কোর্সটিকায় পূর্বের আলোচনায় আমরা MP3 সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলীর প্রথম খণ্ড ও দ্বিতীয় খণ্ড শেয়ার করেছিলাম। আজ আমরা এ পোস্টের মাধ্যমে সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী pdf শেয়ার করবো। আমাদের এই বইটিতে আপনাআ আন্তর্জাতিক অঙ্গনে ঘটে যাওয়া সকল ঘটনা এবং ইতিহাস একত্রে পেয়ে যাবেন।
বিশ্বের বিভিন্ন রাষ্ট্র, জাতিসংঘ এবং বৈশ্বিক ইতিহাস উঠে এসেছে এই পিডিএফ বইটিতে। এছাড়াও পৃথিবীর বিভিন্ন দীপপুঞ্জ, আন্তর্জাতিক যুদ্ধ-বিগ্রহ, অর্থনীতি বা চুক্তি সবকিছুরই তথ্যবহুল আলোচনা রয়েছে সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী pdf বইটিতে। এ আলোচনার শেষে আপনার বইটি ডাউনলোড করার লিংক পাবেন।
সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী pdf
এ বইটিতে যে সকল প্রশ্ন আলোচনা করা হয়েছে, তার মধ্যে থেকে কিছু গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্ন নিচে তুলে ধরা হল। এ প্রশ্নগুলো বিভিন্ন সময় বিভিন্ন চাকরী এবং বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় এসেছে। তাই প্রশ্নগুলো ছাত্র কিংবা চাকরীপ্রার্থী উভয়ের জন্যই বিশেষ গুরুত্বপূর্ণ।
১। আন্তর্জাতিক ক্ষেত্রে বাংলাদেশ সবচেয়ে বেশী সুনাম অর্জন করে কোন ক্ষেত্রে?
ক. গণতন্ত্র শক্তিশালী করণে
খ. সন্ত্রাস দমনে
গ. আন্তর্জাতিক শান্তিরক্ষা কার্যক্রমে
ঘ. সবগুলোই
২। সানফ্রান্সিসকো সম্মেলনে কতটি দেশ উপস্থিত হয়ে জাতিসংঘ সনদে স্বাক্ষর করে?
ক. ৪৯টি
খ. ৫০টি
গ. ৫১টি
ঘ. ৫২টি
৩। জাতিসংঘে সবচেয়ে বেশি সৈন্যবাহিনী রয়েছে কোন দেশের?
ক. বাংলাদেশ
খ. পাকিস্তান
গ. ভারত
ঘ. যুক্তরাষ্ট্র
৪। জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের বর্তমান সদস্য সংখ্যা কত?
ক. ৪৭টি
খ. ৫৩টি
গ. ৫৪টি
ঘ. ৬১টি
৫। জাতিসংঘ কত সালে শান্তির জন্য নোবেল পুরস্কার লাভ করে?
ক. ১৯৮১
খ. ১৯৯৩
গ. ২০০১
ঘ. ২০০৫
০৬। UNCTAD এর সচিবালয় কোন শহরে অবস্থিত?
ক. লন্ডন
খ. ওয়াশিংটন
গ. বেইজিং
ঘ. জেনেভা
৭। আন্তর্জাতিক অর্থ তহবিল এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত?
ক. জেনেভা
খ. ওয়াশিংটন
গ. নিউইয়র্ক
ঘ. রোম
৮। জাতিসংঘ Millennium Development Goal এর লক্ষ্যমাত্রা কতটি?
ক. ৫টি
খ. ৭টি
গ. ৮টি
ঘ. ১০টি
৯। নিম্নের কোন স্বাধীন সার্বভৌম দেশ জাতিসংঘের সদস্য নয়?
ক. তাইওয়ান
খ. ফিলিস্তিন
গ. ভ্যাটিক্যান
ঘ. সবগুলোই
১০। কোনটি বিশ্ব খাদ্য দিবস?
ক. ১ মে
খ. ১৬ অক্টোবর
গ. ৮ সেপ্টেম্বর
ঘ. ১ ডিসেম্বর
১১। জাতিপুঞ্জ প্রতিষ্ঠার সাথে জড়িত হয়েও কোন দেশটি জাতিপুঞ্জের সদস্য ছিল না?
ক. মার্কিন যুক্তরাষ্ট্র
খ. ফ্রান্স
গ. চীন
ঘ. বৃটেন
১২। পূর্বে কোন দেশটি জাতিসংঘের সদস্য ছিল কিন্তু বর্তমানে নেই?
