পারসন্স
২১. সংস্কৃতি বলতে প্রকৃত অর্থে কী বোঝায়?
ক. মানুষের মনোভাব
খ. মানুষের মূল্যবোধ
● মানুষের জীবন প্রণালী
ঘ. মানুষের ধারণা
২২. সমাজের প্রথা, প্রতিষ্ঠান, বিশ্বাস, মূল্যবোধকে একত্রে বলা হয়-
● সংস্কৃতি
খ. সভ্যতা
গ. সামাজিক রীতি নীতি
ঘ. সামাজিক আইন
২৩. চিত্তবিনোদন মানুষের কোন ধরনের চাহিদা?
ক. সাংস্কৃতিক
খ. দৈহিক
গ. পারিবারিক
● মানসিক
২৪. কোনটি নগর সংস্কৃতির বৈশিষ্ট্য?
● চা পান করা
খ. সকালে ফিরনি খাওয়া
গ. কফি পান করা
ঘ. উৎসবে মদ খাওয়া
২৫. আদিম সাম্যবাদী সমাজে উৎপাদনশক্তি বৃদ্ধির ফলে কোন প্রথার প্রচলন ঘটে?
ক. ধর্মীয় প্রথা
খ. বিনিময় প্রথা
● দাস প্রথা
ঘ. সামন্ত প্রথা
২৬. কার্ল মার্কসের মতে, কোনটি প্রথম শ্রেণিনির্ভর শোষণমূলক সমাজ?
ক. ধর্মীয় প্রথা
খ. বিনিময় প্রথা
● দাস প্রথা
ঘ. সামন্ত প্রথা
২৭. সংস্কৃতির স্বাক্ষর বহন করে কোনটি?
ক. প্রথাগত সংস্কৃতি
খ. বস্তুগত সংস্কৃতি
গ. অবস্থগত সংস্কৃতি
● ঐতিহ্যগত সংস্কৃতি
২৮. বহির্বিশ্বে একটি স্বাতন্ত্র্য জাতি হিসেবে পরিচিত করে তোলে কোনটি?
● সংস্কৃতি
খ. লোকাচার
গ. লোকরীতি
ঘ. মূল্যবোধ
২৯. ‘সংস্কৃতি হচ্ছে খাঁটি হওয়া, মার্জিত হওয়া বা রুচিশীল হওয়া’— কার মত?
ক. টেইলর
খ. কান্ট
● ম্যাথিউ আরনল্ড
ঘ. ম্যাকাইভার
৩০. মানুষ সংস্কৃতির পরিবর্তন করে কেন?
ক. উন্নত জীবন যাপনের জন্য
খ. অর্থনৈতিক স্বাধীনতার জন্য
● সমাজের গতিশীলতার জন্য
ঘ. জ্ঞানার্জনের জন্য
৩১. ‘সমাজের সদস্য হিসেবে মানুষের অর্জিত আচার-আচরণ, ব্যবহার, জ্ঞান-বিজ্ঞান, শিল্পকলা, নীতি-প্রথা, আইন ইত্যাদির জটিল সমন্বয়ই সংস্কৃতি।’ -সংজ্ঞাটি কার? মজিদা খাতুন সরকারি মহিলা কলেজ, লালমনিরহাট।
● টেইলর
খ. কান্ট
গ. ম্যাথিউ আরনল্ড
ঘ. ম্যাকাইভার
৩২. গ্রাম্য সংস্কৃতির কোন উপাদানটি বাংলাদেশের গণতন্ত্রকে বিকশিত করেছে?
ক. পেশা
খ. ধর্ম
● রাজনীতি
ঘ. পরিবার
৩৩. কোনটি গ্রামীণ সংস্কৃতি বহির্ভূত?
ক. রক্ষণশীলতা
খ. গতানুগতিকতা
গ. পরিবর্তনশীলতা
● ব্যক্তিস্বাতন্ত্র্যবোধ
৩৪. লোক সাহিত্যের উপাদান নয় কোনটি?
ক. গল্প
খ. গান
● উপন্যাস
ঘ. খনার বচন
৩৫. সংস্কৃতির অসম অগ্রগতি তত্ত্বটি কে প্রদান করেন?
ক. শেফার
খ. স্পেনসার
● অগবার্ন
ঘ. ডুর্খেইম
৩৬. বাংলাদেশে সাংস্কৃতিক ব্যবধানের কারণে কোনটি হচ্ছে?
