জাতীয় বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অনার্স প্রথম বর্ষের পরীক্ষা। সাধারণ নীতিবিদ্যা সাজেশন ও বিষয়ভিত্তিক প্রশ্নের উত্তর। বিষয়: সাধারণ নীতিবিদ্যা, বিষয় কোড: ২১১৭০৫।
সাধারণ নীতিবিদ্যা সাজেশন
ক-বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর
১. নীতিবিদ্যা শব্দটির বুৎপত্তিগত অর্থ কি?
উত্তর: নীতিবিদ্যা শব্দটির বুৎপত্তিগত অর্থ চরিত্র, রীতিনীতি বা অভ্যাস।
২. নীতিবিদ্যা কোন ধরনের বিজ্ঞান?
উত্তর: নীতিবিদ্যা আদর্শনিষ্ঠ বা ব্যবহারিক বিজ্ঞান।
৩. ‘Mores’ শব্দটির অর্থ কি?
উত্তর: ‘Mores’ শব্দটির অর্থ হলো রীতিনীতি বা অভ্যাস।
৪. ‘Principia Ethica’ এবং Practical Ethica’ গ্রন্থদ্বয়ের লেখকের নাম লেখ।
উত্তর: ‘Principia Ethica’ লেখকের নাম জি. ই. ম্যূর এবং Practical Ethica’ লেখকের নাম পিটার সিঙ্গার।
৫. তিনজন নীতি দার্শনিকের নাম লেখ।
অথবা, দুজন-নীতি দার্শনিকের নাম লেখ।
উত্তর: তিনজন নীতি দার্শনিক হলেন- ১. জে. এস. মিল, ২ ইমানুয়েল কান্ট ও ৩. বাটলার।
৬. দুই জন গ্রিক নীতিদার্শনিকের নাম লেখ।
উত্তর: দুইজন গ্রিক নীতিদার্শনিক হলেন- ১. প্লেটে ও ২. সকোক্রেটিস।
৭. ‘A Manual of Ethics’ গ্রন্থটির লেখক কে?
উত্তর: ‘A Manual of Ethics’ গ্রন্থটির লেখক জে. এস. ম্যাকেঞ্জিজ।
৮. ‘Principia Ethica’ গ্রন্থটির লেখকের নাম কী?
উত্তর: ‘Principia Ethica’ গ্রন্থটির লেখকের নাম জি. ই. ম্যূর।
৯. ‘A introduction to Ethica’ গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর: ‘A introduction to Ethica’ গ্রন্থটির রচয়িতা উইলিয়াম লিলি।
১০. ম্যাকেঞ্জি প্রদত্ত নীতিবিজ্ঞানের সংজ্ঞাটি লেখ।
উত্তর: ম্যাকেঞ্জি নীতি বিজ্ঞানের সংজ্ঞাটি হল নীতিবিজ্ঞান হল আচরণের মঙ্গল বা ঔচিত্যোর বিজ্ঞান।
১১. নীতিবিদ্যা বস্তুনিষ্ঠ বা আদর্শনিষ্ঠ বিজ্ঞান?
উত্তর: নীতিবিদ্যা আদর্শনিষ্ঠ বিজ্ঞান।
১২. ‘Meta- ethica’ এর বাংলা অর্থ কী?
উত্তর: ‘Meta- ethica’ এর বাংলা অর্থ পড়ানীতিবিদ্যা।
১৩. ব্যবহারিক ভাব প্রয়োগিক নীতিবিদ্যা কী?
উত্তর: সমাজে বসবাসকারী মানুষের ব্যক্তিগত পরিবেশগত সামাজিক সাংস্কৃতিক অর্থাৎ জীবন প্রণালী সম্পর্কিত সমস্যা এবং এসব সমস্যা সমাধান কল্পে নৈতিক নিয়মাবলী প্রয়োগের প্রক্রিয়াকে ব্যবহারিক বা প্রয়োগিক নীতিবিদ্যা বলা হয়।
১৪. ব্যবহারিক নীতিবিদ্যার কাজ কী?
উত্তর: নীতিবিদ্যার তাত্ত্বিক নীতিমালা যথার্থভাবে প্রয়োগের মাধ্যমে আমাদের জীবনকে সার্থক করে তোলায় ব্যবহারিক নীতিবিদ্যার কাজ।
১৫. পরিবেশ নীতিবিদ্যার দুটি আলোচ্য বিষয় উল্লেখ কর।
উত্তর: পরিবেশ নীতিবিদদের দুটি আলোচ্য বিষয় হলো- ১. পরিবেশের মূল্য ও ২. পরিবেশে বিভিন্ন উপাদানের প্রতি দায়িত্ব ও কর্তব্য।
১৬. নৈতিক বিচারে কর্তা কে?