ক. তাইওয়ান
খ. মায়ানমার
গ. পাকিস্তান
ঘ. ইরাক
১৩। জাতিসংঘের প্রথম উপমহাসচিব কোন দেশের নাগরিক?
ক. যুক্তরাষ্ট্র
খ. বৃটেন
গ. তাঞ্জানিয়া
ঘ. কানাডা
১৪। বাংলাদেশ কোন কোন মেয়াদে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে সভাপতিত্ব করে?
ক. মার্চ ১৯৭৪ ও জুন ১৯৭৮
খ. মে ১৯৭৪ ও জুলাই ১৯৭৮
গ. মে ২০০০ ও জুলাই ২০০১
ঘ. মার্চ ২০০০ ও জুন ২০০১
১৫। জাতিসংঘ ইউরোপীয় কার্যালয় কোন দেশে অবস্থিত?
ক. সুইজারল্যান্ড
খ. বৃটেন
গ. সুইডেন
ঘ. ফ্রান্স
১৬। কোনটি জাতিসংঘের আলোচনা পরিষদ নামে খ্যাত?
ক. UNGA
খ. UNSC
গ. ECOSOC
ঘ. ICJ
১৭। জাতিসংঘ ২০০৮ সালকে কি বর্ষ হিসেবে ঘোষণা করেছে?
ক. আন্তর্জাতিক খরা ও মরুকরণ বর্ষ
খ. আন্তর্জাতিক ক্ষুদ্র ঋণ বর্ষ
গ. আন্তর্জাতিক গ্রহ ও আলো বর্ষ
ঘ. আন্তর্জাতিক আলোচনা বর্ষ
১৮। জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির মেয়াদ-
ক. ১ মাস
খ. ৬ মাস
গ. ১ বছর
গ. ৩ বছর
১৯। আন্তর্জাতিক আদালত কোথায় অবস্থিত?
ক. জেনেভা
খ. নিউইয়র্ক
গ. হেগ
ঘ. রোম
২০। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে Veto power সম্পন্ন ইউরোপীয় দেশ-
ক. ৫টি
খ. ৩টি
গ. ২টি
ঘ. ১টি
২১। জাতিসংঘের সর্বশেষ এশীয় সদস্য রাষ্ট্র কোনটি?
ক. মন্টিনিগ্রো
খ. পূর্ব তিমুর
গ. টুভ্যালু
ঘ. কোনটিই নয়
২২। নীচের কোনটি জাতিসংঘের মূল সংস্থার অন্তর্ভূক্ত নয়?
ক. UNDP
খ. UNGA
গ. UNSC
ঘ. ECOSOC
২৩। আন্তর্জাতিক অপরাধ আদালতের বিচারক সংখ্যা কত জন?
ক. ৫ জন
খ. ৯ জন
গ. ১৫ জন
ঘ. ১৮ জন
২৪। ফ্রাংকলিন ডি. রুজভেল্ট ও উইন্সটন চার্চিল আটলান্টিক সনদে স্বাক্ষর করেন কত সালে?
ক. ১৯৩৯
খ. ১৯৪০
গ. ১৯৪১
ঘ. ১৯৪৩
২৫। জাতিসংঘের প্রত্যেকটি দেশ কোন সংস্থার সদস্য?
ক. UNSC
খ. ICJ
গ. ECOSOC
ঘ. UNGA
২৬। UNSC এর অস্থায়ী সদ্যদের মেয়াদ কত বছর?
ক. ১ বছর
খ. ২ বছর
গ. ৩ বছর
ঘ. ৫ বছর
২৭। UNEP এর পূর্ণরূপ কোনটি সঠিক?
ক. United Nations Educational Programme.
খ. United Nations Environment Programme.
গ. United Nations Employment Programme.
ঘ. United Nations Emergent Programme.
২৮। ICAO-এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
ক. জেনেভা
খ. রোম
গ. মন্ট্রিল
ঘ. নিউইয়র্ক
২৯। জাতিসংঘের বর্তমান মহাসচিব কোন দেশের?
ক. দক্ষিণ কোরিয়া
খ. উত্তর কোরিয়া
গ. মায়ানমার
ঘ. জাপান
৩০। বাংলাদেশ কোন মেয়াদে প্রথম UNSC এর সদস্য হিসেবে দায়িত্ব পালন করে?
