কোর্সটিকায় অনার্স ৩য় বর্ষের অর্থনীতি বিভাগের শিক্ষার্থীদের জন্য সাজেশন দেওয়া শুরু হয়েছে। আজকে সরকারি অর্থব্যবস্থা সাজেশন ২০২৪ নিয়ে আলোচনা করা হবে। বিগত বছরের প্রশ্ন বিশ্লেষণ করে ও গুরুত্বপূর্ণ টপিক হতে প্রশ্নগুলো সংগ্রহ করা হয়েছে। এই সাজেশন অনুসরণ করলে পরীক্ষায় শতভাগ কমন পাবে বলে আমরা আশাবাদী।
কোর্সটিকায় আজকে আলোচনাকৃত বিষয়ের নাম হচ্ছে সরকারি অর্থব্যবস্থা। সরকারি অর্থব্যবস্থা বিষয়ের বিষয় কোড হচ্ছে– ২৩২২১১। এখানে, ক-বিভাগ এর প্রতিটি প্রশ্নের পাশাপাশি উত্তরগুলোও দেওয়া হয়েছে। এবং, খ-বিভাগ ও গ-বিভাগ এর গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেওয়া হয়েছে। বই খুঁজলেই এই প্রশ্নগুলোর উত্তর তোমার পেয়ে যাবে।
সরকারি অর্থব্যবস্থা সাজেশন ২০২৪
ক-বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
১. মিশ্র দ্রব্য কী?
উত্তর: মিশ্র দ্রব্য হচ্ছে ব্যক্তিগত ও গণদ্রব্যের একটি সংমিশ্রণ। যার মধ্যে তীক্ষ্ণ ব্যক্তিগত আবাস এবং তীক্ষ্ণ গণদ্রব্যের আবাস রয়েছে।
২. ফ্রি-রাইডার সমস্যা বলতে কী বুঝ?
অথবা, ফ্রি-রাইডার সমস্যা কী?
উত্তর: বিশুদ্ধ গণদ্রব্যের ব্যয় বহনের ক্ষেত্রে ভোক্তাগণ বা জনগণ এগিয়ে আসে না। অর্থায়নে এগিয়ে না আসলেও জনগণকে দ্রব্য ভোগ থেকে বঞ্চিত করা যাবে না। অর্থাৎ অর্থায়নে এগিয়ে না আসলেও ভোগ করার এ মনোবৃত্তিকে ফ্রি-রাইডার সমস্যা বলে।
৩. বিশুদ্ধ গণদ্রব্য কী?
উত্তর: রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দ্বারা তৈরি অথচ সমাজের সব লোক সমপরিমাণ ভোগ করে এমন দ্রব্যকে বিশুদ্ধ গণদ্রব্য বলে।
৪. মিশ্র দ্রব্য বলতে কি বোঝায়?
উত্তর: মিশ্র দ্রব্য হচ্ছে ব্যক্তিগত ও গণদ্রব্যের একটি সংমিশ্রণ। যার মধ্যে তীক্ষ্ণ ব্যক্তিগত আবাস এবং তীক্ষ্ণ গণদ্রব্যের আবাস রয়েছে।
৫. সমপ্রান্তিক ত্যাগ কী?
উত্তর: সমত্যাগনীতির ফলে সকলের ওপর সমহারে কর আরোপিত হয় যার ফলে সকলের ত্যাগ সম হয়।
৬. স্বয়ংক্রিয় বাজার ব্যবস্থা কী?
উত্তর: যে বাজারে ক্রেতা-বিক্রেতার মধ্যে দর কষাকষির মাধ্যেমে দাম নির্ধারিত হয় তথা চাহিদা ও যোগানের সমতার মাধ্যমে দাম নির্ধারিত হয় তাকে স্বয়ংক্রিয় বাজার ব্যবস্থা বলে
৭. সর্বসাধারণের দুর্ভোগ কী?
উত্তর: সাধারণত সরকারি যে কার্যকলাপের ফলে জনসাধারণের সমস্যা সৃষ্টি হয় তাকে সর্বসাধারণের দুর্ভোগ বলা হয়।
৮. গণদ্রব্যের ক্ষেত্রে কেন বঞ্চিতকরণের মাত্রা শূন্য হয়?
