সমাজবিজ্ঞান ২য় পত্র ৮ম অধ্যায় mcq : মানব সমাজ প্রতিনিয়ত পরিবর্তনশীল। প্রাচীন সমাজ থেকেই এ পরিবর্তন ক্রিয়াশীল। ফলে সমাজবিজ্ঞানের আলোচ্যবিষয়ের মধ্যে একটি জটিল ও গুরুত্বপূর্ণ প্রপঞ্চ হচ্ছে সামাজিক পরিবর্তন। সাধারণভাবে সামাজিক পরিবর্তন বলতে সমাজ ব্যবস্থা বা সামগ্রিক আচরণের মৌলিক পরিবর্তনকে বুঝায়।
সামাজিক পরিবর্তন বলতে সামাজিক কাঠামোর পুনর্গঠন বা রূপান্তরকেও চিহ্নিত করা যায়। তবে ‘পরিবর্তন’ শব্দটি রূপান্তরমূলক, উৎপত্তিমূলক নয়। বস্তুত সমাজের একটি বিশেষ রূপ থেকে অন্য একটি রূপ ধারণ করাকেই সামাজিক পরিবর্তন বলে। এ রূপান্তর কখনও স্থায়ী আবার কখনও অস্থায়ী হয়। কখনো, দ্রুত গতির আবার কখনো মন্থর। সমাজে অনেক সময় বাহ্যিক পরিবর্তন পরিলক্ষিত হয়, আবার কখনও অভ্যন্তরীণ পরিবর্তনও দেখা যায়।
পরিবর্তনশীলতার কারণেই মানব সমাজ আদিম দশা, বন্য দশা ও বর্বর দশা অবস্থা অতিক্রম করে আধুনিক উনড়বত ও যৌক্তিক সমাজে উপনীত হয়েছে। এ পরিবর্তনের মধ্যে দিয়ে সমাজ অনাগত ভবিষ্যতের দিকে এগিয়ে যাবে। সামাজিক পরিবর্তন মূলত সমাজের অর্থনীতি, রাজনীতি, সংস্কৃতিসহ সামাজিক কাঠামোর পরিবর্তনকে বুঝায়।
সমাজবিজ্ঞান ২য় পত্র ৮ম অধ্যায় mcq
১. যে প্রক্রিয়া একটি লক্ষ্যে সমগ্র পৃথিবীকে একই পরিবারভূক্ত করে—
ক. নগরায়ণ
● বিশ্বায়ন
গ. তথ্যপ্রযুক্তি
ঘ. শিল্পায়ন
২. নিচের কোনটি সামাজিক পরিবর্তন?
ক. স্বাধীনতা যুদ্ধ
খ. নদী ভাঙন
গ. পরিবেশগত বিপর্যয়
● যৌথ পরিবারে ভাঙন
৩. বিশ্বায়নের ফলে সমাজে —
● ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটে
খ. সমতা প্রতিষ্ঠিত হয়
গ. জ্ঞাতি সম্পর্ক সুদৃঢ়
ঘ. সংহতি বৃদ্ধি পায়
৪. নগরায়ণের ফলে সমাজে —
ক. বেকারত্ব বৃদ্ধি পায়
খ. সংহতি দৃঢ় হয়
গ. অপরাধপ্রবণতা হ্রাস পায়
● বস্তির প্রসার ঘটে
৫. কোনটির ওপর ভিত্তি করে ই-গভর্ন্যান্স ব্যবস্থা চালু হয়েছে?
ক. ATM ব্যবস্থা
খ. মোবাইল ব্যাংকিং
● ইন্টারনেট
ঘ. তথ্য প্রযুক্তি
নিচের উদ্দীপকটি পড়ে ৬ ও ৭ নং প্রশ্নের উত্তর দাও:
জেবুন নেছার বয়স ৬৫ বছর। এই বৃদ্ধ বয়সে পাশে কেউ নেই। ছেলে- মেয়ে, নাতী-নাতনী সবাই বিদেশে। তবে প্রতিদিন জেবুন নেছার সাথে মোবাইলে ভিডিও কলের মাধ্যমে ছেলে-মেয়ে, নাতী-নাতনীর সাথে কথা হয়।
৬. উদ্দীপকে বাংলাদেশের সমকালীন সমাজে কিরূপ পরিবর্তনের ইংগিত রয়েছে?
ক. সামাজিক পরিবর্তন
● প্রযুক্তিগত পরিবর্তন
গ. মনস্তাত্ত্বিক পরিবর্তন
ঘ. ধর্মীয় পরিবর্তন
৭. উক্ত পরিবর্তনের ফলে-
i. যোগাযোগ সহজতর হয়েছে
ii. কৃষিক্ষেত্রে পরিবর্তন হয়েছে
iii. শিল্পের প্রসার বৃদ্ধি পেয়েছে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
● i, ii ও iii
৮. যন্ত্রপাতি তৈরির কৌশল, কারুশিল্পের ব্যক্তিগত নৈপুণ্যের কৌশল। প্রভৃতির সম্মিলিত গুণকে কী বলে?