ক. ১৯৭৪-৭৫ খ
. ১৯৮২-৮৩
গ. ১৯৮৮-৮৯
ঘ. ১৯৭৯-৮০
৩১। UNGA-এর প্রথম মুসলিম মহিলা সভাপতি কোন দেশের?
ক. বাহরাইন
খ. জর্ডান
গ. তুরস্ক
গ. পাকিস্তান
৩২। বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য?
ক. ১৩৫তম
খ. ১৩৬তম
গ. ১৩৭তম
ঘ. ১৩৮তম
৩৩। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা কত?
ক. ১৫
খ. ৫
গ. ১০
ঘ. ১৯২
৩৪। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য কত বছরের জন্য নির্বাচিত হন?
ক. ১ বছর
খ. ২ বছর
গ. ৩ বছর
ঘ. ৯ বছর
৩৫। জাতিসংঘের কার্যকরী/অফিসিয়াল ভাষা কি কি?
ক. ইংরেজি, ফ্রেঞ্চ
খ. স্পেনীস, ইংরেজি
গ. চীনা, রুশ
ঘ. ইংরেজী, আরবী
৩৬। জাতিসংঘের নিম্নোক্ত কোন সংস্থাটি শান্তিতে নোবেল পুরস্কার পায়?
ক. ILO
খ. UNHCR
গ. UNICEF
ঘ. সবগুলোই
৩৭। বাংলাদেশ কোন আন্তর্জাতিক শান্তিরক্ষা মিশনে প্রথম যোগদান করে?
ক. UNIIMOG
খ. UNMAET
গ. UNOMIL
ঘ. UNOMOG
৩৮। বাংলাদেশ জাতিসংঘের অধীন কোন সংস্থার প্রথম সদস্যপদ পায়?
ক. IMF
খ. WTO
গ. UNGA
ঘ. কমনওয়েলথ
৩৯। জাতিসংঘের প্রত্যক্ষ প্রচেষ্টায় কোন সংস্থাটি অনুন্নত বিশ্বের দেশগুলোতে বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে কাজ করে যাচ্ছে?
ক. UNDP
খ. UNCTAD
গ. WTO
ঘ. IDA
৪০। বিশ্বব্যাংকের কোন সংস্থাটি Soft loan Window নামে খ্যাত?
ক. IBRD
খ. IFC
গ. MIGA
ঘ. IDA
৪১। জাতিসংঘের সর্বশেষ ইউরোপীয় সদস্য দেশ কোনটি?
ক. পূর্ব তিমুর
খ. মন্টিনিগ্রো
গ. ভ্যাটিক্যান
ঘ. সুরজারল্যান্ড
৪২। বিশ্ব টেকসই উন্নয়ন শীর্ষ সম্মেলন ২০০২ অনুষ্ঠিত হয় কোথায়?
ক. রিডিজেনেরিও
খ. জেনেভা
গ. ডারবান
ঘ. জোহান্সবার্গ
৪৩। আন্তর্জাতিক বর্ণ বৈষম্য দিবস কোনটি?
ক. ৫ জুন
খ. ১০ ডিসেম্বর
গ. ২১ মার্চ
ঘ. ২৭ সেপ্টেম্বর
৪৪। জাতিসংঘের দেয়া তথ্য মতে, বিশ্বে স্বল্পোন্নত (LDC) দেশ কয়টি?
ক. ১৯২ টি
খ. ৪৮টি
গ. ১২০ টি
ঘ. ১২৯
৪৫। UNDP কত সালে প্রতিষ্ঠিত হয়?
ক. ১৯৪৬ সালে
খ. ১৯৭৫ সালে
গ. ১৯৬৯ সালে
ঘ. ১৯৬৫ সালে
৪৬। সুইজারল্যান্ডের জেনেভা সদর দপ্তর অবস্থিত নয় নিম্নোক্ত কোন সংস্থাটির?
ক. UNICEF
খ. IMF
গ. UNESCO
ঘ. সবগুলোই
৪৭। জেনেভায় সদর দপ্তর অবস্থিত নিম্নোক্ত কোন সংস্থার?
ক. ILO, WTO, WHO
খ. ITU, UNCTAD, FAO
গ. WIPO, UNHCR, ICAO
ঘ. IFAD, UPU, IAEA
৪৮। WTO-এর সর্বশেষ সদস্য দেশ কোনটি?