উত্তর: নৈতিক বিচারের কর্তা হলে মানুষের বিবেক।
১৭. ঐচ্ছিক ক্রিয়ার কয়টি স্তর ও কী কী?
উত্তর: ঐচ্ছিক ক্রিয়ার তিনটি স্তর। যথা- ১. মানসিক স্তর, ২. শারীরিক স্তর ও ৩. ফলাফলের স্তর।
১৮. নৈতিক বিচারের স্বীকার্য সত্য গুলোর নাম লেখ।
উত্তর: নৈতিক বিচারের স্বীকার্য সত্যগুলো হলেন ১. ব্যক্তিত্ব, ২. বিচারশক্তি ও ৩. ইচ্ছার স্বাধীনতা।
১৯. নৈতিক বিচারের স্বীকার্য সত্য প্রধানত কয়টি ও কী কী?
উত্তর: নৈতিক বিচারের স্বীকার্য সত্য প্রধানত তিনটি। যথা:- ১. ব্যক্তিত্ব ২. বিচারবুদ্ধি ও ৩. ইচ্ছার স্বাধীনতা।
২০. ঐচ্ছিক ক্রিয়ার তিনটি স্তরের নাম লেখ।
অথবা, ঐচ্ছিক ক্রিয়ার কয়টি ও কী কী?
উত্তর: ঐচ্ছিক ক্রিয়ার তিনটি স্তরের নাম হলো- ১. মানসিক স্তর ২. শারীরিক স্তর ৩. ফলাফল স্তর।
২১. অনৈচ্ছিক ক্রিয়া কাকে বলে?
উত্তর: যে সব ক্রিয়া মানুষ ও নিয়ন্ত্রণ অর্থাৎ মানুষের ইচ্ছা ও বিচার বিবেচনা ছাড়াই সংঘটিত হয় সেগুলোকে অনৈচ্ছিক ক্রিয়া বলে।
২২. কর্তব্য কী?
উত্তর: নৈতিক নিয়ম অনুযায়ী যা করা উচিত তা পালন করাকে কর্তব্য বলা হয়।
২৩. দুইজন উপযোগবাদী দার্শনিকের নাম লেখ।
উত্তর: দুইজন উপযোগবাদী দার্শনিকের নাম হলো জে. রেমি বেন্থাম ও জন স্টুয়ার্ট মিল।
২৪. জে. এস. মিল কোন ধরনের নীতি দার্শনিক।
উত্তর: জে. এস. মিল উপযোগবাদী নীতি দার্শনিক।
২৫. সুখবাদ কত প্রকার ও কী কী?
অথবা, সুখবাদের প্রধান দুটি প্রকারের নাম লেখ।
উত্তর: সুখবাদ সাধারণত দুই প্রকার। যথা- ১. মনস্তান্ত্রিক সুখবাদ, ২. নৈতিক সুখবাদ।
২৬. স্থুল সুখ কী?
উত্তর: যে মতঅনুসারে সুখের পরিমাণের সাহায্যে সুখের মূল্য বিচার করা হয় তাকে স্থূল সুখ বলে।
২৭. নৈতিক সুখবাদ কী?
উত্তর: যে মতবাদ অনুসারে মানুষের সব সময় সুখ অন্বেষণ করা উচিত তাকে নৈতিক সুখবাদ বলে।
২৮. জে. এস. মিলের পূর্ণনাম কী?
উত্তর: জে. এস. মিলের পূর্ণনাম জন স্টুয়ার্ট মিল।
২৯. দুইজন সজ্ঞবাদী নীতি দার্শনিকের নাম লেখ।
অথবা, দু’জন সজ্ঞবাদী দার্শনিকের নাম উল্লেখ কর।
উত্তর: দুইজন সজ্ঞবাদী দার্শনিক হলেন বার্টলার ও রস।
৩০. ঈমানুয়েল কান্ট কোন দেশে দার্শনিক?
