ইসলামের ইতিহাস ও সংস্কৃতি জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রথম বর্ষের পরীক্ষার সাজেশন। সিরিয়া, মিশর ও উত্তর আফ্রিকায় মুসলিম শাসনের ইতিহাস সাজেশন বিষয় কোড: ২১১৬০৭। বিষয়: সিরিয়া, মিশর ও উত্তর আফ্রিকায় মুসলিম শাসনের ইতিহাস [ফাতেমি আইয়ুবী ও মামলুক বংশ]
সিরিয়া মিশর ও উত্তর আফ্রিকায় মুসলিম শাসনের ইতিহাস
ক-বিভাগ:অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর
১. মাগরিবের অর্থ কি?
অথবা, মাগরিব শব্দের অর্থ কি?
উত্তর: মাগরিব অর্থ পশ্চিম।
২. আগলাবির শাসনের প্রতিষ্ঠাতা কে?
উত্তর: আগলাবি বংশের প্রতিষ্ঠাতার নাম ইব্রাহিম বিন আগলাব
৩. উত্তর আফ্রিকায় ফাতেমি খেলাফত কে প্রতিষ্ঠা করেন?
উত্তর: ফাতেমি খিলাফতের প্রতিষ্ঠাতা ওবায়দুল্লাহ আল মাহদী।
৪. শিয়াদের প্রথম ইমাম কে?
উত্তর: শিয়াদের প্রথম ইমাম হযরত আলী (রাঃ)।
৫. শিয়াদের দ্বাদশ ইমাম কাকে বলা হয়?
উত্তর: শিয়াদের দ্বাদশ ইমামের নাম মুহম্মদ আল মুন্তাজার।
৬. আল মুইজের রাজত্বকালে মিশর বিজয় সেনাপতি কে ছিলেন?
উত্তর: আল মুইজের রাজত্বকালে মিশর বিজয় সেনাপতি জাওহার আর সিকিলি।
৭. সিরিয়া কোন মহাদেশ অবস্থিত?
উত্তর: সিরিয়া এশিয়া মহাদেশে অবস্থিত।
৮. কোন মুসলিম সেনাপতি উত্তর আফ্রিকা জয় করেন?
উত্তর: মুসলিম সেনাপতি জাওহার আল সিকিলি উত্তর আফ্রিকা জয় করেন।
৯. কায়রো নগরী কে প্রতিষ্ঠা করেন?
উত্তর: খলিফা আল মুইজের সেনাপতি জাওহার আল সিকিলি কায়রো নগরীর প্রতিষ্ঠা করেন।
১০. আল কাহিরা নগরীর প্রতিষ্ঠাতা কে?
উত্তর: আল কাহিরা নগরীর প্রতিষ্ঠাতা খলিফা আল মরিচের প্রধান সেনাপতি জাওহার আল সিকিলি।
১১. ফাতেমি কোন শাসকের উপাধি ছিল আমিরুল মোমেনীন?
উত্তর: ফাতেমি খলিফা আল হাকিমের উপাধি ছিল আমিরুল মোমেনীন।
১২. দারুল হিকমা কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়?
উত্তর: দারুল হিকমা ১০৫ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়।
১৩. খলিফা আল হাকিম কোন পাহাড়ে মৃত্যুবরণ করেন?
উত্তর: খলিফা আল হাকিম মুকাত্তাম পাহাড়ে মৃত্যুবরণ করেন।
১৪. বদরআল জামালি কে ছিলেন?
উত্তর: বদরআল জামালি ছিলেন ফাতেমি খিলাফতে আর্মেনীয় উজির পরিবারের প্রতিষ্ঠাতা ও ফাতেমি উজির।
১৫. ফাতেমি খিলাফতের সর্বশেষ খলিফার নাম কি?
অথবা সর্বশেষ ফাতেমি খলিফার নাম কি?
উত্তর: ফাতেমি খিলাফাতে সর্বশেষ খলিফার নাম আল আদিদ।
১৬. কত খ্রিস্টাব্দে ফাতেমীদের পতন ঘটে?
উত্তর: ১১৭১ খ্রিস্টাব্দে ফাতেমিদের পতন ঘটে।
১৭. নওরোজ কি?
উত্তর: মিশরীদের বসন্তকালীন মহাউৎসবকে নওরোজ বলা হতো।
১৮. ‘কাছিদাতুল বুরদাহ’ গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর: ‘কাছিদাতুল বুরদাহ’ গ্রন্থটির রচয়িতা ইমাম আল বুসরি।
১৯. আতাবেগ কার উপাধি?