ক. পরিবর্তন
● প্রযুক্তি
গ. বিশ্বায়ন
ঘ. উৎপাদন
৯. বৰ্তমান যুগকে কীরূপ যুগ বলে অভিহিত করা হয়?
● তথ্য প্রযুক্তির যুগ
খ. বিজ্ঞানের যুগ
গ. প্রকৃতির যুগ
ঘ. শিল্প যুগ
১০. বাংলাদেশের জি ডি পি’র কত শতাংশ পোশাক খাত থেকে আসে?
ক. ৪%
● ৫%
গ. ৩%
ঘ. ৭%
১১. সাংস্কৃতিক বিশ্বায়নের ফলে কোন দেশগুলো ক্ষতিগ্রস্থ হচ্ছে?
ক. শিল্প যুগ
খ. উন্নত দেশ
● তৃতীয় বিশ্বের দেশ
ঘ. ধনী দেশ
১২. সামাজিক পরিবর্তন বলতে কোন কাঠামোর পরিবর্তনকে বোঝায়?
ক. অর্থনৈতিক কাঠামো
খ. পারিবারিক কাঠামো
● সামাজিক কাঠামো
ঘ. রাষ্ট্রীয় কাঠামো
১৩. সামাজিক পরিবর্তনজনিত সমস্যা মোকাবিলা করার প্রধান উপায় কোনটি?
ক. সুষ্ঠ পরিকল্পনা
খ. যথাযথ শিক্ষা
গ. পারস্পরিক মূল্যবোধ
উ.সচেতনতা
১৪. কার্ল মার্কস সমাজ পরিবর্তনের ক্ষেত্রে কোনটিকে গুরুত্ব দিয়েছেন?
● উৎপাদন প্রণালির পরিবর্তন
খ. সাংস্কৃতিক উপাদানের পরিবর্তন
গ. রাজনৈতিক ব্যবস্থায় পরিবর্তন
ঘ. শিক্ষা ব্যবস্থার পরিবর্তন
১৫. দেশের ই-গভর্নেন্সে ব্যাপক প্রভাব ফেলেছে কী?
ক. রাজনীতি
খ. চিকিৎসা
● তথ্য প্রযুক্তি
ঘ. শিক্ষা
১৬. তথ্য প্রযুক্তি বিশ্বের প্রতিটি দেশে ব্যাপক ভূমিকা পালন করেছে—
● সামাজিক পরিবর্তনে
খ. টেকসই উন্নয়ন হ্রাসে
গ. নারীর ক্ষমতারোধে
ঘ. জনসংখ্যা বৃদ্ধিতে
১৭. বিশ্বায়নের মধ্যে কয়টি মৌলিক বিষয় বিদ্যমান?
● ৩টি
খ. ৪টি
গ. ৫টি
ঘ. ৬টি
১৮. সামাজিক পরিবর্তন বেশি লক্ষ করা যায়-
ক. গ্রামীণ সমাজে
● শহুরে সমাজে
গ. যাযাবর সমাজে
ঘ. আদিবাসী সমাজে
১৯. ‘যুদ্ধ’ কোন ধরনের পরিবর্তন?
● পরিকল্পিত পরিবর্তন
খ. অপরিকল্পিত পরিবর্তন
গ. গুণগত পরিবর্তন
ঘ. তাত্ত্বিক পরিবর্তন
২০. ‘Global Village’ ধারণাটি কার?
ক. রবার্টসের
● মার্শাল ম্যাকলোহানের
গ. আলব্রোর
ঘ. টমাস মুরের
২১. বিশ্বায়নের মূল চালিকা শক্তি কী?
● আধুনিক পুঁজিবাদ
খ. গণতন্ত্র
গ. বহুজাতিক সংখ্যা
ঘ. নব্য উপনিবেশবাদ
২২. Global Village তৈরির মূল দর্শন হিসাবে কোনটি অধিক যৌক্তিক?
● গণ্ডিবিহীন পৃথিবী
খ. বাণিজ্যিক আধিপত্যবাদ
গ. বিশ্ব ভ্রাতৃত্ববোধ
ঘ. বিশ্ব মানবতা
২৩. বাংলাদেশে বিভিন্ন প্রকার রাজনৈতিক আন্দোলনে কারা অগ্রণী ভূমিকা পালন করছে?
