সাম্যবাদী কবিতার mcq : আবদুল কাদির সম্পাদিত বাংলা একাডেমি থেকে প্রকাশিত ‘নজরুল রচনাবলি’র প্রথম খণ্ড থেকে “সাম্যবাদী” কবিতাটি সংকলন করা হয়েছে। ১৯২৫ খ্রিস্টাব্দে প্রকাশিত ‘সাম্যবাদী’ কাব্যের অন্তর্ভুক্ত এ কবিতাটিতে বৈষম্যবিহীন অসাম্প্রদায়িক মানবসমাজ গঠনের প্রত্যাশা ব্যক্ত হয়েছে। কবি এ ‘সাম্যের গান’ গেয়েই গোটা মানবসমাজকে ঐক্যবদ্ধ করতে আগ্রহী। কবির বিশ্বাস মানুষ হিসেবে স্বীকৃতি পেয়ে পরিচিত হয়ে ওঠার চেয়ে সম্মানের আর কিছু হতে পারে না। নজরুলের এ আদর্শ আজও প্রতিটি সত্যিকার মানুষের জীবনপথের প্রেরণা।
সাম্যবাদী কবিতার mcq
১. ‘জেন্দা’ একটি-
ক গ্রন্থ
খ জাতি
গ ব্যক্তি
ঝ ভাষা
২. মৃত পুঁথি-কঙ্কাল কথাটি দ্বারা কী বোঝানো হয়েছে?
ক পুরনো বই পুস্তক
খ মানুষের কঙ্কাল
গ অতীত ইতিহাস
ঝ পুরনো ধ্যান-ধারণা
নিচের কবিতাংশটি পড়ে ৩ সংখ্যক প্রশ্নের উত্তর দাও :
প্রীতি ও প্রেমের পুণ্য বাঁধনে
যবে মিলি পরস্পরে
স্বর্গ আসিয়া দাঁড়ায় তখন
আমাদের কুঁড়েঘরে।
৩. উদ্দীপকে “সাম্যবাদী” কবিতার যে দিকটি উচ্চারিত হয়েছে তা হলো-
র. সৌহার্দ্য ও সম্প্রীতির বাণী রর. অসাম্প্রদায়িকতার বাণী
ররর. পারস্পরিক ভালোবাসার বাণী
নিচের কোনটি সঠিক?
ক র ও রর
খ রর ও ররর
গ র ও ররর
ঝ র, রর ও ররর
৪. কাজী নজরুল ইসলামকে সাম্যবাদী কবি বলা হয়, কারণ তিনি-
র. নারী-পুরুষের সমতা চেয়েছেন
রর. ধনী-গরিবের ক্ষমতা চেয়েছেন
ররর. ধর্মীয় বিভেদ ভুলে যেতে বলেছেন
নিচের কোনটি সঠিক?
ক র ও রর
খ রর ও ররর
জ র ও ররর
ঘ র, রর ও ররর
কবি পরিচিতি : (বোর্ড বই থেকে)
৫. কাজী নজরুল ইসলাম কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন?
ক ১৮৮৬ খ্রিস্টাব্দে
ছ ১৮৯৯ খ্রিস্টাব্দে
গ ১৯১৯ খ্রিস্টাব্দে
ঘ ১৯২২ খ্রিস্টাব্দে
৬. কাজী নজরুল ইসলাম কত বছর বয়সে বাবাকে হারান?
ক ৫ বছর বয়সে
খ ৬ বছর বয়সে
গ ৭ বছর বয়সে
ঝ ৮ বছর বয়সে
৭. কখন থেকে নজরুল সৃষ্টিশীল সত্তার অধিকারী হয়ে ওঠেন?
ক বাংলাদেশের নাগরিকত্ব লাভের পর
খ শিক্ষকতা শুরুর পর
গ জাতীয় কবি হবার পর
ঝ লেটোর দলে যোগ দেয়ার পর
৮. ‘বিদ্রোহী’ কবিতা কোন পত্রিকায় প্রকাশিত হয়?
ক সাপ্তাহিক অগ্নি
খ সাপ্তাহিক কাব্যমঙ্গল
জ সাপ্তাহিক বিজলী
ঘ সাপ্তাহিক দিনকাল
৯. প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় কখন?
ক ১৯১১ সালে
ছ ১৯১৪ সালে
গ ১৯১৬ সালে
ঘ ১৯১৭ সালে
১০. ১৯২০ সালে বাঙালি পল্টন ভেঙে দিলে নজরুল কোথায় আসেন?
চ কলকাতায়
খ ঢাকায়
গ করাচিতে
ঘ চট্টগ্রামে
১১. ১৯৬০ সালে নজরুল কোন সম্মাননায় ভূষিত হন?