উত্তর: গণদ্রব্য রাষ্ট্রীয় মালিকানায় থাকার কারণে বঞ্চিতকরণের মাত্রা শূন্য হয়।
৯. ফ্রি-রাইডার কে?
উত্তর: গণদ্রব্যের ক্ষেত্রে ভোক্তাকে ফ্রি-রাইডার বলা হয়।
১০. NBR এর পূর্ণরূপ লেখ।
উত্তর: NBR এর পূর্ণরূপ হলো National Revenue Board.
১১. কর্পোরেট আয়কর কী?
উত্তর: নিগমবন্ধ কর্পোরেশনের অর্জিত নিট আয় অথবা মুনাফার ওপর যে কর বসানো হয় তাকে কর্পোরেট আয়কর বলা হয়।
১২. HPNSDP-এর পূর্ণরূপ লিখ।
উত্তর: HPNSDP-এর পূর্ণরূপ Health Population and Nutrition sector Development Programme.
১৩. প্রান্তিক সামাজিক ত্যাগ কী?
উত্তর: সরকার ব্যয় নির্বাহের জন্য জনগণের কাছ থেকে কর আদায়, ঋণ গ্রহণ ইত্যাদি করেন। কর এবং ঋণ আদায়ের জন্য জনগণের ভোগ এবং বিনিয়োগ কমে। এভাবে জনগণ যে ত্যাগ স্বীকার করে তাকে সরকারি ব্যয়ের সামাজিক ব্যয় বলা হয়।
১৪. বাহ্যিকতা কী?
উত্তর: বাহ্যিকতা বলতে কোনো দ্রব্যের ওপর আরোপিত পরোক্ষ প্রভাবকে বুঝায়। কোনো দ্রব্য উৎপাদনের ক্ষেত্রে বাহ্যিকতা দ্ধারা সুবিধা (কল্যাণ) বা অসুবিধা (ব্যয়/খরচ) এদের যেকোনো একটি থাকতে পারে। দ্রব্য বা পণ্য উৎপাদনে উপকৃত হয় এমন বাহ্যিক প্রভাবকে বাহ্যিক সুবিধা, আর ক্ষতিকর প্রভাবকে বাহ্যিক অসুবিধা বা ব্যয় অসুবিধা বলে।
১৫. বাজেয়াপ্তকরণ কী?
উত্তর: সরকার কোনো কারণে দেশের যেকোনো বেসরকারি প্রতিষ্ঠানের বা ব্যক্তির সম্পদ সরকারীকরণ করলে তারে বাজেয়াপ্তকরণ বলা হয়।
১৬. ঋণাত্মক বাহ্যিকতার দুটি উদাহরণ দাও।
উত্তর: ঋণাত্মক বাহ্যিকতার দুটি উদাহরণ হলো: i. রাসায়নিক সারের ব্যবহারের ফলে ফসল উৎপাদন হ্রাস এবং ii. শিল্পের বর্জ্য পদার্থের কারণে নদী দূষণ।
১৭. ক্রাউডিং আউট ইফেক্ট কী?
উত্তর: রাজস্ব নীতির প্রত্যাশিত সুফল পাওয়া না গেলে বিশেষ করে সনা সরকারের ব্যয় বিনিয়োগ এবং জাতীয় আয় বৃদ্ধির সহায়ক না হয়ে ভিড়ের মধ্যে হারিয়ে গেলে তাকে ক্রাউডিং আউট ইফেক্ট বলে।
১৮. করের প্রান্তিক হার কী?
উত্তর: ব্যক্তির আয় বৃদ্ধির সাথে সাথে করের হারের যে পরিবর্তন হয় বা বৃদ্ধি পায় এই হারকেই বলা হয় করের প্রান্তিক হার।
১৯. আবগারি শুল্ক কী?
উত্তর: দেশের অভ্যন্তরে উৎপাদিত ও ব্যবহৃত দ্রব্যের ওপর যে কর ধার্য করা হয় তাকে আবগারি শুল্ক বলে।
২০. ভ্যাট/মূসক (মূল্য সংযোজন কর) বলতে কী বুঝ?
