আজকের আলোচনা: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি সমাজবিজ্ঞান ৬ষ্ঠ পত্র সাজেশন বিষয় কোড: ১৩২০০৩। বিষয়: বিষয়:বাংলাদেশের সমাজবিজ্ঞান।
সমাজবিজ্ঞান ৬ষ্ঠ পত্র সাজেশন
ক-বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর
১. কত সালে জমিদারি প্রথা বিলুপ্ত হয়?
উত্তর: ‘জমিদারি প্রথা’ ১৯৫০ সালে বিলুপ্ত হয়।
২. আগরতলা ষড়যন্ত্র মামলা কখন গ্রহণ করা হয়?
উত্তর: আগরতলা ষড়যন্ত্র মামলা ১৯৬৮ সালে গ্রহণ করা হয়।
৩. কখন মুজিবনগর সরকার গঠিত হয়?
উত্তর: ১৯৭১ সালের ১০ এপ্রিল মুজিবনগর সরকার গঠিত হয়।
৪. বাংলাদেশের বৃহত্তম এথনিক গোষ্ঠী কোনটি?
উত্তর: বাংলাদেশের বৃহত্তম এথনিক গোষ্ঠীর চাকমা।
৫. বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে বসবাসরত একটি এথনিক গোষ্ঠীর নাম লেখ।
উত্তর: উপকূলীয় অঞ্চলে বসবাসরত একটি গোষ্ঠী হল রাখাইন সম্প্রদায়।
৬. লিভারেজ কি?
উত্তর: মৃত স্বামীর কোন ভাইয়ের সাথে কোন বিধবা নারীর বিবাহ সম্পন্ন হওয়াতে লেভিরেট বিবাহ বলে।
৭. সরোরেট কী?
উত্তর: কোন ব্যক্তির স্ত্রী মারা গেলে সেই ব্যক্তি তার মৃত স্ত্রীর কোন বোনকে বিবাহ করলে তাকে সরোরেট বলে।
৮. কিশোর অপরাধ বলতে কি বুঝ?
উত্তর: সাধারণত কিশোরদের দ্বারা সংঘটিত আইনশৃঙ্খলা পরিপন্থী কাছই কিশোর অপরাধ।
৯. রেমিট্যান্স কি?
উত্তর: সাধারণত বিদেশে কর্মরত পেশাজীবী, দক্ষ, অর্ধদক্ষ বা অদক্ষ বাংলাদেশীদের দ্বারা বৈদেশিক মুদ্রায় প্রেরীত অর্থই রেমিট্যান্স।
১০. সামাজিক স্তরবিন্যাসের প্রধান ধর্ম কয়টি?
উত্তর: সামাজিক স্তরবিন্যাসের প্রধান চারটি।
১১. বাংলাদেশের স্থানীয় সরকার প্রথম স্তর কোনটি?
উত্তর: বাংলাদেশের স্থানীয় সরকার প্রথম স্তর ইউনিয়ন পরিষদ।
১২. চিরস্থায়ী বন্দোবস্ত কে, কত সালে প্রবর্তন করেন?
উত্তর: চিরস্থায়ী বন্দোবস্তের 1793 সালে লর্ড কর্নওয়ালিস প্রবর্তন করেন।
১৩. বাংলাদেশের পল্লী উন্নয়ন একাডেমী BARD প্রতিষ্ঠাতা কে?
উত্তর: বাংলাদেশের পল্লী উন্নয়ন একাডেমী BARD প্রতিষ্ঠাতা ড. আখতার হামীদ খান।
১৪. বিভিন্নমূখী মেলামেশা তত্ত্বটি কে দিয়েছেন?
উত্তর: বিভিন্নমুখী মেলামেশা তত্ত্বটি অপরাধবিজ্ঞানী সাদারল্যান্ড দিয়েছেন।
১৫. গুরুদন্ড কি?
উত্তর: অপরাধের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড গুরুদন্ড।
১৬. সর্বপ্রাণবাদ মতবাদের জনক কে?
উত্তর: সর্বপ্রাণবাদ মতবাদের জনক ব্রিটিশ নৃতাত্ত্বিক ই. বি. টেইলর।
১৭. বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশন কোনটি?