ক জগত্তারিণী
ছ পদ্মভূষণ
গ নোবেল
ঘ বিদ্রোহী
১২. ‘বিদ্রোহী’ কবিতাটি প্রকাশের পর নজরুল কোন নামে পরিচিতি লাভ করেন?
ক জাতীয় কবি
খ দেশদ্রোহী কবি
জ বিদ্রোহী কবি
ঘ সৃষ্টিশীল কবি
১৩. বাঙালি পল্টনে নজরুল কী হিসেবে যোগ দিয়েছিলেন?
চ সৈনিক
খ হাবিলদার
গ দফাদার
ঘ সেনাপতি
১৪. নজরুল এক বছর কোথায় শিক্ষকতা করেন?
ক গ্রামের স্কুলে
ছ গ্রামের মক্তবে
গ শহরের স্কুলে
ঘ শহরের মক্তবে
১৫. নজরুল কলকাতায় এসে কী করেন?
ক বাঙালি পল্টনে যোগ দেন
খ মক্তবে শিক্ষকতা করেন
গ লেটোর দলে যোগ দেন
ঝ সাহিত্যচর্চায় মন দেন
১৬. কাজী নজরুল ইসলাম বারো বছর বয়সে কোথায় যোগ দেন?
ক বাংলাদেশ সরকার
খ লেটো গানের দল
জ ভারত সরকার
ঘ মাজারের খাদেম
১৭. কাজী নজরুল ইসলাম বারো বছর বয়সে কোথায় যোগ দেন?
ক বাঙালি পল্টনে
খ রুটির দোকানে
জ লেটো গানের দলে
ঘ মাজারের খাদেমে
১৮. কাজী নজরুল ইসলাম রচিত ‘সর্বহারা’ কী ধরনের রচনা?
চ কাব্য
খ উপন্যাস
গ নাটক
ঘ কাব্যনাটক
১৯. নিচের কোনটি কাজী নজরুল ইসলাম রচিত কাব্যগ্রন্থ?
চ সন্ধ্যা
খ ব্যথার দান
গ রিক্তের বেদন
ঘ বাঁধনহারা
২০. কত খ্রিষ্টাব্দে কাজী নজরুল ইসলাম ৪৯ নম্বর বাঙালি পল্টনে যোগ দেন?
ক ১৯১৪ সালে
ছ ১৯১৭ সালে
গ ১৯৪২ সালে
ঘ ১৯৭৬ সালে
২১. ‘চক্রবাক’ কাব্যটি কে লিখেছেন?
ক কাজী মোতাহের হোসেন
ছ কাজী নজরুল ইসলাম
গ কাজী আবদুল ওদুদ
ঘ কাজী শামসুল হোসাইন
২২. কবি লেটো গানের দলের জন্য কী রচনা করেন?
ক কবিতা
ছ পালাগান
গ নাটক
ঘ উপন্যাস
মূল পাঠ : (বোর্ড বই থেকে)
২৩. এই কন্দরে বসে কে কোরানের সাম্য-গান গেয়েছেন?
ক মুসা
ছ আরব-দুলাল
গ নগর দুলাল ঘ বশিষ্ট্য
২৪. কোন মুনি রাজ্য ত্যাগ করলেন?
ক বশিষ্ট
ছ শাক্যমুনি
গ গৌতম
ঘ শ্রীকৃষ্ণ
২৫. ত্রিপিটক কাদের ধর্মগ্রন্থ?
ক খ্রিস্টানদের
খ হিন্দুদের
জ বৌদ্ধদের
ঘ মুসলমানের
২৬. এই মাঠে বসে কারা খোদার মিতা হলেন?
চ নবিরা
খ মানুষ
গ সকল জীব
ঘ ধর্মগ্রন্থ
২৭. চার্বাক মুনি কী ছিলেন?
ক ধর্মভীরু
ছ দার্শনিক
গ নাস্তিক
ঘ আস্তিক
২৮. বিভিন্ন যুগে অবতীর্ণ মহাপুরুষকে কী বলা হয়?
চ যুগাবতার
খ অবতার
গ মহাবতার
ঘ ভিন্নাবতার
২৯. মহাবীর প্রতিষ্ঠিত জাতি কোনটি?
ক আর্য
ছ ফরাসি
গ বৌদ্ধ
ঘ জৈন
৩০. কোথায় বসে বাঁশির কিশোর মহাগীতা গাইলেন?
ক পথে বসে
খ মাঠে বসে
জ রণভূমে
ঘ মন্দিরে
সাম্যবাদী কবিতার বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর
৩১. কে মহাগীতা গাইলেন?
চ বাঁশির কিশোর
খ রাখাল বালক
গ রামচন্দ্র
ঘ বুদ্ধদেব
৩২. সাম্যের গান বলতে কী গান বোঝানো হয়েছে?
ক বিদ্রোহের
ছ সমতার
গ ভ্রাতৃত্বের
ঘ বন্ধুত্বের
৩৩. সাঁওতাল, ভীল, গারোদের কী বলা হয়?
