অনার্স ৩য় বর্ষের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা কোর্সটিকায় তোমাদের স্বাগতম। অন্যান্য বছরের মতো কোর্সটিকায় এবারও অনার্স ৩য় বর্ষের সমাজবিজ্ঞান বিভাগের সাজেশন দেওয়া শুরু হয়েছে। কোর্সটিকায় আজকে আলোচনাকৃত বিষয় হচ্ছে সমাজ ও সম্প্রদায় সাজেশন ২০২৫। এখানে, তোমরা পরীক্ষায় কমন উপযোগী সকল প্রকার প্রশ্ন ও উত্তর পেয়ে যাবে।
কোর্সটিকায় আজকে সমাজ ও সম্প্রদায় বিষয়টির সাজেশন দেওয়া হবে। এই বিষয়ের বিষয় কোড হচ্ছে– ২৩২০০৯। এখানে, ক-বিভাগ, খ-বিভাগ ও গ-বিভাগের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেওয়া হয়েছে। আমরা চেষ্টা করেছি ক-বিভাগ এর সকল প্রশ্নের উত্তর দিয়ে দেওয়ার। বই হতে খ-বিভাগ ও গ-বিভাগের প্রশ্নগুলোর উত্তর তোমরা পেয়ে যাবে।
সমাজ ও সম্প্রদায় সাজেশন ২০২৫
ক-বিভাগ : অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
১. টোটেমিক গোত্র কী?
উত্তর: যখন কোনো গোত্রের সাথে গোত্র দেবতা যুক্ত থাকে তখন তাকে টোটেমিক গোত্র বা টোটেম সমাজ বলে।
২. কুল বা বংশ কাকে বলে?
অথবা, কুল বা বংশ কী?
উত্তর: কুল বা বংশ বলতে এমন একটি গোষ্ঠীকে বুঝায় যার সদস্যরা একজন অভিন্ন বা একই পূর্বপুরুষ থেকে অবিচ্ছিন্ন বা অখণ্ডিত ধারায় বংশোদ্ভূত।
৩. কোথায় গোষ্ঠীবদ্ধ জীবন খুব দৃঢ়?
উত্তর: উপজাতীয় সমাজে গোষ্ঠীবদ্ধ জীবন খুব দৃঢ়।
৪. ম্যাকাইভারের মতে সম্প্রদায়ের দুটি প্রধান বৈশিষ্ট্য কী?
উত্তর: ম্যাকাইভারের মতে সম্প্রদায়ের দুটি প্রধান বৈশিষ্ট্য হলো-১. সম্প্রদায়গত মানসিকতা ও ২. নির্দিষ্ট ভূখণ্ডে বসবাস করা।
৫. যান্ত্রিক সংহতি কোন সমাজে বিদ্যমান?
উত্তর: যান্ত্রিক সংহতি আদিম সমাজে বিদ্যমান।
৬. ‘Global Sociology: Introducing Five Contemporary Societies’ গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর: ‘Global Sociology: Introducing Five Contemporary Societies’ গ্রন্থটির রচয়িতা হলেন লিন্ডা সানচিদান ও আর্নল্ড সিলভারম্যান।
৭. ‘Tradition and Change in Four Societies’ গ্রন্থের রচয়িতা কে?
উত্তর: ‘Tradition and Change in Four Societies’ -গ্রন্থের রচয়িতা সমাজতাত্ত্বিক Richard B. Ford.
৮. ‘Oriental Despotism’ গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর: ‘Oriental Despotism’ গ্রন্থটির রচয়িতা কার্ল অগাস্ট উইটফোগেল।
৯. ‘Six village of Bengal’ গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর: ‘Six village of Bengal’ গ্রন্থটির রচয়িতা রাধাকৃষ্ণ মুখার্জী।
১০. গণতন্ত্রের ভিত্তি কী?
উত্তর: গণতন্ত্রের ভিত্তি হলো আইনের শাসন।
১১. ‘The Origin of the State’ গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর: ‘The Origin of the State’ গ্রন্থটির রচয়িতা নৃবিজ্ঞানী লোঈ।
১২. H. D. I এর পূর্ণরূপ লেখ।
উত্তর: H. D. I এর পূর্ণরূপ Human Development Inden.
