সমাজবিজ্ঞান ২য় পত্র ৪র্থ অধ্যায় mcq : নরগোষ্ঠী এবং নৃগোষ্ঠীকে অনেকে সমার্থক অর্থে ব্যবহার করেন। তবে প্রত্যয় দু’টির ব্যবহার এবং ধারণার মধ্যে একটি সূক্ষ্ম পার্থক্য রয়েছে। নরগোষ্ঠী হচ্ছে একটি নির্দিষ্ট বংশধারা থেকে উত্তরাধীকারসূত্রে প্রাপ্ত অভিন্ন শারীরিক বৈশিষ্ট্যের অধিকারী জনগোষ্ঠী।
আর নৃগোষ্ঠী হচ্ছে সাধারণত একটি নির্দিষ্ট ভৌগোলিক এলাকায় অভিন্ন সংস্কৃতির উত্তরাধীকারী জনগোষ্ঠী। নরগোষ্ঠীর ক্ষেত্রে অভিন্ন দৈহিক বৈশিষ্ট্য এবং নৃগোষ্ঠীর ক্ষেত্রে অভিন্ন সাংস্কৃতিক বৈশিষ্ট্য প্রাধান্য পায়। তবে একই নরগোষ্ঠীর সদস্যরা প্রায়ই অভিন্ন সংস্কৃতির চর্চা করেন। আবার অভিন্ন নৃগোষ্ঠীর সদস্যদের মধ্যে একই নরগোষ্ঠীর দৈহিক বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়।
সমাজবিজ্ঞান ২য় পত্র ৪র্থ অধ্যায় mcq
১. ‘আস্থিক’ ও ‘লামদানী’ নামে গোত্র দুটি যে নৃগোষ্ঠীর অন্তর্ভুক্ত-
ক. চাকমা
● গারো
গ. রাখাইন
ঘ. মণিপুরি
২. খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?
ক. রাজা
খ. হেডম্যান
গ. কারবারি
● মন্ত্রী
৩. রাখাইন জনগোষ্ঠী নিম্নের কোন অঞ্চলে বসবাস করে?
ক. দিনাজপুর
খ. ময়মনসিংহ
গ. মৌলভীবাজার
● পটুয়াখালী
৪. গারোদের ঐতিহ্যবাহী ধর্মের নাম –
ক. বৈষ্ণব
খ. সর্বপ্রাণবাদ
● সাংসারেক
ঘ. জৈন
৫. চাকমা সমাজে কোন সংগঠনের প্রধানকে হেডম্যান বলা হয়?
ক. পাড়া
খ. আদাম
● মৌজা
ঘ. সার্কেল
৬. নিচের কোন জনগোষ্ঠী অস্ট্রালয়েড নৃগোষ্ঠীর অন্তর্ভূক্ত?
ক. চাকমা
খ. কোচ
গ. রাখাইন
● সাঁওতাল
৭. সাঁওতাল দেবতাকে বলা হয়—
ক. গোজেন তাতুরা
● বোঙ্গা
গ. আন্দাহুরা
ঘ. তাতুরা
৮. চাটচী হলো গারো সমাজের-
ক ভাষার নাম
খ. বৈবাহিক রীতির নাম
● সর্ববৃহৎ গোত্রের নাম
ঘ. একটি অনুষ্ঠানের নাম
নিচের উদ্দীপকটি পড়ে ৯ ও ১০ নং প্রশ্নের উত্তর দাও:
বাসু সরেন সব সময় মঙ্গলের জন্য সূর্যকে পূজা করেন। তার মতে, বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা হলো ঠাকুর জিও আর জাগতিক দেবতা মারংপুর।
৯. উদ্দীপকে বাসু সরেন কোন নৃগোষ্ঠীর অন্তর্ভুক্ত?
ক. চাকমা
খ. কোচ
গ. রাখাইন
● সাঁওতাল
১০. উক্ত নৃগোষ্ঠী অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করে মৃতদেহ আগুনে পুড়িয়ে, কারণ—
i. স্বর্গ-নরকের প্রতি বিশ্বাস
ii. আত্মার শান্তির জন্য
iii. সামাজিক রীতিনীতির জন্য
নিচের কোনটি সঠিক?
● i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ১১ নং প্রশ্নের উত্তর দাও:
কমল পটুয়াখালীতে তার এক বন্ধুর বাড়িতে বেড়াতে যেয়ে জানতে পারে তাদের সমাজব্যবস্থা পূর্ণ গণতান্ত্রিক। পাড়ার নেতা বা মাতব্বর নির্বাচিত হন প্রত্যক্ষ ভোটের মাধ্যমে যেখানে নারীদের কোনো ভূমিকা নেই।
১১. কমলের বন্ধু কোন এথনিক সম্প্রদায়ের অন্তর্ভুক্ত?