ক. সৌদি আরব
খ. কেপভার্দে
গ. রাশিয়া
ঘ. নেপাল
৪৯। বিশ্বব্যাংকের বর্তমান প্রেসিডেন্ট-
ক. জেমস ডি. উলফেনসন
খ. ক্যারল বেলামী
গ. হোস্ট কোয়েলার
ঘ. রবার্ট জোয়েলিক
সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী pdf
৫০। ১৯৬৫ সালের আগে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা কত ছিল?
ক. ১৫ টি
খ. ৬টি
গ. ১১টি
ঘ. ১০টি
৫১। জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত?
ক. জেনেভা
খ. নিউইয়র্ক
গ. হেগ
ঘ. প্যারিস
৫২। বিশ্বশান্তি ও পরস্পর সহযোগিতার উদ্দেশ্যে ‘আটলান্টিক সনদ’ স্বাক্ষরিত হয়-
ক. ১৯৪০ সালে
খ. ১৯৪১ সালে
গ. ১৯৪২ সালে
ঘ. ১৯৪৩ সালে
৫৩। জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির মেয়াদল কত?
ক. ১ মাস
খ. ৬ মাস
গ. ১ বছর
ঘ. ৩ বছর
৫৪। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য নয়-
ক. চীন
খ. যুক্তরাষ্ট্র
গ. ফ্রান্স
ঘ. জাপান
৫৫। জাতিসংঘের ইউরোপীয় সদর দপ্তর অবস্থিত-
ক. প্যারিসে
খ. রোমে
গ. জেনেভায়
ঘ. বনে
৫৬। নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্য হিসাবে এশিয়া থেকে কতটি দেশ নির্বাচিত হয়?
ক. ২টি
খ. ৩টি
গ. ৪টি
ঘ. ৫টি
৫৭। নীচের কোনটি জাতিসংঘের মূল সংস্থা নয়?
ক. নিরাপত্তা পরিষদ
খ. সাধারণ পরিষদ
গ. আন্তর্জাতিক আদালত
ঘ. বিশ্ব স্বাস্থ্য সংস্থা
৫৮। যুক্তরাষ্ট্র ইউনেস্কো (UNESCO) ত্যাগ করে-
ক. ১৯৮৪ সালে
খ. ১৯৮৫ সালে
গ. ১৯৮৬ সালে
ঘ. ১৯৮৭ সালে
৫৯। জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়-
ক. লন্ডনের ওয়েস্ট মিনিস্টার হলে
খ. নিউইয়র্কের ওয়েস্ট মিনিস্টার হলে
গ. প্যারিসে
ঘ. রাশিয়ার মস্কোতে
৬০। বর্ণবাদ নীতির কারণে কোন্ দেশকে জাতিসংঘের সদস্যপদ থেকে বহিস্কৃত করলেও পরবর্তীতে ১৯৯১ সালে পুনরায় সদস্য হিসাবে অন্তর্ভূক্ত করা হয়?
ক. নামিবিয়া
খ. দক্ষিণ আফ্রিকা
গ. কিউবা
ঘ. পানামা
৬১। বিশ্বের প্রথম ধরিত্রী সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
ক. মেক্সিকো সিটি
খ. রিওডিজেনেরিও
গ. বেইজিং
ঘ. অটোয়া
৬২। জাতিসংঘ গঠনের জন্য সর্বশেষ সম্মেলন-
ক. আটলান্টিক সনদ
খ. মস্কো সম্মেলন
গ. সানফ্রান্সিসকো সম্মেলন
ঘ. তেহরান সম্মেলন
৬৩। জাতিসংঘ বিশ্ববিদ্যালয় স্থাপিত হয় কত সালে?
ক. ১৯৪৫ সালে
খ. ১৯৫৩ সালে
গ. ১৯৬৩ সালে
ঘ. ১৯৭৩ সালে
৬৪। জাতিসংঘের প্রথম মহাসচিব ছিলেন-
ক. উথান্ট
খ. ট্রিগভেলী
গ. দ্যাগ হ্যামারশোল্ড
ঘ. কুর্ট ওয়ালহেইম
৬৫। বর্তমানে জাতিসংঘের সদস্য সংখ্যা-
ক. ১৮৮
খ. ১৯৩
গ. ১৯১
ঘ. ১৯২
৬৬। UN প্রতিষ্ঠায় মস্কো ঘোষনা কত সালের?