১৩. ব্রাহ্মসমাজ কে প্রতিষ্ঠা করেন?
উত্তর: ব্রাহ্মসমাজ রাজা রামমোহন রায় ১৮২৮ সালের ২০ আগস্ট প্রতিষ্ঠা করেন।
১৪. ফরায়েজি আন্দোলনের প্রতিষ্ঠাতা কে?
উত্তর: ফরায়েজি আন্দোলনের প্রতিষ্ঠাতা হাজী শরীয়তুল্লাহ।
১৫. যুক্তরাজ্যের সাংবিধানিক নাম কী?
উত্তর: যুক্তরাজ্যের সাংবিধানিক নাম United Kingdom of Great Britain and Northern Ireland.
১৬. ‘ম্যাগনাকার্টা’ কখন স্বাক্ষরিত হয়?
উত্তর: ‘ম্যাগনাকার্টা’ ১২১৫ খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়
১৭. সামান্তবাদের মূল উপাদান কী?
উত্তর: সামন্তবাদের মূল উপাদান হলো ভূমি।
১৮. ‘শিল্পবিপ্লব’ প্রথম কোথায় সংঘটিত হয়?
উত্তর: শিল্পবিপ্লব প্রথম ইংল্যান্ডে সংঘটিত হয়।
১৯. শিল্পবিপ্লব কখন কোথায় সংঘটিত হয়েছিল?
অথবা, শিল্পবিপ্লব কবে এবং কোথায় সংঘটিত হয়েছিল?
উত্তর: শিল্পবিপ্লব ১৭৬০ খ্রিস্টাব্দে ইংল্যান্ডে সংঘটিত হয়েছিল।
২০. ব্রিটিশ শ্রেণি কাঠামো কয় ধরনের?
উত্তর: ব্রিটিশ শ্রেণি কাঠামো চার ধরনের।
২১. Tithe কী?
অথবা, ‘টাইথ’ কী?
উত্তর: Tithe হচ্ছে সামন্তপ্রথায় যাজকশ্রেণিকে প্রদত্ত করের নাম।
২২. জাপানের সবচেয়ে প্রাচীন ধর্ম কোনটি?
উত্তর: জাপানের সবচেয়ে প্রাচীন ধর্ম শিন্তো।
২৩. “মেইজি যুগ হচ্ছে জাপানের ভিক্টোরিয়ান যুগ।”- উক্তিটি কার?
উত্তর: “মেইজি যুগ হচ্ছে জাপানের ভিক্টোরিয়ান যুগ।” -উক্তিটি ঐতিহাসিক রিচার্ড স্টোরির।
২৪. Red light district কী?
উত্তর: জাপানের প্রতিটি শহরে অবস্থিত রাত্রিকালীন বিনোদন কেন্দ্রের নাম হলো Red light district.
২৫. কুমি কাকে বলে?
অথবা, Kumi কী?
উত্তর: বয়সের ভিত্তিতে জাপানের প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদেরকে যে ক্ষুদ্র ক্ষুদ্র দলে বিভক্ত করা হয় তাকেই কুমি বলে।
২৬. মেক্সিকোর রাষ্ট্রভাষা কী?
উত্তর: মেক্সিকোর রাষ্ট্রভাষা স্পেনিশ।
২৭. IRP এর পূর্ণরূপ লেখ।
উত্তর: IRP এর পূর্ণরূপ হলো Institutional Revolutionary Party.
২৮. ‘NAFTA’ এর পূর্ণরূপ লেখ।
উত্তর: ‘NAFTA’ এর পূর্ণরূপ হলো North American Free Trade Agreement.
২৯. মেক্সিকোর দুটি বিখ্যাত সভ্যতার নাম লেখ।
উত্তর: মেক্সিকোর দুটি বিখ্যাত সভ্যতা হলো মায়া ও আজটেক সভ্যতা।
৩০. ‘La Bamba’ কী?