উত্তর: কোনো উৎপাদনকারী প্রতিষ্ঠানের উৎপাদিত দ্রব্যের বাজার মূল্য এবং ঐ দ্রব্য উৎপাদনে ব্যবহৃত উপাদান ব্যয়ের পার্থক্যকে মূল্য সংযোজন বলে। এ মূল্য সংযোজনের ওপর যে হারে কর আরোপ করা হয় তাকে মূল্য সংযোজন কর বা ভ্যাট বলে।
২১. করের আর্থিক ভার কাকে বলে?
উত্তর: কর প্রদানের জন্য কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে যে পরিমাণ আয় ত্যাগ করতে হয় তাকে করের আর্থিক ভার বলে।
২২. মূল্য সংযোজন কর কেন পরোক্ষ কর?
উত্তর: মূল্য সংযোজন করের ক্ষেত্রে করদাতা সরাসরি রাষ্ট্রকে কর প্রদান করে না তাই এ কর পরোক্ষ কর।
২৩. বিক্রয় কর কী?
উত্তর: বিভিন্ন প্রকার পণ্য ও সেবা বিক্রয়কালে বিক্রেতাগণ নির্দিষ্ট হারে যে অর্থ ক্রেতা সাধারণের নিকট হতে সংগ্রহ করে রাষ্ট্রীয় তহবিলে জমা দেয়, তাকে বিক্রয় কর বলে।
২৪. বাণিজ্য শুল্ক কী?
উত্তর: বাণিজ্যের ওপর যে শুল্ক বাধা নির্ধারণ করা হয় তাকেই বাণিজ্য শুল্ক বলে।
২৫. করের প্রকৃত ভার কী?
উত্তর: কর আরোপ করলে উৎপাদন, বিনিয়োগ, নিয়োগ ইত্যাদির ওপর যে প্রতিক্রিয়া সৃষ্টি হয় তাকে করের প্রকৃত ভার বলে।
২৬. একক কর (Unit tax) কাকে বলে?
উত্তর: দ্রব্যের প্রতি এককের ওপর নির্দিষ্ট পরিমাণ কর বসালে তাকে একক কর বলে।
২৭. মূল্যানুপাতিক কর (Advalorem tax) কী?
উত্তর: পণ্য বিক্রয়ের ওপর নির্দিষ্ট হারে কর আরোপ করলে তাকে মূল্যানুপাতিক কর বলে।
২৮. TIN এর পূর্ণরূপ কী?
উত্তর: TIN এর পূর্ণরূপ হলো Tax Identification Number.
২৯. প্রগতিশীল কর কী?
উত্তর: কর ভিত্তি বাড়লে যদি কর হার বাড়ে তবে তাকে প্রগতিশীল কর কলা হয়। এক্ষেত্রের কর ভিত্তি বাড়লে মোট কর ক্রমবর্ধমান হারে বাড়ে।
৩০. ফি কাকে বলে?
উত্তর: কোনো বিশেষ সুবিধা লাভের জন্য ব্যক্তি বা প্রতিষ্ঠান সরকারকে যে অর্থ প্রদান করে তাকে ফি বলে।
৩১. আয় কর (Payroll Tax) কী?
উত্তর: সাধারণত ব্যক্তি বা প্রতিষ্ঠানের আয়ের ওপর যে কর আরোপ করা হয় তাকে আয় কর বলে।
৩২. সরকারি ঋণের দুটি উৎসের নাম লেখ।
উত্তর: সরকারি ঋণের দুটি উৎসের নাম হলো- ১. কেন্দ্রীয় ব্যাংক, ২. দেশের জনগণ।
৩৩. SDR-এর পূর্ণরূপ কী?
উত্তর: SDR = Special Drawing Rights,
৩৪. কর জিডিপি অনুপাত কী?
উত্তর: মোট কর আদায়ের পরিমাণকে জিডিপি দিয়ে ভাগ করলে কর জিডিপির অনুপাত পাওয়া যায়।
৩৫. মৃতভার খাণ কী?
উত্তর: যে ঋণের ভারের ফলে ঋণদাতা ও গ্রহীতা উভয় ক্ষতিগ্রস্ত হয় তাকে মৃতভার ঋণ বলে।
৩৬. রাজস্ব বাজেট কাকে বলে?
উত্তর: যে বাজেটে রাজস্ব আয় এবং প্রশাসনিক, দেশ রক্ষা ব্যয়সহ যাবতীয় রাষ্ট্রীয় ব্যয় অন্তর্ভুক্ত করা হয় তাকে রাজস্ব বাজেট বলা হয়।
৩৭. বাণিজ্য চক্রকালীন বাজেট কাকে বলে?
