অনার্স ৩য় বর্ষের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা কোর্সটিকায় তোমাদের স্বাগতম। অন্যান্য বছরের মতো কোর্সটিকায় এবারও অনার্স ৩য় বর্ষের সমাজবিজ্ঞান বিভাগের সাজেশন দেওয়া শুরু হয়েছে। কোর্সটিকায় আজকে আলোচনাকৃত বিষয় হচ্ছে সামাজিক অসমতা সাজেশন ২০২৫। এখানে, তোমরা পরীক্ষায় কমন উপযোগী সকল প্রকার প্রশ্ন ও উত্তর পেয়ে যাবে।
কোর্সটিকায় আজকে সামাজিক অসমতা বিষয়টির সাজেশন দেওয়া হবে। এই বিষয়ের বিষয় কোড হচ্ছে– ২৩২০০৭। এখানে, ক-বিভাগ, খ-বিভাগ ও গ-বিভাগের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেওয়া হয়েছে। আমরা চেষ্টা করেছি ক-বিভাগ এর সকল প্রশ্নের উত্তর দিয়ে দেওয়ার। বই হতে খ-বিভাগ ও গ-বিভাগের প্রশ্নগুলোর উত্তর তোমরা পেয়ে যাবে।
সামাজিক অসমতা সাজেশন ২০২৫
ক-বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
১. সামাজিক অসমতা কী?
উত্তর: সামাজিক অসমতা হলো সমাজস্থ ব্যক্তিবর্গের সম্পদ, ক্ষমতা ও কর্তৃত্বের ওপর ভিত্তি করে সৃষ্ট বৈষম্য।
২. ‘Social Inequality; Classical Contemporary Theories’ গ্রন্থের রচয়িতা কে?
উত্তর: ‘Social Inequality; Classical and Comtemporary Theories’ গ্রন্থের রচয়িতা এডওয়ার্ড জি. গ্র্যাব।
৩. ‘Inequality Reexamined’ গ্রন্থটি কার?
অথবা, ‘Inequality Reexamined’ গ্রন্থের রচয়িতা কে?
উত্তর: ‘Inequality Reexamined’ গ্রন্থটি অধ্যাপক অর্মত্য সেনের।
৪. সামাজিক অসমতার দুটি কারণ লেখ।
উত্তর: সামাজিক অসমতার দুটি কারণ হলো লিঙ্গ ও বয়স।
৫. সামাজিক অসমতার দুটি উপাদান লেখ।
উত্তর: সামাজিক অসমতার দুটি উপাদান হলো বয়স ও লিঙ্গ।
৬. ‘Power and Privilege’ গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর: ‘Power and Privilege’ গ্রন্থটির রচয়িতা জন মিলার।
৭. একটি শ্রেণিহীন সমাজের নাম লেখ।
উত্তর: একটি শ্রেণিহীন সমাজের নাম আদিম সাম্যবাদী সমাজ।
৮. ‘Honest Graft’ কী?
উত্তর: Lenski এর ভাষায় বৈধ কাজের জন্য উৎকোচ গ্রহণকে ‘Honest Graft’ বলে গণ্য করা হয়।
৯. দাসপ্রথা কোথায় প্রচলিত ছিল?
উত্তর: দাসপ্রথা গ্রিকে প্রচলিত ছিল।
১০. দাসপ্রথাকে ‘Living Tools’ হিসেবে আখ্যায়িত করেছেন কে?
উত্তর: দাসপ্রথাকে Living Tools’ হিসেবে আখ্যায়িত করেছেন এরিস্টটল।
১১. Caste শব্দের অর্থ কী?
উত্তর: Caste শব্দের অর্থ জাতি, বংশ, কুল।
১২. এস্টেট কী?
উত্তর: মধ্যযুগে ইউরোপীয় সামন্ত সমাজে ভূমিকে কেন্দ্র করে যে স্তরবিন্যাস ছিল তাই এস্টেট।
১৩. এস্টেট প্রথার শ্রেণিসমূহ কী?
উত্তর: এস্টেট প্রথার তিনটি শ্রেণি হলো। যথা: ১. সামন্তপ্রভু বা অভিজাত শ্রেণি, ২. ধর্মীয় প্রবক্তা বা যাজক শ্রেণি এবং ৩. সাধারণ শ্রেণি।
১৪. ‘দ্বন্দ্ব ও পরিবর্তন’ প্রত্যয়টি কার?
