অনার্স ৩য় বর্ষের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা কোর্সটিকায় তোমাদের স্বাগতম। অন্যান্য বছরের মতো কোর্সটিকায় এবারও অনার্স ৩য় বর্ষের সমাজবিজ্ঞান বিভাগের সাজেশন দেওয়া শুরু হয়েছে। কোর্সটিকায় আজকে আলোচনাকৃত বিষয় হচ্ছে সমাজ মনোবিজ্ঞান সাজেশন ২০২৪। এখানে, তোমরা পরীক্ষায় কমন উপযোগী সকল প্রকার প্রশ্ন ও উত্তর পেয়ে যাবে।
কোর্সটিকায় আজকে সমাজ মনোবিজ্ঞান বিষয়টির সাজেশন দেওয়া হবে। এই বিষয়ের বিষয় কোড হচ্ছে– ২৩২০১৫। এখানে, ক-বিভাগ, খ-বিভাগ ও গ-বিভাগের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেওয়া হয়েছে। আমরা চেষ্টা করেছি ক-বিভাগ এর সকল প্রশ্নের উত্তর দিয়ে দেওয়ার। বই হতে খ-বিভাগ ও গ-বিভাগের প্রশ্নগুলোর উত্তর তোমরা পেয়ে যাবে।
সমাজ মনোবিজ্ঞান সাজেশন ২০২৪
ক-বিভাগ : অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
১. “সমাজ মনোবিজ্ঞান সমাজস্থ ব্যক্তির আচরণের বিজ্ঞান।” -উক্তিটি কে করেছেন?
উত্তর: “সমাজ মনোবিজ্ঞান সমাজস্থ ব্যক্তির আচরণের বিজ্ঞান।”- উক্তিটি মনোবিজ্ঞানী ক্রেচ, ক্রাচফিন্ড এবং ব্যালাচি (Kreach, Crutchfield & Ballachey) এর।
২. সমাজ মনোবিজ্ঞানে সামাজিক মিথস্ক্রিয়া প্রত্যয়টি প্রবক্তা কে?
উত্তর: সমাজ মনোবিজ্ঞানে সর্বপ্রথম সামাজিক মিথস্ক্রিয়া প্রত্যয়টির প্রবক্তা গ্রেব্রিয়েল টার্ডে।
৩. ‘Individual in Society’ গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর: ‘Individual in Society’ গ্রন্থটির রচয়িতা ক্রাচফিন্ড ও ব্যালাচি।
৪. সমাজমিতির উদ্ভাবক কে?
অথবা, কে, কখন সমাজমিতি পদ্ধতিটি উদ্ভাবন করেন?
উত্তর: সমাজমিতির উদ্ভাবক হলেন জে. এল. মরেনো। তিনি ১৯৪৮ সালে এটি উদ্ভাবন করেন।
৫. মনোভাব পরিমাপের সবচেয়ে কার্যকর পদ্ধতি কোনটি?
উত্তর: মনোভাব পরিমাপের সবচেয়ে কার্যকর পদ্ধতি স্কেলিং পদ্ধতি।
৬. প্রাথমিক সামাজিকীকরণ কী?
উত্তর: পরিবারের মধ্যে শিশুর সামাজিকীকরণের যে প্রাথমিক কার্যক্রম বা কার্যপ্রক্রিয়া সম্পন্ন হয় তাই প্রাথমিক সামাজিকীকরণ।
৭. অহম (Self) কী?
অথবা, অহং কী?
উত্তর: অহম (Self) বলতে ব্যক্তি নিজেকে যা বলে জানে কিংবা নিজেকে যেভাবে প্রত্যক্ষ করে তাকেই বুঝায়।
৮. ইগো বলতে কী বুঝায়?
উত্তর: ইগো বলতে ব্যক্তিত্বের সচেতন অংশ এবং ব্যক্তির কার্যনির্বাহী সত্তাকে বুঝায়।
৯. ইডিপাস এষণা কী?