ক. চাকমা
খ. কোচ
● রাখাইন
ঘ. সাঁওতাল
নিচের অনুচ্ছেদটি পড়ে ১২ ও ১৩ নং প্রশ্নের উত্তর দাও:
শাকিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে ভর্তি হয়েছে। নবীনবরণ অনুষ্ঠানের দিন দুজন বন্ধুর সাথে তার পরিচয়। যাদের গায়ের রং বাদামি ও চুলের গড়ন সোজা ও খাড়া।
১২. শাকিলের নতুন বন্ধুরা কোন নৃগোষ্ঠীর সদস্য?
ক. ককেশয়েড
খ. নিগ্রোয়েড
● মঙ্গোলয়েড
ঘ. অস্ট্রালয়েড
১৩. উক্ত নৃগোষ্ঠীর লোকদের বৈশিষ্ট্য যে এথনিক সম্প্রদায়ে দেখা যায় তা হলো—
i. সাঁওতাল
ii. মণিপুরি
iii. গারো
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
● ii ও iii
ঘ. i, ii ও iii
১৪. সিলেট অঞ্চলে বসবাসরত একটি নৃগোষ্ঠীর নাম—
ক. চাকমা
খ. কোচ
গ. রাখাইন
● মণিপুরী
১৫. চাকমাদের খাজনা আদায়ের দায়িত্ব কার ওপর অর্পিত?
ক. রাজা
● হেডম্যান
গ. কারবারি
ঘ. মন্ত্রী
১৬. গারো সম্প্রদায়ের স্থানীয় ভাষার নাম কী?
● মান্দি
খ. ভাইস
গ. ওলাহা
ঘ. পিকী
১৭. বাংলাদেশের রাখাইন সম্প্রদায়ের লোকেরা বসবাস করে—
● উপকূলীয় অঞ্চলে
খ. পাহাড়ি অঞ্চলে
গ. উত্তরাঞ্চলে
ঘ. লংঘদু অঞ্চলে
১৮. চাকমা সমাজের মৌজার প্রধান কে?
ক. রাজা
● হেডম্যান
গ. কারবারি
ঘ. মন্ত্রী
১৯. খাসিয়া নৃগোষ্ঠীর পরিবার ব্যবস্থা কীরূপ?
ক. পিতৃতান্ত্রিক
খ. যৌথ
গ. নয়াবাস
● মাতৃতান্ত্রিক
২০. কোচ উপজাতিরা কোন ধর্মের অনুসারী?
● হিন্দু
খ. খ্রিষ্টান
গ. ইসলাম
ঘ. ইহুদি
২১. চাকমা আদামের প্রধানকে কী বলে?
ক. রাজা
খ. হেডম্যান
● কারবারি
ঘ. মন্ত্রী
২২. রাখাইনদের সান্দ্রে উৎসবটি কতদিন পর্যন্ত চলে?
● ৩ দিন
খ. ৭ দিন
গ. ১০ দিন
ঘ. ১৫ দিন
২৩. কৌটিলা মুড়া পাহাড়ে কয়টি স্তূপ আবিষ্কৃত হয়েছে?
● ৩
খ. ৭
গ. ১০
ঘ. ১৫
২৪. মাতৃতান্ত্রিক পরিবার কোন জনগোষ্ঠীর মধ্যে লক্ষ করা যায়—
ক. চাকমা
খ. কোচ
● গারো
ঘ. মণিপুরী
২৫. মণিপুরি জনগোষ্ঠীর বেশিরভাগই বসবাস করে—
ক. বৃহত্তর ঢাকা জেলায়
খ. বৃহত্তর কুমিল্লা জেলায়
গ. বৃহত্তর চট্টগ্রাম জেলায়
● বৃহত্তর সিলেট জেলায়
২৬. জুমচাষ নিষিদ্ধ করা হয় কোন সালে?
ক. ১৯৪৩ সালে
● ১৯৫০ সালে
গ. ১৯৪৭ সালে
ঘ. ১৯৯২ সালে
২৭. বাংলাদেশে কোন নৃগোষ্ঠীর সংখ্যা বেশি?
● চাকমা
খ. কোচ
গ. গারো
ঘ. মণিপুরী
২৮. ‘নৃ’ শব্দের অর্থ কী?
ক. মাটি
● মানুষ
গ. বানর
ঘ. প্রাণী
২৯. গারোদের ঐতিহ্যবাহী ধর্মের নাম /
ক. বৈষ্ণব
খ. সর্বপ্রাণবাদ
গ. নৈ
● সাংসারেক
৩০. মাঘী পূর্ণিমা মারমাদের কাছে কী নামে পরিচিত?
● তাবুংলার
খ. সিনতেং
গ. ফুলবিষু
ঘ. চুমুংলে
৩১. পুত্র সন্তান লাভের আশায় কোচরা কোন মাসে উৎসব পালন করে?
● ফাল্গুন
খ. বৈশাখ
গ. মাঘ
ঘ. ভাদ্র
৩২. চাকমা নৃগোষ্ঠী কোন ধর্মাবলম্বী?