উত্তর: জার্মানির দার্শনিক
৩১. দুইজন পূর্ণতাবাদী দার্শনিকের নাম লেখ।
উত্তর: দুইজন পূর্ণতাবাদী দার্শনিক হলেন প্লেটো ও এরিস্টটল।
৩২. “মানুষ হও” এবং “মরে বাঁচাও।”- উক্তিটি কার?
অথবা, “মরে বাঁচও।”- উক্তিটি কার?
উত্তর: “মানুষ হও” এবং “মরে বাঁচাও।”- উক্তিটি পূর্ণতাবাদী দার্শনিক হেগেলের।
৩৩. পূর্ণতাবাদের পূর্বসূরী কারা ছিলেন?
উত্তর: পূর্ণতাবাদের পূর্বসূরী ছিলেন প্লেটো ও এরিস্টটল।
৩৪. হার্বার্ট স্পেনসারের নৈতিক মতবাদের নাম কী?
উত্তর: হার্বার্ট স্পেনশারের নৈতিক মতবাদের নাম বিবর্তনসম্মত সুখবাদ।
৩৫. কান্ট কোন দেশের দার্শনিক?
অথবা, ইমানওয়েল কান্ট কোন দেশের দার্শনিক?
উত্তর: কান্ট জার্মানির দার্শনিক
৩৬. সদিচ্ছা কী?
উত্তর: কান্টের মতে ইচ্ছা যখন প্রবৃত্তির দ্বারা পরিচালিত না হয়ে কেবল বুদ্ধির দ্বারা পরিচালিত হয় তখন তাকে সদিচ্ছা বলে।
৩৭. শর্তহীন আদেশ কী?
উত্তর: শর্তহীন আদেশ হচ্ছে এমন এক আদেশ যা তার নিজ গুনেই গৃহীত হয় কোন কাম্য লক্ষ্য বা ফলাফল অর্জনে নিয়ম হিসেবে নয়।
৩৮. নৈতিক দৃষ্টিকোণ থেকে ব্যক্তি ও সমাজ সম্পর্কিত মতবাদ গুলো কী কী?
উত্তর: নৈতিক দৃষ্টিকোণ থেকে ব্যক্তি ও সমাজ সম্পর্কিত মতবাদগুলো হল- ১. আত্মস্বার্থবাদ, ২ সর্বস্বার্থবাদ ও ৩. পরার্থবাদ
৩৯. সমাজবিহীন ব্যক্তি হয় মানুষ না হয় দেবতা।- উক্তিটি কার?
উত্তর: সমাজবিহীন ব্যক্তি হয় মানুষ না হয় দেবতা।- উক্তিটি অ্যারিস্টটলের।
৪০. উইলিয়াম লিলির মতে ব্যক্তি ও সমাজের মধ্যে সম্পর্কিত মতবাদগুলোর নাম লেখ।
উত্তর: উইলিয়াম লিলির মতে ব্যক্তি ও সমাজের মধ্যে সম্পর্কিত মতবাদ গুলোর নাম হল- ১. আত্মস্বার্থবাদ, ২ সর্বস্বার্থবাদ ও ৩. পরার্থবাদ।
৪১. নৈতিক প্রগতির দুটি শর্ত লেখ।
উত্তর: নৈতিক প্রগতির দুটি শর্ত হলো- ১. বুদ্ধিবৃত্তির অনুশীলন এবং ২. সৎ সংসর্গ।
৪২. ‘ Know thesulf’ এর বাংলা অর্থ কি?
উত্তর: ‘Know thesulf’ এর বাংলা অর্থ ‘নিজেকে জানুন’।
৪৩. “Duty for Duty’s Sake.”- উক্তিটি কার?
উত্তর: “Duty for Duty’s Sake.”- উক্তিটি কান্টের।
খ-বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্নাবলী
১. আদর্শনিষ্ঠ বিজ্ঞান হিসেবে নীতিবিদ্যার স্বরূপ আলোচনা কর।
২. নীতিবিদ্যা পাঠের প্রয়োজনীয়তা কী?
অথবা, নীতিবিদ্যা পাঠের প্রয়োজনীয়তা আলোচনা কর।
৩. আদর্শনিষ্ঠ বিজ্ঞান হিসেবে নীতিবিদদের স্বরূপ আলোচনা কর।
৪. নীতিবিদ্যার সাথে ধর্মের সম্পর্ক আলোচনা কর।
অথবা, নীতিবিদ্যা ও ধর্মের সম্পর্ক ব্যাখ্যা কর।
৫. উদ্দেশ্য ও অভিপ্রায়ের মধ্যে পার্থক্য কী?