উত্তর: ‘দ্বন্দ্ব ও পরিবর্তন’ প্রত্যয়টি সমাজতাত্ত্বিক রেনডাল কলিন্সের।
১৫. শ্রেণির সংজ্ঞা দাও।
উত্তর: শ্রেণি হচ্ছে এমন এক জনসমষ্টি যাদের একটি নির্দিষ্ট লক্ষ্য ও স্বতন্ত্র জীবন প্রকৃতির আবর্তনে আবদ্ধ থাকার প্রবণতা রয়েছে।
১৬. সমন্বিত দৃষ্টিভঙ্গি কী?
উত্তর: ক্রিয়াবাদী ও দ্বন্দ্বমূলক দৃষ্টিভঙ্গির সমন্বয়ে সংশ্লেষ করে কিছু তাত্ত্বিক যে মতবাদ প্রকাশ করেন তাই সমন্বিত দৃষ্টিভঙ্গি।
১৭. মার্কসের মতে সর্বাধিক অসম সমাজ কোনটি?
উত্তর: মার্ককের মতে সর্বাধিক অসম সমাজ হলো পুঁজিবাদী সমাজ।
১৮. ‘এলিট’ বলতে কী বুঝায়?
উত্তর: এলিট বলতে সমাজস্থ সেসব ব্যক্তিবর্গকে বুঝায় যারা অধিক যোগ্যতার কারণে নেতৃত্ব ও সিদ্ধান্ত প্রদান করে থাকে।
১৯. সামাজিক অসমতা সম্পর্কিত ত্রিমাত্রিক ধারণাটির প্রবন্ধ কে?
উত্তর: সামাজিক অসমতা সম্পর্কিত ত্রিমাত্রিক ধারণাটির প্রবক্তা সমাজবিজ্ঞানী ম্যাক্স ওয়েবার।
২০. ম্যাক্স ওয়েবারের মতে শ্রেণির ভিত্তি কী?
অথবা, ম্যাক্স ওয়েবায়ের মতে শ্রেণির মূলভিত্তি কী?
উত্তর: ম্যাক্স ওয়েবারের মতে শ্রেণির ভিত্তি হলো সম্পত্তি।
২১. ‘মর্যাদা’ প্রত্যয়টি কার?
অথবা, ‘মর্যাদা’ প্রত্যয়টির প্রবক্তা কে?
উত্তর: ‘মর্যাদা’ প্রত্যয়টি হলো ম্যাক্স ওয়েবারের।
২২. সামাজিক অসমতা সম্পর্কিত ক্রিয়াবাদী তত্ত্বের প্রবক্তা কে কে?
উত্তর: সামাজিক অসমতা সম্পর্কিত ক্রিয়াবাদী তত্ত্বের প্রবক্তা/প্রবর্তক হলেন ডেভিস এবং মুর।
২৩. রুশো মানুষের মধ্যে কয় ধরনের অসমতা দেখেছেন?
উত্তর: রুশো মানুষের মধ্যে দুই ধরনের অসমতা দেখেছেন।
২৪. WID এর পূর্ণরূপ কী?
উত্তর: WID এর পূর্ণরূপ হলো Women In Development.
২৫. পিতৃতন্ত্র কী?
উত্তর: পিতৃতন্ত্র এমন একটি মতাদর্শ যা পুরুষকে নারীর তুলনায় শ্রেষ্ঠ ও শক্তিশালী মনে করে নারীর ওপর পুরুষের আধিপত্যকে অনুমোদন করে।
২৬. নারীর ক্ষমতায়ন বলতে কী বুঝ?
উত্তর: বস্তুগত, মানবিক, বুদ্ধিবৃত্তিক, রাজনৈতিক, অর্থনৈতিক, পেশাগত ও সম্পদের ওপর নারীদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার প্রক্রিয়াই হলো নারীর ক্ষমতায়ন।
২৭. ‘আন্তর্জাতিক নারী দিবস’ কত তারিখে পালিত হয়?
উত্তর: ‘আন্তর্জাতিক নারী দিবস’ মার্চ মাসের ৮ তারিখে পালিত হয়।
২৮. কোথায় সর্বপ্রথম নারী ক্ষমতায়ন সম্পর্কে আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়?
