টপিক: অনার্স সমাজকর্ম ২য় বর্ষ সামাজিক নীতি ও পরিকল্পনা
অনার্স সমাজকর্ম ২য় বর্ষ সামাজিক নীতি ও পরিকল্পনা
বিষয় কোড: ২২২১০৩
ক. বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর
১. সামাজিক নীতি কী?
উত্তর: সামাজিক নিতী বলতে বুঝায়, যেসব নীতি জনকল্যাণমূলক কাজের পথ নির্দেশিকা হিসেবে কাজ করে।
২. সিস্টেম মডেল কী?
উত্তর: যে মডেলকে জনসংখ্যা নীতি প্রণয়নের সবচেয়ে কার্যকর মডেল হিসেবে বিবেচনা করা হয় তাকে সিস্টেম মডেল বলে।
৩. সামাজিক নীতির দুটি নির্ধারক উল্লেখ কর?
উত্তর: সামাজিক নীতির দুটি নির্ধারক হলো- ১. অর্থনৈতিক উপাদান ও ২. রাজনেতিক উপাদান।
৪. সামাজিক নীতির তিনটি মডেল উল্লেখ কর?
উত্তর: সামাজিক নীতির তিনটি মডেল হলো: ১. এলিট মডেল, ২. প্রাতিষ্ঠানিক মডেল ও ৩. উদ্বৃত্ত নীতি মডেল।
৫. সামাজিক নীতির তিনটি মডেল কয়টি?
উত্তর: সামাজিক নীতির তিনটি মডেল সাতটি।
৬. এলিট মডেল কী?
উত্তর: এলিট মডেল বলতে প্রভবিশালী ব্যক্তি বা দল দ্বারা সরকারি সামাজিক নীতি প্রণয়ন করাকে বুঝায়।
৭. ম্যাটা বিশ্লেষণ কী?
উত্তর: ম্যাটা বিশ্লেষণ হচ্ছে সামাজিক নীতি বিশ্লেষণের একটি পদ্ধতিবা কৌশল।
৮. নীতি অনুশীল কী?
উত্তর: নীতি অনুশীলন বলতে সামাজিক নীতি সম্পর্কিত সুশৃঙ্খল, সুনির্দিষ্ট ও ধারাবাহিক কর্ম প্রচেষ্টাকে বুঝায়।
৯. সামাজিক নীতি বাস্তবায়নের তিনটি হাতিয়ারের নাম উল্লেখ কর।
উত্তর: সামাজিক নীতি বাস্তবায়নের হাতিয়ার বা মাধ্যম হলো রাষ্টীয় সংবিধান, সামাজিক আইন, জাতীয় পরিকল্পনা, সমাজকল্যাণমূলক কর্মসূচি, সামাজিক প্রশাসন, গবেষণা, প্রশিক্ষণ, প্রযুক্তি প্রভৃতি।
১০. বাংলাদেশের সংবিধান কার্যকর হয় কখন থেকে?
উত্তর: বাংলাদেশের সংবিধান কার্যকর হয় ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর থেকে।
১১. বাংলাদেশের সংবিধান কত সালে প্রণীত হয়।
উত্তর: বাংলাদেশের সংবিধান ১৯৭২ সালে প্রণীত হয়?
১২. সামাজিক নীতি প্রণয়নের দুটি ধাপ উল্লেখ কর।
উত্তর: সামাজিক নীতি প্রণয়নের দুটি ধাপ হল- ১. নীতির প্রয়োজন নির্ধারণ ও ২. বিজ্ঞানভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ।
১৩. বাংলাদেশে জাতীয় শিক্ষানীতি সর্বশেষ কত সালে প্রণীত হয়?
উত্তর: বাংলাদেশে জাতীয় শিক্ষানীতি সর্বশেষ ২০১০ সালে প্রণীত হয়।
১৪. বর্তমান জাতীয় শিক্ষানীতি অনুযায়ী প্রাথমিক শিক্ষার মেয়াদ হবে কত বছর?
উত্তর: বর্তমান জাতীয় শিক্ষানীতি অনুযায়ী প্রাথমিক শিক্ষার মেয়াদ হবে ৮ বছর।
১৫. জাতীয় স্বাস্থ্যনীতির মূল লক্ষ কী?
উত্তর: জাতীয় স্বাস্থ্যনীতির মূল লক্ষ হলোÑ ১. সবার জন্য স্বাস্থ্য ও চিকিৎসাসেবা নিশ্চিত করা, ২. রোগ প্রাতরোধ ও সেবা গ্রহণে জনগণকে উদ্বুদ্ধ করা এবং ৩. অতিরিক্ত স্বাস্থ্যব্যয় থকে জনগণকে সুরক্ষা করা।
১৬. জাতীয় জনসংখ্যা নীতির মূল লক্ষ কী?