৬. নীতিবিদ্যা ও মনোবিজ্ঞানের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা কর।
৭. কামনার দ্বন্দ্ব বলতে কী বুঝ?
অথবা, কামোনার বিরোধ বর্ণনা কর।
৮. নৈতিক সংশয়বাদ বলতে কী বুঝ?
৯. নৈতিক অনৈতিক ও নৈতিক ক্রিয়ার মধ্যে পার্থক্য দেখাও।
১০. উদ্দেশ্য ও অভিপ্রায়ের মধ্যে পার্থক্য নিরূপণ কর।
১১. কামনার দ্বন্দ্ব ব্যাখ্যা কর।
অথবা, কামনার বিরোধ বর্ণনা কর।
১২. অধিকার ও কর্তব্য কী? ব্যাখ্যা কর।
১৩. উপযোগবাদ বলতে কী বুঝ?
অথবা, উপযোগবাদ কাকে বলে?
১৪. বেন্থামের সুখের গণনা প্রণালী সংক্ষেপে আলোচনা কর।
অথবা, সুখবাদের গণনা প্রণালী ব্যাখ্যা কর।
১৫. উপযোগবাদের মধ্যে পার্থক্য নিরূপণ কর।
অথবা, মিলের উপযোগবাদ কীভাবে বেন্থামের মতবাদ থেকে পৃথক?
১৬ নৈতিক সুখবাদ আলোচনা কর।
১৭. সুখের গুণগত পার্থক্য বলতে কী বুঝ?
অথবা, মিল কীভাবে সুখের গুণগত পার্থক্য দেখান।
১৮. সংজ্ঞাবাদ বলতে কী বুঝ?
১৯. ‘‘মানুষ হও’’, ‘‘মরে বাঁচ।’’- উক্তিটি ব্যাখ্যা কর।
অথবা, হেগেলের নীতিবাক্য দুটি ব্যাখ্যা কর।
২০. নৈতিক বিবর্তনবাদ ব্যাখ্যা কর।
২১. কান্টের শর্তহীন আদেশ সংক্ষেপে ব্যাখ্যা কর।
অথবা, কান্টের শর্তহীন আদেশ আলোচনা কর।
২২. কান্টের কর্তব্য খাতিরে কর্তব্য ব্যাখ্যা কর।
অথবা, অনুসরণে ‘‘কর্তব্যর জন্য কর্তব্য।’’ ব্যাখ্যা কর।
২৩. মৃত্যুদণ্ড সমর্থনযোগ্য কিনা? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।
অথবা, তুমি কী মৃত্যুদণ্ড সমর্থন কর? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।
২৪. শাস্তির নৈতিক ভিত্তি কী?
অথবা, শাস্তির নৈতিক ভিত্তি আলোচনা কর।
গ-বিভাগ: রচনামূলক প্রশ্নাবলী
১. নীতিবিদ্যা কী? নীতিবিদ্যা কিভাবে ধর্মের সাথে সম্পর্কিত?
অথবা, নীতিবিদ্যার সংজ্ঞা দাও। নীতিবিদ্যার সাথে ধর্মের সম্পর্ক আলোচনা কর।
২. নীতিবিদ্যার সাথে সমাজবিজ্ঞানের সম্পর্ক ব্যাখ্যা কর।
অথবা, নীতিবিদ্যা কী? নীতিবিদদের সাথে সমাজবিজ্ঞানের সম্পর্ক আলোচনা কর।
৩. নৈতিক সাধারণ কী? নৈতিক অবধারণের যথার্থ বিষয়বস্তু নিরূপণ কর।
অথবা নৈতিক অবধারণ কী? নৈতিক অবধারণের বিষয়বস্তু আলোচনা কর।
৪. নৈতিকতার স্বীকার্য হিসেবে ইচ্ছার স্বাধীনতা মতবাদটি আলোচনা কর। ইচ্ছার স্বাধীনতার সাথে নিয়ন্ত্রণবাদ কী সঙ্গতিপূর্ণ?
