এসএসসি ২০২৪ সাহসী জননী বাংলা কবিতার mcq প্রশ্ন উত্তর : আজ কোর্সটিকায় আমরা এসএসসি-২০২৪ পরীক্ষার্থীদের জন্য সাহসী জননী বাংলা কবিতার mcq আলোচনা করতে চলেছি। তোমরা যারা এসএসসি ও সমমানের পরীক্ষা দিতে যাচ্ছো, তাদের জন্য এই বহুনির্বাচনী প্রশ্নগুলোে খুবই গুরুত্বপূর্ণ। আর বরাবরের মতই তোমরা এ প্রশ্নগুলো উত্তরসহ পেয়ে যাবে।
সর্বশেষ NCTB পূর্ণাঙ্গ সিলেবাস, বিগত বছরের বোর্ড প্রশ্ন এবং টপ স্কুলগুলোতে অনুষ্ঠিত নির্বাচনি পরীক্ষার প্রশ্নপত্র বিশ্লেষণ করে আমরা তোমাদের জন্য এ সাজেশনটি প্রস্তুত করেছি। এ প্রশ্নগুলো অনুশীলন করলেই তোমরা নিশ্চিতভাবে ১০০% কমন পেয়ে যাবে। তোমাদের এসএসসি ২০২৪ পরীক্ষার সকল সাবজেক্টের সাজেশনই পর্যায়ক্রমে উত্তরসহ প্রকাশ করা হবে।
এসএসসি ২০২৪ সাহসী জননী বাংলা কবিতার mcq প্রশ্ন উত্তর
১. শত্রুরা বাঙালিকে কোন জাতি মনে করতো?
ক. ব্রাহ্মণ
খ. অনার্য
গ. ভেড্ডী
ঘ. দ্রাবিড়
২. হানাদাররা ভেবেছিল বাংলাদেশ কিসে মাত হবে?
ক. কবিতায়
খ. ভোজে
গ. অস্ত্রে
ঘ. অর্থে
৩. মৃতের আগুন কোথায় চাপা পড়ে?
ক. নাকে
খ. বুকে
গ. হাতে
ঘ. গলায়
৪. ‘সাহসী জননী বাংলা’ কবিতায় কী উড়িয়ে উড়িয়ে ফেরার কথা বলা হয়েছে?
ক. রক্তাক্ত শার্ট
খ. সাদা পতাকা
গ. স্বাধীনতা
ঘ. খুশির বেলুন
৫. বাঙালি কী দেখাল?
ক. তারা প্রচণ্ড ভীতু
খ. তারা প্রতিরোধ করতে জানে
গ. তারা অস্ত্রে মাত হয়
ঘ. তারা ভাত খায়
৬. উদ্বাস্তু আশ্রয়হীন ‘সাহসী জননী বাংলা’ কবিতায় কোনটি সম্পর্কে এ কথা বলা হয়েছে?
ক. বাঙালি জাতি
খ. বাংলা বর্ণমালা
গ. মধ্যরাতের হানাদার
ঘ. বঙ্গজননী
৭. বাংলা বর্ণমালা মাতৃ অপমানে কিসে পরিণত হলো?
ক. বাঘের থাবায়
খ. ঘৃণার কার্তুজে
গ. মৃতের আগুনে
ঘ. উদ্ধাস্তু আশ্রয়হীনে
৮. সাহসী জননী বাংলার বুকে কিসের আগুন?
ক. চাপা ঘৃণার আগুন
খ. চাপা স্বপ্নের আগুন
গ. চাপা মৃতের আগুন
ঘ. চাপা কবিতার আগুন
৯. বুড়িগঙ্গা, পদ্মার তীরবর্তী গ্রামে কী পড়েছে?
ক. বাজ
খ. বৃষ্টি
গ. ডাকাত
ঘ. তুষার
১০. কোনটি কামাল চৌধুরীর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ?
ক. হে মাটি পৃথিবীপুত্ৰ
খ. পঞ্চাশ সহস্ৰবৰ্ষ
গ. গৃহযুদ্ধের আগে
ঘ. মুহূর্তের কবিতা
১১. কোনটি কামাল চৌধুরী রচিত কিশোর কাব্য?
ক. আপন দলের মানুষ
খ. আপন মনের পাঠশালাতে
গ. এই পথ এই কোলাহল
ঘ. কালোমেঘের ভেলা
১২. ‘সাহসী জননী বাংলা’ কবিতায় শত্রুদের তাণ্ডবকে কিসের সাথে তুলনা করা হয়েছে?
