বিষয়: অনার্স সমাজবিজ্ঞান ৩য় বর্ষ সমাজ ও সম্প্রদায়
সমাজবিজ্ঞান ৩য় বর্ষ সমাজ ও সম্প্রদায়
বিষয় কোড: ২৩২০০৯
ক. বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্নাবলি
১. কুল বা বংশ কাকে বলে?
উত্তর: কুল বা অংশ বলতে এমন একটি গোষ্ঠীকে বুঝায় যার সদস্যরা একজন অভিন্ন বা একই পূর্বপুরুষ থেকে অবিচ্ছিন্ন বা অখণ্ডিত বংশোদ্ভূত।
২. ম্যাকাইভারের মতে সম্প্রদায়ের দুটি প্রধান বৈশিষ্ট্য কী?
উত্তর: ম্যাকাইভারের মতে সম্প্রদায়ের দুটি প্রধান বৈশিষ্ট্য হলো- ১. সম্প্রদায়গত মানসিকতা ও ২. নির্দিষ্ট ভূখেণ্ড বসবাস করা।
৩. ব্রাক্ষ্মসমাজ কে প্রতিষ্ঠা করেন?
উত্তর: ব্রাক্ষ্মসমাজ রাজা রামমোহন রায় ১৮২৮ সালের ২০ আগস্ট প্রতিষ্ঠা করেন।
৪. ফরায়েজি আন্দোলনের প্রতিষ্ঠাতা কে?
উত্তর: ফরায়েজি আন্দোলনের প্রতিষ্ঠাতা হাজী শরীয়তুল্লাহ।
৫. সামান্তবাদের মূল উপাদান কী?
উত্তর: সামান্তবাদের মূল উপাদান হল- ভূমি।
৬. শিল্পবিপ্লব কখন কোথায় সংঘটিত হয়েছিল?
উত্তর: শিল্পবিপ্লব ১৭৬০ খ্রিস্টাব্দে ইংল্যান্ডে সংঘটিত হয়েছিল।
৭. জাপানের সবচেয়ে প্রাচীন ধর্ম কোনটি?
উত্তর: জাপানের সবচেয়ে প্রাচীন ধর্ম শিন্তো।
৮. সামুরাই কারা?
উত্তর: সুমাইরা হলো জাপানের পেশাদার যোদ্ধাশ্রেণী।
৯. মেইজি কী?
উত্তর: যে পাশ্চাত্য সভ্যতা দ্বারা জাপানের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক জীবনধারা প্রভাবিত হয় তাকে মেইজি বলে।
১০. মেক্সিকোর দুটি বিখ্যাত সভ্যতার নাম লেখ।
উত্তর: মেক্সিকোর দুটি বিখ্যাত সভ্যতার নাম লেখা হল: মায়া ও আজটেক সভ্যতা।
১১. ‘মিশর হলো নীলনদের দান।’- উক্তিটি কার?
১২. ‘মিশর হলো নীলনদের দান।’- উক্তিটি ইতিহাসবিদ হেরোডোটাসের।
১৩. প্রাচীন মিশরের লিখন পদ্ধতির নাম কী?
উত্তর: প্রাচীন মিশরের লিখন পদ্ধতির নাম হল- হায়ারোগ্লিফিক।
১৪. বালাদি কী?
উত্তর: মিশরের রাজধানী কায়রোর বিখ্যাত বস্তি হলো বালাদি।
১৫. চীনের সাংস্কৃতিক বিপ্লব শুরু হয় কবে?
উত্তর: চীনের সাংস্কৃতিক বিপ্লব শুরু হয় ১৯৬৬ সালে।
১৬. চীনের মহাপ্রাচির কে নির্মাণ করেন?
উত্তর: সম্রাট সুহিয়াংতি চীনের মহাপ্রাচীর নির্মাণ করেন।
১৭. চীনের সরকারী ভাষা কী?
উত্তর: চীনের সরকারী ভাষা মান্ডারিন।
১৮. সংখ্যালঘু গোষ্ঠী কী?
উত্তর: সংখ্যালঘু গোষ্ঠী বা সম্প্রদায় হল এমন একটি ক্ষুদ্র দল, যারা বৃহৎ প্রভাবশালী গোষ্ঠী দ্বারা নিয়ন্ত্রিত।
১৯. বাংলাদেশে বসবাসরত একটি মাতৃতান্ত্রিক নৃ-গোষ্ঠীর নাম লেখ।
উত্তর: বাংলাদেশে বসবাসরত একটি মাতৃতান্ত্রিক নৃ-গোষ্ঠীর নাম হলো গারো সম্প্রদায়।
২০. বাংলাদেশের উপকূলীয় এলাকায় বসবাসরত একটি নৃ-গোষ্ঠীর নাম উল্লেখ কর?