উত্তর: ‘La Bamba’ হচ্ছে মেক্সিকোর এক ধরনের লোকগীতি বা লোক গান।
৩১. “মিসর হলো নীলনদের দান।”- উক্তিটি কার?
অথবা, কে মিসরকে ‘নীল নদের দান’ বলেছেন?
উত্তর: “মিসর হলো নীলনদের দান।” উক্তিটি ইতিহাসবিদ হেরোডোটাসের।
৩২. হরপ্পা সভ্যতা কোথায় অবস্থিত?
উত্তর: হরপ্পা সভ্যতা পাকিস্তানে অবস্থিত।
৩৩. প্রাচীন মিসরের লিখন পদ্ধতির নাম কী?
উত্তর: প্রাচীন মিসরের লিখন পদ্ধতির নাম হলো হায়ারোগ্লিফিক।
৩৪. ‘Colourful old’ কী?
উত্তর: ‘Colourful old’ হলো মিসরের উপশহরের দরিদ্র লোকদের সুপরিচিত বস্তির নাম।
৩৫. মিসরের সংখ্যালঘু ধর্মীয় দুটি গোষ্ঠীর নাম লেখ।
উত্তর: মিসরের সংখ্যালঘু ধর্মীয় দুটি গোষ্ঠীর নাম হলো- ১. কপটিক খ্রিস্টান এবং ২. ইহুদি।
৩৬. চীনের মহাপ্রাচীর কে নির্মাণ করেন?
অথবা, কোন সম্রাট চীনের মহাপ্রাচীন নির্মাণ করেন?
উত্তর: সম্রাট শিহুয়াংতি চীনের মহাপ্রাচীর নির্মাণ করেন।
৩৭. চীনের সাংস্কৃতিক বিপ্লব শুরু হয় কবে?
উত্তর: চীনের সাংস্কৃতিক বিপ্লব শুরু হয় ১৯৬৬ সালে।
৩৮. চীনা কমিউনিস্ট পার্টি কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তর: চীনা কমিউনিস্ট পার্টি ১৯৪৯ সালে প্রতিষ্ঠিত হয়।
৩৯. সংখ্যালঘু গোষ্ঠী কী?
উত্তর: সংখ্যালঘু গোষ্ঠী বা সম্প্রদায় হলো এমন একটি ক্ষুদ্র দল, যারা বৃহৎ ও প্রভাবশালী গোষ্ঠী দ্বারা নিয়ন্ত্রিত।
৪০. হরিজন কারা?
উত্তর: হিন্দুধর্মাবলম্বী নিম্ন সম্প্রদায়ভুক্তদেরকে হরিজন বলা হয়। এটি গান্ধীজি প্রদত্ত নাম।
৪১. কুট্টি কারা?
অথবা, কুট্টি কাদের বলা হয়?
উত্তর: কুট্টি শব্দের অর্থ খেদমতকারী। কুট্টিরা মুঘল আমলের পাইক, পেয়াদা, বাবুর্চি, খানসামা, গাড়োয়ান ইত্যাদি। এরা নবাবদের খেদমত করতো।
খ-বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্ন
১. গোত্র এবং বংশের তুলনামূলক আলোচনা কর।
অথবা, গোত্র এবং বংশের মধ্যে পার্থক্য নির্ণয় কর।
২. সমাজ কী?
অথবা, সমাজের সংজ্ঞা দাও।
৩. সমাজ ও সম্প্রদায়ের মধ্যে পার্থক্য বর্ণনা কর।
অথবা, সংক্ষেপে সমাজ ও সম্প্রদায়ের পার্থক্য নির্ণয় কর।
৪. এথনিক গোষ্ঠীর প্রধান বৈশিষ্ট্যাবলি আলোচনা কর।
৫. রাষ্ট্র বলতে কী বুঝ?
অথবা, রাষ্ট্র কী?
৬. বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে সুশীল সমাজের ভূমিকা উল্লেখ কর।
৭. ভারতের সমাজ কাঠামোর সংক্ষিপ্ত বর্ণনা দাও।
৮. ভারতীয় জাতিবর্ণ প্রথার বৈশিষ্ট্যসমূহ লেখ।
৯. “হিন্দুবাদ হচ্ছে একটি জীবন প্রণালি।” -ব্যাখ্যা কর।
১০. সামন্ততন্ত্রের বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর।
১১. উপনিবেশবাদ কী?