ক. ১৯৩৩
খ. ১৯৪৩
গ. ১৯৪৫
ঘ. ১৯৪৬
৬৭। বিশ্ব এইডস দিবস পালিত হয় কবে?
ক. ১ সেপ্টেম্বর
খ. ১ জুলাই
গ. ১ ডিসেম্বর
. ১ নভেম্বর
৬৮। UN -এর সাথে সংশ্লিষ্ট নয় নিম্নের কোন্ সংস্থা?
ক. UNEP
খ. ICJ
গ. SAARC
ঘ. UNSC
৬৯। জাতিসংঘের মূল সংস্থা কতটি?
ক. ৪টি
খ. ৫টি
গ. ৬টি
ঘ. ৯টি
৭০। FAO-এর সদর দফতর কোথায় অবস্থিত?
ক. ভিয়েনা
খ. নিউইয়র্ক
গ. রোম
ঘ. প্যারিস
৭১। UNIDO-এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
ক. জেনেভা
খ. ভিয়েনা
গ. রোম
ঘ. নিউইয়র্ক
৭২। জাতিসংঘের সাধারণ পরিষদের মূল কমিটির সংখ্যা কত?
ক. ৫
খ. ৬
গ. ৭
ঘ. ৯
৭৩। নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য সংখ্যা কয়টি?
ক. ৫টি
খ. ৮টি
গ. ৬টি
ঘ. ১০টি
৭৪। ‘ফ্লাসিং মিডোস’ কি?
ক. নিউইয়র্কে অবস্থিত জাতিসংঘের সভাস্থল
খ. পশ্চিম ইউরোপের চিত্র শিল্পীদের সংগঠন
গ. জাতিসংঘের মূল ভবনের নাম
ঘ. আন্তর্জাতিক বিচারালয়
৭৫। UPU-এর সদর দপ্তর অবস্থিত-
ক. জেনেভায়
খ. রোমে
গ. বার্ণে
ঘ. ভিয়েনায়
৭৬। জাতিসংঘের ২য় মহাসচিব ছিলেন কে?
ক. ট্রিগভেলি
খ. উ-থান্ট
গ. দ্যাগ হ্যামারশোল্ড
ঘ. কুর্ট ওয়াল্ডহেম
৭৭। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভাপতির মেয়াদ কত বছর?
ক. ৩ বছর
খ. ১ বছর
গ. ৬ মাস
ঘ. ১ মাস
৭৮। জাতিসংঘের মূল সনদে স্বাক্ষরকারী দেশ কয়টি?
ক. ৫০টি
খ. ১৯১টি
গ. ৫১ টি
ঘ. ১৯২ টি
৭৯। জাতিসংঘের অফিসিয়াল ব্যবহৃত ভাষা কয়টি?
ক. ১টি
খ. ২টি
গ. ৩টি
ঘ. ৬টি
৮০। কফি আনান জাতিসংঘের কততম মহাসচিব ছিলেন?
ক. পঞ্চম
খ. ষষ্ঠ
গ. সপ্তম
ঘ. অষ্টম
৮১। নিচের কোনটি জাতিসংঘের অঙ্গসংস্থা নয়?
ক. আন্তর্জাতিক রেডক্রস
খ. বিশ্ব খাদ্য সংস্থা
গ. আন্তর্জাতিক পারমাণবিক সংস্থা
ঘ. আন্তর্জাতিক টেলিযোগাযোগ সংস্থা
৮২। জাতিসংঘের মহাসচিব কত বছরের জন্য নির্বাচিত হন?
ক. ৪ বছর
খ. ৫ বছর
গ. ৯ বছর
ঘ. ১০ বছর
৮৩। জাতিসংঘ ২০০১ সালকে কি বর্ষ হিসেবে ঘোষণা করেছে?
ক. আন্তর্জাতিক গ্রহ ও আলোক বর্ষ
খ. আন্তর্জাতিক ইকোট্যুরিজম
গ. আন্তর্জাতিক সুপেয় পানি বর্ষ
ঘ. আন্তর্জাতিক আলোচনা বর্ষ
৮৪। ‘চতুর্থ বিশ্ব নারী সম্মেলন’ কত সালে অনুষ্ঠিত হয়?
ক. ১৯৯৫ সালে
খ. ১৯৯৭ সালে
গ. ১৯৯৯ সালে
ঘ. ২০০১ সালে
৮৫। এশিয়া থেকে নির্বাচিত প্রথম জাতিসংঘের মহাসচিব কোন দেশী?
