সমাজবিজ্ঞান ২য় পত্র mcq ৬ষ্ঠ অধ্যায় : বাংলাদেশের সমাজ কাঠামো গ্রামীণ ও নগর সমাজের সমন্বিত রূপ। এখানে কৃষিভিত্তিক উৎপাদন ব্যবস্থার পাশাপাশি আধুনিক শিল্পভিত্তিক উৎপাদন ব্যবস্থাও কার্যকর অবদান রাখছে। সেবাখাতের μমবর্ধমান বিকাশও বাংলাদেশের সমাজ কাঠামোর আরেকটি গুরুত্বপূর্ণ দিক। আর্থ-সামাজিক-রাজনৈতিক ব্যবস্থা বিবেচনা করে অনেকে বাংলাদেশের সমাজ কাঠামোকে ‘আধা সামন্ততান্ত্রিক এবং আধা পুঁজিবাদী’ বলে অভিহিত করে থাকেন।
সমাজবিজ্ঞান ২য় পত্র mcq ৬ষ্ঠ অধ্যায়
১. বাংলাদেশের শহর ক্ষমতা কাঠামোর অন্যতম প্রকৃতি কোনটি?
● সম্পত্তি
খ. পেশা
গ. শিক্ষা
ঘ. জেন্ডার
২. গ্রামীণ সমাজে ঐতিহ্য ও ঐক্য পরিলক্ষিত হয়-
● জ্ঞাতি সম্পর্কের জন্য
খ. সহানুভূতির জন্য
গ. যৌথ পরিবারের জন্য
ঘ. সহজ-সরল মানুষের জন্য
৩. বাংলাদেশের গ্রাম সমাজে ক্ষমতার প্রধান উৎস কোনটি?
ক. শিল্প কারখানার মালিকানা
খ. উচ্চ পেশাগত অবস্থাপন
● ভূমি মালিকানা
ঘ. রাজনৈতিক দলের সদস্যপদ
৪. নিম্নের কোনটি গ্রামীণ সংস্কৃতির উদাহরণ?
ক. বৈসাবী উৎসব
খ. বইমেলা
● নবান্ন উৎসব
ঘ. বৃক্ষমেলা
৫. বাংলাদেশের প্রেক্ষিতে কোনো এলাকায় কমপক্ষে কত জনগণ থাকলে তাকে নগর বলা যায়?
ক. চার হাজার
● পাঁচ হাজার
গ. ছয় হাজার
ঘ. দশ হাজার
৬. গ্রামীণ ক্ষমতা কাঠামোর প্রধান বাহন কোনটি?
● ভূমি
খ. শিক্ষা
গ. বংশমর্যাদা
ঘ. পেশা
৭. গ্রাম ও শহরের স্তরবিন্যাসের ক্ষেত্রে যে উপাদানগুলো অপরিহার—
i. পেশা ও শ্রম
ii. ভূমি ও বংশমর্যাদা
iii. ক্ষমতা ও মর্যাদা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
● i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৮. গ্রামীণ সমাজের বৈশিষ্ট্য হচ্ছে-
i. স্থানীয় প্রশাসন ব্যবস্থা
ii. আবেগীয় সামাজিক সম্পর্ক
iii. সীমিত এলাকায় ঘনবসতি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
● i, ii ও iii
৯. গ্রামীণ বাংলাদেশে ক্ষমতা লাভের অভ্যন্তরীণ উৎস হচ্ছে—
i. ইউনিয়ন পরিষদের নিয়ন্ত্রণ ক্ষমতা
ii. রাজনৈতিক দলের সদস্যপদ লাভ
iii. উৎপাদন উপায়ের মালিকানা ও নিয়ন্ত্রণ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
● i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
১০. বাংলাদেশের শহুরে সমাজের লক্ষণীয় বৈশিষ্ট্য হলো—
i. সীমিত এলাকায় ঘনবসতি
ii. অকৃষিজ পেশা
iii. জাঁকজমকপূর্ণ আবাসস্থল
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
● i, ii ও iii
১১. যেসব কৃষক নিজ জমিতে চাষবাস করে কোনো রকমে নিজেদের ভরণ-পোষণ করে তাদেরকে কী বলে?
