সিঁথি কবিতার বহুনির্বাচনি প্রশ্ন উত্তর : হাসান রোবায়েতের ‘সিঁথি’ কবিতায় সাম্প্রতিক বাংলাদেশের এক নির্মম ও মর্মন্তুদ অভিজ্ঞতার প্রকাশ ঘটেছে। শিক্ষার্থী-জনতার অভ্যুত্থখান ২০২৪-এ বিজয়ী হয়ে বাংলাদেশের মানুষ নতুনভাবে মুক্তির স্বাদ পেয়েছে; কিন্তু অগণিত মানুষের আত্মদানের বিনিময়ে রচিত হয়েছে সে মৃত্যুর গাথা। শাসকপক্ষের মরণ-কামড় উপেক্ষা করে প্রাণ দিয়েছে আবাল-বৃদ্ধ-বণিতা।
মুখের ভাষার উচ্চারণরীতি আর বাগবিধি ব্যবহার করে কবি এক রক্তস্নাত বাংলদেশের অন্তরঙ্গ ছবি এঁকেছেন। তাতে দেশের কল্যাণ আর মানুষের মুক্তির প্রত্যয়ও ঘোষিত হয়েছে। কবিতাটিতে বাংলাদেশের মানুষের মুক্তি সংগ্রামের ধারাবাহিকতায় ২০২৪-এর অভ্যুত্থান এক নতুন বিজয়গাথা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।
সিঁথি কবিতার বহুনির্বাচনি প্রশ্ন উত্তর
নিচের উদ্দীপকটি পড়ে ১ ও ২ নং প্রশ্নের উত্তর দাও:
তারপর দাওয়ায় বসে
মা আবার ধান ভানে,
বিন্নি ধানের খই ভাজে,
খোকা তার
কখন আসে কখন আসে।
১. উদ্দীপকটি কোন দিক থেকে ‘সিঁথি’ কবিতার সাথে সাদৃশ্যপূর্ণ?
ক. সন্তানের পছন্দের খাবারের আয়োজন
খ. সন্তানের ঘরে ফেরার প্রতীক্ষা
গ. মায়ের স্নেহ মমতা
ঘ. মায়ের কান্না
২. উদ্দীপক ও ‘সিঁথি’ কবিতার মধ্যে বৈসাদৃশ্য সৃষ্টি হয়েছে-
i. প্রেক্ষাপটগত
ii. উদ্দেশ্যগত
iii. ভাবগত
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ৩ ও ৪ নং প্রশ্নের উত্তর দাও:
লেগেছে রে লেগেছে
রক্তে আগুন লেগেছে।
দিয়েছি তো রক্ত
আরো দেব রক্ত।
রক্তের বন্যায়
ভেসে যাবে অন্যায়।
৩. ‘সিঁথি’ কবিতার কোন চরণটি উদ্দীপকের বক্তব্যকে ধারণ করেছে?
ক. খুনির আরশ পোড়াতে
খ. দোজখ যেন ছড়ায় কেশ
গ. পঙ্গু যেন না হয় দেশ
ঘ. কয়টা গুলি লাগে ছার?
৪. উদ্দীপক ও ‘সিঁথি’ কবিতার মধ্যে সাদৃশ্য রচিত হয়েছে-
i. রক্তের বিনিময়ে মুক্তির দৃঢ় প্রত্যয়
ii. আত্মত্যাগে প্রস্তুত জাতীয় তারুণ্য
iii. ২০২৪-এর গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii
৫. ‘সিঁথি’ কবিতাটি কে লিখেছেন?
ক. হাসান মাহমুদ
খ. হাসান মাহবুব
গ. হাসান রোবায়েত
ঘ. হাসান ইকবাল
৬. কবি হাসান রোবায়েত কত সালে জন্মগ্রহণ করেন?
ক. ১৯৮৫
খ. ১৯৮৭
গ. ১৯৮৮
ঘ. ১৯৮৯
৭. হাসান রোবায়েত কোন জেলায় জন্মগ্রহণ করেন?
ক. বগুড়া
খ. রংপুর
গ. সিলেট
ঘ. চট্টগ্রাম
৮. হাসান রোবায়েতের গ্রামের নাম কী?
ক. কান্দিরপাড়
খ. মাটিভাঙ্গা
গ. পশ্চিম তিকানী
ঘ. মেথিকান্দা
৯. ‘ন্যায় ও সত্য রক্ষার বা প্রতিষ্ঠার কাজে যিনি নিহত হন’, তাঁকে কী বলে?
ক. বীর
খ. বুদ্ধিজীবী
গ. শহিদ
ঘ. সাহসী
১০. ‘খাটিয়া’ শব্দের অর্থ কী?
ক. ক্ষুদ্র খাট
খ. ময়ূরের ছবি অঙ্কিত খাট
গ. বড়ো পালঙ্ক
ঘ. দামি কাঠের তৈরি সিংহাসন
১১. ‘আইডি কার্ড’ শব্দের অর্থ কী?
ক. ঠিকানা
খ. পরিচয় পত্র
গ. ভোটার
ঘ. শহিদ
১২. ‘খাটিয়া’ সাধারণত কী দিয়ে ছাওয়া হয়?