ক. পশুর নৃত্য
খ. দেবতা নৃত্য
গ. মানব নৃত্য
ঘ. অসুর নৃত্য
১৩. আমরা শত্রুদের কী মুচড়ে দিয়েছি?
ক. রক্তাক্ত কান
খ. রক্তাক্ত পা
গ. রক্তাক্ত হাত
ঘ. রক্তাক্ত নাক
১৪. ‘সাহসী জননী বাংলা’ কবিতায় বাংলাদেশকে কী বলা হয়েছে?
ক. চির কবিতার দেশ
খ. চির দারিদ্র্যের দেশ
গ. চির গানের দেশ
ঘ. চির সংঘাতের দেশ
১৫. বাঙালি কেমন জাতি?
ক. আর্য
খ. অনার্য
গ. শ্বেতাঙ্গ
ঘ. কৃষ্ণাঙ্গ
১৬. ‘সাহসী জননী বাংলা’ কবিতায় উল্লিখিত বাঙালির দৈহিক বৈশিষ্ট্য কোনটি?
ক. খর্বদেহ
খ. দীর্ঘকায়
গ. ক্ষীণকায়
ঘ. স্ফীতোদর
১৭. ‘সাহসী জননী বাংলা’ কবিতায় বাঙালির কোনটি খাওয়ার কথা বলা হয়েছে?
ক. রক্ত
খ. ভাত
গ. পানি
ঘ. রুটি
১৮. পাকিস্তানি হানাদাররা বাঙালিকে কী ভেবেছিল?
ক. সাহসী
খ. প্রত্যয়ী
গ. ভীতু
ঘ. সৃজনশীল
১৯. ‘সাহসী জননী বাংলা’ কবিতায় কখন গ্রামে হানাদার আসার কথা বলা হয়েছে?
ক. গোধূলী লগ্নে
খ. ভোরবেলায়
গ. মধ্যরাতে
ঘ. ভরদুপুরে
২০. শত্রুদের প্রতিরোধের জন্য কারা জাগে?
ক. লালকমলেরা
খ. কালোকমলেরা
গ. সবুজকমলের
ঘ. নীলকমলেরা
২১. কবিতার হাতে কী?
ক. গ্রেনেড
খ. রাইফেল
গ. স্টেনগান
ঘ. ছুরি
২২. ‘সাহসী জননী বাংলা’ কবিতায় হাতে কী ওঠার কথা বলা হয়েছে?
ক. রাইফেল
খ. স্টেনগান
গ. ছুরি
ঘ. গ্রেনেড
২৩. ভোজ হবে আজ কিসে?
ক. গুরুপাকে
খ. ঘৃণায়
গ. লঘুপাকে
ঘ. প্রতিশোধে
২৪. বাঙালি হানাদারদের কী কেটে দিয়েছে?
ক. নাক
খ. কান
গ. হাত
ঘ. গলা
২৫. ‘সাহসী জননী বাংলা’ কবিতায় কী শেষে ফেরার কথা বলা হয়েছে?
ক. দীর্ঘ অনীহা
খ. রাতজাগা নির্বাসন
গ. বহুমাত্রিক শোষণ
ঘ. নাতিদীর্ঘ অপেক্ষা
২৬. স্বাধীনতা উড়িয়ে উড়িয়ে কোথায় ফেরার কথা বলা হয়েছে ‘সাহসী জননী বাংলা’ কবিতায়?
ক. জননী বঙ্গে
খ. নিজ গৃহে
গ. শত্রুভূমিতে
ঘ. পদ্মা নদীতীরে
২৭. ‘তোদের অসুর নৃত্য’- চরণে তোদের বলতে কাদের বোঝানো হয়েছে?
ক. মুক্তিযোদ্ধাদের
খ. তরুণদের
গ. পাকিস্তানিদের
ঘ. ব্রিটিশদের
২৮. হিন্দু পুরাণ মতে কে দেবতাদের শত্রু?
ক. মুনি
খ. অসুর
গ. ব্ৰহ্মা
ঘ. মানুষ
২৯. অসুর বলতে কী বোঝায়?
ক. দেবতা
খ. দানব
ক. সিদ্ধ পুরুষ
খ. কাপুরুষ
৩০. ‘সাহসী জননী বাংলা’ কবিতায় কবি বাংলাদেশকে কী বলে সম্বোধন করেছেন?