ক. ছিন্নমূল জনগোষ্ঠী
খ. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
● মধ্যবিত্ত জনগোষ্ঠী
ঘ. সুশীল জনগোষ্ঠী
২৪. ‘সামাজিক পরিবর্তন হচ্ছে মানুষের জীবনধারার পরিবর্তন’- উক্তিটি কার?
ক. রবার্টসের
● স্যামুয়েল কোয়েনিগের
গ. আলব্রোর
ঘ. টমাস মুরের
২৫. ব্রিটিশ পণ্য আমদানির ফলে আমাদের কোন শিল্প ধ্বংস হয়?
● তাঁত শিল্প
খ. মৃৎশিল্প
গ. জাহাজ শিল্প
ঘ. কাগজ শিল্প
২৬. বাংলাদেশের সমাজ কর্তৃক নির্ভরশীল অর্থনীতি অধিক পছন্দ করার পিছনে ক্রিয়াশীল কারণ কোনটি?
ক. আধুনিক প্রযুক্তির আবিষ্কার
● উন্নত জীবনের হাতছানি
গ. উন্নত রাষ্ট্রের জনসংখ্যার চাহিদা
ঘ. উন্নত রাষ্ট্রের সাংস্কৃতিক প্রভাব
২৭. হাসিনা কলেজে ভর্তি হবে। সেজন্য তার মোবাইল ফোন থেকে মেসেজ পাঠিয়ে কলেজে ভর্তির আবেদন নিশ্চিত করেছে। এতে করে তার সময় ও অর্থ সাশ্রয় হয়েছে। উদ্দীপকের হাসিনা কোন প্রযুক্তির মাধ্যমে ভর্তির আবেদন নিশ্চিত করেছে?
ক. বৈজ্ঞানিক প্রযুক্তি
খ. কম্পিউটার প্রযুক্তি
● তথ্য প্রযুক্তি
ঘ. মোবাইল প্রযুক্তি
২৮. সমাজ জীবনের ওপর কোনটি প্রভাব সবচেয়ে বেশি?
● শিক্ষা-দীক্ষা
খ. ধন-সম্পত্তি
গ. বংশগতি
ঘ. উন্নত ক্যারিয়ার
২৯. বাংলাদেশের মানুষ গ্রাম থেকে ক্রমেই শহরমুখী হচ্ছে কেন?
ক. শিক্ষার জন্য
● জীবিকার তাগিদে
গ. উন্নয়নের জানা
ঘ. রাজনৈতিক কারণে
৩০. শিল্পায়নের প্রভাবে শিক্ষা ব্যবস্থায় কী পরিবর্তন হচ্ছে?
ক. শিক্ষার হার কমেছে
● কর্মমুখী শিক্ষার প্রসার হয়েছে
গ. উচ্চ শিক্ষার হার বেড়েছে
ঘ. প্রাথমিক শিক্ষার্থীদের ঝরে পড়া কমেছে
৩১. সামাজিক পরিবর্তনজনিত সমস্যা মোকাবিলা করার প্রধান উপায় কোনটি?
ক. যথাযথ শিক্ষা
খ. পারস্পরিক মূল্যবোধ
● সুষ্ঠু পরিকল্পনা
ঘ. সচেতনতা
৩২. কোন বিষয়টির সাথে সামাজিক অবস্থা ওতপ্রোতভাবে জড়িত?
ক. ধর্মীয় অব্যস্থা
● অর্থনৈতিক অবস্থা
গ. রাজনৈতিক অবস্থা
ঘ. আন্তর্জাতিক অবস্থা
৩৩. তথ্য আদান প্রদানের কৃৎকৌশলকে কী বলা হয়?
● তথ্য প্রযুক্তি
খ. বিশ্বায়ন
গ. বিজ্ঞান
ঘ. ই-গভর্ন্যান্স
৩৪. বিশ্বায়নের প্রভাবে বাংলাদেশে ব্যাপক হারে কী হচ্ছে?
● পরিবেশ দূষিত
খ. সামাজিক উন্নয়ন
গ. সুশাসন
ঘ. শিল্পায়ন
৩৫. বিশ্বায়ন হলো—
● বিভিন্ন দেশের পারস্পরিক নির্ভরশীলতা
খ. সমাজসমূহের ক্রমাগত সম্প্রসারণ
গ. সমাজসমূহের পরিবর্তন
ঘ. ব্যাপক শিল্পায়ন ও নগরায়ণ
৩৬. ‘Social Change’ গ্রন্থটি কে রচনা করেন?
ক. পি জিসবার্ট
● ডব্লিউ, এফ, অগবার্ন
গ. এফ এইচ গিভিংস
ঘ. ম্যাকাইভার
৩৭. রাজনৈতিক স্বাধীনতা, প্রযুক্তির উদ্ভাবন ও উৎপাদন প্রণালীর পরিবর্তনকে কী বলা হয়?
