সাম্য কবিতার জ্ঞানমূলক প্রশ্ন উত্তর : সুফিয়া কামাল ১৯১১ সালে বরিশালে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন একজন সফল সংগঠক ও নারীনেত্রী। তিনি ভাষা আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন এবং সকল আন্দোলন-সংগ্রামে নারীদের অংশগ্রহণ করার জন্য উদ্বুদ্ধ করেছেন। স্বাধীন বাংলাদেশে নারীজাগরণ বিশেষ করে নারীদের সম-অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে তিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন। তাঁর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ ‘সাঁঝের মায়া’, ‘মায়া কাজল’, ‘কেয়ার কাঁটা’। তিনি ১৯৯৯ সালে মৃত্যুবরণ করেন।
সাম্য কবিতার জ্ঞানমূলক প্রশ্ন উত্তর
১. সুফিয়া কামাল কত খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন?
উত্তর: সুফিয়া কামাল ১৯১১ খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন।
২. সুফিয়া কামাল কী ছিলেন?
উত্তর: সুফিয়া কামাল একজন সফল সংগঠক ও নারী নেত্রী ছিলেন।
৩. নারীদের সমঅধিকার প্রতিষ্ঠার আন্দোলনে কে অগ্রণী ভূমিকা পালন করেন?
উত্তর: নারীদের সমঅধিকার প্রতিষ্ঠায় আন্দোলনে সুফিয়া কামাল অগ্রণী ভূমিকা পালন করেন।
৪. সাম্প্রদায়িকতার বিরুদ্ধে কে সোচ্চার ছিলেন?
উত্তর: সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সুফিয়া কামাল সোচ্চার ছিলেন।
৫. ‘সাঝেঁর মায়া’ কাব্যগ্রন্থের রচয়িতা কে?
উত্তর: ‘সাঁঝের মায়া’ কাব্যগ্রন্থের রচয়িতা সুফিয়া কামাল।
৬. সুফিয়া কামাল কত খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন?
উত্তর: সুফিয়া কামাল ১৯৯৯ খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন।
৭. পৃথিবীতে অনেক মহৎ কাজের পেছনেই কী রয়েছে?
উত্তর: পৃথিবীতে অনেক মহৎ কাজের পেছনেই সম্মিলিত প্রচেষ্টা রয়েছে।
৮. সকল শ্রেণির মানুষের মধ্য কী সৃষ্টি করতে হবে?
উত্তর: সকল শ্রেণির মানুষের মধ্যে সৌহার্দ্যরে পরিবেশ সৃষ্টি করতে হবে।
৯. অসীম সাহস, সম্মিলিত সাধনা ও সংগ্রামের মধ্য দিয়েই মানুষ এই পৃথিবীতে কী ঘোষণা করেছে?
উত্তর: অসীম সাহস সম্মিলিত সাধনা ও সংগ্রামের মধ্য দিয়েই মানুষ এই পৃথিবীতে তার বিজয় ঘোষণা করেছে।
১০. ‘শতেক’ শব্দটির অর্থ কী?
উত্তর: ‘শতেক’ শব্দটির অর্থ একশত।
১১. ‘প্রসারিত’ শব্দটি দ্বারা কী বোঝানো হয়েছে?
উত্তর: ‘প্রসারিত’ শব্দটি দ্বারা বোঝানো হয়েছে বিস্তার লাভ করেছে এমন।
১২. ‘সমুন্নত’ শব্দটির দ্বারা কী বোঝানো হয়েছে?
উত্তর: ‘সমুন্নত’ শব্দটি দ্বারা বোঝানো হয়েছে অতিশয়- উঁচু।
১৩. ‘অনন্ত’ শব্দটি সাম্য কবিতায় কী অর্থে ব্যবহৃত হয়েছে?
উত্তর: ‘অনন্ত’ শব্দটি সাম্য কবিতার যার অন্ত নেই বা শেষ অর্থে ব্যবহৃত হয়েছে।
১৪. বিজয়-কেতন উভয়ে মানুষ কীভাবে চলছে?