উত্তর: শিশুর পিতার প্রতি ঈর্ষাবোধ এবং মাতার প্রতি আকর্ষণবোধ করাকে ইডিপাস এষণা বলে।
১০. আপন দর্পণ সত্তা কী?
উত্তর: আমরা নিজের সত্তা সম্পর্কে নিজের অভিমতকে বলি আপন দর্পণ সত্তা।
১১. প্রত্যক্ষণ কী?
উত্তর: প্রত্যক্ষণ হলো কোনো বস্তুকে উপলব্ধি বা ধারণা করা।
১২. সংবেদন কাকে বলে?
উত্তর: কোনো বিষয় বা বস্তু সম্পর্কে আমাদের নিষ্ক্রিয় প্রাথমিক চেতনার সংমিশ্রণকে সংবেদন বলে।
১৩. সংযুক্তিসূচক মনোভাব কী?
উত্তর: যে মনোভাব সমাজস্থ ব্যক্তিবর্গের মধ্যকার সামাজিক বন্ধনকে সুদৃঢ় করে সেগুলোকে সংযুক্তিসূচক মনোভাব বলে।
১৪. মনোভাব পরিমাপের সবচেয়ে কার্যকর পদ্ধতি কোনটি?
উত্তর: মনোভাব পরিমাপের সবচেয়ে কার্যকর পদ্ধতি মানব পদ্ধতি।
১৫. মনোভাব পরিবর্তনে ভারসাম্য মতবাদের প্রবক্তা কে?
উত্তর: মনোভাব পরিবর্তনে ভারসাম্য মতবাদের প্রবক্তা হলেন মনোবিজ্ঞানী হাউজার ও নিউকম্ব।
১৬. সামাজিক গোষ্ঠী কী?
উত্তর: সামাজিক গোষ্ঠী বলতে দুই বা ততোধিক ব্যক্তির সমষ্টিকে বুঝায়, যারা একটি স্বীকৃত সংগঠনের মাধ্যমে পরস্পরের ওপর কাজ করে।
১৭. গোষ্ঠী মন কী?
উত্তর: গোষ্ঠী মন হচ্ছে সামষ্টিক মানসিক অবস্থা।
১৮. সি. এইচ. কুলির মতানুযায়ী গোষ্ঠী কত প্রকার ও কী কী?
উত্তর: চার্লস হর্টন কুলি গোষ্ঠীকে দুই ভাগে ভাগ করেছেন। যথা: ১. মুখ বা প্রাথমিক গোষ্ঠী এবং ২. গৌণ বা মাধ্যমিক গোষ্ঠী।
১৯. প্রাথমিক গোষ্ঠীর একটি উদাহরণ দাও।
উত্তর: প্রাথমিক গোষ্ঠীর একটি উদাহরণ হলো পরিবার।
২০. অনৈচ্ছিক গোষ্ঠী কী?
উত্তর: যে গোষ্ঠীর সদস্যরা ইচ্ছে করে নয়; বরং জন্মগতভাবে সদস্যপদ লাভ করে সে গোষ্ঠীকে অনৈচ্ছিক গোষ্ঠী বলে।
২১. আত্মপ্রতিবেদন পদ্ধতি (Self report method) কী?
উত্তর: আত্মপ্রতিবেদন পদ্ধতি (Self report method) হলো যে পদ্ধতিতে ব্যক্তি তার নিজের সম্পর্কে নিজেই তথ্য প্রদান করে।
২২. যোগাযোগ প্রক্রিয়ার সর্বশেষ স্তর কোনটি?
উত্তর: যোগাযোগ প্রক্রিয়ার সর্বশেষ পর্যায়ের নাম তথ্যের গন্তব্যস্থল বা শ্রোতা।
২৩. চিন্তন কী?
উত্তর: চিন্তন হলো অভ্যন্তরীণ আলাপ-আলোচনা।
২৪. “চিন্তন হলো অভ্যন্তরীণ আলাপ-আলোচনা।”- উক্তিটি কার?