৫. নৈতিকতার স্বীকার্য সত্য হিসেবে ইচ্ছার স্বাধীনতা সম্পর্কেও ধারণার ব্যাখ্যা কর।
অথবা, নৈতিকতার স্বীকার্য সত্য হিসেবে ইচ্ছার স্বাধীনতা বিষয়ক মতবাদটি ব্যাখ্যা কর।
৬. ঐচ্ছিক ক্রিয়া কী? ঐচ্ছিক ক্রিয়ার স্তরগুলো বর্ণনা কর।
অথবা, ঐচ্ছিক ক্রিয়া কী? ঐচ্ছিক ক্রিয়ার বিভিন্ন স্থান আলোচনা কর।
৭. অধিকার ও কর্তব্য সম্পর্ক ব্যাখ্যা কর। মানুষের বিভিন্ন অধিকার আলোচনা কর।
৮. মিলের উপযোগবাদ থেকে বেন্থামের উপযোগবাদের মধ্যে বৈসাদৃশ্যগুলো উল্লেখ কর।
অথবা, মিলের উপযোগবাদ কিভাবে বেন্থামের মতবাদ থেকে পৃথক? আলোচনা কর।
৯. সুখবাদ কী? সুখবাদের মধ্যে পার্থক্য আলোচনা কর।
অথবা, মনস্তাত্ত্বিক সুখবাদত নৈতিক সুখবাদ এর মধ্যে পার্থক্য নিরূপণ কর।
১০. স্বজ্ঞাবাদ কি? মার্টিনিউ ও বাটলারের স্বজ্ঞাবাদ ব্যাখ্যা কর।
১১. সমালোচনাসহ বাটলারের স্বজ্ঞাবাদ ব্যাখ্যা কর।
১৩. পূর্ণতাবাদ কি? পূর্ণতাবাদ ব্যাখ্যা কর।
অথবা, নৈতিক মানদন্ড বিষয়ক মতবাদ হিসেবে পূর্ণতাবাদ ব্যাখ্যা কর।
১৪. ‘‘পূর্ণতাবাদ কিভাবে সুখবাদ ও বুদ্ধিবাদের মধ্যে সমন্বয় সাধন করে?’’ ইহা কতটা গ্রহণযোগ্য?
১৫. পূর্ণতাবাদ ব্যাখ্যা? এটি কী সন্তোষজনক মতবাদ?
১৬. ‘‘মানুষ হও’’, ‘‘মরে বাঁচো।’’- উক্তি দুটি ব্যাখ্যা কর।
১৭. কান্টের নৈতিক মতবাদ সংক্ষেপে আলোচনা কর।
১৮. কান্টের সদিচ্ছার ধারণাটি ব্যাখ্যা কর।
১৯. কান্ট কেন বলেন নৈতিক আদেশকে অবশ্যই শর্তহীন হতে হবে? আলোচনা কর।
অথবা, শর্তহীন আদেশ কী? কান্টের শর্তহীন আদেশ ব্যাখ্যা ও মূল্যায়ন কর।
২০. নৈতিক দৃষ্টিকোণ থেকে ব্যক্তি ও সমাজের সম্পর্ক বিষয়ক মতবাদ হিসেবে আত্মবাদ পদার্থবাত ও সর্বপাত আলোচনা কর।
অথবা, নৈতিক দৃষ্টিকোণ থেকে ব্যক্তি ও সমাজের সম্পর্ক বিষয়ক মতবাদগুলোর সংক্ষেপে আলোচনা কর।
২১. ব্যক্তি ও সমাজ সম্পর্কিত যেকোনো একটি মতবাদ আলোচনা কর ও মন্তব্য দাও।
অথবা, ব্যক্তি ও সমাজের সম্পর্ক বিষয়ের যেকোনো একটি মতবাদ ব্যাখ্যা ও মূল্যায়ন কর।
২২. শাস্তির নৈতিক ভিত্তি কী? তুমি কী মৃত্যুদণ্ড সমর্থন কর? আলোচনা কর
২৩. নৈতিক প্রগতি বলতে কি বুঝ? নৈতিক প্রগতির শর্তসমূহ আলোচনা কর।
অথবা নৈতিক প্রগতি কি? নৈতিক প্রগতির শর্তগুলো আলোচনা কর।
আরো দেখো : দর্শন ১ম বর্ষের সকল বিষয়ের উত্তরসহ সাজেশন
অনার্স প্রথম বর্ষের পরীক্ষার্থীরা, কোর্সটিকায় তোমরা এ সাজেনটি উত্তরসহ সংগ্রহ করতে পারবে। ওপরে দেওয়া Answer Sheet অপশনে ক্লিক করে সাধারণ নীতিবিদ্যা সাজেশন সংগ্রহ করে নাও। ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post