● সামাজিক পরিবর্তন
খ. সামাজিক উন্নয়ন
গ. সামাজিক প্রগতি
ঘ. সামাজিক বিবর্তন
৩৮. শিল্পায়ন তথা সার্বিক উন্নয়নের পূর্বশর্ত কী?
ক. রাজনৈতিক অস্থিতিশীলতা
খ. ঘন ঘন সরকার বদল
● রাজনৈতিক স্থিতিশীলতা
ঘ. শিল্পনীতির পরিবর্তন
৩৯. আধুনিক শিল্পায়িত সমাজে কয়টি বিপরীতমুখী রাজনৈতিক দর্শনে প্রভাবিত?
● ২টি
খ. ৪টি
গ. ৫টি
ঘ. ৬টি
৪০. নগর জীবনের সূত্রপাত ঘটে কীভাবে?
ক. প্রাকৃতিক ভাবে
● কর্মসংস্থানের প্রয়োজনে
গ. উচ্চাকাঙ্ক্ষার প্রতিফলনে
ঘ. অনুকূল পরিবেশের কারণে
৪১. যেসব বস্তুর ওপর মানব শ্ৰম প্ৰয়োগ হয় তাকে বলে—
ক. মৌলিক বস্তু
খ. উৎপাদনশীল বস্তু
গ. কৃত্রিম বস্তু
● শ্রমবস্তু
৪২. ম্যাকাইভার ও পেয়া সামাজিক পরিবর্তনের কয়টি ধরনের কথা উল্লেখ করেছেন?
ক. ২টি
● ৪টি
গ. ৫টি
ঘ. ৬টি
৪৩. কার্ল মার্কস সমাজ পরিবর্তনের ক্ষেত্রে কোনটিকে গুরুত্ব দিয়েছেন?
ক. উৎপাদন প্রণালি
খ. রাজনৈতিক ব্যবস্থা
● সামাজিক স্তরবিন্যাস
ঘ. সাংস্কৃতিক উপাদান
৪৪. শিক্ষার প্রথম সোপান কী?
ক. বিদ্যালয়ে যাওয়া
খ. বলতে শেখা
● সাক্ষরতা
ঘ. পড়তে শেখা
৪৫. কোন ক্ষেত্রে তথ্য প্রযুক্তির ব্যবহার অনিবার্য?
ক. অর্থনৈতিক ক্ষেত্রে
খ. চিকিৎসা ক্ষেত্রে
গ. যোগাযোগ ক্ষেত্রে
● মানব জীবনের সকল ক্ষেত্রে
৪৬. অফিস-আদালতে টাইপরাইটারের পরিবর্তে কম্পিউটারের ব্যবহার শুরু হওয়ার ফলে অনেক লোক বেকার হয়ে পড়ে। এরূপ বেকারত্ব নিচের কোনটির অন্তর্ভুক্ত?
● প্রযুক্তিগত
খ. প্রচ্ছন্ন
গ. মৌসুমি
ঘ. আকস্মিক
৪৭. নগর তৈরির প্রক্রিয়াকে কি বলে?
ক. আধুনিকায়ন
খ. বিশ্বায়ন
● নগরায়ণ
ঘ. শিল্পায়ন
৪৮. নিচের কোনটি বাজার শর্ত বহির্ভূত?
ক. ক্রয়ের ইচ্ছা
● ক্রয়ের সামর্থ্য
গ. ক্রয়ের অধিকার
ঘ. ক্রয় সন্তুষ্টি
৪৯. ‘সামাজিক পরিবর্তন হলো মানুষের জীবনযাত্রার ধরনের রূপান্তর’- উক্তিটি কার?
ক. ম্যাকাইভারের
খ. কার্ল মার্কসের
গ. টমাস মুরের
● স্যামুয়েল কোনিগের
৫০. বাংলাদেশের অর্থনীতির সবচেয়ে বড় খাত কোনটি?
ক. রেমিটেন্স
খ. কুটির শিল্প
গ. মৎস্য
● পোশাক শিল্প
আরো দেখো: এইচএসসি সমাজবিজ্ঞান সৃজনশীল প্রশ্নের উত্তর
শিক্ষার্থীরা, উপরে আমরা তোমাদের জন্য সমাজবিজ্ঞান ২য় পত্র ৮ম অধ্যায় mcq শেয়ার করেছি। তোমাদের পরীক্ষার যেমন হবে, এটি সেই আলোকেই তৈরি করা হয়েছে। উপরে দেওয়া Answer Sheet অপশনে ক্লিক করে মডেল টেস্টের উত্তর সংগ্রহ করে নাও।
ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post