সাম্য কবিতার বহুনির্বাচনি প্রশ্ন উত্তর : কবিতাটি ‘নওল কিশোরের দরবারে’ গ্রন্থভুক্ত ‘মিলিত সেবা ও সাম্য প্রীতিতে’ কবিতার অংশবিশেষ। কোনো বড়ো কাজ কেউ একা করতে পারে না। সে জন্য দরকার হয় অনেক মানুষের মিলিত অংশগ্রহণ। সকলকে নিয়ে কাজ করার মাধ্যমে পৃথিবীর বহু দেশ উন্নত হয়েছে।
পৃথিবীর অনেক মহৎ কাজের পেছনেই ছিল মানুষের সম্মিলিত প্রচেষ্টা। অসীম সাহস, সম্মিলিত সাধনা ও সংগ্রামের মধ্য দিয়েই মানুষ এই পৃথিবীতে তার বিজয় ঘোষণা করেছে। এ জন্য ধর্ম, বর্ণ, গোত্র, শ্রেণি ভেদে সকল মানুষের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্যের পরিবেশ সৃষ্টি করতে হবে।
সাম্য কবিতার বহুনির্বাচনি প্রশ্ন উত্তর
১. ‘সাম্য’ কবিতার মূল উদ্দেশ্য কী?
ক. মানুষের প্রতি সহমর্মিতা বোধ সৃষ্টি করা
খ. মানবপ্রেম
গ. নারীর অধিকার নিশ্চিত করা
ঘ. সাম্প্রদায়িকতা দূর করা
২. পৃথিবীর বহু দেশ উন্নত হয়েছে কীভাবে?
ক. একক প্রচেষ্টায়
খ. সকলে মিলে কাজ করার মাধ্যমে
গ. নারীর সম-অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে
ঘ. শ্রমজীবীদের অধিকার নিশ্চিত করার মাধ্যমে
৩. বিপুলা পৃথিবীর পথ কী রকম?
ক. কণ্টকাকীর্ণ
খ. সরল
গ. প্রসারিত
ঘ. সংকীর্ণ
৪. যাত্রীরা কোন পথে চলে?
ক. সংকীর্ণ পথে
খ. সোজা পথে
গ. প্রসারিত পথে
ঘ. কণ্টকাকীর্ণ পথে
৫. মানব জীবন কিসে মহীয়ান?
ক. কর্মে
খ. সাহসে
গ. তর্কে
ঘ. সংগ্রামে
৬. সব দেশ কালে কালে কী হয়েছে?
ক. সমুন্নত
খ. শ্রেষ্ঠ
গ. সভ্য
ঘ. বিশৃঙ্খলমুক্ত
৭. শতকের সাথে কিসের হস্ত?
ক. এককের
খ. দশের
গ. শতকের
ঘ. হাজারের
৮. অনন্ত কাল হতে যাত্রীরা কিসের আহ্বানে চলে?
ক. গানের
খ. উৎসবের
গ. কবিতার
ঘ. কর্মের
৯. মানব জীবন কেমন?
ক. কঠোর
খ. কমল
গ. শৌখিন
ঘ. বলিয়ান
১০. মানুষ দলে দলে কী উড়িয়ে চলেছে?
ক. কেতন
খ. পাখা
গ. ঘুড়ি
ঘ. জামা
১১. ‘সাম্য’ কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে?
ক. খাই খাই
খ. নওল কিশোরের দরবারে
গ. মিলিত সেবা ও সাম্য প্রতিতে
ঘ. হাসু
১২. ‘শতেকের সাথে শতেক হস্ত’ কবিতার এই চরণটির মাধ্যমে কী নির্দেশিত হয়েছে?
ক. একতার শক্তি
খ. নবজীবনের উদ্দীপনা
গ. মানবতার শক্তি
ঘ. অসীম আকাশ
১৩. ‘সাম্য’ কবিতা অনুসারে কীভাবে মানুষের সাথে একতা সূচিত হয়েছে?
ক. পায়ে পা মিলিয়ে
খ. হাতে হাত মিলিয়ে
গ. বিজয় কেতন উড়িয়ে
ঘ. কর্মের আহ্বানে সাড়া দিয়ে
১৪. সবার জীবন সমুন্নত হয়েছে কিসে?
ক. নব আলোকের দীপ্তিতে
খ. কর্মের আহ্বানে
গ. একতার শক্তিতে
ঘ. সাহসিকতা বোধে
১৫. সংগ্রাম আর সাহসের মাধ্যমে কী অর্জিত হয়?
ক. গভীর জ্ঞান
খ. পূর্ণযৌবন
গ. অনন্ত জীবন এ
ঘ. প্রসারিত পথ
সাম্য কবিতার mcq প্রশ্ন
১৬. মানুষের সম্মিলিত শক্তিতে সর্বত্র কী অর্জিত হয়েছে?
ক. বিজয়
খ. শান্তি
গ. প্রজ্ঞা
ঘ. জ্ঞান
১৭. ‘পায়ের তলার মাটিতে, আকাশে, সমুখে, সিন্ধু জলে’ এ চরণে মানুষের কোন দিকটি প্রকাশ পেয়েছে?
ক. গ্রহণযোগ্যতা
খ. সর্বগামিতা
গ. সাহস
ঘ. মানবতা
১৮. মানুষ দলে দলে এগিয়ে চলেছে কেন?
ক. সাহস অর্জনের জন্য
খ. সমৃদ্ধি অর্জনের জন্য
গ. মহত্ত্ব অর্জনের জন্য
ঘ. বিজয় অর্জনের জন্য
১৯. “বিপুলা পৃথিবী, প্রসারিত পথ, যাত্রীরা সেই পথে”-এ পথের যাত্রীরা কেমন?