উত্তর: বাংলাদেশের উপকূলীয় এলাকায় বসবাসরত একটি নৃ-গোষ্ঠীর নাম রাখাইন।
২১. ‘Compadrezgo’ কী?
উত্তর: ‘Compadrezgo’ হল মেক্সিকোতে পরিবার বহির্ভূত ব্যক্তিগত সম্পর্ক স্থাপনের একটি সনাতন প্রথা।
২২. যুক্তরাজ্যের সাংবিধানিক নাম কী?
উত্তর: যুক্তরাজ্যের সাংবিধানিক নাম United Kingdom of Great Britain and Northern Ireland.
২৩. HDIএর পূর্ণরূপ কী?
উত্তর: HDI এর পূর্ণরূপ হল- Human Development Index.
২৪. ‘Oriental Despotism’ গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর: ‘Oriental Despotism’ গ্রন্থটির রচয়িতা কার্ল আগস্ট উইটফোগেল।
২৫. ‘The Origin of the State’ গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর: ‘The Origin of the State’ গ্রন্থটির রচয়িতা নৃবিজ্ঞানী লোঈ।
খ. বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্নাবলী
১. সমাজের সংজ্ঞা দাও।
২. সংক্ষেপে সমাজে ও সম্প্রদায়ের পার্থক্য নির্ণয় কর।
৩. এথনিক গোষ্ঠীর প্রধান বৈশিষ্ট্য গুলি আলোচনা কর।
৪. ভারতের সমাজ কাঠামোর সংক্ষিপ্ত বর্ণনা কর।
৫. ভারতীয় জাতীবর্ণ প্রথার বৈশিষ্ট্যসমূহ লেখ।
৬. উপনিবেশবাদ কী?
৭. আধুনিক জাপানের গোষ্ঠীবদ্ধ জীবন আলোচনা কর।
৮. জাপানি পরিবারের সাম্প্রতিক ধারা আলোচনা কর।
৯. মেক্সিকোর পরিবার কাঠামো আলোচনা কর।
১০. কম্পাড্রেজগো ক?
১১. মিশরকে নীলনদের দান বলা হয় কেন?
১২. মিশরের ধর্মীয় সংখ্যালঘুর জীবন সম্পর্কে আলোচনা কর।
১৩. এগিয়ে চলার মহান উল্লম্ফন কী?
১৪. জেলেদের সাংস্কৃতিক জীবন ধারা আলোচনা কর।
১৫. ধর্মীয় সংখ্যালঘু হিসেবে বৌদ্ধদের চারটি আর্যসত্য আলোচনা কর।
১৬. ‘Kuomintang’ কী?
১৭. সাম্রাজ্যবাদের বৈশিষ্ট্যসমূহ লেখ?
গ. বিভাগ: রচনামূলক প্রশ্ন
১. সমাজ কাকে বলে? সমাজ ও সম্প্রদায়ের পার্থক্য নিরূপণ কর।
২. বাংলাদেশের উন্নয়নে গণতন্ত্র বিকাশে সুশীল সমাজের ভূমিকা লেখ।
৩. ভারতীয় সমাজে বর্ণপ্রথার প্রভাব ব্যাখ্যা কর।
৪. ভারতে সামন্তবাদ থেকে পুঁজিবাদে উত্তরণের অন্তরায়গুলো আলোচনা কর।
৫. শিল্পবিপ্লব কী? ইংল্যান্ডে শিল্পবিপ্লবের কারণগুলি আলোচনা কর।
৬. ইংল্যান্ডে গণতন্ত্রের বিকাশ সম্পর্কে আলোচনা কর।
৭. জাপানের সামাজিকীকরণ প্রক্রিয়ার বাহনগুলো আলোচনা কর।
৮. জাপানের সামাজিক বিচ্যুতি উল্লেখ কর।
৯. মেক্সিকোর শ্রেণি কাঠামো বর্ণনা দাও।
১০. মেক্সিকোর সমাজ ও সংস্কৃতির দ্বৈত রূপ আলোচনা কর।
১১. সমসাময়িক মিশরের সামাজিক পরিবর্তন সম্পর্কে আলোচনা কর।
১২. মিশরীয় সংস্কৃতির প্রধান উপাদানসমূহ আলোচনা কর।
১৩. চীনের আমলাতন্ত্র সম্পর্কে আলোচনা কর।
১৪. কনফুসিয়াসের দার্শনিক মতবাদ সম্পর্কে লেখ।
১৫. চাকমা আর্থসামাজিক জীবনে বিবরণ দাও।
১৬. রাখাইনদের আর্থসামাজিক জীবনে বিবরণ দাও।
এখানে ক্লিক করে সমাজবিজ্ঞান ৩য় বর্ষ সমাজ ও সম্প্রদায় pdf ডাউনলোড করে নাও। অনার্স সমাজবিজ্ঞান ৩য় বর্ষের অন্যান্য সাজেশন ডাউনলোড করতে এখানে ক্লিক করো। ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post