● প্রান্তিক কৃষক
খ. বর্গাচাষী
গ. ধনী কৃষক
ঘ. কৃষি শ্রমিক
১২. কানাডায় আয়তনের তুলনায় জনবসতি অনেক কম। কানাডার সাথে বাংলাদেশের কোন সমাজের সাদৃশ্য রয়েছে?
ক. শহুরে
খ. পৌর
● গ্রামীণ
ঘ. নগর
১৩. কোন সমাজে পারিবারিক বন্ধন অত্যন্ত দুর্বল?
ক. প্রাচ্য
● পাশ্চাত্যে
গ. মুসলিম
ঘ. হিন্দু
১৪. মানবসভ্যতার প্রধানতম ব্যবস্থা কোনটি?
ক. কৃষি সমাজ
খ. শহুরে সমাজ
গ. শিল্প সমাজজ
● গ্রামীণ সমাজ
১৫. গ্রামীণ সমাজের দরিদ্র শ্রেণি আরও দরিদ্র হয়ে পড়ে। কারণ-
● ঋণের সুদ দিতে
খ. বিনোদনের অর্থ যোগাতে
গ. লেখাপড়ার খরচ যোগাতে
ঘ. কৃষির খরচ যোগাতে
১৬. কাদের ধ্যানধারণা কৃত্রিমতাপূর্ণ?
ক. গ্রামের মানুষের
● শহরের মানুষের
গ. পল্লির মানুষের
ঘ. বাজারের মানুষের
১৭. শহরের জনগণ যে পেশা গ্রহণ করেন তা কোন ধরনের?
ক. পৈতৃক পেশা
খ. চাকরি পেশা
● অর্জিত পেশা
ঘ. চাকরি ও ব্যবসায়
১৮. কোনটি বাংলাদেশের শহুরে সমাজে শিক্ষার ক্ষেত্রে বৈষম্য বৃদ্ধির কারণ?
ক. অর্থনৈতিক বৈষম্য
খ. সামাজিক বৈষম
গ. রাজনৈতিক বৈষম্য
● বিভিন্ন ধরনের শিক্ষাব্যবস্থা
১৯. নগরের আকার বৃদ্ধিতে কারা সাহায্য করে?
ক. শহরের মানুষ
খ. সমুদ্র তীরবর্তী মানুষ
গ. মরুভূমি থেকে আসা মানুষ
● গ্রাম থেকে আসা মানুষ
২০. বাংলাদেশের গ্রাম সমাজের স্তরায়নে কীসের ভূমিকা সর্বাধিক গুরুত্বপূর্ণ?
● জমি
খ. বংশ মর্যাদা
গ. ক্ষমতা
ঘ. শিক্ষা
২১. গ্রামের মানুষ তাদের চিন্তাধারাকে সংকুচিত করে রাখে কেন?
ক. অর্থনৈতিক দুর্বলতার কারণে
খ. সামাজিক স্থবিরতার ফলে
● সনাতন ধ্যানধারণার প্রভাবে
ঘ. সামাজিক কঠোরতার কারণে
২২. গ্রামীণ সমাজের স্তরবিন্যাস সাধারণত কী ধরনের হয়?
● ভূমি ও বংশ মর্যাদা কেন্দ্রিক
খ. ব্যবসা কেন্দ্রিক
গ. পরিবার কেন্দ্রিক
ঘ. চাকুরি কেন্দ্রিক
২৩. প্রান্তিক জমির মালিক কারা?
ক. সর্বোচ্চ জমির মালিক
● স্বপ্ন জমির মালিক
গ. যারা মজুরীর বিনিময়ে অন্যের জমিতে কাজ করে
ঘ. যারা জমির বর্গা দেয় না বা বর্গাচাষও করে না
২৪. ক্ষমতা কাঠামো কার ওপর নির্ভরশীল?
ক. রাষ্ট্রের ওপর
খ. সরকারের ওপর
● প্রশাসনিক ব্যবস্থার ওপর
ঘ. সমাজের ওপর
২৫. সমাজের মৌল কাঠামো কোনটি?