উত্তর: জাতীয় জনসংখ্যা নীতির মূল লক্ষ হলো – সুস্বাস্থ্য ও পরিকল্যাণ সেবা, ২ স্থিতিশীল জনসংখ্যা অর্জনএবং ৩. শিশু ও মাতৃ মৃত্যুহার হ্রাস।
১৭. বাংলাদেশের সর্বশেষ নারী নীতি কখন প্রণীত হয়?
উত্তর: বাংলাদেশের সর্বশেষ নারী নীতি ২০১১ প্রণীত হয়।
১৮. ঘূর্ণায়মান পরিকল্পনা কী?
উত্তর: যে পরিকল্পনা একবার লক্ষমাত্রা নির্ধারণের পর পুনরায় প্রণয়ন করা হয় তাকে ঘূর্ণায়মান পরিকল্পনা বলে।
১৯. মেয়াদ অনুযায়ী পরিকল্পনার প্রকারভেদ কত প্রকার?
উত্তর: মেয়াদ অনুযায়ী পরিকল্পনার প্রকারভেদ ৩ প্রকার।
২০. উত্তম পরিকল্পনার ৩টি শর্ত উল্লেখ কর।
উত্তর: উত্তম পরিকল্পনার ৩টি শত হলো- ১. বাস্তব সত্তাভিত্তিক, ২. বাস্তবায়নযোগ্য এবং ৩. ধারাবাহিকতায়।
২১. কার্যকর পরিকল্পনার দুটি পূর্বশর্ত উল্লেখ কর।
উত্তর: কার্যকর পরিকল্পনার দুটি পূর্বশত হলো: ১. পরিকল্পনা প্রণয়নের সিদ্ধান্ত ও ২. মূল্যায়ন।
২২. প্রকল্প পরিকল্পনা কী?
উত্তর: কোনো বিশেষ উদ্দেশ্যকে সামনে রেখে উক্ত বিষয়টির সার্বিক কার্যক্রম সম্পর্কে পরিকল্পিত সিদ্ধান্তসমূহই হচ্ছে প্রকল্প পরিকল্পনা।
২৩. সমাজকল্যাণ ও অর্থনৈতিক পরিকল্পনার মধ্যে পার্থক্য উল্লেখ কর?
উত্তর: সমাজকল্যাণ ও অর্থনৈতিক পরিকল্পনার মধ্যে পার্থক্য উল্লেখ করা হল: সমাজকল্যাণ পরিকল্পনা সরাসরি সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পর্কিত। আর অর্থনৈতিক পরিকল্পনা সরাসরি অর্থনৈতিক পরিকল্পনা সরাসরি অর্থনৈতিক ও উৎপাদন কর্মকাণ্ডের সাথে সম্পর্কিত।
২৪. বাংলাদেশ উন্নয়ন পরিকল্পনার অর্থসংস্থানের প্রধান উৎস কী?
উত্তর: বাংলাদেশ উন্নয়ন পরিকল্পনার অর্থসংস্থানের প্রধান উৎস হল- অভ্যন্তরীণ উৎস।
২৫. বাংলাদেশ উন্নয়ন পরিকল্পনার অর্থের প্রধান উৎস কী?
উত্তর: বাংলাদেশ উন্নয়ন পরিকল্পনার অর্থের প্রধান উৎস হলো- ১. রাজস্ব উদ্বৃত্ত, ২. ঘাটতি ব্যয়, ৩. জাতীয়করণ, ৪. আর্ন্তজাতিক সাহায্য ও ৫. আর্ন্তজাতিক ঋণ।
২৬. বাংলাদেশে করের খাত কী কী?
উত্তর: বাংলাদেশে করের খাত হলো- বিক্রয় কর, আয়কর, আবগারি শুল্ক, আমদানি কর, রপ্তানি কর, ভূমি রাজস্ব কর ইত্যাদি।
২৭. সমাজকল্যাণ কর্মসূচি পরিকল্পনা কী?
উত্তর: সমাজে বিরাজমান কোনো এলাকার জনসমষ্টির সমস্যার প্রেক্ষিতে এর বাস্তবমূখী সমস্যার প্রয়োজনে যে কর্মসূচি প্রণয়ন করা হয় তাকে সমাজকল্যাণ কর্মসূচি পরিকল্পনা বলে।
২৮. সমাজকল্যাণ কর্মসূচি কী?
উত্তর: সামাজিক কল্যাণের লক্ষ্যে যেসব সমাজসেবামূলক কার্যক্রম গ্রহণ করা হয় তাকে সমাজকল্যাণ কর্মসূচি বলে।
২৯. ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়সীমা লেখ।
উত্তর: ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়সীমা হলো- ২০১১-২০১৫ সাল পর্যন্ত।
৩০. ‘Social Policy’ বইটির লেখক কে?
উত্তর: ‘Social Policy’ বইটির লেখক হলো রিচার্ড এম. টিটমাস।
খ বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্ন
১. সামাজিক নীতি বলতে কী বোঝ?