● উন্নয়ন প্রক্রিয়া বাধাগ্রস্ত হচ্ছে
খ. শিক্ষার হার বৃদ্ধি পাচ্ছে
গ. শিল্পায়নের গতি তরান্বিত হচ্ছে
ঘ. নগরায়ণ বৃদ্ধি পাচ্ছে
৩৭. বিলুপ্ত সংস্কৃতির অধ্যয়নকে বলে –
ক. জীবাশ্মতত্ত্ব
● প্রত্নতত্ত্ব
গ. গবেষণাতত্ত্ব
ঘ. সমাজতত্ত্ব
৩৮. ‘Fundamental Sociology’ গ্রন্থটির লেখক কে?
ক. শেফার
খ. স্পেনসার
● পি.জিসবার্ট
ঘ. ডুর্খেইম
৩৯. সংস্কৃতি ধ্বংস করা যায় না কেন?
ক. এগুলো কঠিন বলে
খ. এগুলো মূর্ত বলে
● এগুলো বিমূর্ত বলে
ঘ. এগুলো বাহ্যিক উপাদান দ্বারা তৈরি বলে
৪০. ‘Social Structure of Values’ গ্রন্থের লেখক কে?
ক. অধ্যাপক যদুনাথ সরকার
খ. অধ্যাপক হরিদাস ভট্টাচার্য
গ. অধ্যাপক রমেশচন্দ্র মজুমদার
● অধ্যাপক রাধাকমল মুখার্জী
৪১. মানুষের চিন্তা-ভাবনা, কল্পনা, আচার-আচরণ, অভ্যাস ও বিশ্বাস ইত্যাদিকে বোঝানোর জন্য কোন প্রত্যয়টি ব্যবহার করা হয়?
● সংস্কৃতি
খ. লোকাচার
গ. লোকরীতি
ঘ. মূল্যবোধ
৪২. সংস্কৃতি কী?
● জীবন ধারণ পদ্ধতি
খ. অভিযোজন পদ্ধতি
গ. শ্রেণি মর্যাদা
ঘ. সামাজিক মূল্যবোধ
৪৩. উপাদানের ভিত্তিতে সংস্কৃতি কয়ভাগে বিভক্ত?
● দুইভাগে
খ. চারভাগে
গ. তিনভাগে
ঘ. পাঁচভাগে
৪৪. ‘Culture’ শব্দটি কোন শব্দ থেকে উদ্ভূত হয়েছে?
● Colere
খ. Cultare
গ. Culturer
ঘ. Coleur
৪৫. ‘Colere’ শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
ক. ইংরেজি
খ. ফরাসি
● ল্যাটিন
ঘ. গ্রিক
৪৬. ‘Colere শব্দটির অর্থ কী?
● চাষ
খ. সভ্যতা
গ. প্রগতি
ঘ. উন্নতি
৪৭. প্রকৃত অর্থে সংস্কৃতি কোনটি?
● মানুষের জীবনপ্রণালি
খ. মানুষের নৈতিকতা
গ. মানুষের মূল্যবোধ
ঘ. ধর্মীয় বিধি বিধান
৪৮. বাংলাদেশে কোন ধরনের সংস্কৃতি বিদ্যমান রয়েছে?
খ. গ্রামীণ
গ. শিল্প
ঘ. শহুরে
● মিশ্র
৪৯. কোনটি বাংলাদেশের সংস্কৃতিতে বিরাট অংশ জুড়ে রয়েছে?
ক. বিদেশি সংস্কৃতি
খ. মানবিক মূল্যবোধ
● ধর্মীয় অনুভূতি
ঘ. রীতিনীতি
৫০. পীর-দরবেশ, মাজার, মারফতি, গাজীর গান- এগুলো কোন ধরনের উপাদান?
ক. প্রাচীন
খ. শহুরে
গ. গ্রামীণ
● আধ্যাত্মিক
আরো দেখো: এইচএসসি সমাজবিজ্ঞান সৃজনশীল প্রশ্নের উত্তর
শিক্ষার্থীরা, উপরে আমরা তোমাদের জন্য সমাজবিজ্ঞান ২য় পত্র ২য় অধ্যায় mcq শেয়ার করেছি। তোমাদের পরীক্ষার যেমন হবে, এটি সেই আলোকেই তৈরি করা হয়েছে। উপরে দেওয়া Answer Sheet অপশনে ক্লিক করে মডেল টেস্টের উত্তর সংগ্রহ করে নাও।
ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post