উত্তর: মেক্সিকোতে প্রথম নারী ক্ষমতায়ন সম্পর্কে আন্তর্জাতিক সম্মেলন (১৯৭৫ সালে) অনুষ্ঠিত হয়।
২৯. Rites of Passage কী?
উত্তর: মানবজীবনে কতকগুলো ক্রান্তিকালীন মুহূর্ত আসে যখন ব্যক্তির মর্যাদাগত পরিবর্তন ঘটে। এ মর্যাদার পরিবর্তন প্রাক্কালে সমাজভেদে যে বিভিন্ন আচার অনুষ্ঠান পালিত হয় তাকে ‘Rites of Passage’ নামে অভিহিত করা হয়।
৩০. ককেশীয়দের দুটি বৈশিষ্ট্য লেখ।
উত্তর: ককেশীয়দের দুটি বৈশিষ্ট্য হলো দীর্ঘকায় ও বড় মাথার অধিকারী।
৩১. মর্যাদাগোষ্ঠী কী?
উত্তর: সামাজিক শ্রেণিবিভাজনের মাপকাঠিতে যারা উচ্চ শ্রেণিতে অবস্থান করে তারাই মর্যাদাগোষ্ঠী।
৩২. ‘Gerontology’ শব্দের অর্থ কী?
উত্তর: ‘Gerontology’ শব্দের অর্থ জরাবিজ্ঞান।
৩৩. Ageism কী?
অথবা, বয়স-বিদ্বেষবাদ কী?
উত্তর: বয়সের প্রেক্ষিতে কারো প্রতি ঘৃণা, বিদ্বেষ ও বৈষম্যমূলক আচরণকে Ageism বলে।
৩৪. বয়স বিদ্বেষবাদ কাকে বলে?
উত্তর: বয়সের ভিত্তিতে বৈষম্যমূলক আচরণ বা বৈষম্যকে বয়স বিদ্বেষবাদ বলে।
৩৫. উন্নয়ন বলতে তুমি কী বুঝ?
উত্তর: সাধারণত কোনো বিষয়ের সামগ্রিক ইতিবাচক পরিবর্তনই উন্নয়ন।
৩৬. সামাজিক শ্রেণি কী?
উত্তর: অর্থনৈতিক উৎপাদন ব্যবস্থার সমসুযোগ সুবিধাভোগী জনগোষ্ঠীকেই সামাজিক শ্রেণি বলা হয়।
৩৭. মর্যাদাগোষ্ঠী বলতে কী বুঝ?
উত্তর: সামাজিক শ্রেণি বিজ্ঞানের মাপকাঠিতে যারা উচ্চশ্রেণিতে অবস্থান করে তারাই মর্যাদাগোষ্ঠী।
৩৮. অর্জিত মর্যাদা কী?
উত্তর: ব্যক্তি তার নিজস্ব যোগ্যতায় সমাজ থেকে যে মর্যাদা অর্জন করে তাই অর্জিত মর্যাদা।
৩৯. সাম্প্রদায়িক সম্প্রীতি বলতে কী বুঝ?
উত্তর: কোনো সমাজ বা রাষ্ট্রের বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে যে সৌহার্দ ও হৃদ্যতাপূর্ণ সম্প্রীতি বিরাজ করে তাকে সাম্প্রদায়িক সম্প্রীতি বলে।
৪০. ‘PRSP’ এর পূর্ণরূপটি লেখ।
উত্তর: PRSP এর পূর্ণরূপ : Poverty Reduction Strategic Paper.
৪১. চরম দারিদ্র্য কী?
উত্তর: চরম দারিদ্র্য, হলো দৈনিক যার ১৮০৫ কিলোক্যালরি খাদ্য গ্রহণের সামর্থ্য নেই।
৪২. আপেক্ষিক দারিদ্র্য কী?
উত্তর: ১৮০০ কিলো ক্যালরি খাদ্য যারা গ্রহণ করে তাকে আপেক্ষিক দারিদ্র্য বলে।
৪৩. একজন মানুষের দৈনিক কত কিলোক্যালরি খাদ্য গ্রহণ করা দরকার?
উত্তর: একজন মানুষের দৈনিক ২,১২২ কিলোক্যালরি খাদ্য গ্রহণ করা দরকার।
৪৪. ‘Culture of Poverty’ তত্ত্বের প্রবকা কে?
উত্তর: ‘Culture of Poverty’ তত্ত্বের প্রবক্তা সমাজতাত্ত্বিক অষ্কার লুইস।
৪৫. বাংলাদেশ সরকার কখন বয়স্ক ভাতা কর্মসূচি চালু করেন?
উত্তর: বাংলাদেশ সরকার ১৯৯৮ সালে বয়স্ক ভাতা কর্মসূচি চালু করেন।
খ-বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্ন
১. সামাজিক অসমতা বলতে কী বোঝায়?