ক. উদ্যমহীন
খ. স্থির
গ. কর্মোদ্যমী
ঘ. বেগবান
২০. শ্রমের কল্যাণেই যুগে যুগে পৃথিবীতে মানুষের বিজয়গাথা রচিত হয়েছে। এই ভাবনার আভাস পাওয়া যায় ‘সাম্য’ কবিতার কোন চরণে?
ক. শতেকের সাথে শতেক হন্ত মিলায়ে একত্রিত
খ. চলে কর্মের আহ্বানে কোন অনন্ত কাল হতে
গ. সংগ্রামে আর সাহসে প্রজ্ঞা আলোকে দীপ্তিমান
ঘ. বিপুলা পৃথিবী, প্রসারিত পথ, যাত্রীরা সেই পথে
২১. ‘সাম্য’ কবিতা অনুসারে জীবনকে সার্থক করার জন্য কী করা প্রয়োজন?
ক. ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন
খ. সাহসী হওয়া প্রয়োজন
গ. কঠোর হওয়া প্রয়োজন
ঘ. কর্মোদ্যমী হওয়া প্রয়োজন
২২. পলাশের অলসতা লক্ষ করে তার বাবা তাকে বলেন ‘এভাবে সময় নষ্ট করলে জীবনের অর্থ খুঁজে পাবে না’ -পলাশের বাবার এই মনোভাব ‘সাম্য’ কবিতার কোন চরণে ফুটে উঠেছে?
ক. শতেকের সাথে শতেক হন্ত মিলায়ে একত্রিত
খ. মানবজীবন! শ্রেষ্ঠ, কঠোর কর্মে সে মহীয়ান
গ. বিজয় কেতন উড়ায়ে মানুষ চলিয়াছে দলে দলে
ঘ. সব দেশে সব কালে কাকে সবে হয়েছে সমুন্নত
২৩. মানব জীবনে সংগ্রামে আর সাহসে কী প্রকাশ পায়?
ক. বৃদ্ধি
খ. প্রজ্ঞা
গ. দক্ষতা
ঘ. মনোবল
২৪. ‘শতেকের সাথে শতেক হস্ত মিলায়ে একত্রিত’ বলতে কী বোঝানো হয়েছে?
ক. মানুষের সম্মিলিত কর্মপ্রয়াস
খ. একজনের বিপুল কাজ
গ. একশত জনের কাজ
ঘ. অল্পসংখ্যক মানুষের কাজ
২৫. ‘বিজয় কেতন উড়ায়ে মানুষ চলিয়াছে দলে দলে’ ‘সাম্য’ কবিতায় ‘বিজয় কেতন’ বলতে কী বোঝানো হয়েছে?
ক. কর্মের মাধ্যমে সাফল্য লাভ
খ. সম্মিলিত কর্মপ্রয়াস
গ. সাহস ও সংগ্রামের সাফল্য
ঘ. সম্মিলিত সাধনা
২৬. ‘সাম্য’ কবিতার কবি কেমন সমাজ গঠনের প্রত্যাশা ব্যক্ত করেছেন?
ক. মৌলবাদী
খ. সাম্প্রদায়িক
গ. অসাম্প্রদায়িক
ঘ. রাজনৈতিক
২৭. ‘সকলের তরে সকলে আমরা প্রত্যেকে মোরা পরের তরে’ -এ চরণের সাথে ‘সাম্য’ কবিতার কোন চরণের মিল আছে?
ক. শতেকের সাথে শতেক হন্ত মিলায়ে একত্রিত
খ. পায়ের তলার মাটিতে, আকাশে, সমুখে সিন্ধু জল
গ. সংগ্রামে আর সাহসে প্রজ্ঞা আলোকে দীপ্তিমান
ঘ. বিপুলা পৃথিবী, প্রসারিত পথ যাত্রীরা সেই পথে
২৮. ‘সাম্য’ কবিতার মূল সুর কী?
ক. সমদর্শিতা
খ. ঐক্য
গ. দেশপ্রেম
ঘ. সম্মিলন
২৯. ‘সাম্য’ কবিতাটি সুফিয়া কামালের কোন কবিতার অংশ বিশেষ?
ক. মিলিত সেবা ও সাম্য প্রীতিতে
খ. ইতল বিতল
গ. নওল কিশোরের দরবারে
ঘ. জাগো তব অরণ্য কন্যারা
৩০. বড় কাজ সম্পাদনের সবার আগে কোনটি প্রয়োজন?
ক. একতা
খ. সততা
গ. সর্বজনীনতা
ঘ. একক প্রচেষ্টা
আরও দেখো—সপ্তম শ্রেণির বাংলা গল্প-কবিতার সমাধান
সপ্তম শ্রেণির প্রিয় শিক্ষার্থীরা, উপরে তোমাদের সপ্তবর্ণা বাংলা বই থেকে সাম্য কবিতার বহুনির্বাচনি প্রশ্ন উত্তর আলোচনা করা হয়েছে। এই অধ্যায় থেকে পরীক্ষা প্রস্তুতির জন্য ৩০টি প্রশ্ন উত্তরসহ দেওয়া হয়েছে। Answer Sheet অপশনে ক্লিক করে উত্তরগুলো সংগ্রহ করে নাও। এছাড়াও অধ্যায়ভিত্তিক অনুধাবনমূলক, জ্ঞানমূলক এবং সৃজনশীল প্রশ্নের সমাধান পেতে উপরে দেওয়া লিংকে ভিজিট করো।
Discussion about this post