২. সামাজিক নীতির বৈশিষ্ট্য লেখ।
৩. সামাজিক নীতির উপাদানগুলো লেখ।
৪. কোনো দেশের সামাজিক নীতির সম্পর্কে জানার উপায় উল্লেখ কর।
৫. সামাজিক নীতি প্রণয়নের নীতিমালা লেখ।
৬. উন্নয়নশীল দেশে সামাজিক নীতি প্রণয়নে সীমাবদ্ধতা কী?
৭. এলিট মডেল বলতে কী বোঝায়?
৮. প্রাতিষ্ঠানিক মডেল বলতে কী বোঝ?
৯. সিস্টেম মডেল বলতে কী বোঝ?
১০. নীতি বিশ্লেষণের পদ্ধতিসমূহ লেখ।
১১. নীতি বিশ্লেষণ প্রক্রিয়ার ধাপগুলো লেখ।
১২. নীতি অনুশীলনে সমাজকর্মীদের দক্ষতাসমূহ বর্ণনা কর।
১৩. নীতি অনুশীলনবিদদের কার্যাবলী উল্লেখ কর।
১৪. সামাজিক নীতি বাস্তবায়নের হাতিয়ারগুলো উল্লেখ কর।
১৫. সামাজিক নীতি বাস্তবায়নে সমাজকর্মীর ভূমিকা উল্লেখ কর।
১৬. উন্নয়নশীল দেশে সামাজিক নীতি প্রণয়নে সমস্যা উল্লেখ কর।
১৭. জাতীয় শিক্ষানীতি ২০১০ এ শিক্ষার স্তরগুলো বর্ণনা কর।
১৮. পরিল্পনার প্রকারভেদ লেখ।
১৯. উন্নয়ন পরিকল্পনা কাকে বলে?
২০. ‘Encyclopedia of Social Work’ – প্রদত্ত নীতি বিশ্লেষণ প্রক্রিয়ার ধাপ লেখ।
গ বিভাগ: রচনামূলক প্রশ্ন
১. সামাজিক নীতি কী? সামাজিক নীতির লক্ষ্যসমূহ আলোচনা কর।
২. সামাজিক উন্নয়নের হাতিয়ার হিসেবে সামাজিক নীতির গুরুত্ব আলোচনা কর।
৩. সামাজিক নীতি প্রণয়নের প্রক্রিয়া বর্ণনা কর।
৪. উন্নয়নশীল দেশসমূহে সামাজিক নীতির প্রণনয়ন ও বাস্তবায়নের সমস্যাসমূহ আলোচনা কর।
৫. সামাজিক নীতি ও সমাজকল্যাণ নীতির মধ্যে সম্পর্ক আলোচনা কর।
৬. সামাজিক নীতি মডেলের অধীনে সেবাদানের ধরন বর্ণনা কর।
৭. সামাজিক নীতি বাস্তবায়নে সমাজকর্মীর ভূমিকা আলোচনা কর।
৮. সমাজকল্যাণ ক্ষেত্রে সামাজিক নীতির গুরুত্ব বর্ণনা কর।
৯. জাতীয় যুবনীতির বৈশিষ্ট্যগুলো আলোচনা কর।
১০. বাংলাদেশের সংবিধানের সাথে সামাজিক নীতির সংশ্লিষ্টতা আলোচনা কর।
১১. বাংলাদেশে সামাজিক নীতি প্রণয়ন প্রক্রিয়া বর্ণনা কর।
১২. শিক্ষানীতি ২০১০ এ শিক্ষার স্তরগুলো আলোচনা কর।
১৩. জনসংখ্যা নীতির বাস্তবায়ন কৌশল আলোচনা কর।
১৪. জাতীয় শিশুনীতি ২০১১ এর উল্লেখযোগ্য দিকগুলো আলোচনা কর।
১৫. উত্তম পরিকল্পনার পূর্বশর্ত বর্ণনা কর।
১৬. পরিকল্পনা প্রণয়ন প্রক্রিয়া আলোচনা কর।
১৭. সমাজকর্ম অনুশীলনে পরিকল্পনার গুরুত্ব আলোচনা কর।
১৮. বাংলাদেশে পরিকল্পনা বাস্তবায়নে সমস্যা সমাধানের উপায়সমূহ বিস্তারিত আলোচনা কর।
১৯. বাংলাদেশের উন্নয়নের পরিকল্পনায় অর্থসংস্থানের সমস্যাসমূহ আলোচনা কর।
২০. বাংলাদেশের উন্নয়ন পরিকল্পনার গুরুত্ব বর্ণনা কর।
এখানে ক্লিক করে অনার্স অনার্স ২য় বর্ষ মানবীয় জীববিজ্ঞান বুদ্ধি ও বিকাশ (PDF) ডাউনলোড করে নাও। অনার্স সমাজকর্ম ২য় বর্ষের অন্যান্য সাজেশন ডাউনলোড করতে এখানে ক্লিক করো। ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post