অথবা, সামাজিক অসমতার সংজ্ঞা দাও।
২. সামাজিক অসমতার কারণ কী?
৩. সামাজিক স্তরবিন্যাস কী?
অথবা, সামাজিক স্তরবিন্যাসের সংজ্ঞা দাও।
৪. সামাজিক অসমতার সাথে সামাজিক স্তরবিন্যাসের সম্পর্ক লেখ।
অথবা, সামাজিক অসমতার সাথে সামাজিক স্তরবিন্যাসের সম্পর্ক আলোচনা কর।
৫. আদিম সাম্যবাদী সমাজের প্রকৃতি উল্লেখ কর।
অথবা, সমতাভিত্তিক সমাজের বৈশিষ্ট্যসমূহ সংক্ষেপে লেখ।
৬. শিকার ও সংগ্রহভিত্তিক সমাজের বৈশিষ্ট্যগুলো লেখ।
অথরা, শিকার ও সংগ্রহভিত্তিক সমাজের বৈশিষ্ট্যসমূহ সংক্ষেপে লেখ।
৭. এস্টেট প্রথার বৈশিষ্ট্য উল্লেখ কর।
৮. সামাজিক শ্রেণি বলতে কী বুঝ?
৯. শ্রেণির বৈশিষ্ট্যসমূহ লেখ।
১০. জেন্ডার অসমতা বলতে কী বুঝায়?
অথবা, জেন্ডার বৈষম্য বলতে কী বুঝ?
১১. জেন্ডার ও সেক্সের মধ্যে পার্থক্য কর।
অথবা, জেন্ডার ও সেক্সের মধ্যে পার্থক্য নির্ণয় কর।
১২. লিঙ্গ অসমতার কারণগুলো লেখ।
অথবা, লিঙ্গ বৈষম্যের কারণসমূহ লেখ।
১৩. এথনিক গোষ্ঠী কী?
অথবা, নৃগাষ্ঠী কী?
১৪. এথনিক অসমতা বলতে কী বুঝ?
১৫ . সাম্প্রদায়িক সম্প্রীতি বলতে কী বুঝ?
১৬. বয়স বৈষম্যবাদ কাকে বলে?
১৭. বয়স বিদ্বেষের কারণসমূহ সংক্ষেপে লেখ।
১৮. সামাজিক গতিশীলতার প্রকারভেদ বর্ণনা কর।
অথবা, সামাজিক গতিশীলতার ধরনগুলো উদাহরণসহ লেখ।
১৯. আন্তঃপ্রজন্মগত ও অন্তঃপ্রজন্মগত গতিশীলতা কী?
২০. দারিদ্র্য কী?
অথবা, দারিদ্র্য বলতে কী বুঝ?
২১. দারিদ্র্যের নির্ধারকসমূহ কী?
অথবা, দারিদ্র্যের সূচকসমূহ কী কী?
২২. চরম ও আপেক্ষিক দারিদ্র্যের পার্থক্য দেখাও।
২৩. দারিদ্র্যের দুষ্টচক্র কী? ব্যাখ্যা কর।
অথবা, দারিদ্র্য নিরসন বলতে কী বুঝায়?