১২. নব্য উপনিবেশবাদ কী?
অথবা, নব্য উপনিবেশবাদ বলতে কী বুঝ?
১৩. সাম্রাজ্যবাদের বৈশিষ্ট্যসমূহ লেখ?
১৪. জাপানি সংস্কৃতির আদর্শ আলোচনা কর।
১৫. জাপানের সামাজিকীকরণে শিক্ষার ভূমিকা ব্যাখ্যা কর।
১৬. “জাপানি সমাজে শ্রেণি পার্থক্য তুলনামূলকভাবে কম।” উক্তিটি ব্যাখ্যা কর।
১৭. জাপানি পরিবারের সাম্প্রতিক ধারা আলোচনা কর।
১৮. হেসিয়েন্ডা ব্যবস্থা কী?
১৯. কম্পাড্রেজগো কী? [জা.বি. ২০১২, ‘১৪]
২০. মেক্সিকোর দ্বৈত সংস্কৃতি কী?
অথবা, মেক্সিকোর দ্বৈত সংস্কৃতি বলতে কী বুঝ?
২১. মেক্সিকোর পরিবার কাঠামো আলোচনা কর।
অথবা, মেক্সিকো সমাজের পারিবারিক কাঠামো আলোচনা কর।
২২. মিসরের শ্রেণি কাঠামো উল্লেখ কর।
২৩. মিসরকে নীলনদের দান বলা হয় কেন?
২৪. মিসরের ধর্মীয় সংখ্যালঘুর জীবন সম্পর্কে আলোচনা কর।
অথবা, মিসরের ধর্মীয় সংখ্যালঘুর জীবন ব্যবস্থার বর্ণনা দাও।
অথবা, মিসরের ধর্মীয় সংখ্যালঘুদের জীবন সংক্ষেপে বর্ণনা কর।
২৫. চীনের আমলাতন্ত্রের প্রধান বৈশিষ্ট্যাবলি বর্ণনা কর।
২৬. ধর্মীয় সংখ্যালঘু বলতে কী বুঝ?
২৭. বেদে সম্প্রদায়ের সাংস্কৃতিক জীবনের সংক্ষিপ্ত বর্ণনা দাও।
২৮. বৌদ্ধধর্মের মূলনীতিগুলো আলোচনা কর।
অথবা, ধর্মীয় সংখ্যালঘু হিসেবে বৌদ্ধদের চারটি আর্যসত্য আলোচনা কর।
গ-বিভাগ: রচনামূলক প্রশ্ন
১. সমাজের উৎপত্তি ও ক্রমবিকাশ আলোচনা কর।
২. গোত্র এবং বংশের তুলনামূলক আলোচনা কর।
৩. সমাজ কাকে বলে? সমাজ ও সম্প্রদায়ের পার্থক্য নিরূপণ কর।
অথবা, সমাজের সংজ্ঞা দাও। সমাজ ও সম্প্রদায়ের পার্থক্য আলোচনা কর।
৪. বাংলাদেশের গণতন্ত্রায়নে সুশীল সমাজের ভূমিকা মূল্যায়ন কর।
অথবা, বাংলাদেশের উন্নয়নে গণতন্ত্র বিকাশে সুশীল সমাজের ভূমিকা লেখ।
৫. জাতিবর্ণ প্রথার ফলাফল আলোচনা কর।
অথবা, ভারতীয় সমাজে বর্ণপ্রথার প্রভাব ব্যাখ্যা কর।
৬. মুঘল ভারতের কৃষি ব্যবস্থা সম্পর্কে আলোচনা কর।
৭. শিল্পবিপ্লব কী? ইংল্যান্ডে শিল্পবিপ্লবের কারণগুলো আলোচনা কর।
৮. আধুনিক ব্রিটিশ সমাজ প্রতিষ্ঠায় শিল্পবিপ্লবের ভূমিকা মূল্যায়ন কর।
৯. জাপানের সামাজিকীকরণ প্রক্রিয়ার বাহনগুলো আলোচনা কর।
১০. আধুনিক জাপানের বিচ্যুতি ও অপরাধ সম্পর্কে আলোচনা কর।
অথবা, জাপানের সামাজিক বিচ্যুতি উল্লেখ কর।