উত্তর: বাংলাদেশের প্রথম জাতীয় শিক্ষা কমিশন হল ডঃ কুদরাত- এ- খুদা শিক্ষা কমিশন।
১৮. বাংলাদেশের সর্বশেষ শিক্ষানীতির প্রধান কে ছিলেন?
উত্তর: বাংলাদেশের সর্বশেষ শিক্ষা কমিশনের চেয়ারম্যান ছিলেন অধ্যাপক কবীর চৌধুরী।
১৯. যৌথ পরিবার কি?
উত্তর: যে পরিবারে মা-বাবা ভাই-বোন দাদা-দাদি ও তাদের সন্তানরা একত্রে বসবাস করে তাকে যৌথ পরিবার বলে।
১৯. মাতৃতান্ত্রিক পরিবার কি?
উত্তর: যে পরিবারের মাথায় সর্বময় ক্ষমতার অধিকারী তাকে মাতৃতান্ত্রিক পরিবার বলে।
২০. সামাজিকীকরণের প্রধান বাহন কোনটি?
উত্তর: সামাজিকীকরণের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম পরিবার।
২১. বর্ধিত পরিবারের সংজ্ঞা দাও।
উত্তর: তিন পুরুষের দ্বারা যে পরিবার গঠিত হয় তাকে বর্ধিত পরিবার বলে।
২২. জনসংখ্যা কি?
উত্তর: জনসংখ্যা হচ্ছে একটি নির্দিষ্ট পরিসীমায় বসবাসকারী মানবগোষ্ঠী।
২৩. জনসংখ্যা সমস্যা বলতে কি বুঝ?
উত্তর: যখন কোন দেশের সম্পদ ও সম্পদ ব্যবহারের পর্যাপ্ততার তুলনায় সেদেশের জনসংখ্যা অতিরিক্ত হয়ে যায় তখন তাকে জনসংখ্যা সমস্যা বলে।
২৪. আপেক্ষিক দারিদ্র্য কি?
উত্তর: আপেক্ষিক দারিদ্র্য সমাজের অন্যদের তুলনায় নিম্নমানের আর্থিক অববস্থাকে বুঝায়।
২৫. বাংলাদেশের রাখাইন জনগোষ্ঠীর বসবাস কোন কোন জেলায়?
উত্তর: বাংলাদেশের রাখাইন জনগোষ্ঠীর বসবাস বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, পটুয়াখালী ও বরগুনা জেলায়।
২৬. স্বাস্থ্য বলতে কি বুঝ?
উত্তর: স্বাস্থ্য বলতে শারীরিক, মানসিক ও সামাজিকভাবে পরিপূর্ণ সুস্থতা এবং অসুখ-বিসুখ ও দুর্বলতা অনুপস্থিতিকে বুঝায়।
২৭. জীবননা চরণ রোগ কি?
উত্তর: মানুষ তার কাজকর্মের ত্রুটির কারণে যেসব রোগে আক্রান্ত হয় সেগুলো কে জীবনাচরণ রোগ বলা হয়।
২৮. ভারতীয় উপমহাদেশে নবজাগরণের অগ্রদূত কি?
উত্তর: ভারতীয় উপমহাদেশে নবজাগরণের অগ্রদূত রাজা রামমোহন রায়।
২৯. শহীদ আসাদ দিবস পালিত হয় কবে?
উত্তর: শহীদ আসাদ দিবস পালিত হয় 20 জানুয়ারি।
৩০. শেখ মুজিবকে ‘বঙ্গবন্ধু’ উপাধিতে ভূষিত করেন কে?
উত্তর: শেখ মুজিবকে ‘বঙ্গবন্ধু’ উপাধিতে ভূষিত করেন তোফায়েল আহমেদ।
খ-বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্নাবলী
১. ছয় দফা কর্মসূচি উল্লেখ কর।
২. বয়স ও লিঙ্গ কাঠামো কি?
৩. আভ্যন্তরীণ স্থানান্তরের সংজ্ঞা দাও।
৪. সামাজিকীকরণ বলতে কি বুঝ?
৫. লিঙ্গ অসমতা কি?
৬. ‘দারিদ্র্যের দুষ্টচক্র’ কি?
৭. গ্রামীণ ক্ষমতা- কাঠামো উৎসগুলো কি?
৮. বাংলাদেশের গ্রামীণ ক্ষমতা কাঠামোর প্রকৃতি লেখ।
৯. সামাজিক নিয়ন্ত্রণের শিক্ষার গুরুত্ব আলোচনা কর।
১০. সুশীল সমাজ বলতে কি বুঝ?