২৫. সংক্ষেপে বাংলাদেশে সামাজিক অসমতার উপাদানগুলো উল্লেখ কর।
অথবা, বাংলাদেশে সামাজিক অসমতার উপাদানগুলো সংক্ষেপে লেখ।
গ-বিভাগ: রচনামূলক প্রশ্ন
১. সামাজিক অসমতার ঐতিহাসিক ধরনগুলো আলোচনা কর।
অথবা, সামাজিক অসমতার ঐতিহাসিক ধরনসমূহ আলোচনা কর।
২. সামাজিক অসমতা পাঠের বা অধ্যয়নের সমাজতাত্ত্বিক তাৎপর্য আলোচনা কর।
অথবা, সামাজিক অসমতা পাঠের প্রয়োজনীয়তা আলোচনা কর।
৩. শিকার ও সংগ্রহ সমাজের সামাজিক অসমতার প্রকৃতি আলোচনা কর।
৪. সামাজিক অসমতার প্রকরণ হিসেবে ‘এস্টেট ব্যবস্থা’ আলোচনা কর।
৫. সামাজিক অসমতা সম্পর্কিত কার্ল মার্কসের তত্ত্বটি আলোচনা কর।
অথবা, কার্ল মার্কসের সামাজিক অসমতা ও স্তরবিন্যাস তত্ত্বটি আলোচনা কর।
৬. সামাজিক অসমতাসংক্রান্ত ম্যাক্স ওয়েবারের তত্ত্বটি পর্যালোচনা কর।
অথবা, সামাজিক অসমতা সম্পর্কিত ম্যাক্স ওয়েবারের তত্ত্ব আলোচনা কর।
৭. “ভরবিহীন সমাজ একটি অলীক কল্পনা মাত্র।” উক্তিটির যথার্থতা মূল্যায়ন কর।
অথবা, ‘কোনো সমাজই শ্রেণিহীন বা স্তরবিহীন নয়।’ (কিংসলে ডেভিস এবং উইলবার্ট মূর) -উক্তিটির যথার্থতা মূল্যায়ন কর।
৮. প্রাক-শিল্প এবং সমসাময়িক সমাজে পিতৃতন্ত্র ও লিঙ্গ বৈষম্যের প্রকৃতি ব্যাখ্যা কর।
অথবা, প্রাক-শিল্প সমাজে জেন্ডার বৈষম্যের স্বরূপ আলোচনা কর।
৯. লিঙ্গভিত্তিক অসমতার কারণ আলোচনা কর।
অথবা, জেন্ডার অসমতার কারণগুলো আলোচনা কর।
১০. নরগোষ্ঠীর উৎপত্তি বিশ্লেষণ কর।
অথবা, “বিশুদ্ধ নৃগোষ্ঠী একটি অলীক কল্পনা।”- ব্যাখ্যা কর।
১১. এথনিক গোষ্ঠী কী? এথনিক অসমতার কারণগুলো লেখ।
১২. এথনিক অসমতা ব্যাখ্যা করতে গিয়ে সমাজবিজ্ঞানীরা সমাজজীবনের কোন কোন বিষয়ের ওপর দৃষ্টি দিয়েছেন? আলোচনা কর।
১৩. বাংলাদেশে প্রবীণ জনগোষ্ঠীর সমস্যাসমূহ আলোচনা কর।
অথবা, সমাজ ও সংস্কৃতিভেদে বয়োবৃদ্ধদের সমস্যাসমূহ আলোচনা কর।
১৪. সমাজ ও সংস্কৃতিভেদে বয়োবৃদ্ধদের প্রতি সমাজের মনোভাব আলোচনা কর।
১৫. সামাজিক গতিশীলতার কারণ বর্ণনা কর।
অথবা, বাংলাদেশে সামাজিক গতিশীলতার কারণসমূহ কী কী? আলোচনা কর।
১৬. বাংলাদেশে সামাজিক গতিশীলতার নির্ধারকসমূহ কী?
অথবা, সামাজিক গতিশীলতার নির্ধারকসমূহ কী? আলোচনা কর।
১৭. দারিদ্র্য ও সামাজিক অসমতার মধ্যে সম্পর্ক বিশ্লেষণ কর।
অথবা, দারিদ্র্য কীভাবে সামাজিক অসমতার সাথে সম্পর্কিত? আলোচনা কর।
১৮. উদাহরণসহ বাংলাদেশে সামাজিক অসমতার প্রকৃতি ব্যাখ্যা কর।
অথবা, বাংলাদেশে সামাজিক অসমতার প্রকৃতির আলোচনা কর।
১৯. বাংলাদেশে সামাজিক অসমতার কারণ আলোচনা কর।
অথবা, বাংলাদেশে সামাজিক অসমতা বৃদ্ধির কারণগুলো আলোচনা কর।
উপরে, অনার্স ৩য় বর্ষের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য সামাজিক অসমতা সাজেশন ২০২৫ নিয়ে আলোচনা করা হয়েছে। এখানে অতিসংক্ষিপ্ত, সংক্ষিপ্ত ও রচনামূলক প্রশ্ন নিয়ে আলোচনা করা হয়েছে। অতিসংক্ষিপ্তে দেওয়া সকল প্রশ্নের উত্তরগুলো এখানে দেওয়া হয়েছে। সংক্ষিপ্ত ও রচনামূলক প্রশ্নগুলো দেওয়া হয়েছে। বই হতেই এগুলোর উত্তর পেয়ে যাবে।
কোর্সটিকার সাজেশন সংক্রান্ত কোনো প্রশ্ন, জিজ্ঞাসা বা মতামত থাকলে ফেসবুক পেজে যোগাযোগ করতে পারো। এছাড়াও আমাদের ইউটিউব চ্যনেলটি Subscribe করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post