উত্তর: “চিন্তন হলো অভ্যন্তরীণ আলাপ-আলোচনা।”- উক্তিটি জর্জ হার্বার্ট মিডের।
২৫. US এবং UR পূর্ণরূপ লেখ।
উত্তর: US এর পূর্ণরূপ হলো Unconditional Stimulus এবং UR এর পূর্ণরূপ হলো Unconditional Response.
২৬. অন্তর্মুখী ব্যক্তিত্ব কী?
উত্তর: যে ব্যক্তি সাধারণত স্বার্থপর, আত্মকেন্দ্রিক, কল্পনাবিলাসী ও অসামাজিক হয় তাই অন্তর্মুখী ব্যক্তিত্ব।
২৭. ব্যক্তিত্বের প্রধান উপাদান কী কী?
উত্তর: ব্যক্তিত্বের প্রধান উপাদানগুলো হলো- ১. জৈবিক উপাদান, ২. সামাজিক উপাদান, ৩. বংশগত উপাদান ও ৪. গ্রন্থিরস।
২৮. ব্যক্তিত্বের সূতিকাগার কোনটি?
উত্তর: ব্যক্তিত্বের সূতিকাগার হলো সংস্কৃতি।
২৯. স্বসংস্কৃতায়ন কী?
উত্তর: ব্যক্তি তার নিজস্ব সাংস্কৃতিক ভাবধারা গ্রহণ করার প্রক্রিয়াকেই স্বসংস্কৃতায়ন বলে।
৩০. অধিসত্তা কী?
উত্তর: সাধারণত মানব চরিত্রের ভালো দিকগুলোই (যেমন- বিবেক, ধৈর্য, আত্মসংসম) অধিসত্তা।
৩১. অহম কী?
অথবা, অহম অর্থ কী?
উত্তর: অহম হলো ব্যক্তির বাস্তবসত্তা।
৩২. আদিসত্তা কী?
অথবা, ইগো বলতে কী বুঝায়?
উত্তর: আদিসত্তা হলো মানুষের জন্মগত জৈবিক সত্তা।
৩৩. আরোপিত নেতৃত্ব কাকে বলে?
উত্তর: কোনো গোষ্ঠীর ওপর থেকে চাপিয়ে দেওয়া নেতৃত্বকে আরোপিত নেতৃত্ব বলে।
৩৪. জনতার আচরণের প্রধান বৈশিষ্ট্য কী?
উত্তর: জনতার আচরণের প্রধান বৈশিষ্ট্য হলো মানসিক সমরূপতা।
৩৫. শ্রোতৃমন্ডলী কী?
উত্তর: শ্রোতৃমন্ডলী হলো একটি অস্থায়ী জনসমাবেশ যার সদস্যরা নির্দিষ্ট সময়ে এবং নির্দিষ্ট স্থানে কোনো বিশেষ বা সমজাতীয় উদ্দেশ্য সাধনে মিলিত হয়।
৩৬. উচ্ছৃঙ্খল জনতা কাকে বলে?
অথবা, উচ্ছৃঙ্খল জনতা কী?
উত্তর: আইন অমান্যকারী বা বিশৃঙ্খল জনতাকে উচ্ছৃঙ্খল জনতা বলে।
৩৭. ফ্যাশন কী?
অথবা, ফ্যাশন বলতে কী বুঝায়?
উত্তর: ফ্যাশন বলতে বুঝায় প্রচলিত কোনো একটি প্রথা বা রীতির সমাজস্বীকৃত ব্যতিক্রমী একটি রূপ।
৩৮. প্রচারণা কী?
উত্তর: প্রচারণা হচ্ছে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থ উদ্ধারের জন্য প্ররোচনামূলক তথ্য সরবরাহের মাধ্যমে জনগণের মতামতের প্রতিক্রিয়া।
৩৯. কিম্বল ইয়ং এর মতে জনমত গঠনের পর্যায় কয়টি?
উত্তর: কিম্বল ইয়ং জনমত গঠনের প্রক্রিয়াকে মোট চারটি ধাপে বর্ণনা করেছেন।
৪০. জনমত গঠনের দুটি বাহনের নাম লেখ।
উত্তর: জনমত গঠনের দুটি বাহনের নাম হলো- ১. সংবাদপত্র ও ২. ইন্টারনেট।
খ-বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্ন
১. মনোবিজ্ঞানের প্রকৃতি আলোচনা কর।
২. অন্তর্দর্শন পদ্ধতি কী?