১১. সাংস্কৃতিক বহুত্ববাদ কি?
১২. শিক্ষানীতি কি?
১৩. শিক্ষা কি?
১৪. সামাজিকীকরণ কি?
১৫. সামাজিক নিয়ন্ত্রণের শিক্ষার গুরুত্ব আলোচনা কর।
১৬. বাংলাদেশের গ্রাম সমাজের ক্ষমতা কাঠামো আলোচনা কর।
১৭. আমলাতন্ত্রের সংজ্ঞা দাও।
১৮. রাষ্ট্র কাকে বলে?
১৯. স্থানীয় সরকার কাকে বলে?
২০. পিতৃসূত্রীয় ও মাতৃসূত্রীয় পরিবার কাকে বলে?
গ-বিভাগ: রচনামূলক প্রশ্নাবলি
১. বাঙালি জাতীয়তাবাদ বিকাশে ভাষা আন্দোলনের তাৎপর্য বর্ণনা কর।
২. বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পটভূমি বিশ্লেষণ কর।
৩. প্রয়োজনের উপর প্রভাব বিস্তারকারী উপাদানসমূহ আলোচনা কর।
৪. বাংলাদেশের চাকমা সমাজের আর্থসামাজিক ও সাংস্কৃতিক জীবনের বর্ণনা দাও।
৫. সাঁওতালি এথনিক সম্প্রদায়ের জীবন ধারা আলোচনা কর।
৬. বাংলাদেশের বিবাহ বিচ্ছেদের কারণ সমূহ চিহ্নিত কর।
৭. গ্রামীণ বাংলাদেশের কৃষি ও অকৃষি কার্যক্রমের বর্ণনা দাও।
৮. সামাজিক অসমতা কি অবশ্যম্ভাবী? বাংলাদেশের সামাজিক অসমতার কারণ আলোচনা কর।
৯. বাংলাদেশের গ্রামীণ সমাজের সামাজিক স্তরবিন্যাস আলোচনা কর।
১০. ক্ষমতা কি? গ্রামীণ ক্ষমতা কাঠামো সম্পর্কে বর্ণনা কর।
১১. বাংলাদেশের গ্রামীণ ক্ষমতা কাঠামো এলিটদের ভূমিকা আলোচনা কর।
১২. সাম্প্রতিক বাংলাদেশ অপরাধ প্রবণতা ধরন আলোচনা কর।
১৩. বাংলাদেশ অপরাধ দমনে পুলিশের ভূমিকা মূল্যায়ন কর।
১৪. বাংলাদেশের স্থানীয় সংস্কৃতির বিভিন্ন দিক আলোচনা কর।
১৫. বাংলাদেশের সমাজ ও সংস্কৃতির পরিবর্তনশীল ধারা আলোচনা কর।
১৬. নারী শিক্ষার উন্নয়নে বাংলাদেশ সরকারের গৃহীত পদক্ষেপসমূহ আলোচনা কর।
১৭. শিক্ষা ব্যবস্থা কাকে বলে? বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার সমস্যা গুলো বর্ণনা কর।
১৮. শিক্ষার সংজ্ঞা দাও। শিক্ষার লক্ষ্য উদ্দেশ্য আলোচনা কর।
১৯. বাংলাদেশি শিক্ষার্থী ঝরে পড়ার কারণ ও দূরীকরণ উপায় সমূহ আলোচনা কর।
২০. প্রাতিষ্ঠানিক সমস্যা কি? শিক্ষা ব্যবস্থাপনায় বিদ্যমান প্রাতিষ্ঠানিক সমস্যা সমূহ আলোচনা কর।
►► আরো দেখো: ডিগ্রি ৩য় বর্ষের উত্তরসহ অন্যান্য সাজেশন
ডিগ্রি ৩য় বর্ষের শিক্ষার্থীরা আমরা তোমাদের জন্য এ সাজেশনটি একটি পিডিএফ ফাইলে প্রস্তুত করেছি। কোর্সটিকার ডিগ্রি সমাজবিজ্ঞান ৬ষ্ঠ পত্র সাজেশন উপরে দেয়া Answer Sheet বাটনে ক্লিক করে সংগ্রহ করে নাও।
ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন্যান্য সকল বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post