উত্তর: বিজয় কেতন উড়ায়ে মানুষ দলে দলে চলছে।
১৫. ‘সাম্য’ কবিতায় কোনটির মাধ্যমে জীবন মহীয়ান হয়?
উত্তর: ‘সাম্য’ কবিতায় কর্মের মাধ্যমে জীবন মহীয়ান হয়।
সাম্য কবিতার প্রশ্ন উত্তর class 7
১৬. সুফিয়া কামালের জন্ম কোথায়?
উত্তর: সুফিয়া কামালের জন্ম বরিশালে।
১৭. ‘সমুন্নত’ অর্থ কী?
উত্তর: ‘সমুন্নত’ অর্থ অতিশয় উঁচু।
১৮. ‘মহীয়ান’ শব্দের অর্থ কী?
উত্তর: ‘মহীয়ান’ শব্দের অর্থ সুমহান।
১৯. মানবজীবন কেমন?
উত্তর: মানবজীবন শ্রেষ্ঠ কঠোর ও কর্মে মহীয়ান।
২০. কী উড়িয়ে মানুষ দলে দলে চলেছে?
উত্তর: বিজয় কেতন উড়িয়ে মানুষ দলে দলে চলছে।
২১. কবি কিসের আলোকে দীপ্তিমান হতে বলেছেন?
উত্তর: কবি সংগ্রাম, সাহসের প্রজ্ঞার আলোকে দীপ্তিমান হতে বলেছেন।
২২. ‘সাঁঝের মায়া’ কার লেখা?
উত্তর: ‘সাঁঝের মায়া’ কবি সুফিয়া কামালের লেখা।
২৩. ‘মহীয়ান’ শব্দের অর্থ কী?
উত্তর: ‘মহীয়ান’ শব্দের অর্থ সুমহান।
২৪. মানুষ অনন্ত কাল হতে কিসের আহ্বানে চলেছে?
উত্তর: মানুষ অনন্ত কাল হতে কর্মের আহ্বানে চলেছে।
২৫. ‘সাম্য’ কবিতা অনুসারে সম্মিলিত প্রয়াসের ফলে মানুষ কী হয়েছে?
উত্তর: ‘সাম্য’ কবিতা অনুসারে সম্মিলিত প্রয়াসের ফলে মানুষ সমুন্নত হয়েছে।
২৬. মানুষ কত দিন ধরে কর্মের আহ্বানে চলেছে?
উত্তর: মানুষ অনন্তকাল ধরে কর্মের আহ্বানে চলেছে।
২৭. সুফিয়া কামাল কোথায় জন্মগ্রহণ করেন।
উত্তর: সুফিয়া কামাল বরিশালে জন্মগ্রহণ করেন।
২৮. ‘কেতন’ শব্দের অর্থ কী?
উত্তর: ‘কেতন’ শব্দের অর্থ পতাকা।
২৯. যাত্রীরা কোন পথে চলে?
উত্তর: যাত্রীরা পৃথিবীর প্রসারিত পথে চলে।
আরও দেখো—সপ্তম শ্রেণির বাংলা গল্প-কবিতার সমাধান
সপ্তম শ্রেণির প্রিয় শিক্ষার্থীরা, উপরে তোমাদের সপ্তবর্ণা বাংলা বই থেকে সাম্য কবিতার জ্ঞানমূলক প্রশ্ন উত্তর আলোচনা করা হয়েছে। এই অধ্যায় থেকে পরীক্ষা প্রস্তুতির জন্য ৩০টিরও অধিক প্রশ্ন উত্তরসহ দেওয়া হয়েছে। Answer Sheet অপশনে ক্লিক করে উত্তরগুলো সংগ্রহ করে নাও। এছাড়াও অধ্যায়ভিত্তিক অনুধাবনমূলক, সৃজনশীল এবং বহুনির্বাচনি প্রশ্নের সমাধান পেতে উপরে দেওয়া লিংকে ভিজিট করো।
Discussion about this post