উত্তর: কিছুসংখ্যক সুইডিশ অর্থনীতিবিদ বাজেট সংস্কারের জন্য তৃতীয় এক প্রকার বাণিজ্যচক্রকালীন বাজেট গঠনের প্রস্তাব করেছেন, তাকেই বাণিজ্য চক্রকালীন বাজেট বলে।
খ-বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্ন
১. সরকারি অর্থব্যবস্থা কী?
২. সরকারি ও ব্যক্তিগত অর্থব্যবস্থার মধ্যে পার্থক্য কী?
৩. ব্যক্তিগত দ্রব্য এবং গণদ্রব্যের মধ্যে পার্থক্য কী?
৪. ফ্রি-রাইডার সমস্যা বলতে কী বুঝা?
৫. গণদ্রব্যের বৈশিষ্ট্যগুলো লেখ।
৬. বাজার ব্যর্থতা বলতে কী বুঝায়? বাজার ব্যর্থতার প্রভাবগুলো উল্লেখ কর।
অথবা, বাজার ব্যর্থতার ফলাফল লেখ।
৭. বাজার ব্যর্থতার কারণসমূহ আলোচনা কর।
৮. সরকারি ব্যয়ের প্রধান ঐতিহাসিক খাতসমূহ উল্লেখ কর।
৯. সরকারি ব্যয়ের প্রধান খাতগুলো ব্যাখ্যা কর।
১০. উৎপাদনশীল ও অনুৎপাদনশীল সরকারি ব্যয়ের মধ্যে পার্থক্য নির্ণয় কর।
১১. বাহ্যিকতা বলতে কী বুঝ?
১২. কর বহন ক্ষমতা বলতে কী বুঝায়?
১৩. করের কানুনগুলো কী?
১৪. উপকার তত্ত্ব কি সামাজিক সমতা ও ন্যায়বিচারের পরিপন্থি?
১৫. সমপ্রান্তিক ত্যাগ নীতি কী?
১৬. করঘাত, করপাত এবং কর চালনার মধ্যে সম্পর্ক নির্ধারণ কর।
১৭. কর সঞ্চালন বলতে কী বুঝ?
১৮. একচেটিয়া বাজারে একক কর ও মূল্যানুপাতিক করের পার্থক্য দেখাও।
১৯. কর ও ফি এর মধ্যে পার্থক্য কী?
২০. সরকার কেন ঋণ গ্রহণ করে?
২১. সরকারি ঋণ কি ভারহীন?
২২. অভ্যন্তরীণ ঋণের উৎসসমূহ কী?
২৩. সরকারি ঋণের বোঝা ভবিষ্যৎ বংশধরদের ওপর বর্তায় কি না? এ প্রসঙ্গে অধ্যাপক বুকাননের বক্তব্য কী?
২৪. বাজেট কী?
২৫. সুসম ও অসম বাজেটের মধ্যে পার্থক্য দেখাও।
২৬. ঘাটতি ও উদ্বৃত্ত বাজেটের মধ্যে পার্থক্য লেখ।
গ-বিভাগ: রচনামূলক প্রশ্ন
১. সরকারি অর্থব্যবস্থার প্রকৃতি আলোচনা কর।
২. সরকারি হস্তক্ষেপ কীভাবে সমাজ কল্যাণ বৃদ্ধি করে?
৩. সরকারি অর্থব্যবস্থার সীমাবদ্ধতা তুলে ধর।
অথবা, সরকারি অর্থব্যবস্থার সমস্যাগুলো আলোচনা কর।
৪. স্যামুয়েলসনের গণদ্রব্যের বণ্টন মডেল সমালোচনাসহ ব্যাখ্যা কর।
অথবা, গণদ্রব্যের কাম্য যোগান নির্ধারণে স্যামুয়েলসন সমাধান ব্যাখ্যা কর।
৫. গণদ্রব্যের উপস্থিতিতে কীভাবে বাজার ব্যর্থ হয়?
অথবা, গণদ্রব্যের ক্ষেত্রে বাজার প্রক্রিয়া ব্যর্থ হয় কেন?