ক. যোগাযোগ ব্যবস্থা
খ. চিরাচরিত সংস্কৃতি
● উৎপাদন ব্যবস্থা
ঘ. স্বচ্ছল অর্থনীতি
২৬. সমাজবিজ্ঞানী মিল শহর সমাজের বৈশিষ্ট্য হিসেবে কোন পেশাকে বাদ দিয়েছেন?
● কৃষি
খ. সরকারি চাকরি
গ. আইন
ঘ. ব্যবসা
২৭. ‘শ্রম শিল্পের আবাসভূমি বলো শহর’ নগরের বৈশিষ্ট্য হিসেবে এটি কে উল্লেখ করেছেন?
● হায়েস
খ. মিল
গ. ডেভিস
ঘ. মুনরো
২৮. মানুষকে কোনটির সঙ্গে ভারসাম্য রক্ষা করে চলতে হয়?
ক. প্রাকৃতিক পরিবেশ
খ. সামাজিক পরিবেশ
গ. রাজনৈতিক পরিবেশ
● প্রাকৃতিক ও সামাজিক পরিবেশ
২৯. কোনটি নগর সংস্কৃতির বৈশিষ্ট্য?
ক. ক্লাব
● নারী স্বাধীনতা
গ. কুসংস্কার
ঘ. ধর্মানুরাগী
৩০. কার্ল মার্কস সমাজ কাঠামোকে কত ভাগে ভাগ করেছেন?
● ২ ভাগে
খ. ৩ ভাগে
গ. ৪ ভাগে
ঘ. ৫ ভাগে
৩১. গ্রামীণ অর্থনীতিকে সচল রাখতে কৃষির পাশাপাশি কী স্থাপনের প্রতি দৃষ্টি দেওয়া প্রয়োজন?
ক. অফিস আদালত
খ. শিক্ষা প্রতিষ্ঠান
● ক্ষুদ্র ও কুটির শিল্প
ঘ. হাট-বাজার
৩২. ব্যক্তি স্বাধীনতার প্রভাব বিদ্যমান কোন সমাজে?
ক. গ্রামীণ সমাজে
● শহুরে সমাজে
গ. আধুনিক সমাজে
ঘ. আদিম সমাজে
৩৩. শহরে জনসংখ্যার আকার ও ঘনত্ব বেশি কেন?
ক. ভূমির আয়তন বেশি বলে
খ. পরিবার পরিকল্পনার জন্য
● শিল্পায়ন ও নগরায়ণের কারণে
ঘ. অনিয়ন্ত্রিত সমাজ ব্যবস্থার কারণে
৩৪. সম্পত্তির পরিমাণ তথা আয় ভেদে বাংলাদেশের নগরসমূহকে কয়টি শ্রেণিতে বিভক্ত করা হয়?
● চার
খ. ছয়
গ. সাত
ঘ. আট
৩৫. পরিবার প্রতি কত বিঘা জমি রাখার ব্যবস্থা আছে?
● ৬০ বিঘা
খ. ৭০ বিঘা
গ. ৫০ বিঘা
ঘ. ৫৫ বিঘা
৩৬. পাড়ার মধ্যে জব্বারের একটি ছোট চায়ের দোকান আছে। জব্বার স্তরবিন্যাসের কোন স্তরের অন্তর্ভুক্ত?
ক. উচ্চ মধ্যবিত্ত
খ. মধ্যবিত্ত
গ. নিম্ন মধ্যবিত্ত
● নিম্নবিত্ত
৩৭. সমাজে আমরা কিসের মধ্যে জীবনযাপন করি?
ক. মানুষের মধ্যে
খ. পরিবারের মধ্যে
● সমাজিক সম্পর্কের মধ্যে
ঘ. জাতীয় সম্পর্কের মধ্যে
৩৮. বাংলাদেশের গ্রাম সমাজের কাঠামো মূর্ত হয়ে ওঠে তার কীসের মাধ্যমে?