উত্তর: আতবেক সেলজুক সুলতান মালিক শাহের প্রধান উজির নিজামুল মূলকের উপাধি।
২০. ক্রুসেড কি?
উত্তর: প্রাচ্যের মুসলমান ও ইউরোপের খ্রিস্টানদের মাঝে ১০৯৫- ১২৯১ খ্রিস্টাব্দ পর্যন্ত সংগঠিত যুদ্ধকে ক্রুসেড বা ধর্মযুদ্ধ বলা হয়।
২১. জেরিকো কোথায় অবস্থিত?
উত্তর: জেরিকো প্যালেস্টাইনে অবস্থিত।
২২. ক্রুসেড কয়টি পর্যায় সংঘটিত হয়?
উত্তর: ক্রুসেড তিনটি পর্যায়ে সংঘটিত।
২৩. আইয়ুবী বংশের শেষ সুলতান কে ছিলেন?
উত্তর: আইয়ুবী বংশের শেষ শাসকের নাম তুরান শাহ।
২৪. মিশরে কয় শ্রেণীর মামলুক ছিল?
উত্তর: মামলুকদের দুটি ভাগে ভাগ করা হয়। যথা- ১. বাহরী মামলুক ও, ২. বুরুজি মামলুক।
২৫. মামলুক বংশের প্রথম শাসক কে?
অথবা, প্রথম মামলুক শাসক কে?
উত্তর: মামলুক বংশের প্রথম শাসক সাজার উদ দার।
২৬. মাহফিল কি?
উত্তর: মিশরের মামলুক বংশের প্রতিষ্ঠাতা সাজার উদ দার হজযাত্রায় ব্যবহৃত হাওদাকে বলা হতো মাহমিল।
২৭. বাহরী মামলুক করা কোন দ্বীপে বাস করত?
উত্তর: বাহরী মামলুকরা রাওদাহ দ্বীপে বাস করত।
২৮. বাহর বারিক অর্থ কি?
উত্তর: বাহর বারিক অর্থ নদীবাসি।
২৯. মামলুক বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা কে?
উত্তর: মামলুক বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা সুলতান রুকনুদ্দিন বাইর্বাস।
৩০. কোন যুদ্ধে প্রথম ছেলে মামলুকের পরাজিত করেন?
উত্তর: মারজ ই দাবিকের যুদ্ধে প্রথম সেলিম মামলুকদের পরাজিত করে।
খ-বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্নাবলী
১. ফাতেমি বংশ প্রতিষ্ঠায় দাঈ এর ভূমিকা লেখ।
২. ফাতেমি খিলাফত প্রতিষ্ঠায় আবু আব্দুল্লাহর ভূমিকা কী ছিল?
৩. শিয়াদের পরিচয় দাও।
৪. আল মুইজকে পাশ্চাত্যের মামুন বলা হয় কেন?
অথবা, আল মুইজকে কেন পাশ্চাত্যের মামুন বলা হয়?
৫. দারুল হিকমার কার্যাবলী আলোচনা কর।
অথবা, দারুল হিকমার কার্যাবলী সংক্ষিপ্ত আলোচনা কর।
৬. দারুল হিকমায় কোন কোন বিষয় পাঠদান করা হতো?
৭. আল হাকিমকে খামখেয়ালি শাসক বলা হয় কেন?
৮. দারাজি মতবাদ কি?
অথবা, দারাজি মতবাদে পরিচয় দাও।
৯. আর্মেনীয় উজির বদর আল জামালী সম্পর্কে কি জান?
১০. সেলজুকদের সম্পর্কে যা জান লেখ।
১১. ক্রুসেডের কারণসমূহ সংক্ষেপে বিবৃত কর।
১২. ক্রুসেডের পর্যায়সমূহ উল্লেখ কর।
১৩. জেরুজালেমকে পবিত্র নগরী বলা হয় কেন?
১৪. সালাউদ্দিন আইয়ুবী ইতিহাসে এত বিখ্যাত কেন?
১৫. আইয়ুবী বংশের পতনের কারণ ব্যাখ্যা কর।
১৬. মিশরে মামলুকদের উৎপত্তি আলোচনা কর।
১৭. সাজার উদ দার কে ছিলেন?