৬. সরকারি অর্থব্যবস্থার লক্ষ্য ও উদ্দেশ্যসমূহ লেখ।
৭. সর্বসাধারণের দুর্ভোগ কমানোর উপায়সমূহ লেখ।
৮. সাম্প্রতিক সরকারি ব্যয় বৃদ্ধির কারণসমূহ আলোচনা কর।
৯. সরকারি আয়ের উৎসসমূহ বর্ণনা কর।
১০. সরকারি ব্যয়সংক্রান্ত ওয়াগনারের তত্ত্বটি সমালোচনাসহ ব্যাখ্যা কর।
১১. সরকারি ব্যয় কীভাবে আয় বৃদ্ধি করে ব্যাখ্যা কর। উন্নত ও উন্নয়নশীল দেশের সরকারি ব্যয়ের ধরনের পার্থক্য নির্ণয় কর।
১২. পিগুর উপপাদ্যটির বর্ণনা দাও।
অথবা, পিগুভিয়ান কর কীভাবে পেরেটোর কাম্যতা অর্জনে সহায়তা করে?
১৩. করভার বণ্টনের উপকার তত্ত্বটি আলোচনা কর।
অথবা, করভার বণ্টনের স্বেচ্ছা বিনিময় তত্ত্বটি সমালোচনাসহ ব্যাখ্যা কর।
অথবা, প্রয়োগ যোগ্যতাসহ করের উপকার তত্ত্বটি ব্যাখ্যা কর।
১৪. কর প্রদানের সামর্থ্য নীতি সমালোচনাসহ ব্যাখ্যা কর।
১৫. স্বেচ্ছা বিনিময় তত্ত্বের সমালোচনা ব্যাখ্যা কর।
১৬. মূল্য সংযোজন করের গুরুত্ব ব্যাখ্যা কর। ১
অথবা, বাংলাদেশের অর্থনীতিতে মূল্য সংযোজন করের গুরুত্ব।
১৭. বাংলাদেশের বর্তমান কর কাঠামোর বৈশিষ্ট্য আলোচনা কর।
১৮. করের মৃত ভার ক্ষতি কী? পরোক্ষ কর কীভাবে মৃত ভার ক্ষতি সৃষ্টি করে।
১৯. প্রত্যক্ষ ও পরোক্ষ করের মধ্যে পার্থক্য দেখাও।
২০. সম্মুখবর্তী ও পশ্চাৎমুখী কর সঞ্চালনের মধ্যে পার্থক্য দেখাও।
২১. ভোগ ও সঞ্চয়ের উপর আয় করের প্রভাব লেখ।
২২. মূলধন গঠনের ওপর আয়করের প্রভাব দেখাও।
২৩. সরকারি ঋণের পক্ষের ও বিপক্ষের যুক্তিসমূহ লেখ।
২৪. সরকারি ঋণের উৎসসমূহ আলোচনা কর।
২৫. বাংলাদেশে ভোগ, বিনিয়োগ ও অভ্যন্তরীণ সম্পদের গতিশীলতার ওপর সরকারি ঋণের প্রভাব আলোচনা কর।
২৬. দেখাও যে, ভারসাম্য বাজেট গুণকের মান একের সমান।
২৭. একটি আদর্শ বাজেটের প্রধান বৈশিষ্ট্যসমূহ কী কী? ব্যাখ্যা কর।
২৮. ঘাটতি বাজেট কীভাবে অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করে?
উপরে ৩য় বর্ষের অর্থনীতি বিভাগের শিক্ষার্থীদের জন্য সরকারি অর্থব্যবস্থা সাজেশন ২০২৪ নিয়ে আলোচনা করা হলো। সাজেশনটিতে ক-বিভাগ এর সকল প্রশ্নের পাশাপাশি উত্তরও দেওয়া হয়েছে। খ-বিভাগ ও গ-বিভাগে শুধু গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেওয়া হয়েছে। বই খুঁজলেই তোমরা এই উত্তরগুলো পেয়ে যাবে।
কোর্সটিকার সাজেশন সংক্রান্ত কোনো প্রশ্ন, জিজ্ঞাসা বা মতামত থাকলে ফেসবুক পেজে যোগাযোগ করতে পারো। এছাড়াও আমাদের ইউটিউব চ্যনেলটি Subscribe করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post