৩. সামাজিকীকরণের সংজ্ঞা দাও।
অথবা, প্রত্যাশিত সামাজিকীকরণ কী?
৪. পুনঃসামাজিকীকরণ কী?
অথবা, পুনঃসামাজিকীকরণ বলতে কী বুঝ?
৫. প্রত্যক্ষণ বলতে কী বুঝ?
৬. সংবেদন ও প্রত্যক্ষণের মধ্যে পার্থক্য আলোচনা কর।
অথবা, প্রত্যক্ষণ ও সংবেদনের মধ্যে পার্থক্য কী?
৭. মনোভাবের উপাদানগুলো আলোচনা কর।
অথবা, মনোভাব কীভাবে গঠিত হয়?
৮. মনোভাব পরিমাপের সমস্যাবলি উল্লেখ কর।
অথবা, মনোভাব পরিমাপের সমস্যাবলি আলোচনা কর।
৯. মনোভাব পরিমাপের বোগার্ডাস স্কেল ব্যাখ্যা কর।
১০. গৌণ গোষ্ঠী কাকে বলে?
অথবা, মাধ্যমিক গোষ্ঠী বলতে কী বুঝায়?
১১. মুখ্য গোষ্ঠী ও গৌণ গোষ্ঠীর মধ্যে পার্থক্য দেখাও।
অথবা, প্রাথমিক ও মাধ্যমিক গোষ্ঠী বা দলের পার্থক্য লেখ।
১২. অবাচনিক যোগাযোগ বলতে কী বুঝ?
১৩. যোগাযোগ প্রক্রিয়ার উপাদানগুলো কী?
১৪. গণমাধ্যমের সংজ্ঞা প্রদান কর।
১৫. যোগাযোগে চিন্তনের ভূমিকা আলোচনা কর।
১৬ . ব্যক্তিত্বের পরিবেশগত উপাদানসমূহ ব্যাখ্যা কর।
১৭. সংস্কৃতি ও ব্যক্তিত্বের সম্পর্ক উল্লেখ কর।
অথবা, সংস্কৃতি ও ব্যক্তিত্ব কীভাবে সম্পর্কিত আলোচনা কর।
১৮. ব্যক্তিত্বের গঠন ও বিকাশে পরিবারের ভূমিকা আলোচনা কর।
১৯. ব্যক্তিত্ব বিকাশে বিদ্যালয়ের ভূমিকা উল্লেখ কর।
২০. ইড (Id), ইগো (Ego) ও সুপার ইগো (Super Ego) কী?
অথবা, সুপার ইগো প্রত্যয়টি ব্যাখ্যা কর।
২১. নেতৃত্বের প্রকৃতি আলোচনা কর।
২২. নেতা ও অনুগামীর মধ্যে সম্পর্ক ব্যাখ্যা কর।
২৩. নেতৃত্ব ও কর্তৃত্বের মধ্যে পার্থক্য নির্ণয় কর।
২৪. উচ্ছৃঙ্খল জনতার বৈশিষ্ট্যসমূহ উল্লেখ কর।
অথবা, জনতার আচরণের বৈশিষ্ট্যগুলো উল্লেখ কর।
২৫. জনতা ও শ্রোতামণ্ডলীর মধ্যে পার্থক্য লেখ।
২৬. জনমত গঠনের প্রক্রিয়াটি ব্যাখ্যা কর।
অথবা, জনমত গঠনের প্রক্রিয়াটি বর্ণনা কর।
গ-বিভাগ: রচনামূলক প্রশ্ন
১. সমাজ মনোবিজ্ঞানের ঐতিহাসিক ক্রমবিকাশ আলোচনা কর।
২. সমাজ মনোবিজ্ঞানের পরিধি আলোচনা কর।
৩. সমাজ মনোবিজ্ঞান পাঠের গুরুত্ব আলোচনা কর।
৪. সমাজ মনোবিজ্ঞানে ব্যবহৃত পদ্ধতিসমূহ আলোচনা কর।
৫. সামাজিকীকরণের বাহনসমূহ ব্যাখ্যা কর।
৬. সামাজিকীকরণের প্রক্রিয়াসমূহ আলোচনা কর।