ক. হিন্দু
খ. ইসলাম
● বৌদ্ধ
ঘ. খ্রিস্টান
৩৩. ইংরেজি রেস (Race) শব্দের বাংলা পরিভাষা কোনটি?
● সংস্কৃতি
খ. জাতি
গ. নগোষ্ঠী
ঘ. সভ্যতা
৩৪. বাংলাদেশের জনগোষ্ঠীর মধ্যে যে সব নরগোষ্ঠীর প্রভাব বেশি-
● মঙ্গোলীয় ও ভেড্ডিড
খ. ককেশীয় ও ভেড্ডিড
গ. মঙ্গোলীয় ও ককেশীয়
ঘ. নিগ্রো ও মঙ্গোলীয়
৩৫. মাতৃতান্ত্রিক পরিবার লক্ষ করা যায়-
ক. মারমা জনগোষ্ঠীর মধ্যে
খ. চাকমা জনগোষ্ঠীর মধ্যে
গ. রাখাইন জনগোষ্ঠীর মধ্যে
● গারো জনগোষ্ঠীর মধ্যে
৩৬. সাঁওতালদের গ্রামদেবতার নাম-
ক. টাটারা
● মারাংবুরো
গ. সালজং
ঘ. মাইতে
৩৭. কোন নৃগোষ্ঠী মান্দিভাষায় কথা বলে?
ক. মণিপুরি
খ. সাঁওতাল
● গারো
ঘ. খাসিয়া
৩৮. চাকমাদের আদি পিতা হিসাবে কোন রাজার নাম পাওয়া যায়?
ক. রঘুনাথ
● বিজয়গিরি
গ. মান্দুং
ঘ. পানিনি
৩৯. কোন বিচারে চাকমারা মঙ্গোলীয় জনগোষ্ঠীর লোক?
ক. তাত্ত্বিক
● নৃতাত্ত্বিক
গ. সামাজিক
ঘ. জাতিগত
৪০. কোন সমাজে পিতার সম্পত্তিতে কন্যার অধিকার নেই?
ক. গারো সমাজে
● সাঁওতাল সমাজে
গ. চাকমা সমাজে
ঘ. খাসিয়া সমাজে
৪১. মণিপুরিদের নিজস্ব ভাষার নাম কী?
ক. মনিপুরি
খ. বিজু
● মৈথয়ী
ঘ. মান্দি
৪২. চাকমারা এক কালে কোন নগরের বাসিন্দা ছিল?
ক. চাকমা
● চম্পক
গ. মনিপুরি
ঘ. ক্যাং
৪৩. বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম নৃগোষ্ঠী কোনটি?
ক. চাকমা
● মারমা
গ. মনিপুরি
ঘ. ক্যাং
৪৪. চাকমারা কোথা থেকে বিতাড়িত?
ক. মিয়ানমার
● আরাকান
গ. ত্রিপুরা
ঘ. আসাম
৪৫. বাংলাদেশে সাঁওতালদের আগমনের কারণ কী?
ক. স্বাধীনভাবে বসবাসের জন্য
খ. চাষ করার জন্য
● ইংরেজ কর্তৃক পরাজিত ও বিতাড়িত হওয়ার জন্য
ঘ. নতুন রাজ্য গড়ার জন্য
৪৬. বাংলাদেশের কোন নৃগোষ্ঠীর মধ্যে মাতৃতান্ত্রিক পরিবার প্রথা প্রচলিত?
ক. চাকমা
খ. মারমা
গ. মনিপুরি
● গারো
৪৭. ক্ষুদ্র জাতিসত্ত্বার অন্তর্ভুক্ত নয় কোনটি?
ক. চাকমা
খ. মারমা
গ. মনিপুরি
● বাঙালি
৪৮. কোথায় চাকমাদের বসবাস সবচেয়ে বেশি?
ক. খাগড়াছড়ি
খ. বান্দরবান
● রাঙামাটি
ঘ. কক্সবাজার
৪৯. গারোদের কয় ধরনের গোত্র রয়েছে?
ক. পাঁচ ধরনের
খ. ছয় ধরনের
● সাত ধরনের
ঘ. আট ধরনের
৫০. গারোদের মৃতদেহ কখন সৎকার করা হয়?
ক. সকালে
খ. বিকালে
গ. দুপুরে
● রাতে
আরো দেখো: এইচএসসি সমাজবিজ্ঞান সৃজনশীল প্রশ্নের উত্তর
শিক্ষার্থীরা, উপরে আমরা তোমাদের জন্য সমাজবিজ্ঞান ২য় পত্র ৪র্থ অধ্যায় mcq শেয়ার করেছি। তোমাদের পরীক্ষার যেমন হবে, এটি সেই আলোকেই তৈরি করা হয়েছে। উপরে দেওয়া Answer Sheet অপশনে ক্লিক করে মডেল টেস্টের উত্তর সংগ্রহ করে নাও।
ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post