ক. ভারত
খ. মায়ানমার
গ. চীন
ঘ. জাপান
৮৬। জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয় কোন সম্মেলনে?
ক. লন্ডন সম্মেলনে
খ. ইয়াল্টা সম্মেলনে
গ. সানফ্রান্সিসকো সম্মেলনে
ঘ. তেহরান সম্মেলনে
৮৭। বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ পায় কবে?
ক. ১৭ অক্টোবর, ১৯৭২
খ. ১৭ সেপ্টেম্বর, ১৯৭৪
গ. ১৭ অক্টোবর, ১৯৭৪
ঘ. ১৭ সেপ্টেম্বর, ১৯৭২
৮৮। বাংলাদেশ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য দেশ হিসেবে নির্বাচিত হয় কতবার?
ক. ১ বার
খ. ২ বার
গ. ৩ বার
ঘ. ৪ বার
৮৯। জাতিসংঘের বাংলাদেশের প্রথম স্থায়ী প্রতিনিধি-
ক. আনোয়ার-উল-করিম চৌধুরী
খ. এস.এ. করিম
গ. এফতেখার আলম চৌধুরী
ঘ. ইসমত জাহান
৯০। জাতিসংঘের কোন সংস্থাটি প্রথম শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে?
ক. UNHCR
খ. ILO
গ. UNICEF
ঘ. UN
৯১। জাতিসংঘের কোন সংস্থা দু’বার শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে?
ক. ILO
খ. UNHCR
গ. UNICEF
ঘ. UNESCO
৯২। জাতিসংঘ প্রতিষ্ঠার প্রথম পদক্ষেপ কোনটি?
ক. লন্ডন ঘোষণা
খ. আটলান্টিক সনদ
গ. ওয়াশিংটন ঘোষণা
ঘ. মস্কো সম্মেলন
৯৩। বর্ণবাদ ও বর্ণবৈষম্য বিরোধী প্রথম বিশ্ব সম্মেলন অনুষ্ঠিত হয় কোনটি?
ক. ডারবান
খ. জেনেভা
গ. রিওডিজেনেরিও
ঘ. জোহান্সবার্গ
৯৪। বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয় কবে?
ক. ১১ জুলাই
খ. ১১ মে
গ. ১১ মার্চ
ঘ. ১১ ফেব্রুয়ারি
৯৫। বিশ্ব ক্ষুদ্র ঋণ সম্মেলন ২০০৬ কোথায় অনুষ্ঠিত হয়?
ক. হ্যালিফ্যাক্স
খ. লন্ডন
গ. আটলান্টা
ঘ. প্রাগ
৯৬। কোন মহাদেশ হতে এখনও পর্যন্ত জাতিসংঘ মহাসচিব নির্বাচিত হননি?
ক. অস্ট্রেলিয়া, উত্তর আমেরিকা
খ. এশিয়া, ইউরোপ
গ. আফ্রিকা, এশিয়া
ঘ. কোনটিই নয়
৯৭। এ পর্যন্ত পাক-ভারত উপমহাদেশের কতজন UNGA- তে সভাপতিত্ব করার সোভাগ্য অর্জন করেছেন?
ক. ১ জন
খ. ২ জন
গ. ৩ জন
ঘ. ৪ জন
৯৮। জাতিসংঘ ECOSOC-এর সদস্য সংখ্যা-
ক. ১৮টি
খ. ৩৬টি
গ. ৫৪টি
ঘ. ৭২টি
৯৯। ‘আন্তর্জাতিক আণবিক শক্তি এজেন্সি’ (IAEA) এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
ক. মন্ট্রিল
খ. ভিয়েনা
গ. রোম
ঘ. জেনেভা
১০০। জাতিসংঘে শান্তির জন্য ঐক্য প্রস্তাব আনা হয় কোন ঘটনার প্রেক্ষিতে?
ক. কোরীয় সঙ্কট
খ. উপসাগরীয় সঙ্কট
গ. কাশ্মীর যুদ্ধ
ঘ. বসনীয় যুদ্ধ
►► আরো দেখুন: পদ্মা সেতু নিয়ে প্রশ্ন PDF File
►► আরো দেখুন: করোনাভাইরাস MCQ প্রশ্ন Download
উপরে দেয়া ডাউনলোড বাটনে ক্লিক করে সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী pdf ডাউনলোড করে নিন। ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করুন। অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারেন এই লিংক থেকে।
Discussion about this post