অথবা, সামাজিকীকরণের স্তর বা পর্যায়সমূহ আলোচনা কর।
৭. সামাজিক প্রত্যক্ষণের বিভিন্ন পর্যায়সমূহ আলোচনা কর।
অথবা, সামাজিক প্রত্যক্ষণের বিভিন্ন ধাপসমূহ বর্ণনা কর।
৮. প্রত্যক্ষণের ওপর প্রভাব বিস্তারকারী উপাদানসমূহের বর্ণনা দাও।
৯. প্রেষণার বিভিন্ন পর্যায় আলোচনা কর।
১০. মনোভাব পরিমাপনে লিকার্ট স্কেল ব্যাখ্যা কর।
১১. উদাহরণসহ বিভিন্ন ধরনের সামাজিক গোষ্ঠী বা দল সম্পর্কে আলোচনা কর।
১২. গোষ্ঠী কী? মুখ্য গোষ্ঠী ও গৌণ গোষ্ঠীর পার্থক্য আলোচনা কর।
১৩. গণযোগাযোগের গুরুত্ব আলোচনা কর।
অথবা, সমাজজীবনে গণমাধ্যমের ভূমিকা আলোচনা কর।
১৪. যোগাযোগ প্রক্রিয়ায় ভাষা, সংস্কৃতি ও চিন্তনের ভূমিকা মূল্যায়ন কর।
১৫. যোগাযোগ কী? যোগাযোগের অপরিহার্য শর্তগুলো বর্ণনা কর।
১৬. যোগাযোগের অবাচনিক সংকেতসমূহ আলোচনা কর।
১৭. ব্যক্তিত্বের গঠন ও বিকাশ আলোচনা কর।
১৮. কার্ল গুস্তাভ ইয়ং এর ব্যক্তিত্ব তত্ত্বটি ব্যাখ্যা কর।
১৯. ফলপ্রসূ নেতার বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর।
অথবা, একজন ভাল নেতার বৈশিষ্ট্যাবলি আলোচনা কর।
২০. নেতৃত্বের বিভিন্ন ধরন আলোচনা কর।
২১. “নেতৃত্ব মূলত বিশেষ পরিস্থিতিতে নেতা ও তার অনুগামীদের সম্পর্কের ফলাফল।”- ব্যাখ্যা কর।
২২. জনতা ও উচ্ছৃঙ্খল জনতার মধ্যে পার্থক্য দেখাও।
২৩. ফ্যাশনের সাথে সংস্কৃতির সম্পর্ক আলোচনা কর।
২৪. কার্যকরী প্রচারণার বিভিন্ন কৌশল ও নীতিসমূহ বর্ণনা কর।
উপরে, অনার্স ৩য় বর্ষের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য সমাজ মনোবিজ্ঞান সাজেশন ২০২৪ নিয়ে আলোচনা করা হয়েছে। এখানে অতিসংক্ষিপ্ত, সংক্ষিপ্ত ও রচনামূলক প্রশ্ন নিয়ে আলোচনা করা হয়েছে। অতিসংক্ষিপ্তে দেওয়া সকল প্রশ্নের উত্তরগুলো এখানে দেওয়া হয়েছে। সংক্ষিপ্ত ও রচনামূলক প্রশ্নগুলো দেওয়া হয়েছে। বই হতেই এগুলোর উত্তর পেয়ে যাবে।
কোর্সটিকার সাজেশন সংক্রান্ত কোনো প্রশ্ন, জিজ্ঞাসা বা মতামত থাকলে ফেসবুক পেজে যোগাযোগ করতে পারো। এছাড়াও আমাদের ইউটিউব চ্যনেলটি Subscribe করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post