অথবা, সাজার উদ দার পরিচয় দাও।
অথবা, সাজার উদ দার সম্পর্কে একটি টিকা লেখ।
১৮. আইন ই জালুতের যুদ্ধকে ভাগ্য নির্ধারণকারি যুদ্ধ বলা হয় কেন?
১৯. রুকনুদ্দিন বাইবার্সের পরিচয় দাও।
২০. মামলুকদের পতনের চারটি কারণ উল্লেখ কর।
গ-বিভাগ: রচনামূলক প্রশ্নাবলী
১. উত্তর আফ্রিকার ফাতেমি খিলাফত প্রতিষ্ঠার প্রেক্ষাপট আলোচনা কর।
২. উত্তর আফ্রিকার হাতে নিয়ে খিলাফত প্রতিষ্ঠান আবু আব্দুল্লাহ আল শিয়িরর অবদান মূল্যায়ন কর।
অথবা, উত্তর আফ্রিকার ফাতেমি খিলাফত প্রতিষ্ঠার আবু আব্দুল্লাহ আল শিয়িরর ভূমিকা আলোচনা কর।
৩. ফাতেমী খিলাফাতের দ্বিতীয় প্রচেষ্টা হিসেবে জাহারের অবদান আলোচনা কর।
৪ ফাতেমি খলিফা আল আজিজের কৃতিত্ব আলোচনা কর।
৫. ফাতেমি শাসনামলে জ্ঞানবিজ্ঞানের উন্নতিকল্পে খলিফা আল আজিজের অবদান মূল্যায়ন কর।
৬. ফাতেমি খিলাফতে আর্মেনি উজিরদের অবদান মূল্যায়ন কর।
৭. ফাতেমি খিলাফতের পতনের কারণসমূহ আলোচনা কর।
৮. জ্ঞান বিজ্ঞানের ফাতেমিদের অবদান লেখ।
৯. সমসাময়িক ইউরোপের ইতিহাসে সালাউদ্দিন আইয়ুবী এত বিখ্যাত কেন?
১০. ক্রুসেডারদের বিরুদ্ধে সালাউদ্দিন আইয়ুবের কার্যাবলীর বিবরণ দাও।
অথবা, ক্রুসেডারদের আক্রমণ থেকে মুসলিম সাম্রাজ্য রক্ষায় সালাউদ্দিন আইয়ুবীর কার্যাবলী আলোচনা কর।
১১ আইয়ুবী বংশ প্রতিষ্ঠাতা সালাউদ্দিন আইয়ুবির চরিত্র ও কৃতিত্ব পর্যালোচনা কর।
১২. মানুষ ও বিজেতা হিসেবে সালাউদ্দিন আইয়ুবীর মূল্যায়ন কর।
১৩. মিশরে মামলুক বংশ প্রতিষ্ঠার ইতিহাস আলোচনা কর।
১৪. সুলতান কালাউনের বৈদেশিক সম্পর্ক ও তার জনহিতকার কার্যাবলী পর্যালোচনা কর।
১৫. সুলতান কালাউনের জনহিতকরণ কার্যাবলী আলোচনা কর।
১৬. মামলোক সুলতান আল- নাসিরের রাজত্বকাল আলোচনা কর।
১৭. মারজ-ই দাবিকের যুদ্ধের কারণসমূহ চিহ্নিত কর। এটি কিভাবে মামলুক ও ইসলামের পরবর্তী ইতিহাসকে প্রভাবিত করেছিল?
১৮. মিশরের মামলুক ও মঙ্গল সম্পর্কের ওপর আলোকপাত কর।।
১৯. মামলোক শাসনামলে মিশরের সাংস্কৃতিক অবস্থা সম্পর্কে আলোচনা কর।
২০. সুলতান কালাউনের বৈদেশিক নীতির উল্লেখসহ তার শাসনকাল আলোচনা কর।
আরো দেখো: ইসলামের ইতিহাস ১ম বর্ষের সকল বিষয়ের সাজেশন
অনার্স ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সিরিয়া মিশর ও উত্তর আফ্রিকায় মুসলিম শাসনের ইতিহাস সাজেশন উত্তরসহ তোমরা উপরে দেওয়া Answer Sheet অপশনে ক্লিক করে সংগ্রহ করতে পারবে। এছাড়াও প্রথম বর্ষের অন্যান্য সকল বিষয়ের পূর্ণাঙ্গ সাজেশন উত্তরসহ পেতে ওপরের নীল রঙের লিংকটি অনুসরণ করো।
ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post