ক. ভৌগোলিক সীমারেখা
খ. অর্থনৈতিক ভিত্তি
● সামাজিক স্তরবিন্যাস
ঘ. রাজনৈতিক দিক
৩৯. কত বছর আগে ধর্মীয় আনুগত্য গ্রামীণ সমাজে বিশেষভাবে প্রভাব তৈরি করতো?
ক. প্রায় ২০ বছর
খ. প্রায় ৩০ বছর
● প্রায় ৪০ বছর
ঘ. প্রায় ৫০ বছর
৪০. কার্ল মার্কসের মতে, কোন প্রথা শ্রেণিনির্ভর শোষণমূলক সমাজ?
ক. পণ প্রথা
● দাস প্রথা
গ. বিনিময় প্রথা
ঘ. যৌতুক প্রথা
৪১. কোন সমাজের অসংগতির কারণে শ্রেণিভিত্তিক সমাজ গড়ে ওঠে?
ক. সামন্ত সমাজ
● পুজিবাদী সমাজ
গ. আদিম সাম্যবাদী সমাজ
ঘ. সমাজতান্ত্রিক সমাজ
৪২. কোথায় ধর্মের প্রভাব সুস্পষ্ট ও বেশী?
ক. শহরে
খ. পাহাড়ি এলাকায়
গ. উপজাতি সমাজে
● গ্রামে
৪৩. জমিদার কৃষ্ণ প্রসাদ রায় হরিপুর অঞ্চল নিয়ন্ত্রণ করতেন। এখানে ক্ষমতা-কাঠামোর কোন উপাদান দেখা যায়?
● ভূমির মালিকানা
খ. জেন্ডার
গ. শিক্ষা
ঘ. বংশমর্যাদা
৪৪. গ্রাম-সমাজের প্রধান বৈশিষ্ট্য কোনটি?
ক. অকৃষিপেশা
● অসমতা কম
গ. স্তরবিন্যাসের বৈচিত্র্য
ঘ. অপ্রতিবেশীসুলভ
৪৫. শহরে সামাজিক প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য কোনটি?
ক. আকারে ছোট
● খুবই জটিল
গ. সমজাতীয়
ঘ. আন্তরিক
৪৬. ক্ষমতা ও কর্তৃত্বের মধ্যে পার্থক্যের সামাজিক ক্ষেত্র কোনটি?
● বৈধতা
খ. কার্যাবলি
গ. সামর্থ্য
ঘ. বাস্তবায়ন
৪৭. বাংলাদেশের নগর সমাজে কোন ধরনের পরিবার বেশি দেখা যায়?
ক. বর্ধিত
খ. যৌথ
গ. মাতৃতান্ত্রিক
● অণু
৪৮. গ্রামে অবসর যাপনের প্রধান কেন্দ্র হল-
● পরিবার
খ. শিক্ষা প্রতিষ্ঠান
গ. খেলার মাঠ
ঘ. পার্ক
৪৯. মি. ‘ক’ পেশায় একজন আইনজীবী। সামাজিক স্তরবিন্যাসে ‘ক’-এর অবস্থান কোথায়?
ক. উচ্চবিত্ত
খ. উচ্চ মধ্যবিত্ত
● মধ্যবিত্ত
ঘ. নিম্ন মধ্যবিত্ত
৫০. সমাজের শীর্ষে অবস্থানকারী গোষ্ঠীকে কী বলে?
ক. শাসক এলিট
● চাপসৃষ্টিকারী গোষ্ঠী
গ. অশাসক এলিট
ঘ. সাধারণ গোষ্ঠী
আরো দেখো: এইচএসসি সমাজবিজ্ঞান সৃজনশীল প্রশ্নের উত্তর
শিক্ষার্থীরা, উপরে আমরা তোমাদের জন্য সমাজবিজ্ঞান ২য় পত্র ৬ষ্ঠ অধ্যায় mcq শেয়ার করেছি। তোমাদের পরীক্ষার যেমন হবে, এটি সেই আলোকেই তৈরি করা হয়েছে। উপরে দেওয়া Answer Sheet অপশনে ক্লিক করে মডেল টেস্টের উত্তর সংগ্রহ করে নাও।
ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post