ক. কাঠ
খ. দড়ি
গ. বাঁশ
ঘ. গোলপাতা
১৩. ‘সিঁথি’ কবিতাটি কোন প্রেক্ষাপটে লেখা?
ক. বায়ান্নর ভাষা আন্দোলন
খ. উনসত্তরের গণঅভ্যুত্থান
গ. একাত্তরের মুক্তিযুদ্ধ
ঘ. চব্বিশের গণঅভ্যুত্থান
১৪. ‘সিঁথি’ কবিতায় কোথায় ভাই মরল?
ক. ঢাকা
খ. রংপুর
গ. চট্টগ্রাম
ঘ. খুলনা
১৫. ‘সিঁথি’ কবিতায় কারা আগুন দিল?
ক. নুসরাতেরা
খ. মায়েরা
গ. বোনেরা
ঘ. ছাত্ররা
সিঁথি কবিতার mcq প্রশ্ন
১৬. কে খুনির আরশ পোড়াতে চায়?
ক. বিক্ষুব্ধ জনতা
খ. শিক্ষার্থীরা
গ. কওমি তরুণ
ঘ. পুলিশ
১৭. ‘—— যেন ছড়ায় কেশ।’ এখানে শূন্যস্থানে কী বসবে?
ক. বোনেরা
খ. মায়েরা
গ. ভাই
ঘ. দোজখ
১৮. কে দুয়ার খুলে রেখেছে?
ক. মা
খ. বাবা
গ. বোন
ঘ. প্রতিবেশী
১৯. কে রক্তভেজা খাটিয়ায় ফিরে এসেছে?
ক. বাবা
খ. মা
গ. ভাই-বোন
ঘ. ছেলে
২০. ‘খুনির আরশ পোড়াতে।’ – এখানে ‘আরশ’ শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?
ক. খোদার সিংহাসন
খ. মজবুত চেয়ার
গ. রাজ-সিংহাসন
ঘ. শাসকের ক্ষমতা ও পদমর্যাদা
২১. কাকে কোলে নিয়ে মা অটোতে ফিরছে?
ক. শিশু সন্তানকে
খ. মেয়েকে
গ. মৃত সন্তানকে
ঘ. ছেলেকে
২২. ‘সিঁথি’ কবিতায় ছেলে মাথায় কী বেঁধে মিছিলে গেছে?
ক. লাল ফিতা
খ. মায়ের ওড়না
গ. বোনের ওড়না
ঘ. জাতীয় পতাকা
২৩. ‘সিঁথি’ কবিতায় গোরস্থানে কে কাঁদে?
ক. শহিদ
খ. মা
গ. বাবা
ঘ. বোন
২৪. ‘সিঁথি’ কবিতায় সারা বাংলায় কী শেষ?
ক. পানি
খ. খাবার
গ. কাফন
ঘ. শান্তি
২৫. কার হাহাকার শুনে খোদার আরশ কেঁপে ওঠে?
ক. মায়ের
খ. ভাইয়ের
গ. বোনের
ঘ. পিতার
২৬. ধর্ম, ন্যায় ও সত্য রক্ষার কাজে নিহত হওয়া বলতে বুঝায়-
i. শাহাদাত
ii. শহিদ হওয়া
iii. গাজি হওয়া
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii
২৭. ‘সিঁথি’ কবিতায় ‘শাহাদাতের আগুন’ বলতে বুঝানো হয়েছে-
i. মৃতের আগুন
ii. শহিদের চেতনা
iii. আত্মত্যাগের চেতনা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii
২৮. ‘গোরস্থানে কান্দে শহিদ’ চরণ দ্বারা বুঝানো হয়েছে-
i. শহিদের রক্তদান ব্যর্থ হওয়ার আশঙ্কা
ii. নির্জনে মৃতের কান্না
iii. নতুন দেশ গঠনে শহিদের আকাঙ্ক্ষা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii
২৯. ‘সিঁথি’ কবিতায় চিত্রিত হয়েছে বাংলাদেশের-
i. জুলাই গণঅভ্যুত্থানের মর্মকথা
ii. রক্তস্নাত দেশের অনুপম ছবি
iii. দেশের কল্যাণ ও মানুষের মুক্তির প্রত্যয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii
৩০. গোরস্থান শব্দের অর্থ কী?
ক. জীবনাবসান
খ. সমাধিক্ষেত্র
গ. দোজখ
ঘ. বাঁশঝাড়
আরও দেখো—সপ্তম শ্রেণির বাংলা গল্প-কবিতার সমাধান
সপ্তম শ্রেণির প্রিয় শিক্ষার্থীরা, উপরে তোমাদের সপ্তবর্ণা বাংলা বই থেকে সিঁথি কবিতার বহুনির্বাচনি প্রশ্ন উত্তর আলোচনা করা হয়েছে। এই অধ্যায় থেকে পরীক্ষা প্রস্তুতির জন্য ৩০টি প্রশ্ন উত্তরসহ দেওয়া হয়েছে। Answer Sheet অপশনে ক্লিক করে উত্তরগুলো সংগ্রহ করে নাও। এছাড়াও অধ্যায়ভিত্তিক অনুধাবনমূলক, জ্ঞানমূলক এবং সৃজনশীল প্রশ্নের সমাধান পেতে উপরে দেওয়া লিংকে ভিজিট করো।
Discussion about this post