১১. মেক্সিকোর সামাজিক পরিবর্তনের সাম্প্রতিক ধারা সংক্ষেপে আলোচনা কর।
১২. মেক্সিকোর সামাজিক গঠন ও গোষ্ঠীজীবন সম্পর্কে আলোচনা কর।
অথবা, মেক্সিকোর সমাজ কাঠামো এবং গোষ্ঠীজীবন আলোচনা কর।
১৩. মেক্সিকোর শ্রেণি কাঠামোর বর্ণনা দাও।
১৪. মেক্সিকোর সংস্কৃতিতে দ্বৈতনীতির প্রভাব বর্ণনা কর।
অথবা, মেক্সিকোর সমাজ ও সংস্কৃতির দ্বৈত রূপ আলোচনা কর।
১৫. প্রাচীন মিসরীয় সমাজ কাঠামোর উপাদানসমূহ আলোচনা কর।
১৬. মিসরের সামাজিক শ্রেণি কাঠামো এবং অসমতা আলোচনা কর।
১৭. আধুনিক মিসরের সামাজিক পরিবর্তনের ধারা ব্যাখ্যা কর।
অথবা, সমসাময়িক মিসরের সামাজিক পরিবর্তন সম্পর্কে আলোচনা কর।
১৮. মিসরীয় সমাজের ধর্ম ও সংস্কৃতির মৌলিক উপাদানগুলো উল্লেখ কর।
১৯. চীনের সামাজিক শ্রেণিসমূহের বিবরণ দাও।
২০. চীনের কৃষি কাঠামো আলোচনা কর।
অথবা, চীনের কৃষি কাঠামো সম্পর্কে ব্যাখ্যা কর।
২১. চীনের কমিউনিস্ট বিপ্লব সম্পর্কে আলোচনা কর।
২২. চীনে কুয়েমিন টাং সরকারের বিরুদ্ধে সংঘটিত অসফল বিপ্লব সম্পর্কে আলোচনা কর।
২৩. কনফুসিয়ানিজম কী? এর মূলনীতি আলোচনা কর।
অথবা, কনফুসিয়ামের দার্শনিক মতবাদ সম্পর্কে লেখ।
২৪. রাখাইনদের আর্থ-সামাজিক ও সাংস্কৃতিক জীবনধারা আলোচনা কর।
অথবা, রাখাইনদের আর্থসামাজিক জীবনের বিবরণ দাও।
২৫. বাংলাদেশের জেলে সম্প্রদায়ের জীবনধারা আলোচনা কর।
২৬. বাংলাদেশের বেদে সম্প্রদায়ের আর্থসামাজিক জীবনের বিবরণ দাও।
২৭. বাংলাদেশের বৌদ্ধধর্মীয় সংখ্যালঘু গোষ্ঠীর সাংস্কৃতিক জীবনধারা আলোচনা কর।
উপরে, অনার্স ৩য় বর্ষের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য সমাজ ও সম্প্রদায় সাজেশন ২০২৫ নিয়ে আলোচনা করা হয়েছে। এখানে অতিসংক্ষিপ্ত, সংক্ষিপ্ত ও রচনামূলক প্রশ্ন নিয়ে আলোচনা করা হয়েছে। অতিসংক্ষিপ্তে দেওয়া সকল প্রশ্নের উত্তরগুলো এখানে দেওয়া হয়েছে। সংক্ষিপ্ত ও রচনামূলক প্রশ্নগুলো দেওয়া হয়েছে। বই হতেই এগুলোর উত্তর পেয়ে যাবে।
কোর্সটিকার সাজেশন সংক্রান্ত কোনো প্রশ্ন, জিজ্ঞাসা বা মতামত থাকলে ফেসবুক পেজে যোগাযোগ করতে পারো। এছাড়াও আমাদের ইউটিউব চ্যনেলটি Subscribe করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post