চ ক্ষুদ্র নৃগোষ্ঠী
খ অস্পৃশ্য
গ ছোট জাত
ঘ উচ্চবর্ণের
৩৪. যুগাবতার বলতে কী বোঝ?
ক বিভিন্ন যুগ
খ একটিমাত্র যুগের মনীষী
জ বিভিন্ন যুগের মনীষীগণ
ঘ যুগের মানুষ
৩৫. বাইবেল-ত্রিপিটক-জেন্দাবেস্তা-এসবকে কী বলা হয়?
ক পুস্তক
ছ ধর্মগ্রন্থ
গ পুথি
ঘ কেতাব
৩৬. কোরানের সাম-গান বলতে কী বোঝ?
চ কোরানের সাম্যের বাণী
খ কোরানের গান
গ কোরানের অনুভূতির গান
ঘ কোনোটিই নয়
৩৭. আরব-দুলাল বলতে কাকে বোঝানো হয়েছে?
চ হযরত মুহম্মদ (স.)-কে
খ আদম (আ.)-কে
গ ঈসাকে
ঘ মুসাকে
৩৮. শাক্যমুনি রাজ্য ত্যাগ করলেন কেন?
ক বিতৃষ্ণায়
খ অনুরাগে
জ বেদনার ডাক শুনে
ঘ মহাকালের ডাক শুনে
৩৯. কোথায় বসে হিন্দু-মুসলিম-খ্রিস্টান এক হয়ে গেছে?
ক বাংলাদেশে
খ ভারতবর্ষে
জ সাম্যের স্থানে
ঘ গানের জগতে
৪০. ঈসা, মুসা কোথায় বসে সত্যের পরিচয় পেলেন?
চ হৃদয়ে
খ মরুভূমিতে
গ মক্কায়
ঘ মদিনায়
৪১. কোথায় এসে সকল রাজমুকুট লুটিয়ে পড়ে?
চ হৃদয়ে
খ রাজ্যে
গ শ্মশানে
ঘ কবরে
৪২. নীলাচলের ক্ষেত্রে নিচের কোনটি প্রযোজ্য?
ক জগন্নাথ
ছ জগন্নাথক্ষেত্র
গ মথুরাক্ষেত্র
ঘ বৃন্দাবনক্ষেত্র
৪৩. পারস্যের অগ্নি উপাসকদের ধর্মগ্রন্থের নাম কী?
ক বেদ
খ বাইবেল
জ আবেস্তা
ঘ ত্রিপিটক
৪৪. বাঁশির কিশোর কে?
ক ঈসা
ছ শ্রীকৃষ্ণ
গ বুদ্ধ
ঘ মুসা
৪৫. মানবের মহা-বেদনার ডাক শুনে কে রাজ্য ত্যাগ করেন?
ক আরব-দুলাল
ছ শাক্যমুনি
গ বাঁশির কিশোর
ঘ দেবতা ঠাকুর
৪৬. কীসের চেয়ে বড় মন্দির-কাবা নাই?
ক মগজের
খ মথুরার
গ কেতাবের
ঝ হৃদয়ের
৪৭. ‘হাসিছেন তিনি অমৃত-হিয়ার নিভৃত অন্তরালে!’-কেন?
ক দেবতা বিশ্ব-দেউলে রয়েছেন বলে
ছ মানুষ পুঁথির কঙ্কালে দেবতার সন্ধান করছে বলে
গ মহা-বেদনার ডাক শুনেছেন বলে
ঘ ঈসা-মুসা সত্যের পরিচয় পেয়েছেন বলে
৪৮. কে অমৃত-হিয়ার নিভৃত অন্তরালে হাসেন?
ক ঈসা-মুসা
খ আরব দুলাল
জ দেবতা-ঠাকুর
ঘ শাক্যমুনি
৪৯. ‘সাম্যবাদী’ কবিতায় কোথায় তাজা ফুল ফোটে?
ক ঘাটে
খ মাঠে
জ পথে
ঘ কাদায়
৫০. নিজ প্রাণ খুলে দেখলে কী পাওয়া যাবে?
ক সকল যুগাবতার
ছ সকল শাস্ত্র
গ সকল দেবতা
ঘ পুঁথি-কঙ্কাল
►► আরো দেখো: এইচএসসি বাংলা সৃজনশীল প্রশ্নের উত্তর
শিক্ষার্থীরা, এখানে আমরা ৭৩ টি বহুনির্বাচনী প্রশ্ন উল্লেখ করেছি। আমাদের মূল নৈর্ব্যত্তিক শীটে ১৫৬ টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর রয়েছে। উপরে দেয়া Answer Sheet বাটনে ক্লিক করে সাম্যবাদী কবিতার mcq pdf বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর ডাউনলোড করে নাও।
ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post