ক. চির সংঘাতের দেশ
খ. চিরশান্তির দেশ
গ. চির কবিতার দেশ
ঘ. চিরনিদ্রার দেশ
৩১. আর্যগণ ভারতে আসার আগে এ অঞ্চলে বসবাসকারী জাতিগুলো কী নামে পরিচিত?
ক. ব্রাহ্মণ
খ. অনার্য
গ. ভেড্ডী
ঘ. প্রাবিড়
৩২. কবি কামাল চৌধুরী বাঙালিকে কোনটি বলেছেন?
ক. আর্য জাতি
খ. অনার্য জাতি
গ. উদ্যমহীন জাতি
ঘ. দরিদ্র জাতি
৩৩. ‘সাহসী জননী বাংলা’ কবিতায় বাঙালির কোন পরিচয় পাওয়া যায়?
ক. ভীত মানসিকতার
খ. সংগ্রামী মানসিকতার
গ. কোমল মানসিকতার
ঘ. যুদ্ধবাজ মানসিকতার
৩৪. ভাষা আন্দোলনের সাথে কোন সালটি জড়িত?
ক. ১৯৪৭
খ. ১৯৫২
গ. ১৯৬৯
ঘ. ১৯৭১
৩৫. বাঙালির মুক্তি ও স্বাধীনতার পথে সংগ্রামের প্রাথমিক প্রেরণা কোনটি ছিল?
ক. গণ-অভ্যুত্থান
খ. সিপাহি আন্দোলন
গ. ভাষা আন্দোলন
ঘ. দেশবিভাগ
৩৬. ‘কার্তুজ’ শব্দটি কোন শব্দ থেকে এসেছে?
ক. কাটিজ
খ. কারটিজ
গ. করটিজ
ঘ. কুর্তা
৩৭. কার্তুজ কী?
ক. বন্দুকের টোটা
খ. গুলির খোসা
গ. গ্রেনেডের চাবি
ঘ. রাইফেলের হাতল
৩৮. ‘নীলকমল’ বলতে কী বোঝায়?
ক. নীল রঙের পদ্ম
খ. নীল রঙের শাপলা
গ. নীল রঙের গোলাপ
ঘ. নীল রঙের ডালিয়া
৩৯. ‘সাহসী জননী বাংলা’ কবিতায় ‘নীলকমল’ বলতে রূপকার্থে কাদের বোঝানো হয়েছে?
ক. মুক্তিযোদ্ধাদের
খ. রাজাকারদের
গ. হানাদারদের
ঘ. শিশুদের
৪০. বাংলাদেশের স্বাধীনতার সংগ্রাম যদি একটি রূপকথার গল্প হয় তবে এর রাজকুমার কারা?
ক. তরুণরা
খ. মুক্তিযোদ্ধারা
গ. রাজাকাররা
ঘ. বয়োজ্যেষ্ঠরা
৪১. মুক্তিযুদ্ধের সময় গ্রামবাংলার মানুষ অশুভ শক্তিকে কীভাবে পরাভূত করে?
ক. সারল্যের শক্তিতে
খ. সমন্বিত সংহতিতে
গ. প্রযুক্তির সাহায্যে
ঘ. দৈব ক্ষমতাবলে
৪২. কামাল চৌধুরীর কাব্যচর্চার বৈশিষ্ট্য-
i. নিরীক্ষাপ্রবণতা
ii. ঐতিহ্যপ্রিয়তা
iii. শব্দ ও ছন্দ ব্যবহারে সচেতনতা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৪৩. প্রতিশোধের নেশায় বাঙালি হানাদারদের-
i. রক্তাক্ত হাত মুচড়ে দিয়েছে
ii. কান কেটে দিয়েছে
iii. উদ্বাস্তু, আশ্রয়হীন করেছে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
এসএসসি-২০২৪ বাংলা সকল অধ্যায়ের সাজেশন উত্তরসহ সংগ্রহ করো
শিক্ষার্থীরা, উপরে এতক্ষণ এসএসসি ২০২৪ সাহসী জননী বাংলা কবিতার mcq প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করা হয়েছে। এখানে উত্তরমালা দেখানো হয়নি। তবে তোমরা তোমাদের পরীক্ষা প্রস্তুতির জন্য উপরে “MCQ উত্তরমালা” অপশনে ক্লিক করে এই গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্নের উত্তরগুলো সংগ্রহ করতে পারবে।
আমাদের ওয়েবসাইটে তোমার প্রয়োজনীয় সাবজেক্টের প্রশ্নের উত্তর না পেলে কোর্সটিকা ফেসবুক পেজে ইনবক্স করতে পারো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post